নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাপোষা মধ্যবিত্ত কার্ণিশ আগলে লুকিয়ে\nমুষড়ে পরা বিপ্লবী তাহাদের তাড়া খেয়ে।

নাগরিক কবি

আলো আঁধারের মাঝে ১ রাতের ব্যবধান,শত শত ভ্রূণ জেগে উঠে অন্ধকার গর্ভে।পরিচয় পরিচিতি সেখানে নগ্ন হয়ে যায়।

নাগরিক কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার আরইউ এর পোস্টে কলাবাগান ১ বলেছেন...

২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৪

কবিতা নিয়ে ব্যাখ্যায় আমি কখনো যাবো না। কবিতার ব্যাখা দেবার মতো পণ্ডিত আমি নই। সামুর ব্লগে আজ প্রায় ১ বছরের অধিক সময় ধরে আমি আছি। অনেক অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি। আজ যেহেতু রাজনৈতিক প্রোপাগান্ডা বলে উপাধি পেলাম তাই এই পোস্ট। যেই কবিতাটি কলা বাগান ১ এর চক্ষুশূল আমি তা নিচে আবারো দিচ্ছি। বিচার করবে অন্য ব্লগাররা। আমি মন্তব্যের ঘরে অবশ্যই আমার কথা বলবো...
আশাকরি যুক্তিক আলোচনা হবে....


২৭. ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৪৫ ১

কলাবাগান১ বলেছেন: স্বাধীনতার এত বছর পরে এসেও ডিফাইনিং মোমেন্ট খুজে এর অছিলায় স্বাধীনতার ইতিহাস কে প্রশ্নবিদ্ধ....
নাগরিক কবি যে কবিতা লিখলেন স্বাধীনতাকে 'কটাক্ষ' করে...সেটা কি কেবলই কবিতা না রাজনৈতিক প্রপাগান্ডা???


২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০০ ০

লেখক বলেছেন: এবং দুঃখজনক হচ্ছে এদের পাল্লাটা ভারী, ঐ কবিতার কেউ সমালোচনা করলোনা। যারা বাহাবা দিলে তারা কেউ কি ওটা বুঝে পড়েছে!

নাগরিক কবির-র কবিতা আমি পড়িনি।



আমার সেই রাজনৈতিক প্রোপাগান্ডা কবিতা :

স্বাধীনতার একুশটি তোপধ্বনি কানে এলে
আমার গায়েতে শূলানি ধরে
দমবন্ধ হয়ে মরে যেতে ইচ্ছে করে
কোন এক অন্ধকার প্রকোষ্ঠের মাঝে

নিজের গলা নিজেই চেপে ধরে ককিয়ে দ্যাখি
বাল্যবন্ধুর তৃতীয় স্ত্রী
আমার উষ্কখুষ্ক চুলের দিকে তাকিয়ে
ছুড়ে দেয় তার নির্মল হাসি
আর আমি সেই হাসি লুফে নিয়ে
স্বাধীনতা কে নিয়ে যাই বহুগামিতার ঘরে
সেখানে বন্ধুর ঘ্রাণ খুঁজে ফিরি
তারই স্ত্রীর উপত্যকার মাঝে
এখানেই নাকি স্বাধীনতা !


স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে
লাল নীল শাড়িপরিহিতার বুক ও নিতম্বের মাপ নিয়ে
ইস্কুল বালিকাকে ধর্ষণ কোরে ফিরে এসেই লিখতে বসি
নতুন একটা প্রেমের কবিতা
আজকাল প্রেম আমার বেড়ে গেছে বড় বেশি
সেই সব প্রেমেতে থাকেনা কোনো গণিকার কথা
বরং আমি চিন্তা করি
এক দুই তিন চার কোরে
ঠিক কতোজন মায়ের কন্যাকে ধর্ষণ করলে
পেয়ে যেতে পারি স্বর্গীয় পাসপোর্ট !

আমার ছেলেকেও দ্যাখেছি
শাহাবাগের মুক্তমঞ্চে দাঁড়িয়ে
আমারই মতো দাড়িগোঁফ রেখে
রুদ্র কন্ঠে কবিতা শোনায় তার প্রেমিকাকে
নজরুল ও রবীন্দ্র জয়ন্তীতে সে কবিতা শোনায়
আজকাল তার নাকি খুব কবিতায় বাঁচতে ইচ্ছে করে
আর আমার ইচ্ছে করে
এইসব কবিতাকেও ধর্ষণ করে নতুন কোন কবিতার জন্ম দিতে
ঠিক যেমনটা ধর্ষন করতে ইচ্ছে করে
প্রাণহীন কোন মেয়েলোকের স্ট্যাচু দেখলে
পুরুষের উন্মুক্ত উচ্ছল পাছা দ্যাখে
ইচ্ছে জাগেনা সমকামী হবার
কারণ তারাও আমার মতো ধর্ষক
উলটো কোনো একদিন আমাকেই পোদ মেরে দিবে

এভাবেই আমি একজন ধর্ষক এবং আমি পালন করি
আমার স্বাধীনতা দিবস নির্ভয়ে
এই ছাপান্ন হাজার বর্গমাইলব্যাপী স্বাধীনতার মাঝে
আহা স্বাধীনতা, আহা স্বাধীনতা !




স্বাধীনতা দিবসের দিন আমরা উপহার পাই ধর্ষিতা মেয়ের লাশ। আর এইসব ধর্ষণের বিচার চাইতে গেলেই আমরা হয়ে উঠি সুশীল সমাজের অশ্লীল কবি। হায়, হায় আমাদের শ্লীল অশ্লীল কবিতা....

বাংলাদেশে এইসব ধর্ষণ বন্ধ হবে না, যতো দিন না আমরা আমাদের স্বাধীনতাটা পুরোপুরিভাবে ব্যবহার করতে পারবো। একটা স্বাধীন দেশে এতোটা অন্যায় কিভাবে আপনারা মেনে নেন হে শ্লীল সমাজ....

