নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাপোষা মধ্যবিত্ত কার্ণিশ আগলে লুকিয়ে\nমুষড়ে পরা বিপ্লবী তাহাদের তাড়া খেয়ে।

নাগরিক কবি

আলো আঁধারের মাঝে ১ রাতের ব্যবধান,শত শত ভ্রূণ জেগে উঠে অন্ধকার গর্ভে।পরিচয় পরিচিতি সেখানে নগ্ন হয়ে যায়।

নাগরিক কবি › বিস্তারিত পোস্টঃ

আসুন বই বের করি

২৮ শে জুলাই, ২০১৭ সকাল ৮:১৯



মাননীয় প্রকাশক সাহেব
আপনার প্রতিষ্ঠানটি পকেটে পুড়ুন,
নতুবা আপনার স্ত্রীর সাথে
আজ রাতে ক্যান্ডেল লাইট ডিনার সেরে আসুন।
দুটো পেয়াজ চিবুতে চিবুতে স্ত্রী কে বলুন
" তোমাকে আজ বড্ড সুন্দর লাগছে। "

প্রকাশক সাহেব আমার ভুল হয়ে গেছে,
আমাকে ক্ষমা করুণ
আমার নামের আগে কবি নামটি দিয়ে দিন
ফর্মা হিসেবে আপনাকে দুশো টাকা বেশি দিবো
বিনিময় আমার বইটি বের করুন।

প্রকাশক ও কবি -
আসুন দুটো পাঁচশো পঞ্চান্ন নম্বর সিগারেটকে
ধর্ষণ করি।
আপনাদের টাকায় ভাড়া করা সিগারেট।
একে ধর্ষণ ছাড়া কবিতার বাচ্চা প্রসব সম্ভব নয়,
অন্যথায় কবি ও প্রকাশক আপনাদের হাড়িতে
ভাত চড়বে তো!
পেট পুরে ভাত না খেলে
শেষরাতের ক্রিয়াটা ভাল হয় না মশাই।

আসুন বই বের করি || অক্ষর অনীক

মন্তব্য ৫৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ৯:০৫

রাবেয়া রাহীম বলেছেন: একরাশ ক্ষোভ মেশানো কথার যাদু ভাল লাগলো ।


আজকাল তোমার প্রায় সব লেখাতেই ভীষণ হতাশা ফুটে উঠছে ।
জীবনে আশার দিক জলে উঠুক
ভাল থেকো ।

২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৫৬

নাগরিক কবি বলেছেন: হ্যাঁ, বুবু। খুব হতাশা জীবনটা হতাশায় পরিপূর্ণ।

২| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ৯:১৫

এরাউন্ড ওয়াল্ড বলেছেন: খুব ভালো লাগলো ভাইয়া

২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৫৭

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ, ভাল থাকুন ভাই

৩| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ৯:২২

খায়রুল আহসান বলেছেন: ভাল প্রকাশকও অনেক আছে অবশ্যই। তবে বই পাড়ায় কিছুদিন যাতায়াত করে মন্দের পাল্লাটাই একটু বেশী ভারী বলে মনে হয়েছে আমার কাছে।

২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১১:০৬

নাগরিক কবি বলেছেন: মন্দের তাপে ভাল যদি কেউ থাকেও তাহলে সেও গলে তরল হয়ে যায়। ধন্যবাদ ভাই।

৪| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতায় কথাগুলো একেবারে মন্দ মনে হল না। ভালো লিখেছেন।
কবি প্রকাশক সবারই বেহাল দশা হা হা হা

২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১১:০৮

নাগরিক কবি বলেছেন: হাহাহাহা, আপনি কবি। কথা গুলো মন্দ নয়

৫| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১০:০৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: দারুণ সুন্দর কবিতা।

২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১০

নাগরিক কবি বলেছেন: প্রিয় সনেট কবি, এটা আসলে কবিতা লিখতে চাই নি। কবিতা হলো কিনা তাও যানি না। এটা একটা স্টেটমেন্ট লিখেছিলাম

