নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাপোষা মধ্যবিত্ত কার্ণিশ আগলে লুকিয়ে\nমুষড়ে পরা বিপ্লবী তাহাদের তাড়া খেয়ে।

নাগরিক কবি

আলো আঁধারের মাঝে ১ রাতের ব্যবধান,শত শত ভ্রূণ জেগে উঠে অন্ধকার গর্ভে।পরিচয় পরিচিতি সেখানে নগ্ন হয়ে যায়।

নাগরিক কবি › বিস্তারিত পোস্টঃ

পঞ্চাশ প্রণয়ী

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৩


নরকের পথে পথে যখন দীর্ঘাকার বৃষ্টিরা হেঁটে যায়, আমি নির্লিপ্ত চোখে তাকিয়ে থাকি কোন এক বৃষ্টির ফোঁটা এসে আমায় স্নিগ্ধ করে বলবে, পৃথিবীতে এই মাত্র তুমি জন্ম নিলে একটি পবিত্র শিশু রূপে। আজ অব্ধি যে এতো পাপের জন্মদাতা, সে কি কখনো পবিত্র ছিলো? জননী যখন নাড়ী কেটে তাকে জন্ম দেয় সে কি জানতো তাকে পাপ করতে করতে একদিন মহাশূন্যের মহাপাপী হয়ে উঠতে হবে।

আমি সেই পাপিষ্ঠ অক্ষর অনীকের কথাই বলছি।

২০১৮ বইমেলাতে খুব নিবিড় কিছু পাপের সমষ্টি নিয়ে বের হচ্ছে তার প্রথম পাপগ্রন্থ।

গ্রন্থ : পঞ্চাশ প্রণয়ী
ধরণ : পাপগ্রন্থ
প্রচ্ছদ : আরিয়ান রিয়াদ। ( হাতুড়ে লেখক - সামহোয়্যারইনব্লগ)
প্রকাশনা : দাঁড়িকমা
প্রকাশক : Abdul Hakim



( ইতিমধ্যে হয়তো আপনারা বুঝে গিয়েছেন, নাগরিক কবি ও অক্ষর অনীকের মাঝে একটি নিবিড় সম্পর্ক রয়েছে। )

মন্তব্য ৬২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: পঞ্চাশ প্রণয়ীর জন্য শুভকামনা অক্ষর অনিক!!!:)


এগিয়ে যান!!!:)

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০০

নাগরিক কবি বলেছেন: আহা কে না কে এসে বলে বইয়ের ওই কবিতাটি তার ;)

২| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: এগিয়ে যান আমরা আছি আপনার সাথে।

ভাল থাকুন।

ধন্যবাদ।

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০০

নাগরিক কবি বলেছেন: মাইদুল ভাই, ভালোবাসা

৩| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৭

ধ্রুবক আলো বলেছেন: অনেক শুভ কামনা রইলো।

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৫

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ধ্রুব ভাই। লঞ্চে দাওয়াত রইলো :)

৪| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৪

বিলিয়ার রহমান বলেছেন: নাহ!!

কেউ বলবেন নাহ!!!:)

দেশটা এখনো তো টেরাম্পের মুল্লুক হয়ে যায়নিতো ভাই!!!;)

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৫

নাগরিক কবি বলেছেন: হাহাহাহাহা, আমি সংশয়বাদী ;)

৫| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৮

বিলিয়ার রহমান বলেছেন: O Wind,
If Winter comes, can Spring be far behind?
;)

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৩

নাগরিক কবি বলেছেন: in the depth of winter, I finally learned that there was in me & invisible summer ;)

৬| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫২

বিলিয়ার রহমান বলেছেন: হু সহমত!!:)

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০১

নাগরিক কবি বলেছেন: :) আমার সাথে আলবেয়ার কামুর সাথে ;)

৭| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০০

হাতুড়ে লেখক বলেছেন: কামনাশুভ B-)

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০১

নাগরিক কবি বলেছেন: রিয়াদ প্রচ্ছদের জন্য ভালোবাসার ইমো হবে :)

৮| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৩

হাতুড়ে লেখক বলেছেন: ভালবাসায় পেট ভরে না কবি। ভাত চাই। ;)

