নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাপোষা মধ্যবিত্ত কার্ণিশ আগলে লুকিয়ে\nমুষড়ে পরা বিপ্লবী তাহাদের তাড়া খেয়ে।

নাগরিক কবি

আলো আঁধারের মাঝে ১ রাতের ব্যবধান,শত শত ভ্রূণ জেগে উঠে অন্ধকার গর্ভে।পরিচয় পরিচিতি সেখানে নগ্ন হয়ে যায়।

নাগরিক কবি › বিস্তারিত পোস্টঃ

বাঁচাও সাহিত্য, এ যে পেডোফিলিয়া !

১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৯

মানুষ আজকাল শিল্প কে এমন পর্যায়ে নিয়ে গেছে যেন শিল্প শব্দটি শুনলেই কেমন যেন ভয় লাগে। আর কিছু না হোক তারা জীবনানন্দের নামটা কিন্তু জানে। শিল্পী তুমি কয়টি জীবনানন্দ পড়েছো শুনি!

গল্প কবিতায় যে কেউ তার নিজের মত করে নিজের বর্ননায় প্রেম ভালবাসা আক্ষেপ তুলে ধরতে পারে। সেখানে যৌনতাও আসতে পারে। ফিরে দেখো রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শামসুর রহমান এমন কি হেলাল হাফিজ সহ সব লেখক কোন না কোন সময় আক্ষেপ প্রকাশ করেছে। তাই বলে তারা খাপছাড়া কোন কথা, রুচির বিপরীতে কোন মন্তব্য করে যায়নি। এক বোতল থিনার কে আমি যদি বাতাসের মধ্যে খুলে রাখি তবে তা মিলিয়ে যাবে। কিন্তু তার খাপ যদি বন্ধ রাখি, প্রয়োজনে খুলে সঠিক জায়গায় ব্যবহার করি তবেই তার উপকারিতা আমি লাভ করতে পারব। তেমনি একটি বই কিংবা একটি গল্প কিংবা একটি কবিতা, তার চেয়েও ক্ষুদ্র একটি চরণ, যদি তার থেকে কিছু শিখতেই না পারি তাহলে সেই বই কিংবা কবিতা কিংবা লেখাগুলো ডাস্টবিনেই শোভা পায়।

সাহিত্যের নামে এইসব পেডোফিলিয়ার হাত থেকে সমাজকে মুক্ত করার এক বুক আশা নিয়ে বেঁচে আছি। হয়ত কোন একদিন কোন গল্পকার কিংবা কবির কবিতা হাতে নিয়ে বলব, আমাদের সাহিত্য বেঁচে গেছে পেডোফিলিয়ার হাত থেকে।

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর বলেছো ভাইয়া :)

১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৭

নাগরিক কবি বলেছেন: :) :)

২| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তারপর কী হয়েছিল,
সে রাতে সূর্যের সাথে কারো দেখা হয়নি,
তারারা নাকি অভিমান করেছিল,
হায়, বাসরে বসা বধূর বদন দেখা হয়নি।

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৯

নাগরিক কবি বলেছেন: :)

৩| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আজি কি করলা ভর্তা দিয়ে ভাত খেয়েছেন?

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫০

নাগরিক কবি বলেছেন: হ্যা, খেয়েছি। নাম চেঞ্জ কখন করলেন!!

৪| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নাম কেন বদলাব?
পলাশমিঞার গলায় এখনও দা লাগিয়ে রেখেছে :(

আরেকটা আছে।

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৩

নাগরিক কবি বলেছেন: খাইছে।!!!! নিক এত কেনো। দণ্ডনীয় অপরাধ।

৫| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শুনেন, সাবধানে থাকতে হয় বুঝলেন?

২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৮

নাগরিক কবি বলেছেন: :)

৬| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ব্লগে আরও কবি আছেন।

২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৮

নাগরিক কবি বলেছেন: কবি কবি কবি। কবি কি!!!! :(

৭| ২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পলাশমিঞাকে জিজ্ঞেস করতে হবে। :P

৮| ২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সময় হলে মন্তব্য করবেন

৯| ০৬ ই মে, ২০১৭ রাত ১০:১৫

শ্যামল মিত্র বলেছেন: মন্দ বলেন নি।

০৬ ই মে, ২০১৭ রাত ১০:৩৬

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ

১০| ০৭ ই মে, ২০১৭ দুপুর ২:৫৬

ওমেরা বলেছেন: আচ্ছা আপনি শুধু পোষ্ট সরিয়ে ফেলেন কেন ?

০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:১৩

নাগরিক কবি বলেছেন: হাহাহাহহাহা হাহাহাহা এইটা আমার বাতিক আছে ;)

১১| ০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:৩২

ওমেরা বলেছেন: তাহলে ডাক্তার দেখান !

০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:৩৩

নাগরিক কবি বলেছেন: কিসের ডাক্তার দেখাবো বলে দেন :)

১২| ০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:৩৭

ওমেরা বলেছেন: মানষিক ডাক্তার ।

০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:৩৯

নাগরিক কবি বলেছেন: মানষিক < মানুষিক ;) বানান ভুল হলেতো হবে না :)

১৩| ০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:৪৮

ওমেরা বলেছেন: বানান ভুল তাতে কি বুঝতে পারছেন কি বুঝাতে চেয়েছি ! আমি এবার যাই শেষে আবার আপনি এই পোষ্ট ও সরিয়ে ফেলবেন ।

০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:৫০

নাগরিক কবি বলেছেন: হাহাহাহাহাহা। আপনি আমাকে পাগল বলেছেন। আমার কি রাগ করা উচিৎ এখন ;)

১৪| ০৭ ই মে, ২০১৭ বিকাল ৪:১০

ওমেরা বলেছেন: পাগল বল্লে কি কেউ রাগ করে নাকি ? আমাকে তো আমাদের বাসার সবাই পাগল বলে কিন্ত আমি কখনো রাগ করিনা ।

০৭ ই মে, ২০১৭ বিকাল ৪:২১

নাগরিক কবি বলেছেন: হাহাহহাহাহা। আচ্ছা ভাল থাকবেন :)

১৫| ০৮ ই মে, ২০১৭ রাত ১১:১৬

শাহরিয়ার কবীর বলেছেন:
কবি সাহেব কেমন আছেন ????

০৯ ই মে, ২০১৭ রাত ১২:০১

নাগরিক কবি বলেছেন: ভাল আছি। আপনি কেমন? ;)

১৬| ০৯ ই মে, ২০১৭ রাত ১:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: =p~ =p~


ভালো থাকুন যাইগা ............. একটু রেষ্ট নিব !! B:-)

০৯ ই মে, ২০১৭ রাত ১:৫৪

নাগরিক কবি বলেছেন: :)

১৭| ০৯ ই মে, ২০১৭ রাত ১:৫১

উম্মে সায়মা বলেছেন: আপনার এ পোস্টটি পড়েছিলাম কিন্তু কমেন্ট করা হয়নি।
আমাদের যুগের মানুষদের সমস্যা হল আমরা সবাই লেখক হতে চাই, কেউ পাঠক হতে চাইনা। তাই হয়তো আমাদের লেখার মান উন্নত হচ্ছেনা। আপনার উল্লেখিত লেখকের আশায়.......

০৯ ই মে, ২০১৭ রাত ১:৫৩

নাগরিক কবি বলেছেন: জি আপনি ঠিক বলেছেন এবং আপনি বুঝতেও পেরেছেন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.