তোমরা সহস্র বিউটিদের লাশ উপহার দিয়ে যাও আমাদের।আমরা বসে প্রেমের কবিতা লেখি....

মন্তব্য ৭১ টি রেটিং +১১/-০

মন্তব্য (৭১) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৬

করুণাধারা বলেছেন: কবিতা আগে পড়িনি। এবার পড়লাম। ভালো লেগেছে।

২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৩০

নাগরিক কবি বলেছেন: আপি ধন্যবাদ

২| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: চেনা বামনের পৈতা লাগে নাকি!!

তিনি তো ব্রান্ডেড ব্লাইন্ড!!! সো জাস্ট ইগনোর!

যাদের চেতনা আসামের মূখ্যমন্ত্রীর আষ্পর্ধার পরও মুখে কুলুপ এটে থাকে- তাদের মূখে স্বাধীনতার কথা মানায় না!
একাত্তরে বাংলাকে ভারতের সাথৈ মিশিয়ে দেবার বেয়াদবী, বালখিল্য, ঘৃণ্য আবদারের পরও যারা স্পিকটি নট-তারা কোন মূখৈ দেশ আর স্বাধীনতার ভাবনা নিয়ে প্রশ্ন তোলে! ধীক্কার তাদের প্রতি!
তারা কেবলই জাবর কাটে! ৪০ বছর পুরোনো কাসুন্দিতে মূখ গোটে কচু যেমন ঘোটে নোংরায়! বাংলার বুকে এমন কোন বাংলা মায়ের সন্তান নেই যে পাকিস্তানক ভালবাসে! যদি ঐ ব্রান্ডেড ব্লাইন্ডরা দেখাতে পারে তো ব্লগিং ছেড়ে দেব! একজন বাঙালীও চায়না। চাইতে পারেনা। অথচ তারা সেই একই ভাঙ্গা রেকর্ড বাজায় বারবার!
অথচ ভারতে সমস্ত রীতি নীতি ভব্যতা ভেঙ্গে যখন বলে ৭১ ছিল ভারত পাকি যুদ্ধ তারা চুপ করে থাকে!
তাদের আওয়াজ ক্ষীন হয়ে আসে! বালখীল্য নেতারা যখন দেশ, স্বাধীনতা, সার্বভৌমত্বের উপর আঘাত দিয়ে কথা বলৈ তারা শীত নিদ্রায় চলৈ যায়!
শৈইম!!!!!!!!!!!!!!!!!!!!!

২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৩৯

নাগরিক কবি বলেছেন: ভারত পাকিস্তানের যুদ্ধ এটাতো কখনোই না। আমাদের নিজস্ব ইতিহাস আছে। হ্যাঁ দেশ বিভাজনের আগের ইতিহাস অন্য কিন্তু স্বাধীনতার ইতিহাস?? ভারত আমাদের সাহায্য করেছে একথা আমি একবাক্যে মানি।

রাষ্ট্রের দায়িত্ব আমাকে নিশ্চিত ভাবে বসবাস করার নিশ্চয়তা দেবার। আমি আমার অধিকার চাই। ধন্যবাদ ভৃগু ভাই

৩| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১:২২

শাহরিয়ার কবীর বলেছেন: গতকাল ব্লগার আরইউ এর পোষ্ট পড়েছি কিন্তু মন্তব্য করিনি...

আমরা কতিপয় যারা ব্লগে কবিতা লিখি তাদেরকে এক প্রকার কটাক্ষ করা হয়েছে বলে মনে করি !! তার মত প্রকাশের স্বাধীনতা আছে বলে; সে প্রকাশ করেছে..... ।





২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪১

নাগরিক কবি বলেছেন: সবার মত প্রকাশের স্বাধীনতা আছে। কারন আমরা স্বাধীন। আর এই স্বাধীনতার যেই ধাপ গুলো আমরা পেরুতে পারছিনা আমি তা নিয়েই বলেছি। ধর্ষণ এতোটাই বেড়ে গেছে যে আমরা ঘর থেকে মেয়েদের বের হতে দিতে এখন ভয় পাচ্ছি

৪| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১:২৩

তারেক_মাহমুদ বলেছেন: ব্লগে আলোচনা সমালোচনা জমে উঠছে, কবিতার মর্মকথা বোঝার সাধ্য আমার নেই, তবে আমার মনে হয় কবিতায় এত অশ্লীল শব্দ ব্যবহার করা উচিত নয়।

২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১:২৯

নাগরিক কবি বলেছেন: কবিতায় গালাগাল ও স্ল্যাং এর মধ্যে তফাৎ আছে।স্ল্যাং কবিতায় ব্যবহার করা হয়। স্ল্যাং শব্দের উৎপত্তি সম্পর্কে একটু কষ্ট করে জানবেন। ধন্যবাদ

৫| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১:২৪

ব্লগ সার্চম্যান বলেছেন: সুপ্রিয় বিদ্রোহী ভৃগু ভাইয়ের সাথে সহমত। লেখকেও অনেক ধন্যবাদ।

২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪১

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই

৬| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: @ বিদ্রোহী ভৃগু বলেছেন ----





তিনি তো ব্রান্ডেড ব্লাইন্ড!!! সো জাস্ট ইগনোর!

২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪২

নাগরিক কবি বলেছেন: আপনার নিজের কিছু.....

