নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাপোষা মধ্যবিত্ত কার্ণিশ আগলে লুকিয়ে\nমুষড়ে পরা বিপ্লবী তাহাদের তাড়া খেয়ে।

নাগরিক কবি

আলো আঁধারের মাঝে ১ রাতের ব্যবধান,শত শত ভ্রূণ জেগে উঠে অন্ধকার গর্ভে।পরিচয় পরিচিতি সেখানে নগ্ন হয়ে যায়।

নাগরিক কবি › বিস্তারিত পোস্টঃ

রাইত ১২ টার প্যানপ্যানানি বন্ধ কর।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৯





হ, জানিতো। একটু পরে ১২ টা বাজবো। ২১ তারিখ শুরু হইবো। শহীদ মিনারে যাইবা। দুইডা ফুল দিয়া আইবা। সকাল বেলায় গান গাইবা। এই তো নাকি? তার পরে নাক ডাইকা ঘুমাইবা, ঘুম থেইক্যা উইডা প্রেমিকারে লইয়্যা ঘুরতে যাইবা। আর কিছু কইবা??

না আর কওনের কিছু নাই। এই কামইতো করবা। আমি যদি জিগাই তোমারে কও দেখি বাছা, কয়জন ভাষা সৈনিক এর নাম হাতে গইনা। উত্তরে কইবা, সালাম, জব্বার, বরকত, রফিক আর গাফফার।
কেন আর কাউরে চিন না? বাবা বই খাতাতো পড়িনা। আর নাম জানি না। এগোরে তো দেহি নাই। ছবি দেখলে চিনতেও পারমু না।

বাহ! বাহ! বাহ! বাঙালী।
তোরা করলি আমায় কাঙ্গালী।
কি আর কইমু তোগো, দুই লাইন গান গাবি, নতুন পাঞ্জাবি পইরা মিনারে যাবি। মুখোবই এ বালিকাদের সাথে ফটু দিবি । লগে চেক ইন হইবো শহীদ মিনার। লাইকে লাইকে লালায়িত হইবে তোমার ফটুর নিচের বাটন খানি। এই আমাগো তাদের সম্মান দেহানোর সীমা খানি।


কেনরে বাঙালী,
আসে না কেন তোর চোখে জল একটু খানি?
তারা কি তোর ভাই ছিল না!
তবু কেন আজ ৬৫ বছর পরেও
তাদের চিনস না?
তোরা গান গা, তোরা ফুল দে,
আমি ঘুমাবো, আমায় জালাতন করিসনে
আমায় একটু খানি কাঁদতে দে!
আমায় নাম গুলো মনে করতে দে..
ওরা জানি কজন ছিল?..


