নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাপোষা মধ্যবিত্ত কার্ণিশ আগলে লুকিয়ে\nমুষড়ে পরা বিপ্লবী তাহাদের তাড়া খেয়ে।

নাগরিক কবি

আলো আঁধারের মাঝে ১ রাতের ব্যবধান,শত শত ভ্রূণ জেগে উঠে অন্ধকার গর্ভে।পরিচয় পরিচিতি সেখানে নগ্ন হয়ে যায়।

নাগরিক কবি › বিস্তারিত পোস্টঃ

একটি নিষ্পাপ মৃত্যু

১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৮




আজ রাতে তোমাদের এই পবিত্র নগরীতে
অপবিত্র উপাসনালয়ে একটি প্রার্থনা আসর
আমার ছোট কুটির'টাকেই উপযুক্ত মনে হয়
বিষণ্ণ এই রাতে আমি ই সেই উপাসক
চাঁদেরকণায় কলঙ্ক দেখে গভীর রাতে অট্টহাসি।

আজরাতে ঘুমিয়ে গেলে
ফজরে বাবা প্রতিদিনের মত কড়া নাড়ে
ঠিক দুপুরে আবার মা ভাত খেতে হাক ডাক
একটু বাদে পোস্টমর্টেম রিপোর্ট " আত্নহত্যা"।

দুপুর গড়িয়ে গেলেই বন্ধুরা সব ভীড় জমায়
দু থেকে চার দিন মুখে মুখে শুধু একটি নাম
প্রাক্তন প্রেমিকারা ব্যস্ত তাদের নতুন প্রেমিকের চুমুতে
শোকের আয়ু ভীষণ কমছে এখন।
সরকারি ফাইল হাতে বাবা পেনশন অফিস
বোনরা সব স্বামীদের সাথে শপিং মলে
গভীর রাতে মায়ের বুকে চিনচিন ব্যথা
আমি আর এসে বলবো না সেদিন -
" বলছি তোমায় চলো ডাক্তার দেখাই "
তবুও মা গভীর রাতে, বলবে বাবা
" আর কয়দিন বাঁচবো বলো? "

হঠাৎ এক মধ্য দুপুরে আবার সেই উপাসনালয়
পরিবার ও বন্ধুদের উৎসাহী চোখে আগমন
অনুপস্থিত শুধু প্রাক্তন প্রণয়ী।
দেয়ালে আঁকা দেয়াল পত্রিকা সবার চোখ ঝলসে দেয়
" কাঠগড়ায় দাঁড় করালে -সব সম্পর্ক ফিকে হয়ে যায়,
হোক না সে রক্ত প্রণয় কিংবা বন্ধুতা "।

একটি নিষ্পাপ মৃত্যু |`| অক্ষর অনীক


|বি.দ্র : চোর ও কপি পেস্টকারী তোরা আর কত অন্যের লেখা চুরি করবি? শালা বেজন্মার দল |

মন্তব্য ৩৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৮

চিটাগং এক্সপ্রেস বলেছেন: কাঠগড়ায় দাঁড় করালে সব সম্পর্ক ফিকে হয়ে যায়,
হোক না সে রক্ত প্রণয় কিংবা বন্ধুতা।

১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:২০

নাগরিক কবি বলেছেন: :(

২| ১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৩

ব্লগ মাস্টার বলেছেন: দারুন ভালো হয়েছে।

১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৭

নাগরিক কবি বলেছেন: দারুন, ধন্যবাদ ;)

৩| ১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৬

ওমেরা বলেছেন: কবিতায় বাস্তবতা চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন । ধন্যবাদ কবি ভাইয়া ।

১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪০

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ আপু, ভাল থেকো।

৪| ১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৫

জাহিদ অনিক বলেছেন: কবি, বলেছিলেন আত্মহত্যাটাকে একটা অন্য লেভেলে নিয়ে যাবেন । সেটার সোপানের দেখা পাচ্ছি ।

১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০০

নাগরিক কবি বলেছেন: হ্যাঁ, তাকে নিয়ে যাবো সাথে করে - সাজিয়ে, রঙে রঞ্জিত করে।

৫| ১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো হয়েছে +

১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৩

নাগরিক কবি বলেছেন: উখে ( - ) ;)

৬| ১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১৮

প্রামানিক বলেছেন: |বি.দ্র : চোর ও কপি পেস্টকারী তোরা আর কত অন্যের লেখা চুরি করবি? শালা বেজন্মার দল |

শেষের কথাটি মন্দ নয়।

১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৩

নাগরিক কবি বলেছেন: হাহাহা, উপরের লেখা বাদ দিয়ে নিচের দিকেই তাকালেন দাদা ;)

৭| ১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: |বি.দ্র : চোর ও কপি পেস্টকারী তোরা আর কত অন্যের লেখা চুরি করবি? শালা বেজন্মার দল |

ব্লগের কবিতা চুরি ঠেকাতে সকল চোর ধরার দায়িত্ব ইন্ডিয়ান মাথা ব্যথার মলম ‘‘ঝানডু বামকে’’ দেওয়া হোক !! এই ব্লগার ঝানডু বাম একটা কঠিন জিনিষ !! :P

১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৩

নাগরিক কবি বলেছেন: হ্যাঁ, ঝানডু বাম খারাপ না :)

৮| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো ভাই। প্রতিনিয়ত কতকিছুর মৃত্যু ঘটছে! তার হিসেব কয়জনেই রাখি!