ধন্যবাদ ভাই

৭| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার কবিতায় সে রকম কিছু নাই।

২৬ তারিখে বিলি ৭ টা কবিতা দিয়েছিল। সেখানে কি করির ছড়ার শেষ লাইনটা প্রশ্নবিদ্ধ ছিল।

যদিও কবিতা কখনো ইতিহাসের দলিল নয়। তবে কবিতা লেখার সময় চোখ-কান খোলা রাখবেন। তাহলেই হবে।

কবিরা ভালো থাকুক।

২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৭

নাগরিক কবি বলেছেন: আমার কবিতায় আমি শুধু বিচার চাই তাই বলার চেষ্টা করেছি। এটা যদি রাজনৈতিক প্রোপাগান্ডা হয়ে যায় তবে আর কি বলার আছে।

৮| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৯

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া আমি ঐ কবিতাটি পড়েছি।

২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫২

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ আপু

৯| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভাই? আপনি ঠিক থাকলেই হবে। আমরা তো আছি। লিখতে থাকুন।

২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০৪

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই

১০| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০২

কুঁড়ের_বাদশা বলেছেন: ব্লগে কিছু আন্তর্জাতিক খ্যতি সম্পন্ন আবুল আছে তাদের মধ্যে “চাঁদগাজী নানা”অন্যতম। ;) নানার লগে মশকারি করতে চাই কিন্তু করি না।ওনার বিভিন্ন মন্তব্য পড়লে বোঝা যায়।ওনি সারাদিন মানব কল্যনের কথা লিখে বেড়ান অথচ ওনি বেশির ভাগ ব্লগারদের সাথে লজিক্যাল কথা বলার দোহাই দিয়ে খারাপ আচরণ করেন। ““ব্লগারদের মগজ নাই , ম্যও প্যাও”” এই ধরেনের কথা ওনার কোন লজিকে বলেন।কোন পোষ্টের সমলোচনা হবেই এটা স্বভাবিক কিন্তু এর মানে এই নয় কাউকে আঘাত করে কথা বলতে হবে।

@ বিদ্রোহী ভৃগু ওস্তাদের মত বলতে চাই





তিনি তো ব্রান্ডেড ব্লাইন্ড!!! সো জাস্ট ইগনোর!

২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০৫

নাগরিক কবি বলেছেন: হা হা হা, বাদশা সাহেব চাঁদ ভাইরে আমি ভালা পাই। যাইহোক উনি ওনার স্বতন্ত্র ধারায় আছে। এটা উনার স্বাধীনতা :) ;)

১১| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ২:২৪

নীল আকাশ বলেছেন: সুপ্রিয় বিদ্রোহী ভৃগু ভাইয়ের সাথে সহমত। লেখকেও অনেক ধন্যবাদ। অনেক দিন পরে বাস্তবতার সাথে মিল রেখে লেখা একটা কবিতা পড়লাম।

২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৫৯

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই

১২| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ২:২৮

আবু তালেব শেখ বলেছেন: কবিতা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০০

নাগরিক কবি বলেছেন: ঘামাই না, কিন্তু রাজনৈতিক প্রোপাগান্ডা শব্দ টা নিতে পারিনা

১৩| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ২:২৮

আরইউ বলেছেন: আমি আগে পড়িনি - এখন পড়লাম এবং ভালো লেগেছে। এটায় আপত্তির কী আছে আমি জানিনা। শব্দ চয়ন অনেকের কাছে কিছুটা "র" মনে হতে পারে। তবে লেখকের এমন শব্দ ব্যবহারের স্বাধীনতা আছে বলে আমার মনে হয়!

২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩৪

নাগরিক কবি বলেছেন: ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০০ ০

লেখক বলেছেন: এবং দুঃখজনক হচ্ছে এদের পাল্লাটা ভারী, ঐ কবিতার কেউ সমালোচনা করলোনা। যারা বাহাবা দিলে তারা কেউ কি ওটা বুঝে পড়েছে!

নাগরিক কবির-র কবিতা আমি পড়িনি


দুঃখজনক আরইউ ভাই - আপনি না পড়েই বলেছেন, ওদেএ পাল্লাটা ভারী। ওই কবিতাটার কেউ সমালোচনা করলো না। যাইহোক, ভালোবাসা নিরন্তর....

১৪| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: যাক ভাই, এখন তো মিষ্টি খাওয়াতে পারেন। :)

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০১

নাগরিক কবি বলেছেন: হা হা হা, আমার কাছে টাকা নাই। আমার সাহেব ম্যাম সাহেব বন্ধুদের কাছে আছে। ধন্যবাদ ভাই

১৫| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪৩

আরইউ বলেছেন: ভুল বুঝেছেন!

এবং দুঃখজনক হচ্ছে এদের পাল্লাটা ভারী, ঐ কবিতার কেউ সমালোচনা করলোনা। যারা বাহাবা দিলে তারা কেউ কি ওটা বুঝে পড়েছে!

এই লাইনটা তে আপনার কবিতার কথা বলা হয়নি; বিলিয়ার এর পোস্টের একটা কবিতা নিয়ে আমি কথা বলেছি। শেষে লিখেও দিয়েছি আপনার কবিতা আমি তখনও পড়িনি।

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:২৩

নাগরিক কবি বলেছেন: বুঝেছি। তবে একটা কথা, কবিতা বহুমাত্রিক ও হয়। কবি যা চিন্তা করে লিখেছে, হয়ত পাঠক তার ধরাছোঁয়ার বাহিরেই ভাবছে। এক্ষেত্রে কবি যতক্ষণ না ব্যাখা দিচ্ছে ততক্ষণ বলা মুশকিল। মলয় রায় চৌধুরীর প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার জন্য তাকে ৩৬ মাস আদালত পাঙ্গনে ও জেলখানায় যেতে হয়। বলা হয়েছিলো রাষ্ট্র বিরোধী কবিতা। যেখানে সহকবিরাও বিপক্ষে সাক্ষী দেয়। কিন্তু অবশেষে...

ধন্যবাদ ভাই

১৬| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শা অধ্যাক্ষরের প্রয়াত কবি অশ্লীল কবিতা লিখে
জনপ্রিয়তা পায়নি, চটি কবিদের মূল্যায়ণ হয় খুব কম
তাই অশ্লীল শব্দ বিবর্জিত কবিতা চাই। প্রতিবাদের ভাষা
অশ্লীল হলেই তা জোরালো হয় এই ধারণা ভুল।

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৮

নাগরিক কবি বলেছেন: প্রতিবাদের ভাষায় আপনি একটা কবিতা লেখুন। আমি তার পক্ষে থাকবো। ধন্যবাদ...

