নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাপোষা মধ্যবিত্ত কার্ণিশ আগলে লুকিয়ে\nমুষড়ে পরা বিপ্লবী তাহাদের তাড়া খেয়ে।

নাগরিক কবি

আলো আঁধারের মাঝে ১ রাতের ব্যবধান,শত শত ভ্রূণ জেগে উঠে অন্ধকার গর্ভে।পরিচয় পরিচিতি সেখানে নগ্ন হয়ে যায়।

নাগরিক কবি › বিস্তারিত পোস্টঃ

হাত বাড়িয়ে

১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১০




কম্পিত রোদের আলো, দেয়ালে আলোর পরী
পুরনো তৈলচিত্র, নির্বাক পৃথিবী-
আত্নজ্যোতির সুভাষে মোড়ানো স্মৃতির পাতা
শান্ত-মধুর পূর্ণ হঠোকারিতায় অজ্ঞাবহ।

পথভ্রষ্ট, ধ্যানমগ্ন শূন্যতায় ভরা অন্তর্লোক
শতশত ইতিহাসের পাতা মসৃন অবলীলা,
জ্যামিতিক সম্পাদ্যের সমাধানে কাটাকুটি করি
সরলরেখার চলন বদলে বক্রকে আঁকড়ে ধরি।

দূর্গত এলাকা, খাবার পানি, ত্রানের পত্র
রাক্ষস, খোক্কশ - ভোক্ষসে লেগে যায় যুদ্ধ,
দারুণ রোষে উন্মাদিত উন্মাদনা
চেটেপুটে খেয়ে পরে থাকা, আমাদের ভাগ কোথা?

অলৌকিক সংবাদ দাতার হাত ধরে খবর আসে
ঐ'যে ত্রানের পাখি উড়ছে আকাশে,
তৈলচিত্রের পরীর কাছে মাথা নুইয়ে সম্মান জানাই
দুই হাতের তালুতে সজোরে তালি বাজাই।
বাহ! তোমাকে লাগছে ওখানেই বড় ভাল !


হাত বাড়িয়ে |`| অক্ষর অনীক

মন্তব্য ৪০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৩

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর বলেছেন। শুভকামনা।

১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৭

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই

২| ১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৪

মৌমুমু বলেছেন: দূর্গত এলাকা, খাবার পানি, ত্রানের পত্র
রাক্ষস, খোক্কশ - ভোক্ষসে লেগে যায় যুদ্ধ,
দারুণ রোষে উন্মাদিত উন্মাদনা
চেটেপুটে খেয়ে পরে থাকা, আমাদের ভাগ কোথা?


কথাগুলো খুব সুন্দর লিখেছেন। খুব খারাপ লাগে বন্যা কবলিত মানুষ আর পশুগুলোর জন্য। খুব ইচ্ছে করে তাদের পাশে যেয়ে সহায়তা করি কিন্ত মেয়ে হয়ে সেটা পারা সম্ভব হয়ে উঠে না। তবুও চেষ্টা করছি আর্থিকভাব হলেও তাদের সহায়তা করতে কিন্ত কতটুকু যে তাদের কাছে পৌঁছায় সেটা নিয়ে মনে সংশয় রয়েই যায়। আল্লাহ্ যেন দ্রুত তাদের অবস্হার উন্নতি করেন। আমিন।
ভালো থাকবেন অনীক ভাইয়া।
শুভকামনা রইল।

১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩০

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ মৌমুমু আপু। যতটুকু সম্ভব, যেভাবেই সম্ভব পাশে দাঁড়ান এই সব মানুষদের পাশে। আমিও আমার সাধ্যমতো চেষ্টা করছি। সবাই যেনো যার যার স্থান হতে একটু একটু করে হলেও এগিয়ে আসে, এটাই কামনা।

৩| ১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৮

শাহরিয়ার কবীর বলেছেন: দূর্গত এলাকা, খাবার পানি, ত্রানের পত্র
রাক্ষস, খোক্কশ - ভোক্ষসে লেগে যায় যুদ্ধ,
দারুণ রোষে উন্মাদিত উন্মাদনা
চেটেপুটে খেয়ে পরে থাকা, আমাদের ভাগ কোথা?


