নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাপোষা মধ্যবিত্ত কার্ণিশ আগলে লুকিয়ে\nমুষড়ে পরা বিপ্লবী তাহাদের তাড়া খেয়ে।

নাগরিক কবি

আলো আঁধারের মাঝে ১ রাতের ব্যবধান,শত শত ভ্রূণ জেগে উঠে অন্ধকার গর্ভে।পরিচয় পরিচিতি সেখানে নগ্ন হয়ে যায়।

নাগরিক কবি › বিস্তারিত পোস্টঃ

অনিন্দ্য ধর্ষণ ||

২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৬


সভ্যতা তোমাকে ধর্ষণ করবো
হ্যাঁ, আমি'ই ধর্ষক
ধর্ষণ করার লিপ্সা আমার বহুকালের
কিন্তু তোমার সার্জারি আবশ্যক |

খুলে ফেলো তোমার উদ্ধত বুকের চাদর
দ্যাখো - তোমার দু স্তনবৃন্তে জমেছে ছত্রাক
সেখানে প্রতিনিয়ত জন্ম নিচ্ছে হাজারো ব্যাকটেরিয়া
তারা ক্রমশ নিম্ম থেকে আরো নিম্মে ধাবমান |

তোমার ঊরুসন্ধি স্থলে চলছে ক্যাম্পিং
সমরাস্ত্র হাতে ভূমিষ্ঠ সব ব্যাকটেরিয়ার
আর কতক্ষণ বেঁচে থাকবে তুমি?
তারা ঢুকে যাবে, এইতো আর ক্ষণিক ব্যবধান
তোমার যোনিপথ দিয়ে তারা ঢুকে যাবে
অগ্রগামী নিশানা তাদের ইতিহাসের মঞ্চ নাটক |

ইতিহাস কলুষিত করেছো তুমি
তোমার নগ্ন দেহতে আজ উদ্যম উন্মাদনা
সমরাস্ত্রের শব্দে মুখরিত পৃথিবীর সভ্যতা
বাতেসে বাতাসে বারুদের গন্ধ
তোমার লোমকূপে রন্ধে রন্ধে আজ বারুদখানা
যোনিপথে তোমার সমরাস্ত্রের মিছিল
গর্ভে জন্ম নেয়া ক্যাপিটালিজমের বীজ
মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্ট অপার্থিব বানী |

সভ্যতা তোমার কাছে চেয়েছি শুদ্ধমতি পৃথিবী
তুমি করেছো উলঙ্গ আমায় নিকষ অন্ধকারে
প্রতিরাতের ধর্ষণে আমার শরীরে জমেছে শূলানি
আমি এত বার ধর্ষণ হয়েছি
একে আর ধর্ষণ বলা চলে না
তাই আজ প্রতিঘাত ফিরিয়ে দিবো
তোমার যোনিপথে শ্বেত বীর‍্য দিবো
তোমাকে ধর্ষণ করে জন্ম দিবো
শুদ্ধ পৃথিবীর বীজ
নির্মল বিশুদ্ধ ইতিহাস |

মন্তব্য ৫০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২১

নীল প্রজাপ্রতি বলেছেন: বাহ! বলেছেন....

২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২২

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ প্রজাপতি আপু।

২| ২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:



বড় কঠিন কথাবার্তা।

নারীর প্রতি টান হোক স্বাভাবিক ও ভালোবাসার; নারীর সাথে যৌন মিলন হোক ভালোবাসার সুখময় মহুর্ত; এর বাইরে সবকিছুই অপরাধ

২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

নাগরিক কবি বলেছেন: চাঁদগাজী ভাই আমি দুঃখিত। আপনি পাঠোদ্ধার করতে পারেননি। :(

৩| ২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

তারেক ফাহিম বলেছেন: অসভ্য সভ্যতাকে নিয়ে গড়া কবিতা পাঠে মুগ্ধতা রেখে গেলাম

২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই, ভাল থাকুন সতত

৪| ২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: বিশুদ্ধ মনটোনের স্বাক্ষরতা...........!
মুগ্ধ হয়ে পড়ে নিলাম ভাই !