আমাকে কয়েকজন প্রতিবাদী কবির নাম বোলে যদি উপকৃত করতেন!!

১৭| ২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

ধ্রুবক আলো বলেছেন: ইদানিং মাথায় কিছু ঢুকে না!
বাক স্বাধীনতা হারিয়ে ফেলছি। বিচার তো কবেই হারিয়ে ফেলেছি। এখন সত্য বললেই বিপদ!

২৮ শে মার্চ, ২০১৮ রাত ৮:১০

নাগরিক কবি বলেছেন: বাক স্বাধীনতা আমাদের নাই। আর বিচার তা হয়ে উঠেছে ডুমুরের ফুল। ধন্যবাদ ভাই

১৮| ২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

নূর-ই-হাফসা বলেছেন: আজকাল আমরা মেয়েরা সত্যিই সবক্ষেত্রে আতঙ্কিত । সন্ধ্যা হলেই বাড়তি ভয় সবার মনে ,সিএনজি, রিকশা, বাস সবখানেই ভয় ,এতো ঘটনা ঘটছে, ভোগ করার পর খুন ও করছে ,তার উপর আজকাল ইচ্ছে হলেই মেয়েদের কুপিয়ে জখম করছেন ।  রাস্তা ঘাটে বখাটে দের উৎপাত । দেখেও যেন দেখার কেউ নেই । সবাই কেবলই নীরব । বিচার আর হলো কই ।
আপনার কবিতা ভালো লেগেছে । তবে কিছু শব্দ দৃষ্টিকটু । হয়তো ধর্ষক দের জন্য  ঠিক এ আছে ।
স্বাধীনতা বিরোধী কিছু পাইনি লেখায় ।

২৮ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৩

নাগরিক কবি বলেছেন: মেয়েদের উচিৎ রুখে দাঁড়ানো। সময় ফুরিয়ে যাচ্ছে আপু.... অপরাধীরা পার পেয়ে যাচ্ছে..

১৯| ২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

তানভির জুমার বলেছেন: বিদ্রোহী ভৃগু ভাইয়ের সাথে সহমত

২৮ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৩

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই

২০| ২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

সোহানী বলেছেন: ব্রান্ডেড ব্লাইন্ড!!! সো জাস্ট ইগনোর! ..........

নো, ইগনোর ইজ নট দা সলিউশান। নিড প্রোটেস্ট.................

২৮ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৬

নাগরিক কবি বলেছেন: ইগনোর করলে কখনো বলতাম না। কবিতায় এখন আর কোনো বিনোদন খুঁজি না। বরং কবিতায় খুঁজি জীবনের হাহাকার, সমাজের অন্ধকার। ধন্যবাদ আপু

২১| ২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তানভির জুমার বলেছেন:" বিদ্রোহী ভৃগু ভাইয়ের সাথে সহমত।" আমিও

২৮ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৭

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ লিটন ভাই

২২| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ৯:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সোহানী বলেছেন: ব্রান্ডেড ব্লাইন্ড!!! সো জাস্ট ইগনোর! ..........
নো, ইগনোর ইজ নট দা সলিউশান। নিড প্রোটেস্ট.................


জোয়ান অব আর্ক মাইরি..............

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১:৫৮

নাগরিক কবি বলেছেন: হা হা হা,ধন্যবাদ কি করি আজ ভেবে না পাই

২৩| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৩

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: সাহিত্যকর্মে আর সদাচারে সমালোচনা আসবেই। সেই সমালোচনাকে যুক্তি দেখিয়ে খন্ডন করাটাই যথোচিত। সমালোচনা না করলে আপনার লেখা স্বয়ংসম্পূর্ন নয়। একজন মানুষ সকলের কাছে ভালো হতে পারেননা আর যদি হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই ওনার মধ্যে কিছু ত্রুটি আছে। তাই লিখে যান আর খন্ডন করে যান। আর... লেখা যুক্তিগ্রাহ্য, বাস্তবসন্মত আর উপযোগী। তবে ঐযে স্ল্যাং! প্রথমে দেখে আৎকে উঠেছিলাম। ভালো প্রচেষ্টা । :|

২৯ শে মার্চ, ২০১৮ রাত ২:০০

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই

২৪| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪০

কাউয়ার জাত বলেছেন: ওহ হো! ব্লগের মহান বিঘ্যানী দি কলাবাগান নাম্বার ওয়ান এর কথা বলছেন?
উনি হচ্ছেন ব্লগের সেই সব হাতে গোনা তারছিড়াদের একজন যারা ব্লগ না বুঝেই কমেন্ট করেন।
প্রমাণ-
নিচু তলার উকিল
এই পোস্টে উনি না বুঝেই নেগেটিভ কমেন্ট এবং রিপোর্ট করে দিয়েছেন।

এই আরেক পোস্ট জাফর ইকবাল স্যার মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক
উনি প্রথমে না বুঝেই লাইক দিয়ে পরে কান্নাকাটি করেছেন।

অতএব উনার পাঠক মানস যে অতশয় কলাগাছীয় তা আর বলার কি!

