নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাপোষা মধ্যবিত্ত কার্ণিশ আগলে লুকিয়ে\nমুষড়ে পরা বিপ্লবী তাহাদের তাড়া খেয়ে।

নাগরিক কবি

আলো আঁধারের মাঝে ১ রাতের ব্যবধান,শত শত ভ্রূণ জেগে উঠে অন্ধকার গর্ভে।পরিচয় পরিচিতি সেখানে নগ্ন হয়ে যায়।

নাগরিক কবি › বিস্তারিত পোস্টঃ

স্পয়লার এলার্ট

১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:০৪






আজ সুকান্তের আগমনী দিবস।সাবিত্রী আর সুকান্ত- শুনলেই যেন মনে হয় "মেড ফর ইচ আদার।"একটু পরেই এপার্টমেন্ট এ শুভাকাঙ্ক্ষীদের আগমন ঘটবে।
আমরা হই হুল্লোর, গান বাজনা আর তারাবাজি জ্বালাবো।

আমি আজ খুব সেজেছি। ঠিক সেই দিনের মত। যেদিন ও আমায় ছুড়ে দিয়েছিল ওর প্রথম চুমু। আমাদের প্রণয়ের সব শখের সাত কলা পূর্ণ করবো আজ। খুব বলছিল আমায় এবারের জন্মদিন এ লাল রঙের কেক বানিয়ে দিতে হবে।

এত রঙ থাকতে লাল কেন? লাল নাকি ভালবাসার রঙ।

সন্ধ্যা ঘনিয়ে এলো। সবাই অপেক্ষা করে চলছি। সুকান্ত নেই। মনে হয় বন্ধুদের পাল্লায় পড়ে আজকেও কোথাও ডুব মেরে বসে আছে।চলো আমরা ওকে উদ্দেশ্য করে কেকটা কেটে ফেলি। অতিথিদের জন্য আমার বিনয় ভাষ্য। আচ্ছা, আর একটু অপেক্ষা করি। আমরা গান বাজনা করি। ও চলে আসবে। আজ ওর জন্মদিন। আমাকে ছাড়া ও থাকতেই পারে না।

আমি একটি ধারালো ইস্পাত নিয়ে অপেক্ষা করছি। টেবিলের উপর মোমবাতি জ্বলে নিঃশেষ হচ্ছে। নিচে সুকান্তের লাল রঙের তাজা কেকটি ফুটন্ত গোলাপের মত আমার দিকে তাকিয়ে হাসছে। আমিও মিটি মিটি হেসে চলছি ।

শুভ জন্মদিন।

মন্তব্য ৫৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:০৭

বিজন রয় বলেছেন: শুভ জন্মদিন।

কিন্তু সুকান্ত?

সে তো এলো ন!!

১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৫

নাগরিক কবি বলেছেন: হ্যা, সুকান্ত ঘুমোচ্ছে। :)

২| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:১১

মোস্তফা সোহেল বলেছেন: আমি সুকান্তের বাড়ির কাছেই থাকি। সন্ধ্যায় যাব।

১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৬

নাগরিক কবি বলেছেন: আচ্ছা, সোহেল ভাই দেখা হবে। :)

৩| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৩

ওমেরা বলেছেন: লিখাটা পড়ে মনে করেছিলাম হাতুরে লেখক এর লিখা !! কিন্ত ধাঁধাঁয় পড়ে গেলাম এটা তো লিখছে নাগরিক কবি ।

১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৭

নাগরিক কবি বলেছেন: হাহাহা, হাতুড়ে লেখকের লেখা আমি কেনো লিখবো। :), গল্প আমি লিখতে পারি না, একটু চেষ্টা করলাম আরকি!

৪| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৯

বিজন রয় বলেছেন: সুকান্তের কি হলো সেটা তো বুঝতে পারিনি।

১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৬

নাগরিক কবি বলেছেন: সেটা গোপনে বলে দিবো বিজয় ভাই ;) আবারো ধন্যবাদ :)

৫| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:২০

জেন রসি বলেছেন: কেক কি সুকান্তের হার্ট? সেটা হলে নিঃসন্দেহে বলা যায় হটকেক। ;)

১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৭

নাগরিক কবি বলেছেন: জেনি ভাই, এভাবে ভেঙে দিলেতো হবে না ;) । আমি একটু গল্প লেখার চেষ্টা করছি। গঠনমূলক একটা সমালোচনা করবেন, আশা রাখলাম। :)

৬| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৬

শাহরিয়ার কবীর বলেছেন:
কোন সুকান্ত গো কবি ? কবিতা তোমায় দিলাম ছুটি .................

