নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাপোষা মধ্যবিত্ত কার্ণিশ আগলে লুকিয়ে\nমুষড়ে পরা বিপ্লবী তাহাদের তাড়া খেয়ে।

নাগরিক কবি

আলো আঁধারের মাঝে ১ রাতের ব্যবধান,শত শত ভ্রূণ জেগে উঠে অন্ধকার গর্ভে।পরিচয় পরিচিতি সেখানে নগ্ন হয়ে যায়।

নাগরিক কবি › বিস্তারিত পোস্টঃ

দর্শক

২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭




আমি একটি হিন্দু মেয়েকে ভালবাসতাম।আর আমি ছিলাম মুসলিম পরিবারের একজন স্ব-ঘোষিত সংশয়বাদী। তাই আমাদের সম্পর্ক দুই পরিবারের কেউ মেনে নেয়নি।

তবে মেয়েটি তার কথা রেখেছিলো। আমরা বিয়ে করলাম এবং সমাজ থেকে অনেক দূরে চলে আসলাম। বিয়ের দ্বিতীয় বছরে আমি যমজ পুত্রের পিতা হই। আর তার পাঁচ বছর পর আরেকটি কন্যা সন্তান ।

এভাবেই আমাদের বিশটি বছর কেটে যায়। একদিন আমার এক পুত্র ঘোষণা করলো সে ঈশ্বরে বিশ্বাসী না। অর্থাৎ সে নাস্তিক। আমি ও আমার স্ত্রী কেউ এ নিয়ে মাথা ঘামাচ্ছিলাম না। তার কিছুদিন পর আমার কিশোরী কন্যা এসে আমায় বলে, " বাবা - আমার মনে হয় বুদ্ধার কথাই সঠিক।" প্রতিউত্তরে আমি, " তোমার কাছে যা সত্য বলে মনে হয় তাই তুমি গ্রহণ করো। "

সেদিন ছিলো শুক্রবার আমার মনে আছে। ফজরের আযানের সাথে আমার অন্য পুত্র ঘুম থেকে উঠে বললো, "বাবা আমি নামাজে যাই, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই।"

আমরা খুব গরীব ছিলাম, তাই আমরা পাঁচজন এক কামরার একটি ঘরে এবং আমাদের সাথে ঈশ্বর, ঈশ্বরহীন, আল্লাহ, বুদ্ধ, আমাদের দেবতা ও ঈশ্বরের খোঁজকারী বাস করতে লাগলো।

আমাদের অন্দরমহলের কথা দূরে সামাজিক মানুষ গুলোর কানে যায়। একদিন রাতের খাবার শেষ করে আমরা নিজেদের মধ্যে কথা বলছি, এমন সময় আমাদের দরোজায় কারা যেনো কড়া নাড়ে। দরোজা খুলতেই দেখি সভ্য সমাজের মানুষরা আমাদের বাড়িতে আসে। উপহার হিসেবে তারা নিয়ে আসে কিছু ধারালো ইস্পাত।

আমাদের সেই এক কামরার রুমে তখন পৃথিবীর সব শান্তি বিরাজ করছে। আমার শেষ নিঃশ্বাস পরার আগে আমি শুনেছি আমার কিশোরী মেয়ে টি আমাকে প্রশ্ন করে, " বাবা - যারা মেরে গেলো ওদের ধর্ম কী? "





দর্শক |`| অক্ষর অনীক

মন্তব্য ৪৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

উম্মে সায়মা বলেছেন: :|
ভালো হয়েছে লেখাটি.....

