নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাপোষা মধ্যবিত্ত কার্ণিশ আগলে লুকিয়ে\nমুষড়ে পরা বিপ্লবী তাহাদের তাড়া খেয়ে।

নাগরিক কবি

আলো আঁধারের মাঝে ১ রাতের ব্যবধান,শত শত ভ্রূণ জেগে উঠে অন্ধকার গর্ভে।পরিচয় পরিচিতি সেখানে নগ্ন হয়ে যায়।

নাগরিক কবি › বিস্তারিত পোস্টঃ

এক থালা ভাত দে

০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩০



সাতচল্লিশে দাদা চইলে গেলো ভারত
হামি তখন রাস্তায় রাস্তায় ঘুরতাম
এই বাড়ি ওই বাড়ি কত বাড়ি যে ঘুইড়েছি
তার কথা আর কি বইলবো!

একদিন ঘুইত্যে ঘুইত্যে
এক ব্রাহ্মণের ঘরে আইসে পইড়লাম
হামারে ব্রাহ্মণ কয় -" তোরে বিয়া করাম রে "
সে কি লজ্জা হামার
হামি বিয়া করাম, ঘর হইবো, সংসার হইবো।
ঠিক একদিন -
বিয়া হইলো, শাদি হইলো, মাথায় সিঁদুর দিলাম
হাতে শাখা পইড়লাম, সে কত স্মৃতি
আজো হামার ঠিক মনে আছে।

শালা পুরোহিতের গতরে তেজ আছিলো
পরের বছর হামার পেট থেইকে
দুইটা জোড়া ছাওয়াল বাইর হইলো।
পুরোহিতের সে কি যে খুশি, কি আনন্দ
হামার ঘরে যেনো সব দেবতার হাসি খেলা।

কিন্ত সইলো না, শালা পুরোহিতের সইলো না
বাহান্নতে নাকি তার ভাষা লাগবো
গ্যালো - ছাত্র আর শিক্ষকের পিছে পিছে
ধূতি পড়া দেইখা'ই কি তার বুকে গুলি করছিলো?
হামি জানি না,হামার সিঁদুর মুইছে গ্যালো
শাখা ভাইঙ্গে ফেললো ওরা
লাল শাড়ি খুইলে আমায় সাদা শাড়ি পড়াইলো।

ছোট ছোট দুইটে ছাওয়াল নিয়ে হামি আবার বের হইলাম
যেই দিকে দুই চোখ যায় চইলে যাবো,
নইলে রেললাইনে ছাওয়াল লইয়্যে ঘুমায় পড়বো।
হাটতে হাটতে হামি চইলে আইলাম এক গ্রামে
এইটা দেখি মুসলমানের গ্রাম
ভয়ে হামার কলিজায় পানি শুকায় গেছে
হঠাৎ দেখি এক মোল্লা হামার দিকে চাইয়্যা আছে
কেমন কেমন কইরা যেনো তাকায়
হামার খুব ভয় হইতেছিলো।
কিন্তু মোল্লা আইসা হামারে কইলো -
" মা, তুমি কই যাইবা? "হামি কাইন্দা দিলাম
বাপটারে আমি জীবনে দেহি নাই
মোল্লা আমারে মা কইয়্যা ডাকলো।
তাইলে হিন্দু মুসলিম জাতে জাতে এত বিভেদ কেনো?

হামারে মোল্লা তার ঘরে লইয়্যা গেলো
বেবাক লোকরে কইলো, " আমার মাইয়্যা ফিরা আইছে "
হামি তারে বাজান ডাকলাম
বাজানের লগে থাকতে লাগলাম
পেট পুইড়ে ভাত খাইতাম, কোন দুঃখ আর আছিল না।
মানুষ এত ভাল কেমনে হয় হামি জানতাম না।

কুড়ি বছর পার হইয়্যে গেলো -
হামার ছাওয়াল দুইটা তাগড়া সেয়ানা হইলো
বাজান হামার বিছানা থাইকা উঠতে পারে না
হামি প্রতিদিন মা দূর্গারে কই, " বাজানরে ভালা কইরা দাও "
মুসলমান বাজান বইলা মা হামার কতা শুনে না।

