নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাপোষা মধ্যবিত্ত কার্ণিশ আগলে লুকিয়ে\nমুষড়ে পরা বিপ্লবী তাহাদের তাড়া খেয়ে।

নাগরিক কবি

আলো আঁধারের মাঝে ১ রাতের ব্যবধান,শত শত ভ্রূণ জেগে উঠে অন্ধকার গর্ভে।পরিচয় পরিচিতি সেখানে নগ্ন হয়ে যায়।

নাগরিক কবি › বিস্তারিত পোস্টঃ

চঞ্চলিত চঞ্চলা

২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:২০



প্রতিটি লোমকূপের রন্ধে রন্ধে লুকিয়ে সুধা
যোনিপথে শিহরিত অন্ধকারময়ী এহেন সুরাহা
স্তনবৃন্তে গোলাপি আভাষ - ক্ষুধার্ত আদিপুরুষ
ঠোঁট তার উষ্ণতর রাতের গভীর নিদ্রা |

আবেশিত আবরণে জাগ্রত প্রেমেন্দ্র সুর
দেহত্যাগী প্রেমিক ঘুমন্ত ঘরে অতিথি
সঙ্গীতে ডাকি তারে পাঁজরায় বিদ্ধ করে
মহারণ্য ছেড়ে আসা - চক্রীয় প্রেমোপাখ্যান |

নেই কোন উপলক্ষে আর তবে - ঘুমন্ত পৃথিবী
কামুকী তৃষ্ণায় প্রাণভয় খুলে ফেলেছে চারিপাশ
মিশে যাওয়া শরীরে শরীর - নিয়ে নাও
বিক্রি হয়ে যাওয়া নষ্ট পৃথিবী - আমি দিবো |

চঞ্চলিত চঞ্চলা |`| অক্ষর অনীক

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:২৩

বিজন রয় বলেছেন: হায় রে!

২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:২৭

নাগরিক কবি বলেছেন: কি হলূ :(

২| ২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৩০

বিজন রয় বলেছেন: কবিরা বেশি কামুক হয় কি না??

২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৩১

নাগরিক কবি বলেছেন: দেহতত্ত্ব বড্ড খারাপ জিনিস ;)

৩| ২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৮

বিজন রয় বলেছেন: দেহতত্ত্ব খারাপ বলছেন কেন? মানুষ কি এটার বাহিরে?

খারাপ কেন, সেটা নিয়ে কিছু বলুন।

২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৪০

নাগরিক কবি বলেছেন: শরীর ও মনে জাগিয়ে দেয় প্রেমকাম একই সাথে।

আর আমি তো এগুলো থেকে বিচ্ছেদ্য মানুষ। তাই এটা আমার জন্য খারাপ। আমার সাধনায় ভীষণ যন্ত্রণা দেয় এটা।

৪| ২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৮

বিজন রয় বলেছেন: তাহলে কি আপনি অ-মানুষ!!!!!

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১১

নাগরিক কবি বলেছেন: হ্যাঁ

৫| ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:০২

জাহিদ অনিক বলেছেন: কবিতায় বেশ ভাল বলছেন বটে। দ্রুত পতন না হলেই হয়, শুভ কামনা কবি।

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১২

নাগরিক কবি বলেছেন: নিচের দিকেই আছি তো, থাকি। আরো নিচে চলে যাই

৬| ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৭

শাহরিয়ার কবীর বলেছেন:
এ কবিতার গভীরতত্ত্ব বুঝিতে অক্ষম !

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৪

নাগরিক কবি বলেছেন: আফনারে লই আমি ভীষণ চিন্তায় আছি :)

৭| ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২০

বিজন রয় বলেছেন: রাগ হলো নাকি?

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৩

নাগরিক কবি বলেছেন: আরে না, কি বলেন? আমি নিজেকে কখনোই মানুষ মনে করি না। এবং কোন দিন মানুষ হতে পারবো কিনা তাও জানি না

৮| ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৭

শাহরিয়ার কবীর বলেছেন:
চিন্তার কারণ জানিতে পারি !! জলদি বলে ফেলুন !! কিছু সময় পরে কামলা দিতে যামু !! :P

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৫

নাগরিক কবি বলেছেন: চিন্তা করতাছি আফনেরে কাঁঠাল ডলা দিমু :)

৯| ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০০

বিজন রয় বলেছেন: এই কবিতায় কয়েকটি শব্দ আছে ওগুলো ভেঙেও লেখা যেত।

আপনার ভিতর পঞ্চাশদশক বাস করে কিনা ভাবছি।

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:২২

নাগরিক কবি বলেছেন: গতরাতে লেখার সময় আমার এভাবেই লিখতে ভাল লাগছিলো। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। পরবর্তীতে এপলাই করবো। :)


আর আমি সব দশকেই থাকি। সে সময় ছিলাম ওমর আলি, কখনো নাজিম হিকমাত, কখনো আরতুর রেবো, কখনোবা অক্ষর অনীক ;)

১০| ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:১৮

জেন রসি বলেছেন: দেহ দেহ করে যে মন
সে মন দেহের ভেতর
মাতম করে, কোন সে অভিশাপ?
নাকি শরীরে শরীর মিশে গেলে
বিষদাঁত বসায় পৌরাণিক কালসাপ। ;)














২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:২৩

নাগরিক কবি বলেছেন: খাঁচার ভীতর অচিন পাখি কেমনে আসে যায়....

একটা দেহ বিক্রি করবো নিবেন দাদা, প্রাণহীন দেহ

১১| ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:২৮

বিজন রয় বলেছেন: আজকে আপনার এখানে অনেক কথা বললাম।
বিরক্ত হয়ে থাকলে দুঃখিত।

অনেক শুভকামনা।
সাথে থাকুন।

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৯

নাগরিক কবি বলেছেন: আরে না কি বলেন, :) আমি ও বাচাল ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.