৬| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১০:১৮

উম্মে সায়মা বলেছেন: কবি সাহেব দেখি একে একে সবার সাথে বিদ্রোহ ঘোষণা করছে। ব্যাপার কি? :-B

২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১২

নাগরিক কবি বলেছেন: হ্যাঁ, বিদ্রোহ চলছে ও চলবে।

৭| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩১

শাহরিয়ার কবীর বলেছেন: কিছুই বুঝিনি আবার,যা বুঝেছি তাও জানি না ! ;) গুরুজি, ;) কাউকে কবিতা লেখানো শেখানো যায় কিন্তু কেউ কাউকে প্রতিভা দিতে পারে না। তাই চিন্তা করে আর প্রেসা্র বাড়ানো দরকার নেই । :-P :P

২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১৩

নাগরিক কবি বলেছেন: কি যে বুঝাতে চাইলেন আমি নিজেও বুঝলাম না :(

৮| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১৮

শাহরিয়ার কবীর বলেছেন: আমি বোঝাইতে আর আপনি বুঝিতে অক্ষম ! থাক তাহলে ! আপনার ভবনাগুলো ঠিক আছে কিন্তু কি করার আছে .... :P

২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১৯

নাগরিক কবি বলেছেন: করার আছে, আমার হাতে অস্ত্র ও আছে। আর এর নাম কলম।

৯| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২২

শাহরিয়ার কবীর বলেছেন: কলম বেঁচে এখন মলম কিনতে পারেন ! কারণ, উচিৎ কথা বললেই ,সবার চুলকানি উঠে। সবার চুলকানি রোগ যত দিন না, সারবে ততদিন কিচ্ছু করার নেই। :P যা হচ্ছে তাই ঠিন হ্যায় ।

২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২৬

নাগরিক কবি বলেছেন: যারা মেনে নেয় তারা ভীরু। যারা মানে না তারা মরে গেলেও মানে না। এটাই তফাৎ

১০| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৩২

শাহরিয়ার কবীর বলেছেন: আচ্ছা, একটা ছোট প্রশ্নে উত্তর দিবেন ? সাংবাদিক বা কবি ও সাহিত্যিকদের কোন কি পলিটিক্যাল দলের হওয়া উচিৎ ? আর দালালের সঠিক সংজ্ঞা কি ?

(শুধুমাত্র জানার জন্য প্রশ্ন করা; কাউকে অপমান করিতে না )

২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৩৬

নাগরিক কবি বলেছেন: যারা এইসব দলে যায় তারা চাটুকার। ছত্রছায়ায় থাকতে চায়।

১১| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: নিজের বিবেক বিসর্জন দিয়ে, এখন সত্যর কলম দিয়ে অসত্য লেখা খুব সহজ । যাদের হাতে কমল তারা যদি চাটুকার হয়... সেখানে আর কিছু বলার থাকে না। তাদের বিবেকের কাঠগড়ায় দাড়িয়ে যেন তারা তাদেরকে প্রশ্ন করে..... !! আপনার কলমে প্রতি আমার অশেষ শ্রদ্ধা রইলো। ভালো থাকুন ভাই ।

২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪৯

নাগরিক কবি বলেছেন: নিজের বিবেক বিসর্জন দিয়ে, এখন সত্যর কলম দিয়ে অসত্য লেখা খুব সহজ ।



সহমত

১২| ২৮ শে জুলাই, ২০১৭ দুপুর ১:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: নাগরিক কবি তাহলে অক্ষর অনীক।। বেশ
কবিতাও বেশ

২৮ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৪১

নাগরিক কবি বলেছেন: হ্যাঁ শুভ্রদা এতদিনে চিনেছেন তাহলে ;)
ধন্যবাদ

১৩| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ৯:২১

সেলিম আনোয়ার বলেছেন: নাগরিক কবি ভাল লেগেছে পড়ে ।

২৮ শে জুলাই, ২০১৭ রাত ১১:১২

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

১৪| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ৯:২২

সেলিম আনোয়ার বলেছেন: তবে বই সহজে বেড় করছি না । ;)