সব ঠিকঠাক যাইতেছিলো -
খুব ইচ্ছা আছিলো বাজান আর হামি এক লগে যামু
কিন্তু না হইলো না, কিচ্ছু হইলো না।
হামার কপালে ভাত টিকলো না
মনে আছে , সেইটা একাত্তরের কথা
ছাওয়াল দুইটা ঘর ছাড়লো, কইলো -
" মা, দেশরে বাঁচাইতে হইবো "
তোরা দেশ বাঁচা, দেশ বাঁচা
আর তোগো মার পেটে ভাত নাই।
বাজানডারে একদিন রাইতে আইসা মাইরা গেলো
ঘর দুয়ারে আগুন দিলো, ছাওয়াল দুইডা আর আইলো না।

দেশ নাকি স্বাধীন হইছে -
তাইলে আমার তাগড়া জোয়ান দুইডা ছাওয়াল কই গ্যালো
দেশ স্বাধীন হইলে ভাত পামু, মাইনস্যে কইছিলো হামারে
অনেক দিন পেট পুইড়ে ভাত খাই না,
ভাতার' রে ভাষায় খাইলো, পোলা দুইডারে স্বাধীনতা খাইলো
বাজানডারে রাজাকারে খাইলো
হামারে কেউ খায় না!
হামি কি বেশি কিছু চাইছিলাম!
হামারে এক থালা ভাত দে,
হামি পোলা দিমু, ভাতার দিমু, বাজান দিমু
আর তুই আমারে এক থালা ভাত দে!

এক থালা ভাত দে | অক্ষর অনীক



|বি,দ্র: চোর, তুই বেজন্মা |

মন্তব্য ৫৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫১

জাহিদ অনিক বলেছেন: বাহ !!

মেধা বন্দ্যোপাধ্যায় এর কাছে কবিতাটা পাঠায়ে দেন। সে এই কবিতার ভাল আবৃত্তি করতে পারবে ।

০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৩

নাগরিক কবি বলেছেন: আমার মত কবির কবিতা তার কাছে যাবে না :(

২| ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫১

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগল ।

০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৪

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই। ভাল থাকুন সতত

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৮

তপোবণ বলেছেন: আহা, কি অসাধারণ! সময়টাকে আপনি একটা ফ্রেমে ফেলেছেন এই কবিতায়। এতো প্রাণের ছোঁয়া ছিল কবিতায় যে আমার ভাষায় সংকুলান হবেনা এটা বুঝিয়ে বলার জন্য। ভালো থাকুন কবি।

০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৪:০২

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই, আপনি ও ভাল থাকুন। শুভেচ্ছা নিবেন।

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৪:০০

জাহিদ অনিক বলেছেন: আমার মত কবির কবিতা তার কাছে যাবে না :( - যাইব যাইব কবি । আপনার কবিতা খাসা হয়েছে । নিশ্চয়ই যাবে ।

০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৪

নাগরিক কবি বলেছেন: হাহাহা, এটা কিন্তু মেধা বন্দ্যোপাধ্যায়ের কন্ঠে আসলেই যাবে বেশ। আর সত্যি যদি সে এটা আবৃত্তি করতো, তাহলে আমার সুখ রাখতাম কই :) ;)

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৬

জাহিদ অনিক বলেছেন: আচ্ছা আপনার কাছে কি মনে হয় না তার আবৃত্তি সব একই স্ট্যাইলে? এইটা কিছুটা বিরক্তি এনে দেয় !

০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৪:১২

নাগরিক কবি বলেছেন: তা আসলে অনেকাংশেই ঠিক। কিন্তু তার কন্ঠে আঞ্চলিক কবিতা গুলো আমার বেশ লাগে।

আর আমার মনে হয় তার এই একই রকম আবৃত্তির স্টাইলটাই তাকে বিখ্যাত করছে। অন্য স্টাইলে করলে হয়ত তার কন্ঠে তা ভাল শুনাতো না।

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৩

জাহিদ অনিক বলেছেন: আমার মনে হয় তার এই একই রকম আবৃত্তির স্টাইলটাই তাকে বিখ্যাত করছে। --- কথা সত্য ।

০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪০

নাগরিক কবি বলেছেন: :) :)

