নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাপোষা মধ্যবিত্ত কার্ণিশ আগলে লুকিয়ে\nমুষড়ে পরা বিপ্লবী তাহাদের তাড়া খেয়ে।

নাগরিক কবি

আলো আঁধারের মাঝে ১ রাতের ব্যবধান,শত শত ভ্রূণ জেগে উঠে অন্ধকার গর্ভে।পরিচয় পরিচিতি সেখানে নগ্ন হয়ে যায়।

নাগরিক কবি › বিস্তারিত পোস্টঃ

অভিশাপ

১৮ ই জুন, ২০১৭ সকাল ১০:৪৫




সাধারণত অতিপ্রাকৃত যেকোনো ঘটনাতে আমার বিশ্বাস খুব কম। একই সাথে আমি কিছুটা ভীতু প্রকৃতির। তাই এরূপ কোন গল্প কিংবা অভিজ্ঞতা থেকে সব সময় নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি।

কিন্তু আমি প্রতিদিন ঘুমে কিছুনা কিছু অনুভূতি পাই যা ঘুম ভাঙার পরে আমার আর মনে থাকে না। এইমাত্র ঘুম থেকে উঠলাম। একটি ব্যাপার আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি দিব্যি দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগে আমি কি দেখেছি। এ কি স্বপ্ন নাকি আমার নষ্ট আত্নার কোন বহিঃপ্রকাশ!

আমি আর জোসেফ আমরা দু'জনে ছোট বেলা থেকে খুব কাছের বন্ধু। বলতে গেলে আমরা ঠিক বন্ধু না ভাই।

আমাদের দীর্ঘ দিনের ইচ্ছে সেই নিষিদ্ধ বনে যাবার। যা আমাদের গাঁ'য়ের ঠিক পূর্ব দিকটায় অবস্থিত। সবাই বলে ও বনে মানুষ গেলে আর ফিরে আসে না। অনেকটা রূপকথার গল্পের মত। কিন্তু জোসেফ এতটাই জেদি আর দামাল যে, ও সে বনে যাবে এবং সাথে আমাকেও নিয়ে যাবে। যেমনটি মাথা শুধু ওরটা কাটা যাবে কেনো, বন্ধু হিসেবে আমারটাও কেটে দিতে হবে।

সেদিন ছিল বুধবার। আমার দিব্যি মনে আছে কারণ মা মাত্র চার্চ থেকে ফিরে এসেছে। আমাকে ফাদার অনেকবার যেতে বলেছে কিন্তু সময়ের কারণে আমি যেতে পারছি না এ বলে পার পেয়ে আছি। ইতিমধ্যে ফাদার আমার মাকে আমার সম্পর্কে উক্তি করেছেন জনাব যীশু বিরোধী হিসেবে। কিন্তু তথাপি আমি তা নই। এ কথা তাকে বুঝানো আমার সাধ্যাতীত।

যাহোক আমি আর জোসেফ সেদিন ভরদুপুরে বের হলাম - উদ্দেশ্য নিষিদ্ধ বন। আমরা হাটছি তো হাটছি। চারিপাশ কি সুন্দর। আমরা মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। কেমন যেনো নেশা লাগছিল। বাতাসের মাঝে একটি মিষ্টি ঘ্রাণ। চলতে চলতে একটা সময় বিশাল এক পাম গাছ দেখে তার নিচে আমরা একটু জিরিয়ে নিতে চাইলাম। জোসেফ আমার কাধে হাত রেখে বললো, " দেখেছিস ইভান মানুষ এতটা ভীতু আর কুসংস্কার প্রবণ যে এত সুন্দর একটা বনের প্রেম ও ভালবাসা আর মুগ্ধতা থেকে নিজেদের কিভাবে দূরে সরিয়ে রাখলো! আমি ওর কথা শুনছিলাম কিন্তু ওর দিকে মন দিতে পারছিলাম না। আমার খুব অস্বস্তি হচ্ছিলো। কারন আমি দেখতে পাচ্ছিলাম জোসেফ এর মুখটা একটা অজগর সাপের মত হয়ে যাচ্ছে। আমি যেনো জ্ঞান হারাবো। ঠিক এ সময় জোসেফ চিৎকার করে উঠলো ইভান তোকে কুকুরের মত দেখাচ্ছে। এবং সাথে সাথে জোসেফ আমার থেকে প্রায় দৌড়ে পালিয়ে যেতে চাইলো। আমি দেখলাম একটি মাঝারি সাইজের অজগর আমার থেকে ঠিক দশ হাত দূরে নিজেকে গুটিয়ে নিচ্ছে।

আমি নিজের রাগ ধরে রাখতে পারছিলাম না। এ কেমন বন্ধুত্ব? কুকুরের সাথে কি বন্ধুত্ব হয় না। জোসেফ কেনো সরে যাচ্ছে? না ওকে আমি যেতে দিবো না। আমি ওকে শেষ করে দিবো। এরূপ বন্ধুত্বের আমার কোন প্রয়োজন নেই। আছড়ে কামড়ে ছিঁড়ে ফেলবো ওকে। হয়ত অজগরটা আমাকে খেয়ে ফেলবে তবুও আমি ওকে ছাড়বো না।

