নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাপোষা মধ্যবিত্ত কার্ণিশ আগলে লুকিয়ে\nমুষড়ে পরা বিপ্লবী তাহাদের তাড়া খেয়ে।

নাগরিক কবি

আলো আঁধারের মাঝে ১ রাতের ব্যবধান,শত শত ভ্রূণ জেগে উঠে অন্ধকার গর্ভে।পরিচয় পরিচিতি সেখানে নগ্ন হয়ে যায়।

নাগরিক কবি › বিস্তারিত পোস্টঃ

তুমি ||

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৮

আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি
ঈশ্বর আপনি দেখুন আমি প্রতিজ্ঞা করছি
আপনার প্রতিটি ভয় ও দুঃখ চুরির প্রতিজ্ঞা
প্রতিটি কান্না মুছে ফেলার প্রতিশ্রুতি
বিনিময় আপনি আমাকে একটি দেয়াল দিন
দেখুন আমি একটি গল্প লিখবো সেখানে
কয়েক হাজার মাইল হেঁটে এসেছি আপনার কাছে
আপনি কি কখনো এতো খুশি হয়েছেন
আপনি কি দেখেছেন আকাশে নীল ছাড়া আর কোন রঙ নেই


আমি কি করবো জানিনা
আমি আমাকে ছাড়া আর কোন পৃথিবী চিন্তা করিনি
ঈশ্বর আপনি দেখুন আমার চোখে আরেকটি পৃথিবী
আপনি কি দেখতে পান না এই পৃথিবীতে শুধু একটি ঘর
একটি মন্দির
একটি মসজিদ
একটি গির্জা
ঈশ্বর আপনি দেখুন আমি সৃষ্টি করেছি
এই ঘর, এই মসজিদ, এই মন্দির আর এই গির্জা
আপনি শীঘ্রই আসুন
দেখুন আপনার জন্য একটি দেয়াল এনেছি
আপনি লিখে দিন দেয়ালে একটি নাম
আপনি এঁকে দিন একটি নক্ষত্র
আপনি মুছে ফেলুন আপনার চাঁদ
আমার সমগ্র জীবনে শুধু একটি পৃথিবীর বসবাস
এখানে চাঁদেরহাট বসেছে এখন
আপনার চাঁদ নিয়ে বাণিজ্য নেই
আমার পৃথিবীতে বসবাস করে একটি অন্য চাঁদ
আমি তাকে এঁকে দিবো আমার আকাশে
আপনি বরং আমার গল্প লিখুন


তুমি ঠিক কবে জন্ম নিয়েছো আমি জানিনা
কোন এক সন্ধ্যে বেলায় আমার পোশাকে আমি চুল খুঁজে পাই
যথেষ্ট যত্ন নিয়ে দেখি এটি আমার নয়
আমার ঘ্রাণ নেই এই চুলে
তবে আমার নিঃশ্বাস আছে
আমার প্রাণ নেই চুলে
তবে আমার ঘুম আছে
চোখ বন্ধ করতে করতে আমার ঠোঁট চেপে ধরি চুলে
তারপর কোন এক দুপুরবেলায়
স্মৃতির শত্রুরা যখন আক্রমণ করে
পুরো দেশ জুড়ে তখন বৃষ্টির ঘন্টা বাজে
আমার সমস্ত প্রিয় বই গুলো শত্রু হয়ে উঠে
জল ছুরির মতো বিদ্ধ করে আমাকে অবজ্ঞা আর প্রশ্ন ছুড়ে দেয়
গোপনে আমার হৃদয় পুড়িয়ে ফেলা সেই বিরোধিতা
আমি ফিরে এলাম উদাসীন ঘুমন্ত সাগরতীরে
ঈশ্বর আপনার কি মনে আছে
আমি কেঁদেছিলাম
আমি কেঁদেছিলাম ঈশ্বর
সমুদ্রের নোনাজলে আমি ঝরিয়ে ছিলাম দু'ফোঁটা চোখের জল
আর যন্ত্রণা সইতে হবে না বলে ভারী এক চোখে মুক্ত করি
আমি সেই চুলের কথাই বলছি ঈশ্বর
আমি উড়িয়ে দিয়েছিলাম আমার ভালোবাসা
আমি খুন করেছিলাম নীরব ঘাতকের মতো
আমি পলাতক আসামী হয়ে শালিকের ডানায় লুকিয়ে ছিলাম
ঈশ্বর আপনি কি দেখেছেন
কত নির্ঘুম রাত কাটিয়েছি তারপর।