১)আতাউর রহমান খান।
২)আব্দুস সালাম।
৩)আবুল কালাম শামসুদ্দিন।
৪)তোফাজ্জল হোসেন মানিক মিয়া।
৫)ওসমান আলী।
৬)শওকত ওসমান।
৭)সিকান্দার আবু জাফর।
৮)মোহাম্মদ আবুল হাই।
৯)শামসুল হক।
১০)সৈয়দ আতিকুল্লাহ্।
১১)হালিমা খাতুন।
১২)আবু জাফর ওরায়দুল্লাহ্।
১৩)জহীর রায়হান।
১৪)গোলাম মর্তূজা।
১৫)সাঈদ শামসুল হক।
১৬)মোহাম্মদ মোকাম্মেল।
১৭)আনিসুজ্জামান।
১৮)কে জি মুস্তাফা।
১৯)জিল্লুর রহমান।
২০)আব্দুল গফুর।
২১)আহমেদ রফিক।
২২)মোহাম্মদ আবুল কাশেম।
২৩)গোলাম মাওলা।
২৪)আব্দুস ছামাদ আযাদ।
২৫)কালিম সারাফি।
২৬)মোহাম্মদ তোহায়া/তোহা।
২৭)কামরুদ্দিন হোসাইন ছহুদ।
২৮)ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ্।
২৯)মাওলানা আব্দুল হামিদ খান ভাষানী।
৩০)দীরেন্দ্র নাথ দত্ত।
৩১)শহীদুল্লাহ্ কায়সার।
৩২)মোফাজ্জল হায়দার চৌধুরী।
৩৩)মোহাম্মদ সুলতান।
৩৪)অলী আহাদ।
৩৫)শামসুর রাহমান।
৩৬)উষা বেপারী।
৩৭)আব্দুল্লাহ আল মুতি।
৩৮)জুলমত আলী খান।
৩৯)মুহাম্মদ আলী আসগর।
৪০)এস এ বারী এ টি
৪১)আব্দুল লতিফ।
৪২)ইশতিয়াক আহমেদ।
৪৩)এম আর আখতার মুকুল।
৪৪)আনোয়ারুল হক খান।
৪৫)বাহাউদ্দিন চৌধুরী।
৪৬)ডাঃ কাজী মোতাহের হোসেন।
৪৭)বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
৪৮)মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ।
৪৯)আবুল হাশেম।
৫০)মুনীর চৌধুরী।
৫১)তাজুদ্দিন আহমেদ।
৫২)সর্দার ফজলুল করিম।
৫৩)মুস্তাফা নুরুল ইসলাম।
৫৪)কাজী গোলাম মাহবুব।
৫৫)রফিক উদ্দিন ভুঁইয়া।
৫৬)আব্দুল আলম।
৫৭)মোশাররফ হোসাইন চৌধুরী।
৫৮)মীর হোসাইন আহমেদ।
৫৯)মাহবুব আলম চৌধুরী।
৬০)আতাউর রাহমান।
৬১)আব্দুল মোমিন।
৬২)আব্দুল মতিন।
৬৩)ফকির শাহাবুদ্দীন।
৬৪)ফজলে লোহানী।
৬৫)গাজীউল হক।
৬৬)গোলাম আযম।
৬৭)এম এ আজমল হাসাইন বুলবুল।
৬৮)আলতাফ মাহমুদ।
৬৯)সুফিয়া করিম।
৭০)মমতাজ বেগম।
৭১)হাসান হাফিজুর রহমান।
৭২)শফিয়া খাতুন।
৭৩)নিজামুল হক।
৭৪)আমিনুল ইসলাম।
৭৫)সাদেক খান।
৭৬)আব্দুল গফ্ফার চৌধুরী।
৭৭)মুর্তাজা বশির।
৭৮)এস এম নুরুল ইসলাম।
৭৯)সুফিয়া আহমেদ।

আরো আছে নাম না জানা অনেক ভাষা সৈনিক।
এই দিনের ১৯৫২ সালে বাংলার প্রতিটি মানুষের রক্তের মাঝে জেগে উঠেছিল প্রতিবাদের আগুন। মা কে মা বলার অধিকার আদায়ের শপথ। আমার কষ্ট হচ্ছে, সত্যি কষ্ট হচ্ছে। যখন দেখি আমাদের এই সৈনিকদের আজো আমরা পাপ্য মর্যাদা দিতে পারছি না। আমদের স্কুল , কলেজ আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী গুলো দু চার জনের নাম ছাড়া, কিছু গান গাওয়া, ফুল দেওয়া ছাড়া আর কিছুই জানে না।একুশ আমাদের প্রেরণা, একুশ আমাদের অহংকার। একুশ আমাদের জীবন্ত ইতিহাস। প্রতিটি ভাষা সৈনিক এর জন্য মনের গহীন থেকে জানাই শ্রদ্ধা আর ভালবাসা। তাদের এই ত্যাগ এর মূল্য দেবার মত ক্ষমতা আমাদের নেই।

ভালবাসি তোমাদের। সত্যি ভালবাসি।



আমি কুঞ্চিত, লজ্জিত, মর্মাহত, আষ্টেপৃষ্ঠে জর্জরিত। আমি কথা কমু না। তোরা গান গেয়ে যা।

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৯

চাঁদগাজী বলেছেন:


বিপ্লবকে বুঝতে হবে, মনে রাখতে হবে, অনুসরণ করতে হবে, কাজে লাগাতে হবে; ভালো

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৪

নাগরিক কবি বলেছেন: কিন্তু আমরা ভুলে যাই, আমরা মনে রাখি না, আমরা অনুসরণ করি না। আমরা যা করি তা করার না। আমরা ভালবাসার বদলে ভালবাসার অভিনয় করি। আমরা জাতিতে ভাল অভিনেতা।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মোবাইল ভার্সন আসায় অনেক ভালো পোষ্ট অগোচরে থেকে যাচ্ছে। আপনার এতো সুন্দর একটা পোষ্ট আপনাকে স্মরণ করতে এসেই পাইলাম, ধন্য হলাম পড়ে। মুগ্ধতা নিয়ে ফিরছি।