১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৪

নাগরিক কবি বলেছেন: হিসেব রাখুন। দেখুন মৃত্যুর সংখ্যা ভীষণ বৃদ্ধি পাচ্ছে

৯| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৮

জেন রসি বলেছেন: নিষ্পাপ যেহেতু, নির্দোষও বটে। মৃত্যুর কথা বলছি। কবি একই সাথে জাজ আবার আসামী। এটাই এই কবিতার ট্যুইস্ট আমার কাছে।

প্লাস।

১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০০

নাগরিক কবি বলেছেন: আপনার মন্তব্য আমার কাছে সব সময় প্রথম শ্রেণির বিশ্লেষণ। বলতে গেলে আমি অপেক্ষা করি আপনার মন্তব্যের।

এক্ষেত্রে যারাই এই অ/কবিতাটি পড়েছে, সবাই সাধারণ ভাবে চিন্তা করছে কাঠগড়া অর্থাৎ সরকারি বিচারসভা, যেখানে একজন জাজ এর কাছে কোন সম্পর্ক গ্রহণযোগ্য নয়। এটি অতি সাধারণ অর্থ। কিন্তু আমার ক্ষেত্রে, আমি লিখতে পারতাম " আমি কাঠগড়ায় দাড় করালে...." কিন্তু আমি লিখিনি ইচ্ছে করে।


এক্ষেত্রে লেখক একজন আসামী ও পাশাপাশি একজন জাজ। ( যা আপনি ধরেছেন) ।

সত্যি জেনি ভাই আই এম ইমপ্রেস অন ইউ। স্যালুট

১০| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

রাবেয়া রাহীম বলেছেন: নিসপাপ অবক্ষয়ে নিসপাপ মৃত্যু বলিষ্ঠ ভাষায় উঠে এসেছে ।

সুন্দর লেখনি।
শুভকামনা নিরন্তর

১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

নাগরিক কবি বলেছেন: শুভকামনা দিয়ে কি করবো। তারচেয়ে বরং কিভাবে মরা যায় তাই বলুন। :)

১১| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫৬

উম্মে সায়মা বলেছেন: মন খারাপ করা কবিতা :|

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৩

নাগরিক কবি বলেছেন: হাহাহা, মন খারাপের কিছু নেই

১২| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫২

ধ্রুবক আলো বলেছেন: প্রাক্তন প্রেমিকারা ব্যস্ত তাদের নতুন প্রেমিকের চুমুতে
বাস্তবিক

কবিতা দারুন হয়েছে +++

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৪

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ আলো ভাই।

১৩| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন বললেও কম বলা হয়!

মুগ্ধতা একরাশ :)

+++++

(চোরা না শুনে ধর্মের কাহিনী ;) শাপান্ত আর গালিতে কি থামবে ;) )

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৫

নাগরিক কবি বলেছেন: ধন্যবাফ ভৃগু ভাই।

চুরি করলেই মামলা দিমু :)

১৪| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১:৩৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ লিখেছেন।

১২ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৮

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ জুনায়েদ ভাই। :)

১৫| ১২ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৪২

কথাকথিকেথিকথন বলেছেন: লেখার ধরণটা মুগ্ধ করে । একটা থমথমে ভাব ।

চমৎকার ।

১২ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৯

নাগরিক কবি বলেছেন: আপনাকে মুগ্ধ করতে পেরে সত্যি এই অ/কবিতাটি সার্থক। ধন্যবাদ ভাই।

১৬| ১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৬

বিলিয়ার রহমান বলেছেন: আপনার লেখাটায় কি যেন নেই কি যেন নেই ভাবতে ভাবতে অবশেষে অনুমান করলাম কবিতায় আপনি বিভক্তির প্রয়োগ এড়িয়ে গেছেন( তিন নম্বর লাইন পড়ে তাই বুঝলাম, ভুল হলে অগ্রিম সরি)! অবশ্য ভালো মানের কবিতা বোদ্ধা হলে তারা বিভক্তি ছাড়াই বুঝে নিতে পারবেন!! আসলে কবিতাতো সবার জন্য নয়! অনেকের জন্যও নয়! কবিতা হলো কবিতা বোদ্ধাদের জন্য!! আর আমি কবিতা বোদ্ধা নই!!!


কবিতাটি কিন্তু ভালোলেগেছে ভায়া!!!

প্লাস!;)

১২ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৫১

নাগরিক কবি বলেছেন: আর আমি কবিতা বোদ্ধা নই। :) আর আমিও কবি নই।

যাই হোক ভাল জায়গায় ই হাত দিয়েছেন। :) অনেকদিন পর আপনাকে পেলাম বিলু ভাই। কেমন আছেন খুব জানতে ইচ্ছে করে।

১৭| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩৬

মাহবুবুল আজাদ বলেছেন: একরাশ মুগ্ধতা, চমৎকার লেখা।

১২ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩০

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই, ভাল থাকুন সতত

১৮| ১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৭

মোস্তফা সোহেল বলেছেন: নাগরিক কবি আপনার কবিতা পড়লাম। হয়তো কিছু বুঝলাম।

১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ সোহেল ভাই, ভাল থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.