২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ আপু, ভাল থাকুন সতত।

২| ২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: এ গল্পের প্রেক্ষাপট যাইহোক না কেন; মহামতি গৌতম বুদ্ধ বলেছেন, হিংসার দ্ধারা কখনো হিংসা প্রশমিত হয় না ! এরকম অনেক নীতিকথা বলেছেন গৌতম বুদ্ধ। মানবতাবাদী হিসেবে জগৎসংসারে তিনি বেশ খ্যাতিও কুড়িয়েছেন....।বর্তমানে রোহিঙ্গা মুসলিম নিধন মানুষের উপর বর্বরতা ছাড়া আর কিছুই নয়।

২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১২

নাগরিক কবি বলেছেন: যারা নির্যাতিত তাদের কোম ধর্ম নেই, তাদের একটাই ধর্ম। তারা মানুষ, আর মানুষ মারা চলবে না। মানুষকে বাঁচতে দিন।

৩| ২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

শায়মা বলেছেন: :(


উত্তর- অধর্ম

২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২২

নাগরিক কবি বলেছেন: :( আমি যানি না

৪| ২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

ওমেরা বলেছেন: বিস্বাসী- অবিস্বাসী সব মানুষকে জীবন দিয়েছেন আল্লাহ , সেই জীবন নেওয়ার অধিকারও একমাত্র আল্লাহর। আল্লাহর অধিকারে হস্তক্ষেপকারীর যেয়ে জালিম আর কে আছে!

ধন্যবাদ ভাইয়া ।

২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ওমেরা,
কিন্তু যারা যালিম তাদের কি হবে?

৫| ২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হেই... করেছেন কি???

শেষ কথাটুকু যেন হৃদয়কে এফোড় ওফোড় করে দিল!

মুগ্ধতা।

++++++

২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভৃগু ভাই, এতেই আমি সার্থক

৬| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০৪

ওমেরা বলেছেন: ভাইয়া যেহেতু আমি নিজেকে বিশ্বাসী মনে করি তাই আমার বিস্বাস জালিমেরা এই দুনিয়ার জীবনে যদি শাস্তি নাও পাও আখিরাতের জীবনে অবশ্যই পাবে। আর দুনিয়ার জীবনে একজন জালিম একজন মানুষ হত্যা করলে বা ১০০ জন মানুষ হত্যা করলেও জালিমকে একবারই ফাঁসি দেয়া যায় । কিন্ত ১জন মানুষ হত্যার আর ১০০জন মানুষ হত্যার শাস্তি ও এক হতে পারে না ! এটা বেইনসাফ। আল্লাহ কারো প্রতি বেইনসাফ করবেন না যার যার প্রাপ্য পুরোপুরি দিয়ে দিবেন ।

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৪

নাগরিক কবি বলেছেন: তোমার বিশ্বাস টিকে থাকুক। অপরাধীরা শাস্তি পাক, আমারো প্রাণের দাবী।

৭| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মানবতার চেয়ে বড় কোন ধর্ম নেই।
জয় হোক মানবতার।

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৮

নাগরিক কবি বলেছেন: আমি মানবতা বলতে কিছু বুঝি না। আমি বুঝি মানুষ, মানুষকে বাঁচতে দিন

৮| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৮

আহমেদ জী এস বলেছেন: নাগরিক কবি ,




চমৎকার ....চমৎকার.... ।
তথাকথিত সমাজের মুখে একটা সবল চপেটাঘাত ।

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৯

নাগরিক কবি বলেছেন: পৃথিবীর যে প্রান্তেই যারা মানুষ মারে, আমি তাদের বিপক্ষে হোক তারা আস্তিক, নাস্তিক কিংবা যেই হোক। আমি মানুষের সাথে আছি ও থাকবো

৯| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২০

সেলিম আনোয়ার বলেছেন: খুনির আবার ধর্ম কি? যে খুন করলো সে কুফুরি করলো । সেই হিসেবে কাফের । #:-S

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩০

নাগরিক কবি বলেছেন: আমি কাফের চিনি না, আমি কুফরি বুঝি না। আমি বুঝি মানুষ। আর যারা মানুষ মারে আমি তাদের বিপক্ষে আছি ও থাকবো।