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৬

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই, মুগ্ধ হয়েছেন এতেই আমার সার্থকতা

৫| ২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন:
আমি এত বার ধর্ষণ হয়েছি
একে আর ধর্ষণ বলা চলে না.......

কবিতায় এ দু-লাইনে মেসেজ দিয়েছে...... :(
এর পিছনে কে বা কারা দায়ী ছিল,এ বিকৃত মানুষগুলোকে
আগামী বা নতুন প্রজন্ম এদেরকে,কে কিভাবে নিবে?

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৭

নাগরিক কবি বলেছেন: আর কোথাও কোন ম্যাসেজ পান নি ;)

৬| ২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

Biniamin Piash বলেছেন: অনেক ভাল লাগলো,ফেসবুকে শেয়ার দিলাম।

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৭

নাগরিক কবি বলেছেন: সত্যি দিলেন, আমি কিন্তু কিচ্ছু জানিনা। :) ভাল থাকুন, ধন্যবাদ

৭| ২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

পাজী-পোলা বলেছেন: ভাই পারেন, ক্যামনে লেখেন
এতো ধারালো শব্দ আসে কোথা থেকে
আমারও ইচ্ছে করে শব্দবাণে
বিদ্ধ করি খোলস পরা এই শুদ্ধতাকে।

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৯

নাগরিক কবি বলেছেন: আসুন অস্ত্র ধরি। আর এই অস্ত্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র। একে কলম বলে।

৮| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৩

ধ্রুবক আলো বলেছেন: সভ্যতার জাল বিছিয়ে গেছে সভ্যতার ছায়া জালে।

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:২০

নাগরিক কবি বলেছেন: এসব আধারের জাল একদিন কেটে যাবেই, আমরা আশাবাদী

৯| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৯

শাহরিয়ার কবীর বলেছেন: আমার কাছে মনে হল এবং তা হতেই থাকবে । আমি যে প্রশ্ন করেছি পারলে তার উত্তর দেন .... না হলে যাই গা । ;)

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:২১

নাগরিক কবি বলেছেন: হাহাহা, দুটো মিথ্যের মাঝে একটি চরম সত্য ঘুমিয়ে থাকে।

১০| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৭

আখেনাটেন বলেছেন: কবির চাওয়া ইউটোপিয়ান শুদ্ধ পৃথিবী কি সম্ভব? হয়ত ধ্বংস আছে বলেই সৃষ্টির তীব্রতাও বেশি।

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৬

নাগরিক কবি বলেছেন: ধ্বংস তেই সৃষ্টি। ধন্যবাদ ভাইই, ভাল থাকুন

১১| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩০

ভ্রমরের ডানা বলেছেন:

এ আধাঁরের ক্ষণে ক্ষণিক আলো দেখেছি কবিতায়.....



শুভেচ্ছা কবি!

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৬

নাগরিক কবি বলেছেন: এবার বুঝাতে পেরেছি তাহলে ;)
ধন্যবাদ ভাই, ভাল থাকুন :)

১২| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:০১

প্রোলার্ড বলেছেন: Rape is not a crime , it's a surprise sex

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৫

নাগরিক কবি বলেছেন: বাহ! সুন্দর। এটা কি লিওন বলেছিল?

