নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাপোষা মধ্যবিত্ত কার্ণিশ আগলে লুকিয়ে\nমুষড়ে পরা বিপ্লবী তাহাদের তাড়া খেয়ে।

নাগরিক কবি

আলো আঁধারের মাঝে ১ রাতের ব্যবধান,শত শত ভ্রূণ জেগে উঠে অন্ধকার গর্ভে।পরিচয় পরিচিতি সেখানে নগ্ন হয়ে যায়।

নাগরিক কবি › বিস্তারিত পোস্টঃ

প্রত্যাখ্যান

৩১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৬






শুনলাম -
তোমাদের শহর ও নগর গুলোতে নাকি
মানবতার চর্চা করো,
ঝাপড়ির অন্ধকারে বসে
মহৎ দুর্গ গড়ো ,
প্রতিপক্ষ নাকি তোমাদের বর্ণবোধ দ্যাখে
নিষ্ফল ক্রোধ নিয়ে পালিয়ে যায় |

আমি বিব্রত ও বিপদজনক সরীসৃপ প্রানীর মত
ধূলোর নিঃসঙ্গ পথে
ফেলে দেয়া সেই মানবতা শব্দের খোলস খুঁজি |

মসজিদ মন্দির আর পাঠশালার উঠোনে
কুকুর কাঁদে -
বিবর্ণ পৃথিবীর কোলাহলে মিশে যাওয়া
কুকুরের ক্রন্দন
টলটলে নীল রোদে,
সেই মসজিদ মন্দির আর পাঠাশালার উঠোনে
কুমারীর কন্ঠে রোদন চিৎকার
কেনো ও কেনো -
তোমাদের মানবতা কি বুঝতে পারেনা ?

প্রত্যাখ্যান |`| অক্ষর অনীক


STOP RAPE

মন্তব্য ৩৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৯

মোস্তফা সোহেল বলেছেন: দেশে আইন ব্যবস্থা যতদিন কঠোর হবে না ততদিন রেপ বন্ধও হবে না।

৩১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৬

নাগরিক কবি বলেছেন: কঠোর আর হইছে!!!!

২| ৩১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৯

জেন রসি বলেছেন: আমাদের দেশ ভয়ংকর সব সাইকোপ্যাথ এবং স্যাডিস্টদের এক অভয়ারণ্য হয়ে উঠেছে। এরা ঘরে বাইরে, বাসে, মসজিদে, ক্যান্টনমেন্টে যেখানেই সুযোগ পাচ্ছে নারী এবং শিশুদের উপর চালাচ্ছে অকথ্য নির্যাতন। কোথাও কেউ নিরাপদ না। কিছু ঘটনা মিডিয়াতে আসে। মাঝেমাঝে অপরাধি ধরা পরে। তবে রাঘোব বোয়ালরা বেঁচে যায়। যেমন তনু হত্যার কোন বিচার হয়নি।

সবচেয়ে ভয়ংকর ব্যাপার হচ্ছে কে কার মনোজগতে কি কুৎসিত ভাবনা চিন্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে তা সহজে বুঝার কোন উপায় নেই। একটা ঘটনা ঘটার পর সেটা জানা যায়। তবে এ সমস্যার সমাধান দুভাবে করা যায়। যাদের অপরাধ প্রমানিত হচ্ছে তাদের প্রতি জিরো টলারেন্স দেখাতে হবে। এবং খুব দ্রুত বিচার করে এদের ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে। এতে কেউ কেউ ভয় পাবে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে কালচারালি মানুষষের ভেতর উন্নত বোধ বিনির্মাণের চেষ্টা করতে হবে। এই কাজটা খুবই কঠিন হবে। আমাদের দেশে আরো কঠিন। কারন এখানে আছে ভয়াবহ রকম অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্য। অন্ধবিশ্বাস এবং কুসংস্কার। যৌনতা সম্পর্কে ভ্রান্ত ধারনা। আরো অনেক অনেক সমস্যা। আসলে একটা সমস্যা থেকেই আরেকটা সমস্যার জন্ম হয়। একটাকে এভয়েড করে আরেকটা নির্মূল করা কঠিন হয়ে যায়। তবুও চেষ্টা করে যাওয়া ছাড়া কোন বিকল্প পথ নেই। আশা করি একদিন মানব জাতি এই ভয়ংকর ব্যাধি থেকে নিজেদের মুক্ত করতে পারবে।


৩১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৬

নাগরিক কবি বলেছেন: আমরা জাতি হিসেবে অধম। আমরা আমাদের মনুষ্যত্ব, বিবেক, সর্বপোরি সব কিছু হারিয়ে বসে আছি অনেক আগেই। যাদের শরণাপন্ন হবো আমরা তারাই আমাদের ক্ষতি করতে ব্যস্ত।


আমরা কোথায় যাবো ভাই? বলতে পারেন?

৩| ৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

শায়মা বলেছেন: :(

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫২

নাগরিক কবি বলেছেন: :(

৪| ৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০০

ভ্রমরের ডানা বলেছেন:

ধিক্কার জানাই!

