নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাপোষা মধ্যবিত্ত কার্ণিশ আগলে লুকিয়ে\nমুষড়ে পরা বিপ্লবী তাহাদের তাড়া খেয়ে।

নাগরিক কবি

আলো আঁধারের মাঝে ১ রাতের ব্যবধান,শত শত ভ্রূণ জেগে উঠে অন্ধকার গর্ভে।পরিচয় পরিচিতি সেখানে নগ্ন হয়ে যায়।

নাগরিক কবি › বিস্তারিত পোস্টঃ

খোলা চিঠি

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩০





প্রিয় জোনাকি
প্রযত্নে: বর্ণকথা

তুমি কেমন আছো ; খুব জানতে ইচ্ছে করে। আজ অনেক দিন হলো তোমার চুলের সেই ঘ্রাণ খুঁজে পাই না। শেষ বিকেলে তোমার চিবুকে মাথা রেখে আকাশ দেখি না। আমি গভীর রাতে ঘুম থেকে উঠে বলি না জোনাকি ; চল আমারা দু'জনে জোছনায় স্নান করি। তোমায় নিয়ে হয়ত এখন অন্য কেউ জোছনা দেখে, হয়ত দেখে না। হয়ত সে জোছনা কী তাই জানে না। তোমায় নিয়ে এখন কি কেউ কাব্য লিখে? আমার খুব জানতে ইচ্ছে করে। আমি সেই কাব্য গুলো একবার পড়তে চাই। সেই বর্ণ গুলো কি তোমার আয়োময় বর্ননা দিতে পারে? হয়তবা তোমায় নিয়ে এখন কেউ কোন কাব্যই লিখে না। তুমি ও তোমরা হয়ত এখন মিশে গেছো নাগরিক সভ্যতায়। তোমরা জীবনকে গুছিয়ে নিয়েছো তোমাদের মত করে। যেখানে আছে তিন বেডের ছিমছাম ফ্লাট, গাড়ি আর দামি দামি আসবাবপত্র। সেখানে নেই কোন খোলা আকাশ, নেই ফুলের তাজা ঘ্রাণ, নেই কোন রক্তকরবী, নেই পাখিদের কিচিরমিচির, নেই কোন কবির তোমায় নিয়ে লিখা কাব্যমালা।

তুমি বলেছিলে আমায়; আমি কেন আকাশের দিকে তাকিয়ে থাকি। তুমি কি জানো; আমি এখনো আকাশের দিকেই তাকিয়ে থাকি। আকাশের বিশালতায় আমি আমার বেদনার নীল রঙ গুলো ছড়িয়ে দেই। তুমি বারান্দা দিয়ে তাকিয়ে দেখো ; আকাশটা কত নীল! আমার বেদনা গুলো এখনো তোমার বারান্দায় উঁকি দেয়, তোমার প্রতিটি চলার পথে আমার আকাশ চলে তোমার সাথে সাথে। তোমার মাথার উপরে দাঁড়িয়ে তোমাকে আজো আমার ভালবাসায় স্নিগ্ধ করে। যা তোমার অগোচর।

ভাল থেকো তুমি। আমি আকাশ নিয়ে ভাল আছি। সেখানে তুমি নেই। তবে আমার বেদনার রঙ গুলো আমায় ভাল রেখেছে। ওরা আকাশের সাথে আমায় নিয়ে সুখে আছে।

ইতি
বর্ণের ফেরিওয়ালা ।

মন্তব্য ৪২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৪

ওমেরা বলেছেন: কত দিনপর এলেন ভাইয়া ,কেমন আছেন ভাইয়া ?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৬

নাগরিক কবি বলেছেন: বেঁচে আছি ওমেরা। তুমি কেমন আছো?

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৬

ব্লগ সার্চম্যান বলেছেন: ভাল থেকো তুমি। আমি আকাশ নিয়ে ভাল আছি। সেখানে তুমি নেই। তবে আমার বেদনার রঙ গুলো আমায় ভাল রেখেছে। ওরা আকাশের সাথে আমায় নিয়ে সুখে আছে। ভালো লাগল কথাগুলো ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৭

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল চিঠিটি।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৭

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ সুজন ভাই

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: চিঠি পড়তে আমার খুব ভাল লাগে। আপনার লেখা চিঠিটি পড়ে অনেক ভাল লাগল।
অনেক দিন পরে এলেন তবে আবার!
ভাল থাকুন।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০০

নাগরিক কবি বলেছেন: হ্যাঁ অনেক দিন পর। আপনাদের মিস করেছি খুব

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৫

খায়রুল আহসান বলেছেন: কাব্যময় ভাবনা, ভাবুক হৃদয়ের কাব্য।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৮

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই, ভাল থাকুন

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২০

মনিরা সুলতানা বলেছেন: বাহ!!
বেদনার নীল এ সাজানো চিঠি __

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৮

নাগরিক কবি বলেছেন: হ্যাঁ আপুমনি পুরোই বেদনাময় নীল চিঠি

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৬

কানিজ রিনা বলেছেন: নাগরিক তারপর বন্যাদূর্গতদের নিয়ে তুমি
ব্যস্ত তাইত এতদিন পড়ে এলে?
আর যোগাযোগ করিনাই তাই দুঃখিত।
এদিকে রহিঙ্গাদের ত্রান নিতে আসা সেচ্ছা
সেবিদের হতাস করতে পারি নাই। আমার
পরিচিত মেডিকেল ছাত্ররা ওখানে কাজ
করছে। আমাদের এখান থেকে বড় বড়
লোক বাড়িওয়ালারা দোকান থেকে চালের
বস্তা পাঠিয়েছে আমিও শরিক হয়েছি।