আমাদের ভাষা সৈনিক আমাদের গৌরবান্বিত বীর শহীদের মনে রাখতে হবে প্রতিদিন, প্রতিটি মানুষের মনে জাগিয়ে রাখতে হবে সেই বীর সন্তানদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা। তবেই আমরা একুশে ফেব্রুয়ারির মর্যাদা রক্ষা করতে জানবো।

অনেক অনেক ভালোবাসা রইল পোষ্টে।
বেঁচে থাকুক ভালোবাসা প্রতিটি অন্তরে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৭

নাগরিক কবি বলেছেন: আপনার মন্তব্যের প্রসংসা না করে পারছি না। আমিতো ভেবেছিলাম আমাকে বকা ঝকা খেতে হবে এ লেখার জন্য। ধন্যবাদ আপনাকে আমাকে স্মরণ করার জন্য।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৬

বিলিয়ার রহমান বলেছেন: আমি কুঞ্চিত, লজ্জিত, মর্মাহত, আষ্টেপৃষ্ঠে জর্জরিত। আমি কথা কমু না। তোরা গান গেয়ে যা

আমিও তাই ভাই!!!!

বাসার পাশে হিন্দি গান বাজিয়ে শহীদের স্মরণ চলছে!!!!!!!!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৮

নাগরিক কবি বলেছেন: আমি দেশে নাই, বাইচা গেছি ভাই। আজকে মুখোবই এ এক জিনিস দেখলাম নিচে ছবিটা দিচ্ছি। একবার দেখে নিয়েন।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কি আর করা বিলিয়ার ভাই!!!!
আমাদের মধ্যে সমাজ সচেতনারই অভাব, ইতিহাস সচেতন কেমনে হবো!!!

ফেব্রুয়ারির একুশ তারিখ এলেই মনে করি শহীদ মিনার, ভালোবাসার ঢালী খুলে বসি। কিন্তু সারাবছর একবারের জন্যও খবর রাখি না ভাষার প্রেমে আত্মত্যাগী বীর সন্তানদের তৃপ্ত আত্মায় জাগ্রত শহীদ মিনারের!!!
ব্লগ 'অতৃপ্তচোখ' বেশকিছুদিন আগে এক কবিতায় 'স্বপ্ন হয়ে ছোটে গিয়ে বুঝিয়ে দিয়েছিল, বাস্তবে আসলে আমরা কতটা শহীদ মিনারকে কতটা শ্রদ্ধা করি।

আমাদের দুর্ভাগ্য!!!!!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৫

নাগরিক কবি বলেছেন: আমরা অকৃতজ্ঞ। তাই এই অবস্থা। নিচে মুখোবই থেকে এক ছবি দিলাম। দেখে নেন।

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৩

নাগরিক কবি বলেছেন:
এই হইলো অবস্থা।

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৮

টুনটুনি০৪ বলেছেন: ভালো বলেছেন।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

নাগরিক কবি বলেছেন: শধু প্রসংসা করলে হবে। জাতিকে কিছু বলবেন না

আপনার প্রসংসায় আমি খুশি হয়েছি।

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভণ্ড কবি ভাই, সব ভণ্ডামি, ৫ নম্বরের ছবিটা দেখে এর চেয়ে ভালো কিছু মন্তব্য করতে পারলাম না। এরা জানেনা মূলত কিছুই, জানার বান করে স্রোতের টানে ভেসে। এমন প্রিন্ট করে কোন প্রিন্টিংয়ে, তাদের ধরা উচিৎ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

নাগরিক কবি বলেছেন: ভন্ড কবি ভাই???
কথাটা শুনে ভয় পেয়ে গিয়েছিলাম। তবে ঘটনা সত্য।
আমি ভন্ড। স্রোতের বিপরীত এর ভন্ড।
ছবি দেখে আফসোস করা ছাড়া আর কিছু করার নাই। ছবিটা ক্রপ করে দিয়েছি। পুরোটা দেখলে লজ্জা পাবেন।

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৪

শামীম সরদার নিশু বলেছেন: আজ যাদের স্মরণ করছি আমরা,
তারা কি এই বাংলা দেখার জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছিলো বাংলার জন্য?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৯