অতঃপর -

আমার ঘুম ভেঙে গেলো। হঠাৎ দরোজার কপাটে খুব জোরে আঘাত। দরোজা খুলে দেখি মা দাঁড়িয়ে আছে। কেমন যেনো এক উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে।

ইভান তাড়াতাড়ি চলো, জোসেফ কে নাকি কোন এক জানোয়ার আচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করে ওর মৃত দেহটি বনের খুব নিকটে ফেলে রেখেছে। মা তুমি যাও আমি আসছি। আমি যানি অজগরটি কোন প্রতিরোধ করেনি। বাম হাতের অনামিকার দিকে তাকিয়ে আমি দেখতে পাচ্ছি এখনো লাল রঙে অনামিকা রঞ্জিত।

আমি নির্লিপ্ত দৃষ্টিতে দেয়ালে আঁকা একটি ক্রুশ চিহ্নের দিকে তাকিয়ে আছি। এই অভিশাপ থেকে তুমি আমায় মুক্তি দাও।

মন্তব্য ৪৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৭ সকাল ১০:৫৪

এডওয়ার্ড মায়া বলেছেন: প্রত্যেক মানুষের ভিতর দুটি আত্না বিরাজমান
সুন্দর একটি লেখা ।
ভাল লাগলো

১৮ ই জুন, ২০১৭ সকাল ১০:৫৫

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ মায়া ভাই, :)। মানুষের ভীতর আসলেই দুটি আত্নার বসবাস।

২| ১৮ ই জুন, ২০১৭ সকাল ১০:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: কবি মানুষ গল্পও তো খুব ভাল লেখেন। প্লাস ছাড়া আর কি দিমু।++

১৮ ই জুন, ২০১৭ সকাল ১০:৫৬

নাগরিক কবি বলেছেন: হাহাহা, সোহেল ভাই পড়েছেন এটাই যথেষ্ট। ভাল কিংবা খারাপ বলতে পারি না। যাস্ট লিখি। এতটুকুই :)

৩| ১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব ভালো লাগলো।

শুভেচ্ছা।

১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:০৩

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই। :)

৪| ১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

দারুন সুরিয়ালিক গল্প! অভিশাপ, আত্মা, বাস্তবতা মিলে মিশে অসাধারন!!!!

+++++++++

১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:০৯

নাগরিক কবি বলেছেন: র‍্যাবোর সুরিয়ালিজম কি আমার উপর ভর করলো ;)

পাঠ ও মন্তব্যের জন্য কৃতজ্ঞ ভৃগু ভাই। :)

৫| ১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: অভিশাপ? X(( ;)

১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:২৭

নাগরিক কবি বলেছেন: :), গফ পড়েন আগে ;)

৬| ১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: একটু ব্যস্ত আছি............ :(

১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:৩০

নাগরিক কবি বলেছেন: আচ্ছা ;) তাহলে ফ্রি হয়ে পড়িয়েন :)

৭| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:১৯

অপ্‌সরা বলেছেন: কি ভয়ানক!!!:(

১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:২৬

নাগরিক কবি বলেছেন: :) ভয় পাইছো নি তুমি :)। তুমি তো পরী ফুরুত করে উড়াল দিবা ;)

৮| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩০

অপ্‌সরা বলেছেন: হুম উড়াল দিয়ে আকাশ থেকে অগ্নিবাণ দিয়ে ভুত মেরে ফেলবো ! :)

১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৭

নাগরিক কবি বলেছেন: উরে বাবা আমি ডরাইছি ;)

৯| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৭

ওমেরা বলেছেন: ও মা কি ভয়ংকর !!

১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫১

নাগরিক কবি বলেছেন: হ্যা, ভয়ংকর :)

১০| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:১২

জেন রসি বলেছেন: পশুতে পরিনত হওয়া বা পশুর মত আচরন করা এমন কিছু ব্যাপার বোধহয় মানুষের অবচেতন মনে থাকে। বিবর্তনের ফল হতে পারে। মানুষ অবশ্য নিজেকে নিজের হাত থেকে রক্ষা করার জন্য বিভিন্ন কনসেপ্টের জন্ম দেয়। ক্রুশও তেমন এক কনসেপ্ট।

গল্প ভালো লেগেছে।

১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:১৯

নাগরিক কবি বলেছেন: জেনি ভাই আমি আপনার মন্তব্যের অপেক্ষায় থাকি। কারণ আপনার বিচার বিশ্লেষণ এ আমি অনেক নতুন কিছু শিখতে পারি :)

১১| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:২৯

তোমার জন্য মিনতি বলেছেন: ভালো লাগলো, জানিয়ে গেলাম। ++++

১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:৩১

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই, ভাল থাকুন :)

১২| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:৩৬

জেন রসি বলেছেন: হাহাহাহা......আমি নিজেকে সেভাবে ভাবি না! সব মানুষের মত আমার ভাবনা চিন্তাতেও সীমাবদ্ধতা আছে। তবে শেখার সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে নিজেকেই আবিষ্কার করার চেষ্টা করা। :)

১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:৩৯

নাগরিক কবি বলেছেন: এটা কিন্তু আমার একমাত্র চেষ্টা জেনি ভাই। আমার মতে যে নিজেকে চিনতে পারবে, সে পৃথিবীকে চিনততে পারবে। একটা মানুষের ভিতর কতটুকু রহস্য তা সে নিজেও জানে না।

১৩| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:৫৮

গেম চেঞ্জার বলেছেন: বাপরে!

