নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাপোষা মধ্যবিত্ত কার্ণিশ আগলে লুকিয়ে\nমুষড়ে পরা বিপ্লবী তাহাদের তাড়া খেয়ে।

নাগরিক কবি

আলো আঁধারের মাঝে ১ রাতের ব্যবধান,শত শত ভ্রূণ জেগে উঠে অন্ধকার গর্ভে।পরিচয় পরিচিতি সেখানে নগ্ন হয়ে যায়।

নাগরিক কবি › বিস্তারিত পোস্টঃ

অন্ধকার পৃথিবী

২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২১



আর কিছুদিন পর আমি চলে যাবো। যে দোকানটিতে আমি প্রতিদিন একলা বসে থাকতাম, একটি কিশোর সেখানে আমার হাতে প্রতি ঘন্টায় সিগারেট গুঁজে দিতো, সেও আমার মত নির্লিপ্ত একটি বালক। তাকে ছেড়ে আমি চলে যাবো।

ঠিক দোকানের বিপরীতে একটি ভিখারি বসে থাকে। মাঝে মাঝে আমি খুচরো পয়সা দিতাম তার হাতে। একটি হাতে কুষ্ঠরোগ। খুব বিচ্ছিরি দেখা যায়।

একটি সাইনবোর্ড আছে এখানে। আমি ভালবাসি সাইনবোর্ড টি। সেখানে লেখা, " মানুষের কেনাবেচা "। দোকানটিতে আমার কখনো যাওয়া হয়নি। তবে আমি দেখেছি একটি বালিকা বিষণ্ণ মুখে খদ্দেরের সাথে ব্যস্ত তার কর্মে।

একদিন কুষ্ঠরোগী আমাকে ডেকে বলে, " বসুন। " আমি রাস্তায় বসে পড়ি। আমরা একসাথে মধ্যাহ্নভোজন শেষ করি। অনেকদিন পর দুপুরবেলা পেট পুরে খাওয়া হয়।

আমি আবার ফিরে আসি সেই দোকানে। পেটপুরে খেলেই খুব নেশা ধরে। দুপুর পেরিয়ে সন্ধ্যা হলেই আমি ঘরে ফিরবো ভাবছি।

একাই হেঁটে আসছি সেই সাইনবোর্ডের সামনে দিয়ে। বালিকাটি পথ আগলে দাঁড়ায়। বলে, " আসুন - আজ মানুষের কেনাবেচা করি। "

একটি কুকুর আমার সামনে দিয়ে দৌড়ে পালায়। কারণ সব জাতের পশুর একজন রাজা থাকে। আর সেখানে প্রজারা সর্বদাই ভীতসন্ত্রস্ত।

আগামীকাল হতে আর মানুষের কেনাবেচা হবে না। এটা ভাবতেই আমার কিছুটা দুঃখ লাগে। আর যেহেতু আমি চলে যাবো তাই এসব দুঃখ পুষে লাভ নেই। মেয়েটি কি আমার সঙ্গে যাবে ?


অন্ধকার পৃথিবী |`| অক্ষর অনীক

মন্তব্য ৩৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: দারুণ হয়েছে। ধন্যবাদ এমন লিখনী উপহার দেওয়ার জন্য।

২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩০

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই,

২| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৮

জোহা ৭১ বলেছেন: মেয়েটির সাথে যোগাযোগ করে দেখুন ; মেয়েটি আপনার সাথে যেতে ইচ্ছুক কিনা

২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৩

নাগরিক কবি বলেছেন: হাহাহা, ধন্যবাদ।

সময় পেলে আরেকবার পড়ুন।

৩| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: কবিতার মত লাগল! কবিতা নাকি?

২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৪

নাগরিক কবি বলেছেন: আমি জানিনা ভাই :(

৪| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: বিদেশী লেখার অনুবাদের মত লাগলো। সুন্দর উপস্থাপন।

২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪২

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই।

৫| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৮

জাহিদ অনিক বলেছেন: মেয়েটি কি আমার সঙ্গে যাবে ? - কপিলারে জিগান, আমার লগে যাইবি ছ্যামড়ি ?
এবার কোন বন্দরের দিকে যাবেন কবি ?