অন্যদিকে ধর্মীয়ভাবে উনি বিজ্ঞানমনস্ক নাস্তিক হলেও রাজনৈতিকভাবে উনি চাপাতিতন্ত্রে অন্ধ ঈমানদার।

২৯ শে মার্চ, ২০১৮ রাত ২:০১

নাগরিক কবি বলেছেন: একই সাথে দ্বিঈশ্বরীয় দের বোঝা বড় দায় কাউয়্যার জাত ভাই। ধন্যবাদ

২৫| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১০:১০

কলাবাগান১ বলেছেন: আমি নিরপেক্ষ না ..আমি মুক্তিযুদ্ধের পক্ষের লোক (ব্লগার রাফা কপিরাইট)
(মুক্তিযুদ্ধ নিয়ে আমার কোন বিভ্রান্তি নাই)...তাই হা হুতাশ করি না কি পেলাম আর কি না পেলাম স্বাধীনতা নিয়ে।

রাজাকার বান্ধব রা ঝাপিয়ে পড়বে ই প্রটেস্ট করার জন্য....তারাই স্বাধীনতার ইতিহাস নিয়ে বিভ্রান্ত...।তারা গোলাম আযম এর বলা ইতিহাস নিয়ে বিভ্রান্ত না

২৯ শে মার্চ, ২০১৮ ভোর ৫:২১

নাগরিক কবি বলেছেন: আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ।মানছি..

আমি স্বাধীনতা বিদ্বেষী নই। ধর্ষক দের বিচার চাইতে গেলে হয়ে উঠি রাজনৈতিক দলের প্রোপাগান্ডা। কবি লেখক ও অভিজিৎ এর হত্যার চাইতে গেলে হয়ে উঠি ধর্মীয় আক্রোশে হালাল... কবিতায় রাজনৈতিক কোন প্রসঙ্গ ছিলো না।


কবিতায় স্বাধীনতা প্রসঙ্গ ছিলো, কারন দিনেই আমরা বিউটির মতো মেয়েদের উপহার পাই। ধর্ষক রাও এই দেশের নাগরিক বিউটি ও তরুদের মতো। নাকি ইনিয়ে বিনিয়ে ধর্ষকামী দের সাপোর্ট দিয়ে যাবেন? নাকি লাল নীল একুরিয়ামের পাশে বসে মাছ ভাজা খাবেন...

ধন্যবাদ

২৬| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৭

কাউয়ার জাত বলেছেন:
মি: কলাবাগান১, আপনার স্বাধীনতা নিয়ে হা হুতাশ না থাকলেও আপনাদের জাতির জনকের ছিলো। তাই তিনি দুঃখ করে বলেছিলেন, "সবাই পায় সোনার খনি আর আমি পেয়েছি চোরের খনি"। মারহাবা মারহাবা!

২৭| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৪

কলাবাগান১ বলেছেন: "আপনাদের জাতির জনকের ছিলো"

ভালই..... তো আপনার জাতির জনক কি কায়েদে আযম? এখানে আবার ধর্ম কে টেনে আনবেন না

২৮| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৩

কাউয়ার জাত বলেছেন:
বাগান দাদা!

আগের কমেন্ট থেকে পিছলাইয়া নতুন প্রশ্ন করেন ক্যান? আগে একটু বঙ্গবন্ধুকে ছাগু সাব্যস্ত করেন না স্বাধীনতা নিয়ে হা হুতাশ করার জন্যে। তারপর অন্য বিষয়।
আর এত শর্ত দিয়ে প্রশ্ন করেন ক্যান? জাতির জনকের প্রশ্নে ধর্মকে টেনে আনা যাবেনা তো কি বিজ্ঞানকে টেনে আনতে হবে? তাহলে বলেন, একজন মানুষের জাতির জনক থাকতেই হবে এটা কোন রাসায়নিক বিক্রিয়ায় পাইলেন?

২৯| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: না, আপনার এই কবিতায় স্বাধীনতা বিরোধী কথাবার্তা আমার কাছে মনে হল না। তবে কিছুটা খোলামেলা কথাবার্তা সংযুক্ত। এরচেয়েও অশ্লীল কবিতা আছে। আমি এখানে কিছু খারাপ মনে করছি না কিছু।

যারা নিজেকে বাংলাদেশি দাবী করে কায়েদা আযমকে জাতির পিতা মনে করে তাদের দেশ ছেড়ে চলে যাওয়াই উচিৎ, কারণ, এই দেশটা বাঙালি জাতির, আর বাঙালি জাতিরপিতা বঙ্গবন্ধু। যারা বঙ্গবন্ধুকে জাতিরপিতা মানতে সংকোচ বোধ করেন তাদের কাছে স্বাধীনতা অন্যরকম বা প্রশ্নবিদ্ধ হবে বা হওয়াটাই স্বাভাবিক। কারণ, ৫২-এর চুদন, ৬৬-এর চুদন ৬৯-এর চুদন ৭০-এর চুদন ৭১-এর রামচুদনের জ্বালা ইহ জিন্দেগীতে তো ভুলবেই না পরের জিন্দেগীতেও মনে রাখবে। (দুঃখিত ভাই ভাষাটা খারাপ না বলে পারলাম না, ক্ষমা করবেন)

৩০| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৬

কাউয়ার জাত বলেছেন: আমি বঙ্গবন্ধুকে এক বাক্যে স্বাধীনতার স্থপতি হিসেবে স্বীকার করি। কিন্তু ব্যক্তিগতভাবে জাতির জনক শব্দের প্রয়োগে আমার আপত্তি আছে। কিন্তু যে ছাগলে দাবী করে আমি জিন্নাহকে জাতির পিতা মানে সে তাঁর বাপের চুদনে জন্ম হইলে যেন প্রমাণ দিয়ে যায়। ভাষা খারাপ করার জন্য আমিও দুঃখিত। এখানে অনাহুত ভাবে অন্য কারো উপস্থিতি কাম্য ছিলোনা।

৩১| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:২০

গড়াই নদীর তীরে বলেছেন: সারা দেশে যে ভাবে কোটা বিরোধী আন্দোলন চলছে তা দেখে নাঈম জাহাঙ্গীর নয়নের মত লোকদের মাথায় মাল উঠে গেছে। নিজেতো চাকরি পেয়েছে মুক্তিযোদ্ধা কোটার বদৌলতে। পাছে ওনার সন্তানরা নাতি কোটায় চাকরি থেকে বঞ্চিত হয় এই ভয়ে বড়ই শঙ্কিত। এখন উপায় একটাই জনগণের সুবিধা বঞ্চিত অংশকে ট্যাগ লাগানো। কেউ অভিযোগ করতে পারবে না, দেশ ভালো নেই, বেকারত্ব বাড়ছে, লুটপাট হচ্ছে, বিউটিরা ধর্ষিতা হচ্ছে। বললেই স্বাধীনতা বিরোধী, চুদন খাওয়া, পাকিস্তান চলে যাও ইত্যাদি ইত্যাদি। জুলুম নির্যাতনকে বৈধতা দিতে কতকাল এই গেম খেলবেন? সংখ্যাগরিষ্ঠ জনগণ যে আপনাদের ঘৃণা করে তা কি বুঝতে পারেন না?