২৮ শে জুলাই, ২০১৭ রাত ১১:১২

নাগরিক কবি বলেছেন: আমি যদি কখনো প্রকাশনা খুলি বিনে পয়সায় আপনার বই বের করবো। কথা দিলাম

১৫| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৮

সোহানী বলেছেন: যেখানে কোন নিয়ম নেই আইন কেউই মানে না সেখানে প্রকাশক তো ছাড়পোকা..... চান্স পেলেই কামড় দিবে।

২৮ শে জুলাই, ২০১৭ রাত ১১:১৩

নাগরিক কবি বলেছেন: শুধু কামড় কেনো আপু, সাথে কি কিছু রক্ত নিয়ে যায় না। আর সেসব তথাগতিত কবিরাও পারে বটে।

১৬| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৬

মনিরা সুলতানা বলেছেন: সব জায়গা গুলো অচেনা হয়ে যাচ্ছে :(

২৮ শে জুলাই, ২০১৭ রাত ১১:১৪

নাগরিক কবি বলেছেন: চেনা জায়গা গুলো যখন অচেনা হতে শুরু করে আপু তখন মুখ লুকিয়ে কিছু দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই করার নেই।

১৭| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১১:১৩

নীলপরি বলেছেন: দারুন লাগলো ।

২৮ শে জুলাই, ২০১৭ রাত ১১:১৫

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ পরী আপু। ভাল থাকুন

১৮| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩১

আহমেদ জী এস বলেছেন: নাগরিক কবি ,



১৫ নম্বর মন্তবের পরেই করা আমার মন্তব্যটি আপনি মুছে দিয়েছেন ।
আপনার মন রক্ষার্থে অহেতুক কবিতাটিকে " অসাধারন " বলিনি তাই ?
আগের মন্তব্যটি এরকমই ছিলো ----
" আগুনের পরশমনি ছোঁয়াও প্রানে ... "
কবিতা আগুন জ্বেলেছে , প্রান ছুঁয়ে যেতে পারেনি ।


নিজেকে নাগরিক কবি বলছেন , কিন্তু "কবি" হয়ে ঊঠতে পারেন নি ! এই ফুলের ঘা টুকুও যদি সহ্য না করতে পারেন তবে বই বের করবেন কি করে ? আপনি কি আমার উপরের বোল্ড করা ( মুছে দেয়া মন্তব্য ) কথা গুলো বোঝেন নি ? বুঝতে আরও অনেক দূর যেতে হবে আপনাকে ।

শুভেচ্ছান্তে ।

২৮ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪০

নাগরিক কবি বলেছেন: ভাই, আমি সজ্ঞানে আপনার কোন মন্তব্য পাইনি ও মুছে দেইনি। আমি সত্যি বলছি বিশ্বাস করা কিংবা না করা আপনার ব্যাপার। আমার ছোট বোনটা ট্যাব ধরেছিল। তখন লগইন করা ছিল। ও মাঝে মাঝে আমার কবিতা পড়ে। তখন ম্নে হয় আপনি কোন মন্তব্য করেছিলেন। তখন হয়ত ভুল বশত আপনার মন্তব্য টাচ লেগে ডিলেট হয়ে গেছে। আপনি যা লিখেছিলেন, তা আবার যদি কষ্ট করে বলেন তাহলে আমি সত্যি কৃতজ্ঞ থাকবো। আমি কখনো এমন কোন কাজ করি না, আর অদূর ভবিষ্যৎ এও সজ্ঞানে করবো না এ ভরসা রাখুন। আপনি দয়া করে যা লিখেছিলেন তা আবার লেখুন।