প্লিজ যার, যার অবস্থান থেকে এই বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে দাড়াঁন !!!!



এই সকল এলাকার ভয়াবহ পরিস্থিতি বিবেচনা করে হলেও যেন এই রাক্ষস, খোক্কশ আবিভাব না ঘটে !

১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৭

নাগরিক কবি বলেছেন: এইসব রাক্ষস খোক্কস যেনো মা থাকে, সেটা আমারো কামনা।

৪| ১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩১

ওমেরা বলেছেন: আচ্ছা ভাইয়া আমরা সব ব্লগাররা মিলে কি কিছু করতে পারি না এসব অসহায় মানুষদের জন্য ?

১৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

নাগরিক কবি বলেছেন: অবশ্যই করতে পারি। আসুন একটা ইভেন্ট খুলি। তারপর সাহায্য কালেক্ট করে পৌছে দেই।
আমি অবশ্য কিছু পাঠিয়েছি অলরেডি। ব্লগ থেকে করাটাও খুব ভাল একটা বিষয় হতে পারে। ব্যক্তিগত ভাবে যাদেরকে চিনেন তাদের সাথে কথা বলেন। আমিও বলছি।

৫| ১৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

আহমেদ জী এস বলেছেন: নাগরিক কবি ,




কবিতা মোটামুটি । তবে ভাব সুন্দর । হাতগুলি বাড়িয়ে দেয়াটাই জরুরী এই সংকটে ।

১৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই, হাত বাড়িয়ে দিতে চাই যতটুকু সম্ভব।

৬| ১৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

কথাকথিকেথিকথন বলেছেন:

ভাবনা বেশ গভীর । সবাই যেন সেই পাখির মত ।

১৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

নাগরিক কবি বলেছেন: ;(

ধন্যবাদ ভাই

৭| ১৮ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫৫

অালপিন বলেছেন: কবিদের নিয়ে এই এক সমস্যা। সহজ জিনিসকে কঠিন করে প্রকাশ। পড়ে বুঝতেই যদি সমস্যা হয় সেই লেখা কতটা যুক্তিযুক্ত অামি ভেবে পাই না। আধুনিক কবিরা এখন আর জটিল শব্দ-বাক্য ব্যবহার করে না। এই বিষয়টা আমাদের কবিদেরও বুঝার সময় হয়ে এসেছে।

এমনিতেই কবিতার পাঠক হারিকেন ধরে খুঁজে পাওয়া যায় না। তারপর যদি পড়ে কিছু না-ই বুঝা যায়, তাহলে এত কষ্ট করে ক্যানে লেখাযোখা।

কিছু মনে করবেন না। এটা সকল দুর্ভেদ্য ভাষায় লেখা কবিদের ক্ষেত্রে প্রযোজ্য। যদিও অাপনার এ কবিতা ততটা অভেদ্য নয়।

ভালো থাকুন। আর সহজ ভাষায় সুন্দর কবিতা উপহার দিন আমাদের। শুভকামনায়।

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৭

নাগরিক কবি বলেছেন: আচ্ছা, আমি চেষ্টা করবো :)

ধন্যবাদ ভাই

৮| ১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: ভাল বলেছেন। নিদারুন বাস্তবতা । !:#P

১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১১

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। আসুন আমরা হাত বাড়িয়ে দেই।

৯| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১৪

ওমেরা বলেছেন: ভাইয়া আমি রাজী , আমার পক্ষে তো ভাইয়া উদ্দোগ নে্যা সম্ভব না আপনারা করলে আমি কোন না কোন ভাবে আপনাদের সাথে শরিখ থাকব ।ইনশা আল্লাহ