৩২| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১:০১

অর্ক বলেছেন: আপনি অত্যন্ত শক্তিমান কবি! বেশ ক’বার ব্লগে প্রাসঙ্গিক আলোচনায় আপনার নাম উল্লেখ করেছি এখানকার প্রতিশ্রুতিশীল কবিদের তালিকায়। আপনার কবিতা পাঠান্তে নিজেও ভালো লেখায় উদ্বুদ্ধ।

এখানে ওখানে বলে কথা নয়। আমি নিশ্চয়ই প্রত্যাশা করি, পৃথিবীতে কোনও মানুষের আর কোনও অসুখ হবে না, কোনও মানুষ আর কোনওদিন কোনও অপরাধ করবে না। কিন্তু তা আদৌ হবার নয়! আপনি যে সব সমস্যা নিয়ে লিখেছেন, তা কালও ছিল, আজও আছে, আগামীকালও থাকবে। কমবেশি সারা পৃথিবীতেই আছে। এসব দমনে যেমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অপরাধীর শাস্তি নিশ্চিত করার জন্য আদালত। কিন্তু এর সাথে এভাবে আমাদের স্বাধীনতার মতো অর্জনকে গুলিয়ে ফেলা কিছুতেই সমর্থন করতে পারছি না। আপনি যা বলেছেন, তা সত্য ও যারপরনাই দুর্ভাগ্যজনক, দুঃখজনক। আমরা সকলেই এসব দেখে ক্ষুব্ধ, পীড়িতদের জন্য সমব্যথী, অপরাধীদের আশু দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি চাই। আমারও দারুণ ইচ্ছে করে আমার সীমাবদ্ধতা নিয়ে এসবের ওপর একটি কবিতা লিখি। কিন্তু স্বাধীনতার মতো একটা গৌরবমণ্ডিত অর্জনকে এর সাথে গুলিয়ে ফেলা কেন!

যাই হোক পোস্টের ওপর একান্তই আমার ব্যক্তিগত মূল্যায়ন। শুভেচ্ছা অবিরাম।

২৯ শে মার্চ, ২০১৮ ভোর ৫:৪২

নাগরিক কবি বলেছেন: অর্ক প্রথমেই আপনাকে ধন্যবাদ এতগুলো বিশেষণে আমাকে বিশেষিত করার জন্য। আমি স্বাধীনতা কে প্রশ্নবিদ্ধ করার কিছু লেখিনি।আমি শুধু বলতে চেয়েছি। আমি ও আমরা এই স্বাধীন দেশে স্বাধীন ভাবে বাঁচতে চাই।স্বাধীনতার দিনেও যখন ধর্ষিতার লাশ দেখতে হয়, ঠিক তখনই বুকটা বারেবারেই কেপে উঠে।


ধন্যবাদ

৩৩| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আগের মন্তব্যে যারা কায়েদা আযমকে জাতিরপিতা মনে করেন তাদের প্রসঙ্গত বলেছিলাম, অথচ যে কায়েদা আযমকে জাতিরপিতা মনে করেনা তার গায়েও লেগে গেছে! যাক, বুঝতে পারছি আমার কথাগুলো ঔষধ হিসেবে খুব উপকারী।

কিন্তু, গড়াই নদীর তীরে এক্কেবারে আমার নাম ধরে একটা খুঁটা দিয়ে গেছেন! হ্যা, সেটা আমার অধিকার।
আমি তাকে ব্যক্তিগত ভাবে আক্রমনাত্বক কথা বলতে চাইনা, আমি বলতে চাই না কোটাপ্রথাতে কাদের গায়ে জ্বালা পুড়া। আর কিছু লোকের তো না জেনেই লাফালাফি।
তবে নিচে দিয়ে গেলাম কিছু কথা মিলিয়ে দেখবেন, তাতে কিছুটা সঠিক ধারণা পেতে পারেন কোটা সম্পর্কিত।

কোটা নিয়ে দেশে অস্থির অবস্থা বিরাজ করছে! কোটা না থাকলে কি চাকুরী পাবো না? আর কোটা থাকলে কি যোগ্যতা না থাকলেও চাকুরী পাবো?
অনেকে এই বিষয়গুলো গুলিয়ে ফেলছেন, অনেকে হা হুতাশ করছেন এই ভেবে যে, আহারে এইজন্যই বুঝি দেশে অনেক বেকার! আসলে কি তাই?
আপনি মেট্রিক পাস দিয়ে কি ব্যাংকের ম্যানেজার হতে পারবেন?
আর দেশে সরকারি সেক্টর থেকেও সবচেয়ে বড় সেক্টর বেসরকারি সেক্টর!  সেখানে তো কোটা নাই? তাহলে সেখানে ইন্ডিয়া শ্রীলংকা থেকেও যোগ্য প্রার্থী এসে মোটা অংকের মাইনে নিচ্ছে,  আপনি পাচ্ছেন না কেন?

