নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাপোষা মধ্যবিত্ত কার্ণিশ আগলে লুকিয়ে\nমুষড়ে পরা বিপ্লবী তাহাদের তাড়া খেয়ে।

নাগরিক কবি

আলো আঁধারের মাঝে ১ রাতের ব্যবধান,শত শত ভ্রূণ জেগে উঠে অন্ধকার গর্ভে।পরিচয় পরিচিতি সেখানে নগ্ন হয়ে যায়।

নাগরিক কবি › বিস্তারিত পোস্টঃ

চুম্মা দে দে চুম্মা। ( বেইমান)

০১ লা মার্চ, ২০১৭ সকাল ৮:৩৩





পৃথিবীতে যে কয়জন বিশ্বাস ঘাতকের নাম আমরা তীব্র ঘৃণার সাথে স্বরণ করি তাদের মধ্যে জুডাস স্কারিয়াস অন্যতম। খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে ঘৃণিত একটি নাম জুডাস স্কারিয়াস। তাদের ভাস্য মতে এই জুডাস স্কারিয়াস হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ।

জুডাস ছিল যীশু ( ঈসা আ ) এর ঘনিষ্ঠ সহচর। মাত্র ৩০ রৌপ্য মুদ্রার বিনিময়ে জুডাস স্কারিয়াস যীশুকে (ঈসা আ) রোমান সৈন্যদের হাতে ধরিয়ে দেয় । রোমান সৈন্যদের সাথে তার চুক্তি ছিল, রাতে খাবারের পরে সে যীশুর ( ঈসা আ) গালে চুমো খাবে । জুডাস স্কারিয়াস চুমো দিয়েই সনাক্ত করবে যীশুকে ( ঈসা আ) । ঐ চুমোটা ছিলো যীশুকে ( ঈসা আ) সনাক্ত করার একটি ইশারা মাত্র। রাতের শেষ খাবারের পরে যখন জুডাস যীশুর ( ঈসা আ) গালে চুমো দেয় তখনই রোমান সৈনিকরা যীশুকে ( ঈসা আ) চিনতে পারে এবং তাকে বন্দি করে।

জুডাস স্কারিয়াস এর চুমোটি পৃথিবীর অন্যতম কুখ্যাত ও বিতর্কিত চুমোগুলোর মধ্যে একটি।

( চুম্মা দে দে চুম্মা। বেইমানের চুম্মা থেকে সবাই দূরে থাকেন। চুম্বনে মিষ্টতা থাকলেও অনেক সময় তা করলার মত তিতে হয় )

যুগে যুগে জুডাসরা আসবে। এদের দৈহিক মৃত্যু হয় কিন্তু এদের আত্না পৃথিবীর বুকে ঘুরে বেড়ায় নতুন কোন নামে, নতুন কোন দেহের আদলে।



ছবি: নেট।

মন্তব্য ৪১ টি রেটিং +২/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১:৩১

সাদা মনের মানুষ বলেছেন: এই ইতিহাসটা জানা ছিল না, ধন্যবাদ।

০৩ রা মার্চ, ২০১৭ সকাল ৭:৫০

নাগরিক কবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ। শুভ কামনা আপনার জন্য।

২| ০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১:৩২

সাদা মনের মানুষ বলেছেন:

০১ লা মার্চ, ২০১৭ দুপুর ২:০৭

নাগরিক কবি বলেছেন: শুধু চা দিলে হবে না, সাথে বেলা বিস্কুট চাই। :)

৩| ০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৩

নিয়াজ সুমন বলেছেন: নতুন কিছু জানলাম। ধন্যবাদ আপনাকে।

০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৪

নাগরিক কবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৪| ০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৪:৫০

ভবঘুরে যাত্রি বলেছেন: চুম্মা দে দে চুম্মা। বেইমানের চুম্মা থেকে সবাই দূরে থাকেন। চুম্বনে মিষ্টতা থাকলেও অনেক সময় তা করলার মত তিতে হয়

যদিও বা আগে মনে হচ্ছে পড়েছিলাম ইতিহাসটা

০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৮

নাগরিক কবি বলেছেন: ইতিহাসটা অনেক আগের। পড়ে থাকাটাই স্বাভাবিক। ইতিহাস আমাদের জানা এবং পড়া। তবুও সেই ইতিহাসের উপর নতুন বই বের হয়? নতুনদের নতুন করে পুরান কথা জানানোর জন্য।

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

৫| ০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৫:০২

ভবঘুরে যাত্রি বলেছেন: হুম আপনার কথা একদমই ঠীক

০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৫:১৫

নাগরিক কবি বলেছেন: সহমতের জন্য আবারো ধন্যবাদ। ধন্যবাদ x ধন্যবাদ = ধন্যবাদ হোল স্কয়ার, :)
ভাল থাকবেন সবসময়।

৬| ০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

ভবঘুরে যাত্রি বলেছেন: :D

০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

নাগরিক কবি বলেছেন: ;) :) ;)

৭| ০১ লা মার্চ, ২০১৭ রাত ৯:০৮

টুনটুনি০৪ বলেছেন: :) :D

B-) :P

:-B :``>>

শুভ কামনা জানবেন।

০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:৪৭

নাগরিক কবি বলেছেন: আপনাকেও শুভ কামনা। :) ;)

৮| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ৮:১০

চাঁদগাজী বলেছেন:


ভ্যালেন্টাইন ডে ডু'তে হুশিয়ার থাকবেন, মেয়েরা চুমু খেলে আপনার খবর হয়ে যেতে পারে।

০২ রা মার্চ, ২০১৭ সকাল ৯:০১

নাগরিক কবি বলেছেন: ;) হা হা হা, আপনার সতর্ক বানীর জন্য আমি কৃতজ্ঞ। :)

৯| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৩৭

বিলিয়ার রহমান বলেছেন: নাগরিক কবি

ইতিহাস অবলম্বনে সৃষ্ট আপনার লেখাটিতে যে এনডিং টানলেন তার সাথে একমত না হয়ে পারলাম না!