১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১৯

নাগরিক কবি বলেছেন: আচ্ছা। আমি কথা বলে দেখি কয়েকজনের সাথে।

১০| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২৬

রাবেয়া রাহীম বলেছেন: প্রথম দুই প্যারা বুঝতে সত্যি কষ্ট হয়েছে। আমি আবার সহজ কথার মানুষ কিনা তাই হবে।

শেসেরটুকু খুব প্রানবন্ত লাগলো।

ভালো থেকো।

১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩১

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ বুবু

১১| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪৩

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

১৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২২

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ দাদা

১২| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ২:৪৯

উদাস মাঝি বলেছেন: কবিতা ভাল লেগেছে ভাইয়া ।
ইভেন্ট খুললে আমাকে জানায়েন যতটা সম্ভব সাহায্য করব ।

১৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৩

নাগরিক কবি বলেছেন: ইভেন্ট খোলা হয়েছে ভাই,

১৩| ১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩১

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন ++++

১৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৩

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ধ্রুবক ভাই,

১৪| ১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সমসাময়িক বিষয়ে অসাধারন পংতিমালা ।

১৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৩

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ লিটন ভাই

১৫| ১৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০৭

তপোবণ বলেছেন: নাগরিক কবি, আমাদের সুখ-দুঃখের কবি। পৃথিবীর শ্রেষ্ঠ ছবিটি পোষ্ট করেছেন, এই ছবিটাই আমাদের যাপিত জীবনের একটা মহাকাব্য। বেদনাবোধ থেকে জন্ম নেয়া কবিতার এই জনককে স্যলুট।

১৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০৯

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ দাদা, বন্যার্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন যতটুকু সম্ভব।

১৬| ১৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:২১

অরণ্যের ঘাসফুল বলেছেন: দারুণ লিখেছেন।

১৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:২৪

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই

১৭| ১৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২৬

তারেক ফাহিম বলেছেন: প্রথম দিকটা বুঝতে কষ্ট হলেও শেষের দিকে বাস্তবতা ‍তুলে ধরলেন।

১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৯

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই

১৮| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৭

জাহিদ অনিক বলেছেন: রাক্ষস, খোক্কশ - ভোক্ষসে লেগে যায় যুদ্ধ,
দারুণ রোষে উন্মাদিত উন্মাদনা
চেটেপুটে খেয়ে পরে থাকা, আমাদের ভাগ কোথা?


রাক্ষস, খোক্কশে সব খেয়ে ফেলবে, এত খাবার কে দিবে ?
আমাদের ভাগের খাবার পেতে হলে এত পরিমান খাবার মজুদ থাকা চাই যাতে রাক্ষস, খোক্কশ দের খেয়ে থাকা উচ্ছিষ্ট আমরা পেতে পারি।

১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৯

নাগরিক কবি বলেছেন: তাই তো হচ্ছে কবি :(

১৯| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৬

উদাস মাঝি বলেছেন: লিংক দেন

১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৫

নাগরিক কবি বলেছেন: আলোচিত ব্লগে আমার আরেকটা পোস্ট আছে সেখানে আমার ফেসবুক একাউন্ট এর লিংক আছে। আর আমার ব্যক্তিগত ইমেইল আইডি দিচ্ছি। যোগাযোগ করুন কথা হবে..

[email protected]

২০| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: রাজনীতির ডামাডোল,
সেন্সর আর হামবড়াত্বের তলে
চাপা পড়ে যায়.. বিশুদ্ধ পানির তৃষ্ণা
চাপা পড়ে যায় ক্ষুধার্তের আহাজারি..

চাপা পড়ে যায়- পরবর্তী ধকল কাটানোর পরিকল্পনা!

মিথ্যা, প্রগলভতা, হামবড়া ভাবে, আর ক্ষমতার বাহাদুরির মিথ্যার রাজনীতি ধূয়ে যাক বেনোজলে :)

++++

১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৯

নাগরিক কবি বলেছেন: কিছু বলার নাই ভাই :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.