নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাপোষা মধ্যবিত্ত কার্ণিশ আগলে লুকিয়ে\nমুষড়ে পরা বিপ্লবী তাহাদের তাড়া খেয়ে।

নাগরিক কবি

আলো আঁধারের মাঝে ১ রাতের ব্যবধান,শত শত ভ্রূণ জেগে উঠে অন্ধকার গর্ভে।পরিচয় পরিচিতি সেখানে নগ্ন হয়ে যায়।

নাগরিক কবি › বিস্তারিত পোস্টঃ

এ লজ্জা আমি রাখবো কোথায়?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৭




১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি
পাকিস্তান বাহিনীর গুলিতে ঢাকা মেডিক্যাল এলাকায় আহত হন আবদুস সালাম। সেই সময় সঙ্গে থাকা ভাতিজা মকবুল আহমেদ ছাত্র-জনতার সহায়তায় তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করেন। দেড় মাস সেখানে চিকিৎসার পর ৭ এপ্রিল সকালে তিনি মারা যান। পরদিন ৮ এপ্রিল সালামের মরদেহ আজিমপুর পুরাতন কবরস্থানে সমাহিত করা হয়।


আর আজ ভাষা আন্দোলনের ৬৫ বছর পর সনাক্ত হলো শহীদ সালামের কবর।ঢাকার আজিমপুরেই শায়িত আছেন
এই মহান ভাষা সৈনিক। জানালেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক কর্মকর্তা আনসার উজ্জামান।

ভাষা শহীদ সালামের ছোট ভাই আবদুল করিম ও ভাতিজা মকবুল আহমেদ, ঢাকা দক্ষিণ সিটি
করপোরেশনের অঞ্চল- ৩ এর
নির্বাহী কর্মকর্তা আনসার
উজ্জামান, অঞ্চল-৩ এর সহকারি
সমাজকল্যাণ কর্মকর্তা মোহাম্মদ
রোকনুজ্জামান, কবরস্থানের
সিনিয়র মোহরার হাফিজুর
রহমান ‌এবং দক্ষিণ সিটি
করপোরেশনের প্রকৌশলী মাহবুবুর রহমানের উপস্থিতিতে সোমবার কবর শনাক্ত করা হয়।
মেয়র আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দেবেন ২১ ফেব্রুয়ারির আগেই।আরেক ভাষা শহীদ শফিউর রহমানের কবরের
ডানপাশে দু’টি কবরের পর তার
কবরটি শনাক্ত করেন ছোট ভাই
আবদুল করিম।



লজ্জা লাগে আমার :

যাদের জন্য মাকে মা বলে ডাকতে পারি, গলা ছেড়ে গান গাইতে পারি, চিৎকার করে বলতে পারি," ভালবাসি বাংলাদেশ"। যখন শুনি আজো তাদের শেষ চিহ্নটি আমরা সনাক্ত করতে পারি নি। আমাদের ব্যস্ত জীবন, নষ্ট সমাজ ব্যবস্থা ধুকে ধুকে খাচ্ছে আমাদের। তোরা খেয়ে যা ভাই আমার বুকের তাজা রক্ত, তবু ফিরিয়ে দে আমার ভাইদের সেই জীবন গুলি। কারন ওদের আজ বড়ই প্রয়োজন। তোরা নেই বলে আমরা আজ কিছু করতে পারি না, এমন কি তোর কবরের পাশে গিয়ে বলতে পারি না, যেখানেই থাকিস - ভালো থাকিস। ভালবাসা তোর জন্য অফুরন্ত।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ ভালো লাগা রইল আপনার লেখায়।


বিশেষ করে-

'যাদের জন্য মাকে মা বলে ডাকতে পারি, গলা ছেড়ে গান গাইতে পারি, চিৎকার করে বলতে পারি," ভালবাসি বাংলাদেশ"। যখন শুনি আজো তাদের শেষ চিহ্নটি আমরা সনাক্ত করতে পারি নি। আমাদের ব্যস্ত জীবন, নষ্ট সমাজ ব্যবস্থা ধুকে ধুকে খাচ্ছে আমাদের। তোরা খেয়ে যা ভাই আমার বুকের তাজা রক্ত, তবু ফিরিয়ে দে আমার ভাইদের সেই জীবন গুলি। কারন ওদের আজ বড়ই প্রয়োজন। তোরা নেই বলে আমরা আজ কিছু করতে পারি না, এমন কি তোর কবরের পাশে গিয়ে বলতে পারি না, যেখানেই থাকিস - ভালো থাকিস। ভালবাসা তোর জন্য অফুরন্ত।'
কথাগুলো আমার মন ছুয়ে গেছে ভাই। আমাদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রইল।
জেগে থাকুক তাঁরা বাংলার অন্তরে ভালোবাসা হয়ে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০২

নাগরিক কবি বলেছেন: আপনার মন ছুঁয়ে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৫

নাগরিক কবি বলেছেন: এই লেখাটা লেখার সময় আমার নিজেরও অনেক কষ্ট হয়েছিল। এ কোন জাতি আমরা? সত্যি লজ্জা আমাদের জন্য।।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা, ভাই

সেটা লজ্জারই আমাদের কাছে।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৪

বিজন রয় বলেছেন: আমাদের কি লজ্জা আছে।
আমরা তো অনেক আগে থেকেই লজ্জাহীন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৩

নাগরিক কবি বলেছেন: আপনার কথা যুক্তিসংগত। ধন্যবাদ

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৭

নাগরিক কবি বলেছেন: কিন্তু তার পরেও লজ্জাহীনদেরও লজ্জা থাকতে হয়

৪| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:২২

খায়রুল আহসান বলেছেন: লজ্জার কথাই বটে। এ তথ্য জেনে বিস্মিত ও লজ্জিত হ'লাম।
স্ব-উদ্যোগে এ তথ্য আহরণ ও বিতরণের জন্য ধন্যবাদ।

০৯ ই মার্চ, ২০১৭ রাত ২:০৩

নাগরিক কবি বলেছেন: আপনাকেও শুভ কামনা স্যার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.