১০| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: জনাব আসিফ মহিউদ্দিন যখন মৃতপ্রায় (মৌলবাদীদের!) কিংবা তার শত্রুদের আঘাতে। তখন তার পাশে আমি দাড়িয়েছি । নিজের কি হবে ভাবিনি। তাই আমিও এই কথা বলতে পারি ।আমিও খুনের বিপক্ষে একটা বাস্তব উদাহারণ দিলাম আরকি ।

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৯

নাগরিক কবি বলেছেন: আমরা ভুলে যাই ভাই আমরা মানুষ। আর প্রতিটি মানুষের শরীরের রক্ত একই রঙের। আমরা ভুলে যাই মানুষই কাঁধে করে আমাদের নিয়ে যাই কবরে, না হয় শ্মশানে। আমরা সেই মানুষ মারি।

ধন্যবাদ সেলিম ভাই, আপনার এই সাহসী পদক্ষেপ এর জন্য।

১১| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রশংসা করার মতো ভাষা নেই। শেষের প্যারাটা খুব তাৎপর্যময়। লেখা সাবলীল ও গতিশীল। লেখাটা ছোট্ট, কিন্তু সুগভীর।

ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার জন্য কোরআনে নির্দেশ দেয়া হয়েছে। আমাদের (মুসলমানদের) দুর্ভাগ্য যে, আমরা কোরআন এবং রাসূলুল্লাহর জীবনী থেকে উদাহরণ টানতে ইতস্তত করি, কিন্তু অন্যান্য ধর্মাবতার, অন্যান্য ধর্মগ্রন্থের রেফারেন্স টানতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ কী? কারণ মনে হয় এটা- আমাকে রাজাকার, পাকিস্তানি, মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ইত্যাদি ট্যাগ দেয়া হতে পারে। আর কবি-সাহিত্যিকরা মনে করেন, সাহিত্যে ইসলামি ভাবধারা আনা মানে তিনি ঝানু সাহিত্যিক নন; তাকে বুদ্ধের জীবনী পাঠ করতে হবে, মহাভারত, গীতা মুখস্থ করতে হবে, কিন্তু কোরআন হাদিস জানার কোনো দরকার নেই। তা না হলে সাহিত্যে গভীরতা আসবে না, ইত্যাদি। আর এ কারণেই এরা জানেন না 'মানবতা' কাকে বলে।

সব ধর্মের মূলে রয়েছে মানবতা। ধর্ম কোনো সাধারণ ব্যক্তির আবিষ্কার নয়। আমি সাধারণ চোখে মানবতার যেসব বিধান চিহ্নিত করতে পারি, ধর্মাবতারগণ তার চেয়ে আরো অনেক গভীর থেকে সেগুলো নির্ণয় করেছেন। সুতরাং, আমি যখন বলি মানবতাই আমার ধর্ম, তখন আদতে আমি ধর্মকেই স্বীকার করছি, অথচ আমরা না বুঝে অবতীর্ণ ধর্মকে উপেক্ষা করে 'মানবধর্ম'কে বড়ো করে দেখার চেষ্টা করছি। এটা বিভ্রান্তিকর। ইসলাম ধর্মে মানবতা প্রতিষ্ঠার জন্য যেসব বিধান বেঁধে দেয়া আছে, সেগুলো মেনে চললে যাবতীয় সহিংসতা, অশান্তি, সন্ত্রাস পৃথিবী থেকে চিরতরে তিরোহিত হয়ে যেতো। কিন্তু মুখে আমরা মানবতা বলতে বলতে ফেনা তুলে ফেললেও মানবধর্মী কাজগুলো করি না, কারণ, ইসলামের বিধান আমরা অনুসরণ করি না। ইসলামের বিধানই মানবতার সর্বশ্রেষ্ঠ বিধান।

অপ্রাসঙ্গিকভাবে হয়ত কথাগুলো বলে ফেললাম। আল্লাহ আমাদের মানবতা বোঝার ক্ষমতা দিন, পথভ্রষ্টদের সুপথে ফিরিয়ে আনুন। আমিন।