বিদায় বিষাদ, বিদায় বিষাদ করে আমি আর্তনাদ করতে করতে
দূর জাহাজের মাস্তুল ভেঙে পড়েছিলো সেদিন
সঙ্গে সঙ্গে মৃত্যুর বোকা হাঁস এসে আমায় জাপটে ধরে
আমি মরে যাবো
আমি মরে যাবো
আমি বাঁচতে চাই - বলে চিৎকার করেছিলাম
আমি দু হাতে নরম ঘাস চেপে ধরেছিলাম
আমাকে ফিরিয়ে দাও সেই কুমারীর ঘুমন্ত চুল
আপনি কি শুনেছিলেন ঈশ্বর
আমি মসজিদে যাইনি সেদিন
সেটা মন্দির ছিলো না
আমি গির্জা ও চিনি না

বিষাদকে মুক্তি দিবো বলে আমি একটি রাত গ্রহণ করি
সমুদ্র থেকে এক মুঠো জল এনেছিলাম সাথে
রোদ্দুর ঘুমিয়ে পড়া সেই গভীর রাতে
আমার তামাটে নগ্ন পায়ে আমি হেঁটেছি পিচ ঢালা রাস্তায় একা
এক ব্যর্থ অনুসন্ধানে হারিয়ে যাবার প্রতিজ্ঞা
একখণ্ড মেঘ হঠাৎ কেঁদে উঠে
সারি সারি ছোট টিবির উপর ব্যস্ত পিঁপড়ের ঘরগুলো
পিঁপড়েরা ছুটে আসে আমার পথ আগলে
ওদের মাড়িয়ে যেতেই ভাঙা কাচে আমার পথ আটকে যায়
আমি স্পর্শ করে দু'ফোঁটা রক্ত দিয়েছিলাম সূর্যের তরে
আর আমার পৃথিবীর সূর্য হারিয়েছে বহুকাল আগে
অবোধ শিশুর মতোই চোখে জল এসেছিলো সেদিন
ঈশ্বর আপনি দেখুন -
দু' ফোঁটা রক্তের দামে আমি খুঁজে পাই
অপর কোন লোকের গোপন কোন সিন্দুক নয়
আমার হেঁটে আসা সেই পথের চিহ্ন ধরেই ফিরে আসা

আপনি বরং আমাকে একটি দেয়াল দিন
অনেক দিনের না বলা গল্প গুলো লিখতে হবে
আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাকে
আর কখনো কাঁদবেন না আপনি

আপনি হেরে গিয়েছেন
আপনি সত্যি হেরে গিয়েছেন ঈশ্বর
আপনি হেরে গেলেও
মনের মন্দিরে সে দেবী হয়ে রয়।


তুমি || অক্ষর অনীক ||
কাব্যগ্রন্থ : পঞ্চাশ প্রণয়ী

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: পঞ্চাশ প্রণয়ীর জন্য শুভকামনা অনীক।

কবিতা ভাল লেগেছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২১

নাগরিক কবি বলেছেন: শুভ্রদা, অনেকদিন পর ব্লগে। আপনিও..

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২১

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভাল লেগেছে+

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২২

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ড্রাগন ভাই :)

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২১

নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর কবিতা ভালো লাগলো

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২৫

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ হাফসা আপু

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্লগে কিছুদিন আছি... তবে অনলাইন থেকে সম্পূর্ণরূপে বাইরে থাকার পরিকল্পনা আছে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২৬

নাগরিক কবি বলেছেন: আমার কাছে দিন দিন পৃথিবীটাই অসহ্য হয়ে উঠছে...

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৩৩

সৈয়দ ইসলাম বলেছেন: গতকাল পড়েছিলাম। মন্তব্য করতে ভুলে গিয়েছিলাম।

ভাল লেখছেন। প্লাস++++

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২২

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৭

রাজীব নুর বলেছেন: “ও কারিগর দয়ার সাগর, ওগো দয়াময়, চাঁদনী পশর রাইতে যেনো আমার মরণ হয়”।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২২

নাগরিক কবি বলেছেন: আইচ্ছা ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.