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫২

নাগরিক কবি বলেছেন: জানানো উচিৎ

৫| ৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

খায়রুল আহসান বলেছেন: চমৎকার কবিতা।
আমি বিব্রত ও বিপদজনক সরীসৃপ প্রানীর মত
ধূলোর নিঃসঙ্গ পথে
ফেলে দেয়া সেই মানবতা শব্দের খোলস খুঁজি
- এ ভাবনাটা খুব সুন্দর।
জেন রসির মন্তব্যটা (২ নং) ভাল লেগেছে।
কবিতায় ভাল লাগা + +

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫২

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই

৬| ৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধর্ষকদের সরকারী চাকুরী দিলে,
অনিয়ন্ত্রিত অসীম ক্ষমতার দম্ভে
সকল আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখালে

পাপীষ্টরা বুক ফুলীয়ে বেড়াবেইতো!
ধর্মের ছিটে ফোটা যাও ছিল, ঝেটিয়ে বিদায় আকাশ সংষ্কৃতিতে
মানবতা, ভদ্রতার চর্চা কই?
পরকীয়া আর নগ্নতায় যখন ভরপুর সংষ্কৃতি

শুভ বোধের বিকাশবাতুল নয়?
সুবোধ যেথা পালীয়ে বেড়ায়- সরীসৃপরাইতো ক্ষমতাসীন!!!!

ষ্টপ রেইপ!!!

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৩

নাগরিক কবি বলেছেন: আমরা কি বাঁচতে পারবো এই সমাজে ভাই?

৭| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩১

জাহিদ অনিক বলেছেন:

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৪

নাগরিক কবি বলেছেন: stop means stop and give proper punishment those stupid dogs

৮| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪০

ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) বলেছেন: দারুণ! লিখেছেন।

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৫

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই

৯| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৩

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই

১০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১২

মনিরা সুলতানা বলেছেন: লেখায় ঘৃনা প্রতিবাদ উঠে এসছে ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৪

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ আপি

১১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:১২

শাহরিয়ার কবীর বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

মারহাবা!! মারহাবা!!! মারহাবা!!!

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৪

নাগরিক কবি বলেছেন: :(

১২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: রুপা বোন এখনও বেচে আছে প্রথম পাতায়, কিছুদিন পরে
বেঁচে থাকবে স্মৃতির পাতায় !!
এটাই কী ছিল রুপার স্বপ্ন.......
এর বহিরে কিছুই নেই রুপাদের!!!
এ রাষ্ট্র আমাদের পিতার মত,
এ পিতা কি পেরেছে শেষ রক্ষা করতে রুপাকে?
গতকাল হারিয়েছি তনুকে, আজ রুপাকে,
আাগামীকাল আবার কাকে?
এ লজ্জা আমার,এ লজ্জা সবার........

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৪

নাগরিক কবি বলেছেন: কিন্তু আমরাতো লজ্জা পাই না

১৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২২

নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৫

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ পরি আপু

১৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৩

ধ্রুবক আলো বলেছেন: চমৎকার, কবিতায় ভালো লাগা। +

জন রেসির মন্তব্যটা আমারও খুব ভালো লেগেছে।+

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৫

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ধ্রুবক ভাই

১৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪২

বিজন রয় বলেছেন: দারুন!

সেই কুকুরগুলো কি দুপেয়ে জন্তু!!

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

নাগরিক কবি বলেছেন: না চারপায়া, ওরা কিশোরীর বন্ধু। দু'পায়ার জন্তু গুলো ভীতরে লুকিয়ে

১৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৮

তারেক ফাহিম বলেছেন: কবিতার ভাষায় চমৎকারভাবে অসভ্য সভ্যতার অন্যতম বৈশিষ্ট তুলে ধরলেন।


০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২০

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ তারেক ভাই

১৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

কানিজ রিনা বলেছেন: শুনলাম তোমাদের শহর আর নগর গুলতে মানবতার চর্চা
কর , দারুন হয়েছে আমার প্রিয় সন্তান শুভ কামনা।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৯

নাগরিক কবি বলেছেন: মা 'কে তো ধন্যবাদ দেওয়া যায় না। বরং আশির্বাদ করুণ

১৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৮

সনেট কবি বলেছেন:





নাগরিক কবির প্রত্যাখ্যান কবিতায় মন্তব্য-

মানবতা চিরকাল মানবে বিরাজে
বিস্তার করে মানব মঙ্গলের চিন্তা
প্রতিটি বিবেক বোধে অথচ এখন
সে বিষয় সবচেয়ে বেশী উপেক্ষিত।
ইহকাল পারহয়ে পরকাল আসে
সেজন্য চাই সর্বাগ্রে মানব কল্যাণ
সেটি আজ ধর্মশালা হতে বিতাড়িত
হয়ে শুধু আরাধনা রূপে বিবর্তীত!

মানব কল্যান ছাড়া আরাধনা শুধু
গৃহিত হবার কথা কোথাও আছেকি?
মানব কল্যাণে তবু অনিহা থাকছে।
সবাই সমস্বরে কি চিৎকার দেব?
তবু যদি কানে পৌঁছে, তবু যদি থামে
হায়না ও জানোয়র, তবেতো মঙ্গল।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১০

নাগরিক কবি বলেছেন: আমার মাঝেমাঝে নিজেকে মানুষ ভাবতে বড্ড কষ্ট হয় কবি।

সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞ। মন্তব্যে ++

১৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:২৬

সামিউল ইসলাম বাবু বলেছেন:
ঈদের শুভেচ্ছা জানবেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৪

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.