কবিরা সব সময় সত্যদ্রষ্টা হয় না
- সুনীল

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৪

হিমাংসু বিপ্লব বলেছেন: সাহিত্যের কিছু বুঝি না তেমন তবে সাহিত্যের রস আস্বাদনে নেমেছি বেশ ভালো লিখেছেন :)

০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪১

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ বিপ্লবী ভাই :) করুণ আস্বাদন করুণ ;)

৮| ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:
বি,দ্র: চোর, তুই বেজন্মা |


কবিতার চেয়ে উপরের এ কথাটা বেশি ভালো লাগলো।

০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৯

নাগরিক কবি বলেছেন: হাহাহা

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৭

তারেক ফাহিম বলেছেন: কবিতা পাঠে ভালো লাগলো।

০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৫:২০

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই, ভাল থাকুন।

১০| ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: জীবনের চরম বাস্তবতা ফুটে উঠেছে। ++++

০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই

১১| ০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

ওমেরা বলেছেন: একটা কবিতায় তিনটা ইতিহাস খুব সুন্দর !! ধন্যবাদ ভাইয়া ।

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৮:০৭

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ওমেরা, ভাল থাকুন

১২| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৮:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: তুই আমারে এক থালা ভাত দে!

আরেক ঐতিহাসিক কালজয়ী কবিতার সাথে থাকতে পেরে গর্ব বোধ করছি :)
হ্যাটস অফ ব্রো

চোরদের সতর্কীকরণে হা হা প গে :)

++++++++

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১০:৫৮

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভগু ভাই, যতটুকু সম্মাননা দিয়েছেন আমায়, আমি কি তার যোগ্য?

১৩| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১০:০৯

প্রামানিক বলেছেন: আবৃত্তি করার মত কবিতা। খুব ভালো লাগল। ধন্যবাদ

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১০:৫৯

নাগরিক কবি বলেছেন: একটি নারী কন্ঠে কেউ যদি আবৃত্তি করতো :(

১৪| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১১:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লিখেছেন। তবে, মোল্লার আবির্ভাব থেকে তাঁকে হত্যা করা পর্যন্ত খুব টেনশনে ছিলাম, এই বুঝি মোল্লার অন্য একটা রূপ দেখা যাবে। এই মিসলিডিংটা হয়েছে এখানে থেকেঃ

হঠাৎ দেখি এক মোল্লা হামার দিকে চাইয়্যা আছে
কেমন কেমন কইরা যেনো তাকায়
হামার খুব ভয় হইতেছিলো।


তাঁর চরিত্রটা যেহেতু মহৎ, তাঁকে ওভাবে দেখালেই ভালো লাগতো বেশি, আমার মতে।

শুভেচ্ছা রইল।

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১১:৫৯

নাগরিক কবি বলেছেন: মোল্লা শব্দটি ব্যবহার করে সাসপেন্স ক্রিয়েট করার ইচ্ছা টাই ছিলো প্রবল। তাই এরূপ করেছি। :(

ধন্যবাদ ধূলোবালিছাই ভাই, আপনি কিন্তু আমার পছন্দের একজন ব্লগার। আপনার হাত যা পাকা, তা আর বলবার অপেক্ষা রাখে না। হয়ত সব সময় মন্তব্য করা হয় না :( ক্ষমাশীল দৃষ্টি রাখবেন।

১৫| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৪৫

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লাগল

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১:৩৭

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ দাদা, ভাল থাকুন

১৬| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১:৫৬

উম্মে সায়মা বলেছেন: আবারো বলছি অসাধারণ :)

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ২:৪৬

নাগরিক কবি বলেছেন: আবারো ধন্যবাদ আপু :)

১৭| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ২:৫৩

কাছের-মানুষ বলেছেন: কবিতাটি ভাল লিখেছেন। ইতিহাস পেক্ষাপট নিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ২:৫৯

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ দাদা, ভাল থাকুন।

১৮| ০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৪

বিজন রয় বলেছেন: ইতিহাস কথা বলে।

তাইলে হিন্দু মুসলিম জাতে জাতে এত বিভেদ কেনো?.............. কারণ ধর্মের যাঁতাকল।

ব্যতিক্রমী কবিতা।
আঞ্চলিক ভাষার ব্যবহার ভাল লেগেছে।

০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১২

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ বিজন ভাই, ভাল থাকুন

১৯| ০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৩

মোস্তফা সোহেল বলেছেন: ভাত নাই । কবিতা ভাল লাগছে।

০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১২

নাগরিক কবি বলেছেন: না ভাই ভাত নাই :(

২০| ০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৩

সনেট কবি বলেছেন: বেশ ভালো লিখেছেন :)