নাগরিক কবি বলেছেন: না তারা এই বাংলা দেখতে চায়নি। যে বাংলা দেখতে চেয়েছিল সে বাংলা হারিয়ে গেছে। কারন আমি আমরা সবাই ঘুমিয়ে আছি।

৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক সুন্দর+

ভালোলাগা রেখেগেলাম।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৬

নাগরিক কবি বলেছেন: কৃতজ্ঞ।

১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি তো ভাই আপনাকে ভণ্ড বলিনি !!! আপনি কেন নিজেকে ভণ্ড বললেন!!!
আসলে আমি নোটিফিকেশন দেখে সরাসরি সে পোষ্টে যেতে পারছিনা, তাই দেরি হয়ে গেলো দেখতে।
আপনি কি করে ভাবলেন, উপরে আমার আরও দুটি মন্তব্য থাকার পরও!!!!!
বুঝতে পারছি আমার শেষ মন্তব্য আপনি উল্টো বুঝেছেন, যদিও সেই মন্তব্যের নিচের লাইনটিতে বোঝার ছিল।
আমি দুঃখিত ভাই, যদি কষ্ট দিয়ে ফেলি।
ভালোবাসা জানবেন সবসময়।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৬

নাগরিক কবি বলেছেন: হা হা হা, আপনি আমার প্রতিউত্তর বুজেন নি। আসলে আমি বুজাতে পারি নি। একটা বার চিন্তা করেন আমরা আমাদের ইতিহাস নিয়ে বড় বড় কথা বলি। লেখালেখি করি। মিডিয়াতে প্রকাশ করি। কিন্তু বাস্তব অর্থে ভিন্ন। গতকাল ভিডিওতে দেখলাম শহীদ মিনারে জুতা পরা নিয়ে একজনের মন্তব্য " এগুলো পরিবার থেকে শিখতে হয়"। কিন্তু কিছুক্ষণ পূর্বে সে নিজেই এই কাজটি করেছে। সত্যি কি আমাদের মনে শ্রদ্ধা আছে? না নেই। সেই অর্থে আপনি বলেছেন তারা ভন্ড। আর আমরা তাদের সমাজের নিরব দর্শক। তাই আমরাও ভন্ড। আমি এখানে আমাকে বলতে আমার আশপাশ বুজিয়েছি। দেখে যাচ্ছি, শুনে যাচ্ছি। বলার কিছু নেই।

১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বুঝলাম ভাই, ভালো লাগলো প্রতিউত্তর।

আমি কিন্তু ভাই নিজেকে ভণ্ড হিসেবে কখনওই ভাবতে চাই না, চাই না আমাকে কেউ ভণ্ড বলুক বা ভণ্ড বলার কোনরকম কাজ করতে। বোকা ভাবতে পারি নিজেকে কিন্তু ভণ্ড কোন সময়ই নয়।

আমরা নীরব দর্শক বলতে, সাধারণ মানুষের নীরব দর্শক হয়ে থাকা ছাড়া আর কি'বা করার আছে বর্তমান সমাজে!!
বৈষম্যতা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে। আমাদের সামাজিক বৈষম্য দূর করতে পারলে সাধারণ দর্শকদের উপর কিছু দায় পরতে পারতো।

প্রতিউত্তরে কৃতজ্ঞতা জানবেন ভাই।
শুভকামনা সবসময়।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩২

নাগরিক কবি বলেছেন: আপনাকেও কৃতজ্ঞতা প্রকাশ করছি। মনে ধরেছে আপনার কথা আমার। এরকমই থাকুন সব সময়। সুস্থ মানুষ, সুস্থ মানষিকতা।

১২| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:৩৩

খায়রুল আহসান বলেছেন: তোরা গান গা, তোরা ফুল দে,
আমি ঘুমাবো, আমায় জালাতন করিসনে
আমায় একটু খানি কাঁদতে দে!
-এই নীরব শ্রদ্ধাঞ্জলি আজকাল বিরল। শহীদ মিনারে গিয়ে ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, চিল্লাচিল্লি করে ভাষা সৈনিকদেরকে অবমাননাই করা হয়ে থাকে।
৭৯ জন ভাষা সৈনিকদের নামোল্লেখ করার জন্য সাধুবাদ। এদের সবার নাম খুব কম লোকই জানে এখন।

০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:৪০

নাগরিক কবি বলেছেন: এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.