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৪

নাগরিক কবি বলেছেন: আপনার বিশ্বাস ও আস্থাকে আমি সর্বোচ্চ সম্মান জানাই। আমি নিজে ধর্ম খুব একটা জানি না। আমার মনে হয় এটা যে যেভাবে নেয়। শুধু বলবো কেউ যেনো কারো ধর্মকে অসম্মান না করে। বিতর্ক হবে এবং অবশ্যই হবে, আমি মনে করি হওয়া উচিৎ। তবে তা অবশ্যই যুক্তিগত। তাই বলে ধর্মের দোহাই দিয়ে পৃথিবীতে যেনো মানুষ না মরে।


আমি চিৎকার করে শুধু একটা কথাই বলবো -

মানুষকে এভাবে মারা চলবে না, মানুষকে বাচঁতে দিন।

১২| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪১

বিজন রয় বলেছেন: ধর্মীয় পোস্ট। কিন্তু গভীর চিন্তার।

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১০

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ বিজন দা, ভাল থাকুন

১৩| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১:১৯

জাহিদ অনিক বলেছেন: ৩,৫ এবং ৮ নং মন্তব্যের সাথে একমত।

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ২:৩৩

নাগরিক কবি বলেছেন: ৩, ৫ ও ৮ নম্বর মন্তব্যের প্রতিউত্তর :)

১৪| ২৯ শে আগস্ট, ২০১৭ ভোর ৫:৪২

শুভবাদী রোদ বলেছেন: চমৎকার হয়েছে।

২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৬

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই

১৫| ২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: যারা মেরে গেল তারা না-মানুষ।
সুন্দর লেখাটির জন্য অনেক ধন্যবাদ।

২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৭

নাগরিক কবি বলেছেন: আমি জানিনা সোহেল ভাই :(

ধন্যবাদ

১৬| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৫

সামিউল ইসলাম বাবু বলেছেন:

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৩

নাগরিক কবি বলেছেন: ?

১৭| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ওরা জালিম সম্প্রদায়, ধর্মের ভণ্ড অনুসারী

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৪

নাগরিক কবি বলেছেন: হতে পারে। ধন্যবাদ

১৮| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল লিখেছেন, ভাল লাগলো।

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫১

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই, ভাল থাকুন

১৯| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২০

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ঈশ্বর, ঈশ্বরহীন, আল্লাহ, বুদ্ধ, আমাদের দেবতা ও ঈশ্বরের খোঁজকারী.....

যে বুঝে এবং যে অবুঝ, তারা কি সমগোত্রীয় হতে পারে, কবি?

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৫২

নাগরিক কবি বলেছেন: না, তারা বিপরীত মেরুর বাসিন্দা


ধন্যবাদ ভাই

২০| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লেখা

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৮

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ বুবু

২১| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪০

রাতু০১ বলেছেন: একজন ভাল মনের ধার্মিক মানুষ ভাল কাজ করলে সেখানে ধর্মের ক্রেডিট দেওয়া হয়। কিন্তু যখন একজন ধার্মিক খারাপ কাজ করে, ধর্মের নামে মানুষ হত্যা করে, তখন ধার্মিকরা চিৎকার করে ওঠে, এখানে ধর্মের কোন দোষ নেই, কেউ খারাপ কাজের জন্য ধর্মকে ব্যবহার করলে এখানে ধর্মের দোষ কোথায়।

ভাল লিখেছেন, ভাল লাগলো। শুভকামনা।

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৯

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই

২২| ২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

জেন রসি বলেছেন: খুব ছোট ক্যানভাসে অনেক কিছু বলে ফেলেছেন। খুব সহজ করে অনেক গভীর কথা বলেছেন। শতাব্দী প্রাচীন এক প্রশ্ন সভ্যতার মুখের উপর ছুড়ে মেরেছেন। অসাধারন।

++++++

২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ জেনি ভাই, আপনার গল্পটিও আজ অসাধারণ ছিলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.