তোমার কবিতা ভাল লাগল। তবে কি জানো?
অন্ধকারে সাদে বসে আকাশ দেখার মজাই
আলাদা সেখানে অন্যকারো ডিস্ট্রাব ভাললাগে
না। আমি ছোটকাল থেকেই একা একা আকাশ
দেখা পছন্দ করতাম। বিয়ে হওয়ার পর কাছের
লোকটা যখন ঘুমাত চুপতি করে বেলকনিতে
বসে আকাশ দেখতাম। এটা আমার আল্লাহর
সাথে ধ্যানের অংশ।
এইদেখ কত কিছু বলে ফেললাম।
যোগাযোগ রাখব কেমন? ধন্যবাদ শুভকামনা।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩২

নাগরিক কবি বলেছেন: জ্বি তাতো অবশ্যই। আমি ব্যস্ত ছিলাম তাতো জানেন। তাই এতদিন আসিনি ব্লগে। যাই হোক আবার চলে এসেছি। আবার কবিতা লিখবো। পৃথিবীর সব নিপীড়িত মানুষ গুলো ভাল থাকুক।

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: স্কুল জীবন মনে করিয়ে দিলেন প্রিয় কবি। আমি সেই নীরব রাতের প্রিয়ার জন্য লিখতে বসা টেবিল দেখে আসলাম ঘুরে।


দারুণ লিখেছেন, প্রিয়ার মন গলবেই

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫২

নাগরিক কবি বলেছেন: মন না বা গলুক। ধন্যবাদ নয়ন ভাই

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: বেশ -বেশ !!! :P

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫২

নাগরিক কবি বলেছেন: আছেন কেমন?

১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৭

রকিবুজ্জামান রিপন বলেছেন: সুন্দর লিখেছেন

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১১

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই

১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৩৪

উদাস মাঝি বলেছেন: কিছু বলার মত ভাষা হারিয়ে ফেলেছি । :(

আচ্ছা জোনাকি এখন কেমন আছে ? জোনাকির উদ্দেশ্যে এখনও কি কবিতা লিখেন ?

ভাল থাকবেন কবি সাহেব :)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১২

নাগরিক কবি বলেছেন: জোনাকি হয়তো ভাল আছে। হ্যাঁ - এখনো আমি জোছনা রাতে জোনাকিকে নিয়ে কবিতা লিখি

১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। +

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১২

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই

১৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভালো লেগেছে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১২

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই

১৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৮

শাহানাজ সুলতানা বলেছেন: ভালো লাগলো খোলা চিঠি। আমার পাতায় আমন্ত্রণ রইল।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৩

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ আপু, যাবো

১৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৫

রানার ব্লগ বলেছেন: মনের কথা গুলি এক রাশ মেঘ হয়ে ঝরে পড়লো আপনার চিঠিতে। ধন্যবাদ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৩

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই, ভাল থাকুন সতত

১৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৩

শাহরিয়ার কবীর বলেছেন: আমি ভালো আছি !!! আপনি কেমন আছেন ?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৩

নাগরিক কবি বলেছেন: আমি - ওই যে, বেঁচে আছি

১৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: ঠিক আছে !! বেঁচে থাকলেই হবে ।। :P

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৬

নাগরিক কবি বলেছেন: হাহাহা, আমিতো প্রতিদিন মরে যাই

১৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৪

জাহিদ অনিক বলেছেন: ছোটখাট ছিমছাম খোলা চিঠি ভাল লাগলো । B-)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৬

নাগরিক কবি বলেছেন: :( :)

১৯| ১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনি ব্লগে হঠাৎ অনুপস্থিত। আপনার লেখা বেশ কিছুদিন চোখে পড়ছেনা।
ভাল আছেন তো ? না কি অসুস্থ ?
একটা সময় অনেক চিঠি পড়েছি, লিখেছি । কোথায় হারিয়ে গেল সেই দিন!

ভাল থাকুন।

১৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৪

নাগরিক কবি বলেছেন: মাইদুল ভাই, আপনাদের অনেক মিস করি। কিন্তু ব্যক্তিগত সমস্যার কারনে আসতে পারছি না খুব একটা

২০| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫৯

জেন রসি বলেছেন: মধ্যবিত্ত আবেগ।

নতুন পোস্ট কই? বিজি নাকি?






২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

নাগরিক কবি বলেছেন: নাগরিক ব্যস্ততা পড়ে গেছি জেনি ভাই। ফিরে আসবো অতিসত্বর। ভালোবাসা নিবেন

২১| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০০

শাহরিয়ার কবীর বলেছেন:

নতুন পোষ্ট দেন মিয়া!!! :)

০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৮

নাগরিক কবি বলেছেন: আমি ফিরে আসবো, কিছুদিনের মধ্যে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.