০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৭

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ কবি :)

২১| ০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২১

সনেট কবি বলেছেন: অল্প কথায় আস্ত একটা ইতিহাস তুলে এনেছেন। অসাধারণ লেগেছে প্রিয় কবি।

০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫২

নাগরিক কবি বলেছেন: আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি কবি। আপনাদের ভাল লেগেছে, এতেই আমার সার্থকতা।

২২| ০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

তপোবণ বলেছেন: এটা কোন অন্চলের ভাষা? সেই অন্চলের আমাদের কোন সহব্লগার (মেয়েবন্ধু) আছেন কিনা একটু বলবেন কি। সেই আপুকে অনুরোধ করতাম কবিতাটি আবৃতি করার জন্য। আচ্ছা শায়মাপু কোন অন্চলের ?

০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

নাগরিক কবি বলেছেন: এটা সম্ভবত কলকাতার কোন অঞ্চলের ভাষা। আমি এই ভাষায় অনেকগুলো কবিতা পড়েছি ও মেধা আবৃত্তি শুনেছি। ভাষাটা আমার মনে ধরে গেছিলো। তাই একটু চেষ্টা করলাম আরকি।

আপনি একটু খুঁজে দেখুন না কোন আপু আবৃত্তি করে কিনা ;)

২৩| ০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ভাল হইছে

০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

নাগরিক কবি বলেছেন: ওরে বাবা, এউডা কেডা :)

২৪| ০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

সনেট কবি বলেছেন:



নাগরিক কবি

নাগরিক জীবনের সুখ দুঃখ গাথা
তুলে আনে যথাযথ নাগরিক কবি।
বেঁচে থাকা কষ্টকর অচল সময়ে
অনেকের, সে কথাটা বুঝে কয় জন?
কারো কারো দিন কাটে মহা সুখে থেকে
সে সময়ে কারো কারো ঝুটেনা খাবার
কতজন সে কথার রাখছে খবর?
স্বজন হারিয়ে কেউ করে ছটপট।

স্বধীণতা পেয়ে আজ গর্ব আমাদের
হারিয়েছে যারা সব উপলক্ষ্যে এর
তাদের কথা কি কেউ রেখেছে স্মরণ?
স্বদেশের জন্য যারা সর্বহারা হয়
তাদের পাশেতে থাকা দায়িত্ব সবার,
সে কথাই কবি কথা জীবন্ত বর্ণনে।

০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

নাগরিক কবি বলেছেন: বাহ, অসাধারণ। আবারো কৃতজ্ঞ করে দিলেন কবি। ভালবাসা নিবেন।

২৫| ০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ভুত

০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

নাগরিক কবি বলেছেন: না, পেত্নী ;)

২৬| ০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০০

মোহাম্মদ আবির মাহমুদ বলেছেন: অনেকদিন পর এমন একটা কবিতা পড়ে ভালো লাগছে।

০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০১

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই :)

২৭| ১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

জেন রসি বলেছেন: কবিতার ভেতর একটা বাস্তবতা আছে। প্রবলভাবেই আছে। তবে থিম কিছুটা গতানুগতিক।

আপনার লেখা পড়ে মনে হয় আপনার ভেতরে একটা আগুন নিভে আছে! আগুনটা মেকি না। কবিতায় জ্বালিয়ে দিতে পারুন।

১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৩

নাগরিক কবি বলেছেন: জ্বালিয়ে দিবো দাদা, একদিন সত্যি জ্বালিয়ে দিবো

২৮| ১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৮

নক্ষত্র নীড় বলেছেন: আপনি এখন থেকে এই ভাষায় কবিতা লিখুন তো!ভালো আছেন নিশ্চয়্

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৯

নাগরিক কবি বলেছেন: হ্যাঁ দাদা, ভাল আছি কিনা বলতে পারছি না। তবে বেঁচে আছি। দেখি এ ভাষায় আর কিছু লিখতে পারি কিনা!! ধন্যবাদ দাদা, ভাল থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.