২৮ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪৫

নাগরিক কবি বলেছেন: ৫ নম্বর মন্তব্যে আমি ফরিদ চৌধুরীকে বলেছি এটা কবিতা হয়েছে কিনা যানি না। এটা আমি কোন কবিতা লেখিন। গতকাল রাতের একটি ক্ষোভ এটি যা আমি দেখেছি এক প্রকাশক এর আইডিতে, সেখানেও আমি মন্তব্য করেছিলাম। তার পর মনের ক্ষোভ থেকে এই লেখাটি লেখি। বাকিটা আপনার বিবেচ্য।

অসাধারণ, সুন্দর কিংবা এক্সিলেন্ট এই মন্তব্য গুলো সত্যি বলতে আমি চাই না কেউ আমাকে করুক। আমি চাই সবাই আমার সমালোচনা করুক। আর অবশ্যই আমি সমালোচনার জবাব দেবার জন্য প্রস্তুত থাকি সর্বদা।

২৮ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫৯

নাগরিক কবি বলেছেন: আপনার বোল্ড করা মন্তব্য আমার চোখে পড়েনি, কারণ ও বর্ণনা করেছি। মন্তব্যের জন্য ধন্যবাদ এবং আমি নিজেও জানি এ লেখাটি মন ছুতে পারেনি। আর হ্যাঁ আমি কিন্তু কবি নই। শুধু মাত্র তকমা টা লাগিয়েছি নিকটার জন্য।


দূরে যেতে চাই, অনেক দূরে, সত্যি অনেক দূরে যেতে চাই।

১৯| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪০

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো।

২৮ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪৮

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই।

২০| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪২

ধ্রুবক আলো বলেছেন: আমি মাঝে মাঝে ভাবি, আমি তো ক্ষুদ্র মানুষ, কিভাবে একটা বই বের করবো?!
প্রকাশক তো আর নামি লেখক ছাড়া বই প্রকাশ করবেন না।

২৮ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫০

নাগরিক কবি বলেছেন: আপনি কেনো বই বের করতে পারবেন না? ফর্মা হিসেবে টাকা দিলে অনেক অখাদ্য ও আমরা খাই। যা কবিরা আমাদের খাওয়ায় ও প্রকাশক আমাদের সেই খাবারের গুনগত মান বিশ্লেষণ করে।

২১| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১২:১২

আখেনাটেন বলেছেন: অাপনার চেষ্টা আছে মনে হচ্ছে। কবিতাও খারাপ লেখেন না। দেখা হবে হয়ত একদিন একাডেমির বটতলায় হাতে নিয়ে...।

২৯ শে জুলাই, ২০১৭ রাত ১২:১৮

নাগরিক কবি বলেছেন: হয়ত হাতে নিয়ে হয়তবা রাস্তায় পরে থাকা একটি ছেঁড়া পাঞ্জাবি রূপে, তবে দেখা হবেই।
ধন্যবাদ ভাই, ভাল থাকুন।

২২| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১:৩০

ব্লগ মাস্টার বলেছেন: সুন্দর কবিতা ।

২৯ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৪৯

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই, ভাল থাকুন

২৩| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৯

আহমেদ জী এস বলেছেন: নাগরিক কবি ,




প্রতি মন্তব্যের জন্যে ধন্যবাদ । হতে পারে আপনি যেমনটি বলেছেন তেমনটিই হয়েছে ।
প্রথম মন্তব্যে আমি এটাই লিখেছিলুম যা ১৮ নং মন্তব্যে বলেছি --
" আগুনের পরশমনি ছোঁয়াও প্রানে ... "
কবিতা আগুন জ্বেলেছে , প্রান ছুঁয়ে যেতে পারেনি ।