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৩

নাগরিক কবি বলেছেন: ভাবছিলাম সিগারেট খাওয়াবো। সিগারেটে অবশ্য খুধা মিটে যায়

৯| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৭

নূর-ই-হাফসা বলেছেন: বই মেলায় গেলে অবশ্যই দেখে আসব । অনেক অনেক শুভকামনা রইলো

১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০০

নাগরিক কবি বলেছেন: শুধুই দেখে আসবেন :)

১০| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৩

ওমেরা বলেছেন: কেমন আছেন ভাইয়া ? আপনার বই এর জন্য শুভ কামনা রইল । যদি একটা সৌজন্য কবি আমাকে পাঠান খুশী হব ভাইয়া।
না থাক লাগবে না ভাইয়া আমি কিনে নেওয়ার চেষ্টা করব।

১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০২

নাগরিক কবি বলেছেন: আমি ভাল আছি ওমেরা। তুমি কেমন আছো? আচ্ছা বই কিনতে না পারলেও আমি একটা সৌজন্য কপি দিবো। যদিও আমি সৌজন্য কপি দেয়ার বিপক্ষে ;) তুমি দেশে হলে অন্তত কখনোই দিতাম না। :)

১১| ১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১

আহমেদ জী এস বলেছেন: নাগরিক কবি ,





পঞ্চাশ প্রণয়ী ? নরক গুলজার তো হবেই !
এমন পাপিষ্ঠ লেখকের অমন বইখানা যেন বইমেলার সকল পাপি-তাপী পাঠকের হাতে হাতে শোভা পায় ..................

১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

নাগরিক কবি বলেছেন: আহমেদ জী ভাই, ভালোবাসা নিবেন। অনেকদিন আসতে পারিনি ব্লগে। আপনি কেমন আছেন?

১২| ১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২২

আহমেদ জী এস বলেছেন: নাগরিক কবি ,




আছি .... চলে যাচ্ছে দিন !
নিয়মিত আপনার দেখা পাবো এখানে , সে আশায় রইলুম ।

ভালো কথা, বইয়ের প্রচ্ছদ অদ্ভুত সুন্দর হয়েছে । প্রচ্ছদ শিল্পী হাতুড়ে লেখক এর জন্যে একরাশ শুভেচ্ছা রইলো ।

১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

নাগরিক কবি বলেছেন: হাতুড়ে লেখককে মুগুর দিয়ে মেরে এই প্রচ্ছদ করেছি। আর এখন থেকে প্রতিদিন কিছুটা সময় দেবার চেষ্টা করবো আগের মতো ব্লগে। লিখতে না পারি, আপনাদের পড়তে তো পাড়বো।

১৩| ১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: মহাপাপী আর হলেন কই???

পঞ্চাসের সীমার বাঁধনেইতো বাঁধা! সেঞ্চুরিয়ানের কথা বাদই থাক...
মহাপতাকের তো অসীম সংখ্যক প্রণয়ী ইজ মাষ্ট ;) নইলে আবার কিরাম মহাপাতক :P

শুভকামনা রইল। অক্ষর অনিক আর নিবিড় সম্পর্ক যুক্ত নাগরিক কবির জন্যেও :)

+++

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১০

নাগরিক কবি বলেছেন: হাহাহাহা, পরিসংখ্যান বাকি রয়েছে ;)

১৪| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৩

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: শুভকামনা।

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৭

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ রাজকন্যা আপনাকে

১৫| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পঞ্চাশ প্রণয়ীর সাফল্য কামনা করছি।
পঞ্চাশ প্রণয়ী নিয়ে বইমেলার সময় আবার পোস্ট দিবেন ,---

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৮

নাগরিক কবি বলেছেন: বইমেলার সময় যদি বেঁচে থাকি আরকি :)

১৬| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৬

জাহিদ অনিক বলেছেন:

এত প্রণয়ী দিয়ে কি করবেন কবি !

অক্ষর অনীক কে? উনাকে তো চিনলাম না !

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৬

নাগরিক কবি বলেছেন: অক্ষর অনীক হচ্ছে একটা ;)

১৭| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৮

জাহিদ অনিক বলেছেন:

হু ! হ্যাতের বহুত প্রেমিকা ! উপচে উপচে পড়ে !