১৩| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: স্টেটমেন্ট হিসেবে ভালো লাগছে। প্রতিবাদ হওয়া দরকার নিয়মিত। কিন্তু পোয়েটিক এলিমেন্ট মিসিং। সমন্বয়ের অভাব লাইনগুলোতে

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৭

নাগরিক কবি বলেছেন: গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ শুভ দা। চেষ্টা করবো পরবর্তীতে।

১৪| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
তোমাকে ধর্ষণ করে জন্ম দিবো
শুদ্ধ পৃথিবীর বীজ
নির্মল বিশুদ্ধ ইতিহাস |


চমৎকার।

২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৯

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই, ভাল থাকুন। মন্তব্যে উৎসাহিত হলাম

১৫| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:১০

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:১১

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ দাদা, ভাল থাকুন

১৬| ২৬ শে জুলাই, ২০১৭ সকাল ৯:১৪

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লেগেছে। কিভাবে লেখেন এমন কবিতা!!!

২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৩৯

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ সোহেল ভাই, ভাল থাকুন। :)

১৭| ২৬ শে জুলাই, ২০১৭ সকাল ৯:২৫

কবিগুরু০০১ বলেছেন:



গুড!

২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৩৯

নাগরিক কবি বলেছেন: থ্যাংকু :)

১৮| ২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০৫

সনেট কবি বলেছেন:



গরিক কবি

সভ্যতায় অসভ্যতা নিত্য দিন বাড়ে
মানুষের সুখ-শান্তি কেড়ে নিয়ে সব
রিক্ত করে সেরা জীবে অহর্নিশ তারা
নাগরিক কবি ভাবে সে সবের কথা।
রাতদিন ভেবে কবি কূল নাহি পায়
ধুম্রজাল বিস্তারিত সব দিকে থেকে
সাগরের নীল জল সমস্যার দল
যত কমে বাড়ে আরো নব যোগ হয়ে।

খান্ত নাহি দেয় কবি ক্লান্তি কর কাজে
অসহায় ক্রন্দনেতে মন হয় ভারি
কবি মন তবু নাহি দমবার নয়।
কূ-কাজের মানুষের নেই মনে হুঁস
লুটে পুটে তারা সব চেটেপুটে খায়
যথাসাধ্য কবি এর প্রতিবাদ করে।

২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:১১

নাগরিক কবি বলেছেন: সনেট কবি আমি আবারো আপনার কাছে কৃতজ্ঞ আরেকটি সুন্দর কবিতা আপনি আমাকে উৎসর্গ করেছেন। ঋণি হয়ে রইলাম।

১৯| ২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০৬

সনেট কবি বলেছেন: গরিক কবি=নাগরিক কবি

২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:১১

নাগরিক কবি বলেছেন: গরিক কবি = গরিব কবি, খারাপ না ;)

২০| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩১

সনেট কবি বলেছেন: আরে না টাইপ করতে গিয়ে ‘না’ উঠেনি। এখানে দুষ্টমির কিছু নেই।

২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫১

নাগরিক কবি বলেছেন: আমি বুঝেছি কবি। আমি একটু করলাম আরকি ;)

২১| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৭

নাগরিক কবি বলেছেন: :) :)

২২| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৮

তপোবণ বলেছেন: একটা নির্মল সমাজ সভ্যতা নির্মানের আকাঙ্খায় লেখা কবিতা।

২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫০

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ দাদা, ভাল থাকুন। মন্তব্যে কৃতজ্ঞতা।

২৩| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৪

রাতু০১ বলেছেন: শুদ্ধ পৃথিবীর বীজ। সুন্দর লেখা।

২৬ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই, ভাল থাকুন সতত।

২৪| ২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৯

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: =p~ :(

২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ২:২৭

নাগরিক কবি বলেছেন: কি হলো ভায়া :(

২৫| ০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১১:২৮

জাহিদ অনিক বলেছেন: তোমার যোনিপথে শ্বেত বীর‍্য দিবো
তোমাকে ধর্ষণ করে জন্ম দিবো
শুদ্ধ পৃথিবীর বীজ
নির্মল বিশুদ্ধ ইতিহাস |


বাহ! ধর্ষনটা তাহলে এবার করেই ফেলুন ।

০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:৪২

নাগরিক কবি বলেছেন: অপেক্ষায় আছি কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.