১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৮

নাগরিক কবি বলেছেন: হাহাহহা, ছুটি নয়, একটু বিরতি নিলাম। সবাই বলে আমার কবিতা বুঝে না, তাই গল্প লিখলাম :)

৭| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩১

শাহরিয়ার কবীর বলেছেন: B-) B-) সুকান্ত এর জন্মদিন উপলক্ষে আমারও কি একটু কেক পেতে পারি না ওহ কবি বন্ধু :-P =p~

১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৩

নাগরিক কবি বলেছেন: এই কেক খাওয়ার শখ জাগছে :) :) ;) তাহলে সাবিত্রী কে বলেন :)

৮| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৬

চাঁদগাজী বলেছেন:


আপনি মনে হয় গল্প লেখার শুরু করেছিলেন?

১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৭

নাগরিক কবি বলেছেন: এটা প্রথম লিখলাম গাজী ভাই :) ধন্যবাদ, ভাল থাকুন।

৯| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন:
সাবিত্রীকে এখন কই পাই ? আমারও শখের সাত কলা পূর্ণ হয়ে গেল #:-S । লাগবেনা আর কেক খাওয়া ................ =p~ =p~


১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৯

নাগরিক কবি বলেছেন: হাহাহাহা, কেক ভয়ংকর ;) সো বি কেয়ারফুল ভাইজান :)

১০| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৭

বিজন রয় বলেছেন: বিজয় নই...... বিজন!

১০ ই জুন, ২০১৭ বিকাল ৪:৩০

নাগরিক কবি বলেছেন: :) উকে বিজন ভাই :)

১১| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৪:৪৬

উম্মে সায়মা বলেছেন: কবি ভাই গল্প লেখা শুরু করে দিলেন? খুব ভালো :)

১০ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫৪

নাগরিক কবি বলেছেন: হাহাহাহা, একটু অপচেষ্টা আরকি ;) । আপনি আছেন কেমন :) গল্প কি হয়েছে? :)

১২| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৫:০১

উম্মে সায়মা বলেছেন: হয়েছেতো অবশ্যই। বেশ ভালোই হয়েছে। সাসপেন্স টা কি জেন রসি ভাইয়া যেটা বলেছে সেটাই? গল্প পড়ে মাথায় ঢুকেনি। উনার কমেন্ট পড়ে মনে হল তাইতো!

১০ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩১

নাগরিক কবি বলেছেন: হাহাহাহা, আমার কবিতার মত আমার গল্প কি বুঝা যাচ্ছে না। ;) হ্যাঁ - জেনি ভাই ঠিকই ধরেছে। :)

১৩| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩৬

উম্মে সায়মা বলেছেন: ঠিক। কবিতার মতই উপরে শুধু ভাষা, অর্থ সব ভেতরে থেকে যায়। হারিকেন দিয়ে খুঁজে বের করতে হয় :-B

১০ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪৩

নাগরিক কবি বলেছেন: হাহাহাহা, এটা'তো সৃষ্টির রহস্য। :)

১৪| ১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: উরি বাবা ! কি ভয়ংকর!

আপনারা এত্ত ছোট গল্পে এত্ত বড় ঘটনা প‌্যাচাইয়া দেন-- আমার গল্প লেখার ইচ্ছেটাই নাই হয়ে যায় ;)

কাব্যের মতো গল্পেও দূর্দান্ত! :)

+++

১০ ই জুন, ২০১৭ রাত ৯:৫৩

নাগরিক কবি বলেছেন: হাহাহহা, ধন্যবাদ ভৃগু ভাই :) ভাল থাকুন সতত।

১৫| ১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভ জন্মদিন শুকান্ত

কোন সুকান্ত ভাই ! সুকান্ত ভট্টাচার্য তো ১৩ মে !!
যা হোক, আপনার সাথে আমিও জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গেলাম।

১০ ই জুন, ২০১৭ রাত ৯:৫৬

নাগরিক কবি বলেছেন: নয়ন ভাই, পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ। তবে গল্প আপনার মাথার উপর দিয়ে গেলো সে জন্য আন্তরিক ভাবে দুঃখিত ;)

