নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাপোষা মধ্যবিত্ত কার্ণিশ আগলে লুকিয়ে\nমুষড়ে পরা বিপ্লবী তাহাদের তাড়া খেয়ে।

নাগরিক কবি

আলো আঁধারের মাঝে ১ রাতের ব্যবধান,শত শত ভ্রূণ জেগে উঠে অন্ধকার গর্ভে।পরিচয় পরিচিতি সেখানে নগ্ন হয়ে যায়।

নাগরিক কবি › বিস্তারিত পোস্টঃ

অনন্তকালের কৃতদাস

২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৯




মানুষের সঙ্গম দৃশ্যকে আমার সব সময় ভীতিকর মনে হয়
কিভাবে একটি মাংসপিণ্ড আরেকটি শরীরে প্রবেশ করে
গহীন হতে আরো গহীনে
সঙ্গম মানুষ সহ সকল প্রানী কূলের নিকট পূজনীয়।

পূজো ও প্রার্থনা বলতে আমি অনেকখানি তফাৎ বুঝি
কেউ প্রার্থনা করে ইশ্বরের, আর সঙ্গমে পূজো হয় শরীরের
আমার মা সঙ্গমে ব্যস্ত ভীষণ, বাবা ও কম যায় না
আমার ভুল না হলে তারা ভিন্ন ভিন্ন সঙ্গমে মত্ত
একে হয়ত শুদ্ধ করে বললে পরকিয়া বলা যায়
বাবার সঙ্গম সাথী ও মায়ের প্রেমিক
দু'জনই আমাকে পছন্দ করে
আমি ও তাদের সাথে মিলিত হবো পূজোয়
শরীরের পূজো |

একটি অন্ধকার বদ্ধ কক্ষে আমি বাবা ও মা
সঙ্গবদ্ধ সঙ্গমে ব্যস্ত হয়ে পরি
কারো দিকে কারো কোন ভ্রূক্ষেপ করার সময় নেই
কারণ এই সঙ্গম আর কখনো থামবে না
দড়ি কেটে যখন ভাসিয়ে দেয়া হয়
গভীর সমুদ্রে তা ডুবে যায় কিংবা অন্য কোন ভূখণ্ডে স্থান পায় |

অনন্তকালের কৃতদাস || অক্ষর অনীক

[ বি.দ্র : না বুঝে কেউ ভ্রু কুঁচকাবেন না। ]

মন্তব্য ১৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৮

গেম চেঞ্জার বলেছেন: ভ্রু কুঁচকালাম না। তবে নানান চিন্তাভাবনা মাথায় আসছে।

২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৫

নাগরিক কবি বলেছেন: তাইলে চিন্তা করতে থাক গেমু :

২| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:
মানুষের সঙ্গম দৃশ্যকে আমার সব সময় ভীতিকর মনে হয়
কিভাবে একটি মাংসপিণ্ড আরেকটি শরীরে প্রবেশ করে
গহীন হতে আরো গহীনে
সঙ্গম মানুষ সহ সকল প্রানী কূলের নিকট পূজনীয়।


খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়

বলিয়াছেন; ফকির লালন ! :P

২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০১

নাগরিক কবি বলেছেন: ফকির লালন তো আমার শিষ্য

৩| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: গুড ! গুড ! গুড


কবিতার কথা শুনতে খারাপ হলেও বাস্তবতা তো এই !! নাকি অন্য কিছু !! :D

২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৫

নাগরিক কবি বলেছেন: তাই, আমি কি জানি? এই সব ফাউল কবিতা যে লেখে তারে জিগান :)

৪| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৫

ধ্রুবক আলো বলেছেন: অনন্তকালের কৃতদাস || অক্ষর অনীক,,,, এর মানে কি? যদি বলতেন।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫৩

নাগরিক কবি বলেছেন: অনন্তকালের কৃতদাস ওই অ/কাব্যটির নাম আর অক্ষর অনীক এর জনকের নাম

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫৩

নাগরিক কবি বলেছেন: ধন্যবাফ ভাই

৫| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ২:১৯

জাহিদ অনিক বলেছেন: কবিতার ভাষা স্পষ্ট।

বাতাস উড়াইয়াছে পাল
চাঁদের গায়ে লেগেছে ঝরা বাল।

এমন হিজিবিজি না। সদা সত্য কথা বলুন। এটা কবিতার মূলভাব।

২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:১৫

নাগরিক কবি বলেছেন:
বাতাস উড়াইয়াছে পাল
চাঁদের গায়ে লেগেছে ঝরা বাল।
:) :)


সত্য সুন্দর যদি ও হয় তা বিভৎস

৬| ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:২৭

বিজন রয় বলেছেন: আধুনিক।
++++

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৭

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই

৭| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৩

জেন রসি বলেছেন: মেটাফোর বাদ দিয়ে এই কবিতা পড়লে যে কেউ চমকাবে। কেউ যদি এ কবিতা্য নিজের মত অর্থ খুজে পেতে চায় তবে সেটা পেয়ে গেলেও চমকাবে। অর্থাৎ সব দিক দিয়েই এটা একটা পিলে চমকান কবিতা। ;)

আপনার নৈরাশ্যবাদি ভাবনা চিন্তা গভির থেকে গভিরতর হচ্ছে। এটা কিন্তু বিপদজনক। কারন এটাও নেশার মত।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৬

নাগরিক কবি বলেছেন: আমি নিজেও অনেক বেশি নেশাখোর। আর আমি এই কবিতাটা লিখে যথেষ্ট হতাশ হয়েছি ভাই :(

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অশ্লীল মনে হলেও অর্থ নিগূঢ়।

৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৮

নাগরিক কবি বলেছেন: ভালোবাসা জানবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.