২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৩

নাগরিক কবি বলেছেন: বাতাস যেদিকে টান দেয়, সেইদিকেই যামুগা ভাই। বাতাসের লগে কি আর দেনাপাওনা আছে।

৬| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৭

ওমেরা বলেছেন: কয়েকবারই তো পড়লাম । ধন্যবাদ ভাইয়া

২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২০

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ওমেরা। তা কয়েকবার কেনো পড়লা?

৭| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২১

ফয়সাল রকি বলেছেন: আমরা একসাথে মধ্যাহ্নভোজন শেষ করে।
করে <<< করি।

২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩১

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ফয়সাল ভাই

৮| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৩

ওমেরা বলেছেন: আমিতো বোকা বুঝি কম তাই বুঝার জন্য কয়েকবার পড়তে হয় ভাইয়া ।

২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৪

নাগরিক কবি বলেছেন: হাহাহাহাহা, এটা যে কয়জন বুঝতে পারবে এই ব্লগে তা একটা ভাবনার বিষয়।

তবে কবিতার ক্ষেত্রে হয় কি, একমাত্র কবিই তার কবিতার সঠিক ভাব বলতে পারে। আর অন্য সবাই হয়ত কাছাকাছি, কিংবা কিছুটা বলতে পারে।

৯| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪০

শায়মা বলেছেন: কুবের মাঝি এখন নাগরিক কবি! :)

২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৩

নাগরিক কবি বলেছেন: হাহাহা, তুমি যাইবা?

১০| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৩

সেলিম আনোয়ার বলেছেন: যেতে পারে। সম্ভাবনা ৫০/৫০। নাা গেলে আনন্দের কবিতা লিখবেন। বেদনা শেষ । ;)

২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৭

নাগরিক কবি বলেছেন: হাহাহা, আচ্ছা সেলিম ভাই। ধন্যবাদ

১১| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১২

সেলিম আনোয়ার বলেছেন: হৃদয় আমার নাচেরে আজকে ময়ূরের মত নাচেরে ধরনের হওয়া লাগবে কিন্তু।

২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৫

নাগরিক কবি বলেছেন: ঘটনা কি সেলিম ভাই, বুড়ো বয়সে আবার কে জড়িয়ে ধরলো ;)

১২| ২৪ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন: লেখাগুলো মধ্যে অনেক গভীরতা খুঁজে পেলাম কবি ! ;)

২৪ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

নাগরিক কবি বলেছেন: ঠিক আছে তাহলে গভীরে ডুবে যান ;)

১৩| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৫

আহমেদ জী এস বলেছেন: নাগরিক কবি ,




অনেক সুন্দর লেখা । বাস্তবের চমৎকার একটি রূপকল্প ।

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫৮

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই, ভাল থাকুন সতত।

১৪| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০৩

মৌমুমু বলেছেন: মেয়েটি সঙ্গে যেতে চাইলে আপনি কি তাকে সঙ্গে নিবেন? নাকি কেনাবেচার বাজারে তাকে একা রেখেই আপনি চলে যাবেন!
তবে সেলিম ভাইয়ার মন্তব্যের সাথে একমত।যদি যায় তবে আনন্দের কবিতা চাই!
ভালো থাকবেন অনীক ভাইয়া।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ২:০২

নাগরিক কবি বলেছেন: হাহাহাহা, তাহলে পরবর্তী তে একটা আনন্দের কবিতা হবে। ধন্যবাদ আপু

১৫| ২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৩

নক্ষত্র নীড় বলেছেন: ভবের হাটের মানুষ গো - ক্যামন আছেন?দুনিয়া ঘুরে বেড়ান,ভালো লাগে, এই দিকেও যদি চোখের দেখা পাই!

২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:২৪

নাগরিক কবি বলেছেন: আমি ভাল আছি, আপনি কেমন আছেন ;)

১৬| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৫

কথাকথিকেথিকথন বলেছেন:




ভিন্ন আঙ্গিকে অন্ধকার পৃথিবী আঁকা । হয়তো পৃথিবী আলোকিত, মানুষের হৃদয় অন্ধকার...

২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৪

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই, পাঠ ও মন্তব্যের জন্য কৃতজ্ঞ

১৭| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৫

জেন রসি বলেছেন: নির্লিপ্ত আত্মহনন। তবুও পরম নির্লিপ্ততা বলে কিছু নেই।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৭

নাগরিক কবি বলেছেন: দ্যাটস দা জেনি ভাই। আই লাভ ইউ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.