১৬| ১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

ধ্রুবক আলো বলেছেন:
আমি একটি ধারালো ইস্পাত নিয়ে অপেক্ষা করছি।

বিউটিফুল ++++

১০ ই জুন, ২০১৭ রাত ৯:৫৭

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ধ্রুবক ভাই :)

১৭| ১০ ই জুন, ২০১৭ রাত ৮:০০

ফেরদৌসা রুহী বলেছেন: সুকান্তর কি হয়েছে ধরতে পারিনি।

১০ ই জুন, ২০১৭ রাত ১০:০১

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ আপু, পাঠ ও মন্তব্যের জন্য। সুকান্তের যে কি হলো আমি ও বুঝতেছি না। :)

১৮| ১১ ই জুন, ২০১৭ রাত ১২:১৪

মন থেকে বলি বলেছেন: গল্পটা সুন্দর শুরু হয়েছিল। কিন্তু মাঝপথে হারিয়ে গেল। আরও অনেককিছু লেখা যেত। লেখাটা শেষ করেন।

১১ ই জুন, ২০১৭ রাত ১২:১৬

নাগরিক কবি বলেছেন: আচ্ছা, ভাই আমি চেষ্টা করবো যথাসাধ্য। আসলে আমার হাত খুব কাচা। :( গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। :)

১৯| ১১ ই জুন, ২০১৭ রাত ৩:১৪

আরিফ শাহরিয়ার জয় বলেছেন: দারুণ তো!!! রহস্য ঘেরা গল্প!!
শুভ জন্মদিন।

১১ ই জুন, ২০১৭ রাত ৩:২৮

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই, ভাল থাকুন :) সতত। :)

২০| ১১ ই জুন, ২০১৭ সকাল ১০:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল হইছে

১১ ই জুন, ২০১৭ দুপুর ১২:২০

নাগরিক কবি বলেছেন: ইয়ায়ায়ায়ায়ায়ায়া বুজি কইছে ভালা হইছে :) ময়মনসিংহ চইলা যামু :)

২১| ১১ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৪

মনিরা সুলতানা বলেছেন: ভয়ংকর তো লেখা !
লেখায় ভালোলাগা ।

১১ ই জুন, ২০১৭ দুপুর ১:০২

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ আপু :) :) :)

২২| ১১ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৬

জাহিদ অনিক বলেছেন: ওয়াও ! দারুন ছিল কবি।

লাল কেক বলে কথা !

১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪৫

নাগরিক কবি বলেছেন: হ্যাঁ, অনিক ভাই, লাল কেক বলে কথা। :)

২৩| ১১ ই জুন, ২০১৭ রাত ৯:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: কবি সাহেব আপনার অপেক্ষায় আছি !! একটু দরকার ....

১১ ই জুন, ২০১৭ রাত ১১:৪৮

নাগরিক কবি বলেছেন: জী বলেন। আমি আছি

২৪| ১১ ই জুন, ২০১৭ রাত ১১:২৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল হইছে

১১ ই জুন, ২০১৭ রাত ১১:৫০

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় সনেট কবি :)

২৫| ১১ ই জুন, ২০১৭ রাত ১১:৫২

শাহরিয়ার কবীর বলেছেন: দরকার মানে ব্লগে একটা কবিতা দিয়েছি । তখন পোষ্ট দেওয়ার আগে, কবিতাটা দেখানোর জন্য, আসলে পড়ার মত কিনা .......................

১১ ই জুন, ২০১৭ রাত ১১:৫৫

নাগরিক কবি বলেছেন: ও আচ্ছা, আমিতো ছিলাম না। পড়ে দেখছি। কি লিখছেন। :)

২৬| ১১ ই জুন, ২০১৭ রাত ১১:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভুল না ধরলে, বা একটু জ্ঞান না দিলে , আপনার নাগরিত্ব বাতিল ঘোষণা করে দিব ।ভুল না ধরলে কিছু শিখতে পারবো না । ;) সুন্দর হয়ে , ভাল্লগছে কথা শুনতে রাজি না..........

১২ ই জুন, ২০১৭ রাত ১২:১১

নাগরিক কবি বলেছেন: :)

২৭| ১৩ ই জুন, ২০১৭ রাত ১২:৫৫

শায়মা বলেছেন: শুভ জন্মদিন !:)

১৩ ই জুন, ২০১৭ রাত ৩:১১

নাগরিক কবি বলেছেন: হাহাহহাহা :) ;) :) মাইরালাইছেরে। বুবু ইতা কিতা কইলা ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.