আপনার ক্ষোভটাকে আমি সর্বোচ্য সম্মান জানিয়েছি রবীঠাকুরের কবিতার লাইনটি দিয়ে । আর সেটাই বলেছি দ্বিধাহীন চিত্তে এটা বলে ---কবিতা আগুন জ্বেলেছে ,
কিন্তু কবিতাটি ( লাইন সাজানোর ধরনের কারনে এটাকে কবিতা বলেই ধরে নিতে হয় ) তেমন করে আদ্র হয়নি যা প্রান ছুঁয়ে যেতে পারে । এটা আমার নিজস্ব ভাবনা । বিভিন্ন পাঠকের ভিন্ন ভিন্ন ভাবনা থাকতেই পারে ।

আমি সকল লেখকদের যার যা প্রাপ্য তা দিতে চেষ্টা করি । ভালো হলে ভালো বলতে কার্পণ্য করিনে আবার সমালোচনার যোগ্য হলে সমালোচনাও করি । কারন , আমরা কেউই পেশাদার লেখক নই । নবীন , মনের খুশিতে লিখি । এরকম লিখতে লিখতেই কেউ কেউ ঋদ্ধ হয়ে ওঠেন । সেখানে যদি অহেতুক প্রশংসা করা হয় তবে লেখক ভাবেন , তার প্রাপ্তিযোগ ঘটেই গেছে । তখন আর তিনি শুদ্ধতার দিকে , আরও পরিপূর্ণতার দিকে যেতে চান না । আমাদের অজান্তে আমরা একজনার উন্মেষের হাত-পা এভাবেই বেঁধে ফেলি । যা ঠিক নয় মনে হয় ।

আপনার শেষের প্রতিমন্তব্যটিতে যে আকাঙ্খা প্রকাশ করেছেন , তা যেন সত্যি হয়ে ওঠে এমন প্রার্থনা করছি আন্তরিক ভাবে ।
আপনার মঙ্গল হোক । ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।

২৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৪

নাগরিক কবি বলেছেন: আপনাকে আবারো ধন্যবাদ ভাই। আসলে অনেকেই সমালোচনা নিতে পারে না। এটা একটা ব্যর্থতা আমি মনে করি। কিন্তু আমি তা হাসি মুখেই নেই।

ভাল থাকুন সতত।

২৪| ৩০ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৫৩

মোস্তফা সোহেল বলেছেন: আমার কাছে কবিতা ভাল লেগেছে।
আজকাল কারও বই বের করার কথা না মনে করাই ভাল ।

৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪৬

নাগরিক কবি বলেছেন: আমি তো ভাবছি বের করবো ;)
ধন্যবাদ ভাই

২৫| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন:
আগের কবিতা কই গেল !!! ;)

০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:৩২

নাগরিক কবি বলেছেন: ড্রাফট করেছি

২৬| ১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: বই প্রকাশের আনন্দই আলাদা। কিন্তু প্রকাশকরা আজকাল বড্ড বাড়াবাড়ি করে। মুদ্রনে ভুলের হিসাব থাকেনা। কবিতায় ভাবনার নতুনত্ব ভাললাগলো।

১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৪

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই, :) ভাল থাকুন

২৭| ১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৩

চিটাগং এক্সপ্রেস বলেছেন: একজন প্রকাশক কিভাবে বই বিক্রি করে লাভবান হবেন? তার কাছে সেটা তো ব্যবসা ।

১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৬

নাগরিক কবি বলেছেন: শুধুই কি ব্যবসা ?

২৮| ১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:২১

চিটাগং এক্সপ্রেস বলেছেন: অবশ্যই। আপনার এই কথার উত্তর দিব ভবিষ্যতে । নিজে যখন এই ব্যবসায়ে নামবো তখন ।

১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৬

নাগরিক কবি বলেছেন: প্রকাশনাকে আমি কখনোই শুধু ব্যবসা মনে করি না। এসব ব্যবসায়ী মনোভাবের কারণে আমরা আসি মাসি পিসি খাসি কতটাইপের বই যে প্রতিবছর বের হচ্ছে, আর আমরা কিছু আবাল পাঠক এগুলো কিনে বদহজম করছি। জয় বাবা সাহিত্য :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.