গল্পটা আছর করছিল আমারেও!

১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:০২

নাগরিক কবি বলেছেন: তাই নাকি :) তাইলে আমার বন্ধি জোসেফ এর জায়গায় তোরে বসায় ফেলি ;)

১৪| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: স্বপনে স্বপ্ন পূরণ! সৃষ্টিকর্তা কত মহান!!

ভালো লাগলো ভাই আপনার স্বপ্ন গল্প, উপস্থাপন করেছেন সুন্দর করে।

শুভকামনা জানবেন সবসময়।

১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:২৩

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই :) ভাল থাকুন।

১৫| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:২০

গেম চেঞ্জার বলেছেন: মোটেও না। আমি তোরে পিডিাই তক্তা বানাই ফেলুম!!!!!!! B-)

১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:২৩

নাগরিক কবি বলেছেন: সেই তক্তা দিয়া আমি পিড়া বানামু। :) ;)

১৬| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:০৫

শাহরিয়ার কবীর বলেছেন: লেখাটা লিখছেন দেখি ভালো, কিছুটা ফ্রান্সিস বেকনের মত.... এর আগা-মাথা কিছু বুঝিনি বলে পাঠক হিসাবে ক্ষ্যমা চাচ্ছি !! ;)

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:০৬

নাগরিক কবি বলেছেন: পাঠককে ক্ষমা করা গেলো :)

১৭| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৪

শাহরিয়ার কবীর বলেছেন: আপনার একটা লেখা পড়ার জন্য এখনো অপেক্ষায় থাকি !! কিন্তু কমু না কোনটা,.. পৃথিবীর যেখানেই থাকি না কেন পড়মু !! B-)

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৬

নাগরিক কবি বলেছেন: কোন লেখা ;) বলে ফেলুন :)

১৮| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন:
ঈদের আগে বলিলে সেলামি হিসাবে পয়সা দেতে হপে ! মরনের পরে প্রকাশ চিঠি ........ যাইহোক আমি অল্প কথার মানুষ । বেশি কথা বলিলে খিদে লাগতে পারে । #:-S B:-)

এতো দিবস, আচ্ছা বিশ্ব গার্ল্ডফ্রেন্ড দিবস কবে ? বিশ্ব ভালোবাসা দিবস তো উভয়লিঙ্গ একটা দিবস, একার জন্য তো আর না , এ দিনকে তো আর গার্ল্ডফ্রেন্ড দিবস ধরা যায় না। । B-)

১৮ ই জুন, ২০১৭ রাত ৮:১২

নাগরিক কবি বলেছেন: আফনে একটা বানান দিবস :)

১৯| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৪:৪৫

উম্মে সায়মা বলেছেন: এ গল্পটা অনেক ভালো হয়েছে। একদম জাত গল্পকারের মত। আপনি নাগরিক কবি বদলে নাগরিক লেখক হয়ে যায় আর গল্প লেখা চালিয়ে যান। সত্যি কথা বলতে আপনার কনিতা থেকে গল্প বেশি সুন্দর হয়।( কবিতাতো বুঝিইনা :||)

১৮ ই জুন, ২০১৭ রাত ৮:১৩

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ আপু :) তবে আমি কবিতা লিখতেই বেশি পছন্দ করি :)

২০| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩৯

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: কেমন গল্পরে বাবা! ভয় পেয়ে গেলাম!

গল্প খুব সুন্দর সাজিয়েছেন। শুভকামনা রইল।

১৮ ই জুন, ২০১৭ রাত ৮:১৪

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ মিন্টু ভাই :)

২১| ১৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:২১

দ্যা ফয়েজ ভাই বলেছেন: /:) কল্পনার নাকি বাস্তব কোনখানে লেখক জোসেফ কে খুবলে খেলো ধোঁয়াশা।গল্পে থ্রিল আছে।। ভালো লাগলো।

১৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩১

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ফয়েজ। :)

২২| ১৯ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৪

হাতুড়ে লেখক বলেছেন: শুরুটা ভালই এগিয়েছে। মাঝপথে খেই হারিয়েছে মনে হচ্ছে। শেষ দিকে স্বকীয়তা ফিরে পেয়েছে। তবে লেখকের/কবির স্বপ্নে কুড়িয়ে পাওয়া ধন সম্পদ দিয়ে যেমন বড়লোক হওয়া যায় না এটা মনে রাখতে হবে। গল্পটা আরো সুলিখিত হতে পারতো। সব মিলিয়ে খারাপ না। মোটামুটি।

১৯ শে জুন, ২০১৭ বিকাল ৪:১৩

নাগরিক কবি বলেছেন: হাহাহা, বিশ্লেষক আইছে এইহানে, হুর মিয়া ভাগেন ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.