যুগে যুগে জুডাসরা আসবে। এদের দৈহিক মৃত্যু হয় কিন্তু এদের আত্না পৃথিবীর বুকে ঘুরে বেড়ায় নতুন কোন নামে, নতুন কোন দেহের আদলে।

তো সাধুজন সাবধান!:)

০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:১৬

নাগরিক কবি বলেছেন: হা হা হা ;) একমত না হয়ে উপায় আছে। মন্তব্য ও লাইক দুইটার জন্য ডাবল ধন্যবাদ। কারন খুজে আমার লেখা পড়েছেন তা আমি যানি । আপনার কথার সাথে আমিও একমত। সাধুজন সাবধান ও তাদের থেকে আমাদেরও সাবধান থাকাই শ্রেয়।

১০| ০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:১৫

শাহরিয়ার কবীর বলেছেন:
জুডাস স্কারিয়াস এর চুমোটির কথা জানা ছিল না............ X(

০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:১৭

নাগরিক কবি বলেছেন: আপনার কি এরকম একটা চুমো দরকার? ;)

১১| ০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:২৩

শাহরিয়ার কবীর বলেছেন:
...... এটা ছিল এক ভালো মানুষের গালে চুমো দেওয়ার ঘটনা । আর আমি নিজেই একটা বেইমান । বেইমানের গালে চুমা দিলে কি কোন কাজ দিবে ? B-)

০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:৩২

নাগরিক কবি বলেছেন: :) তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে ;)

১২| ০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন:
বিজ্ঞানের নাম শুনলে অজ্ঞান আর গনিতে একদম অজ্ঞ .......

প্রতিউত্তর উত্তম রুপে বুঝিয়ে দেন, বুঝিনি কিছু ।

০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:৪০

নাগরিক কবি বলেছেন: আপনিও বেইমান ;) , যে আপনাকে চুমো দিবে সেও বেইমান। ;) । তাহলে দুই বেইমান এর চুমোতে যে রাসায়নিক বিক্রিয়া হবে তা গানিতিক সূত্র অনুসারে রসায়নের ধর্ম মতে নতুন যৌগ সৃষ্টি করবে। যাকে আর বেইমান বলা যাবে না। সে বিশ্বস্ত হবে আশা রাখা যায়। :)
বুজাতে গিয়ে কি আরো জটিল করে ফেললাম নাকি?? :(

১৩| ০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৩:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা রইল ভাই।


সময় কম তাই দৌড়ে আছি।

০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৩:৪১

নাগরিক কবি বলেছেন: ;) দৌড়ে কত তম হয়েছেন, জানিয়েন আমাকে।

মন্তব্যের জন্য ধন্যবাদ। :)

১৪| ০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৪:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দৌড় শেষ হতে প্রায় সন্ধ্যে পার হয়ে যাবে। তাই রেজাল্ট এখনই বলা যাচ্ছেনা।

বাড়ি গিয়েছিলাম, আসছি তো....

০২ রা মার্চ, ২০১৭ রাত ৮:৫৫

নাগরিক কবি বলেছেন: হায়রে দুনিয়া, দিলি না আমারে কোন ঘর বাড়ি বানাইয়া। :(

১৫| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ১০:০৩

ওমেরা বলেছেন: একটা ঐতিহাসিক ঘটনা জানাহল ধন্যবাদ ।

০৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৪৪

নাগরিক কবি বলেছেন: আপনাকেও শুভ কামনা।

১৬| ০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৫০

এনায়েত হোসাইন বলেছেন: আমিও অজানা একটা বিষয় জানতে পারলাম ! ধন্যবাদ

০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

নাগরিক কবি বলেছেন: আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

১৭| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১২:৩৭

মুশি-১৯৯৪ বলেছেন:

সময় উপোযোগী ইতিহাস তুলে ধরেছেন।
ভালবাসার চুমু থেকেও সাবধান খাকবেন ভাই, কেননা ভালবাসা তার স্বর্গীয় সৌন্দর্যের আড়ালে লুকিয়ে রেখেছে ভয়াবহ মৃত্যুফাঁদ।

০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০৪

নাগরিক কবি বলেছেন: দামি কথা বলেছেন ভাই। আপনাকে আমার মনের গহীন থেকে ধন্যবাদ।

১৮| ০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১:১৪

অতঃপর হৃদয় বলেছেন: :| :|

০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৫

নাগরিক কবি বলেছেন: কিতা হইছে ভাই?

১৯| ০৭ ই মে, ২০১৭ দুপুর ২:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন:
বিরক্ত করতে আসলাম ..............

রাতে আপনার কথা বুঝিনি .... ফেসবুকে কোন রিকু বা মেসেজেও পাইনি !!!

০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:১৬

নাগরিক কবি বলেছেন: হাহাহাহা। তাইলে মনে হয় ব্লক মারছি ;)

২০| ১০ ই মে, ২০১৭ রাত ৯:৪৫

ইসফানদিয়র বলেছেন: চুম্মার কথাটা আগে জানতাম না। তবে পাপীকে নয় পাপকে বর্জন করা আমাদের উচিত।

১১ ই মে, ২০১৭ রাত ৮:২৫

নাগরিক কবি বলেছেন: জি, আপনি বুঝতে পেরেছেন। ধন্যবার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.