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৯

নাগরিক কবি বলেছেন: হ, হেতে ভাইস্যা যাইয়্যা বুড়িগঙ্গায় পইড়া মরে :)

১৮| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৪

নূর-ই-হাফসা বলেছেন: না ভাই বই নিয়েও যাবো । :)

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০২

নাগরিক কবি বলেছেন: আহ হা, আহ হা। ভালোবাসার ইমো হবে :)

১৯| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন:
আমার কিন্তু কবির একটা অটোগ্রাফ দরকার ।। :)





শুভ কামনা ।।

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০৩

নাগরিক কবি বলেছেন: অতিসত্বর যোগাযোগ করুণ ;)

২০| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৫

মনিরা সুলতানা বলেছেন: শুভ কামনা কবি !!
হাতুড়ে লেখকের প্রচ্ছদ ও অনেক সুন্দর হয়েছে ।

১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৩

নাগরিক কবি বলেছেন: আহ হা, মুনিরা আপু। ভালোবাসা নিও

২১| ১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত হলাম অনিক ভাইয়ের বই বের হচ্ছে।
শুভকামনা রইল নাগরিক ভাই

১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৪

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই

২২| ১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৮

মোস্তফা সোহেল বলেছেন: অনেক শুভ কামন রইল।

১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৪

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ সোহেল ভাই

২৩| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভকামনা অক্ষর।

১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৮

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ শুভ্রদা। ভালোবাসার ইমো হবে :)

২৪| ১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

উম্মে সায়মা বলেছেন: হাতুড়ে লেখকের করা প্রচ্ছদটি খুব সুন্দর হয়েছে :)
তোমার পাপগ্রন্থের জন্য অনেক অনেক শুভকামনা কবি সাহেব। B-)

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৭

নাগরিক কবি বলেছেন: ইয়েএ সায়মা আফা :) ভ্লোবাসার ইমো হব্বে

২৫| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৩

চাঁদগাজী বলেছেন:


সুসংবাদ, অভিনন্দন।
আমরা ব্লগারেরা উৎসাহিত; সংগ্রহ করবো।

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৪

নাগরিক কবি বলেছেন: আহ হা, সব ব্লগার একটা করে কিনলেতো বেস্ট সেলারের তালিকায় উঠে যেতো ;)

২৬| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২১

প্রামানিক বলেছেন: আগামী বই মেলায় পঞ্চাশ প্রণয়ীর সাফল্য কামনা করছি।

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৬

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ প্রমানিক দা

২৭| ১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: অক্ষর অনীক(নাগরিক কবি) ভাই,

সালাম ও শুভেচ্ছা রইল। আমি বই মেলাতে বই প্রকাশের (কাব্য গ্রন্থ) জন্য পান্ডুলিপি প্রকাশকের কাছে দিয়েছি।ইতিবাচক সাড়া পেলে আমার করণীয় কি ? তা জনার জন্য আপনার সাহায্য প্রয়োজন।

যেহেতু ইতোমধ্যেই আপনি একটি বই প্রকাশ করছেন তাই আপনার অভিজ্ঞতা হয়েছে।

প্রকাশকরা কি ধরনের শর্ত দিয়ে থাকেন, কত টাকা লাগতে পারে, কোন শর্তগুলো মানা যাবেনা এবং আরো অন্যান্য অজানা তথ্যগুলো আমাকে মেইল করে জানাবেন।

[email protected]

ভাল থাকবেন ।

ধন্যবাদ।

১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:০৩

নাগরিক কবি বলেছেন: আমি যোগাযোগ করবো সরকার ভাই

২৮| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৯

আখেনাটেন বলেছেন: প্রথম বইয়ের জন্য শুভকামনা রইল। অাশা করি দেখা হবে বইমেলায়।

১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩০

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই, আশাকরি :)

২৯| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৪

নিশাত১২৩ বলেছেন: কবির জন্য শুভকামনা

১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩১

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই

৩০| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: কবি কই হারিয়ে গেলেন! :(

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:০৮

নাগরিক কবি বলেছেন: কবি, ভালোবাসা

৩১| ২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৮

অপ্‌সরা বলেছেন: নেওয়া হলো ! :)

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:৩০

নাগরিক কবি বলেছেন: তোমাকেতো নিতেই হবে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.