আসলে কোটা জিনিসটা কি?
আসুন দেখি কোটার বিশ্লেষণ --
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা সংরক্ষণ করা হয়। এগুলো হচ্ছে মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের ৩০ শতাংশ, নারী ১০ শতাংশ, জেলা কোটা ১০ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ৫ শতাংশ ও প্রতিবন্ধী ১ শতাংশ। মেধার ভিত্তিতে নিয়োগের সুযোগ রয়েছে বাকি ৪৪ শতাংশ।

খেয়াল করে দেখুন এইখানে ৪৪ শতাংশ বলা হলেও আসল অনুপাত আরো বেশি!
যেমন -- নারী ১০% + জেলা কোটা ১০% +  প্রতিবন্ধী ১%  = মোট ২১ %
এই ২১ শতাংশ কিন্তু সাধারণ সকল  জনগণের মাঝে থেকেই করা হয়েছে! ( যাদের কোটা নাই)
আর   এইখানে নারী এবং জেলা কোটা অত্যন্ত প্রয়োজনীয়!  সাথে প্রতিবন্ধী দের অগ্রাধিকার দেয়া পৃথিবীর সকল মানুষের মানবিক দায়িত্ব! 

সুতরাং আসল সমিকরনটা হবে ( ৪৪% + ২১ %= ৬৫ %)  যা কৌশলে বাদ দিয়ে ছেঁটে দেখাচ্ছে বিষয়টা জটিল আর আতঙ্কিত করতে একটা গোষ্ঠী! 

তাহলে বাকি রইলো কত?
ক্ষুদ্র নৃগোষ্ঠী ৫% + মুক্তিযোদ্ধা পরিবার ৩০% = ৩৫%
নৃগোষ্ঠী বা আদিবাসী ৫% কোটা রাখা হয়েছে তাদের রেশিও কম বিধায় রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে যেন পিছিয়ে না পরে!
আমার মনে হয় এই ৩৫% নিয়েই একটা গোষ্ঠির বিরোধিতা!

আবার এই ৩৫% এর মাঝেও  আরেকটা বিশেষ পরিবর্তন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে,
(এত দিন নিয়ম ছিল নির্ধারিত কোটায় যদি উপযুক্ত প্রার্থী পাওয়া না যায়, তাহলে পদগুলো শূন্য থাকবে। মেধাবীদের থেকে সেগুলো পূরণের কোনো সুযোগ ছিল না।) 
কিন্তু সম্প্রতি এক সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে নির্ধারিত কোটায় উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে মেধাবীদের তালিকা থেকে পূরণ করা হবে।

এখন বলেন কোটা নিয়ে সমস্যা কোথায়??

কোটা নিয়ে অনেক কথা হচ্ছে, মিছিল মিটিং হচ্ছে আলোচনা হচ্ছে--- অনেকে অনেক কথা বলছেন, অনেক পরিসংখ্যান ব্যাখ্যা দিচ্ছেন --- কিন্তু একটা প্রজাতি কোটা কে বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটাকে  ঠাট্টা তাচ্ছিল্য করছেন ---- এরা কারা?

কোটা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা চমৎকার কথা বলেছেন... "  মুক্তিযোদ্ধাদের সম্মান দিতেই চাকরিতে তাদের সন্তান ও নাতি-নাতনীদের জন্য কোটা চালু করা হয়েছে। তারা যদি যুদ্ধ না করতেন তাহলে বাংলাদেশ আসতো না, স্বাধীন বাংলাদেশ দেখা সম্ভব হতো না। তারা যুদ্ধ করেছিলো বলেই আপনারা আজ বড় পদে আসীন হতে পারছেন। তাই কোটা থাকবে।"

এখন যারা এই স্বাধীন দেশে বসে মুক্তিযোদ্ধা দের ভিক্ষুক ডাকছেন,  ঠাট্টা করছেন -- তারা একটা প্রশ্নের উত্তর দিন--- জীবনের মায়া ত্যাগ করে যারা দেশের জন্য অকাতরে প্রাণ দিয়েছেন, তাদের ছেলেমেয়ে কে এই স্বাধীন দেশ কি দিয়েছে?

দেশ স্বাধীন হওয়ার পর কয়জন মুক্তিযোদ্ধা এই কোটায় চাকুরী পেয়েছে? ৭৫ এর ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু কে হত্যার পর ঘাতকচক্র মুক্তিযোদ্ধা দের কখনো সরকারি চাকুরী তে অগ্রাধিকার দিয়েছে?
তখন কোথায় ছিলো আন্দোলন?

(Al Bakki Al Mayzan এর কাছ থেকে)

৩৪| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১:১৯

নূর-ই-হাফসা বলেছেন: একা মেয়ে রুখে দাঁড়ালে সমাধান হবে না ।
আজকাল রাস্তায় কোন সাহায্য চাইলে দেখবেন ছেলেরা ঐ খারাপ ছেলের পক্ষ নিয়েই কথা বলে কিংবা মজা নিতে থাকেন ।
সবাই কেবল নীরব দর্শক ।

৩৫| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: @ জনাব নাঈম জাহাঙ্গীর নয়ন:

শুধু মাত্র পাস্ করা আর মেধা তালিকার উপরে থাকার মধ্যে যথেষ্ট পার্থক্য আছে তা আপনার না বোঝার কথা নয় | এই মেধার মূল্যায়নের প্রয়োজন না থাকলে বিশ্বের কোথাও কোনো পরীক্ষা সিস্টেমে গ্রেডিং পদ্ধতির ব্যবস্থাই থাকতো না, শুধু দুটি স্কেলে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতো - পাশ এবং ফেল |

শুধুমাত্র ভুয়া মুক্তিযুদ্ধে কোটাই নয়, জেলা কোটারও চরম অপব্যবহার হচ্ছে | পার্বত্য চট্টগ্রাম, বৃহত্তর সিলেটসহ কয়েকটি জেলার প্রকৃত প্রার্থীর বদলে অন্য জেলার প্রার্থীরা ওই কয়টি জেলার বাসিন্দা হিসাবে ভুয়া পরিচয় দিয়ে কোটার সুবিধা নিচ্ছেন | কোটার অপব্যবহারের এরকম ভুরি ভুরি উদাহরণ আছে | কোটা পদ্ধতিটাই সম্পূর্ণ ত্রূটিপূর্ণ এবং এর চরম অপব্যবহার মেধার বিকাশের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে |

যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আগামীতে একটি সুন্দর এবং সম্ভাবনাময় বাংলাদেশকে দেখতে চান তবে দলীয় সংকীর্ণতা থেকে বেরিয়ে এসে এই চরম অন্যায্য এবং অকার্যকর কোটা ব্যবস্থার বিলুপ্তির জন্য দেশের শীর্ষ নেতৃত্বকে আহ্বান জানান |

৩৬| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবিতাটা পড়লাম।

যে ঘটনা ঘটেছে স্বাধীনতা দিবসে তাই নিয়েই কবিতা।

ধর্ষণ কে স্বাধীনতার সাথে মিলানোতে কারো কারো আপত্তি বা খটকা লাগছে।

কিন্তু ধর্ষক তো বসে নেই সে এই মহান দিবসে ধর্ষণকেও তার স্বাধীনতা মনে করে এটা না বুঝে যারা মন্তব্য করে তাদের
কথায় কান দিয়ে লাভ নেই।

৩৭| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪১

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আগামী মাসে ব্লগিং এর ৮ বছর পূর্ণ হবে। সামুতে বিরতিহীন ভাবে ৮ বছর ব্লগিং করা ব্লগারের সংখ্যা ১০ জনের বেশি হওয়ার কথা না। ব্লগিং করতে গেলে গায়ের চামড়া গণ্ডারের মতো মোটা করে ফেলেন নইলে ব্লগিং এ টিকে থাকতে পারবেন না। কেউ যদি আমার কোন পোষ্টে এসে যুক্তি-তর্ক দিয়ে আলোচনা না করে শরুতেই গালাগালি শুরু করে তাদেরকে আমি জর্জ বার্নার্ড শ এর নিম্নোক্ত উক্তি উপহার দিয়ে বাংলা ভাষার প্রবাদ "দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো"।

৩৮| ২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১০

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: @ জনাব নাঈম জাহাঙ্গীর নয়ন আপনি আপনার মেধার বিকাশ ঘঠিয়েছে ৩৩ নং কমেন্টে আপনি দেখিয়েছে মুক্তিযোদ্ধা পরিবার মাত্র ৩০% কিন্তু আপনি কি ভেবে দেখেছেন এই মাত্র ৩০% এ সুবিধা পাচ্ছে বাংলাদেশে কত পারসেন্ট লোক আর বাকী ৭০% এ সুবিধা পাচ্ছে বাংলাদেশের কত পারসেন্ট লোক?


প্রধান মন্ত্রীর সুন্দর কথাতো বলবেনই কারণ ওনার রাজনীতির সুত্রই তো মুক্তিযোদ্ধাদের হাতিয়ার বানানো। এই হাতিয়ার না থাকলে তো উনি শক্তিহীন হয়ে পড়বেন। বিশ্বের কোন দেশেই মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়ে, নাতি-নাতনী, পুতি-পুতনী বংশ পরম্পরা সুবিধা দিতে হবে এইগুলো নেই যেটা আছে সেটা হলো মুক্তিযোদ্ধাদের মৃত্যুর সৎকার পর্যন্ত সবকিছু রাষ্ট্র করবে যেটাকে আমরাও শতকোটি বার চাই।

আরএকটি কথা না বললেই নয় যেটা হলো কোটার বিপক্ষে কিছু বললেই তাকে স্বাধীনতার বিপক্ষের শক্তি বলা হচ্ছে তাদেরকে রাজাকার ট্যাগ লাগানো হচ্ছে। বিষয়টা দেখে মনে হচ্ছে দেশটা কারো পৈতৃক সম্পদ। বাপ-দাদা রেখে গেছে ইচ্ছামত ভোগ করতে হবে।

তবে একটি সত্য কথা হলো আপনি সুবিধাভোগীদের একজন সেইজন্য আপনি সা-রে-গা-মা গাইতেই থাকবেন তাতে অবাক হওয়ার কিছু নেই।

৩৯| ২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

সাইন বোর্ড বলেছেন: সত্যকে সবাই সহ্য করতে পারেনা, অার এখন যারা ক্ষমতাবান তারা তো পারলে চোয়াল ভেংগে দেয় ।

৪০| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৯

হাসান কালবৈশাখী বলেছেন:
কি আর বলব
এই দুর্ভাগা দেশের বড় একটি অংশ (প্রায় ১৫-২০%) বাংলাদেশ বিরোধী। মানে এরা স্বাধীনতাকে ভারতের ষড়যন্ত্র মনেকরে, জাতীয় পতাকা লাল সবুজকে কটাক্ষ করে, জাতীয় সংগীতকে হিন্দুয়ানি বলে। নিজ দেশের চেয়ে পাকিস্তানকে বেশী ভালবাসে,নতুবা দুরের মরুভুমির একটি দেশকে। পারিবারিক ভাবে বাসায় ছোটথেকে এভাবেই দীক্ষা পেয়ে এসেছে এরা।
এদের আণ্ডাবাচ্চারা কেউ কেউ শিক্ষিত পিএইডি,কানাডা ইমিগ্রেশন, বা নব্য কবি হলেও কবিতার চিপা দিয়া স্বাধীনতা বা পতাকাকে কটাক্ষ করবে,কেউ ইংলিশে ছাড়বে,কটাক্ষকারিনিরা জোয়ান অব আর্ক উপাধি পাবে।
আর ডাইহার্ড আন্ডাবাচ্চারা পেটে বোমা বেধে আত্নঘাতি হবে।

৪১| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সবাই ভালো। কেউ খারাপ নয়।

৪২| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৩:২৯

সনেট কবি বলেছেন: নাগরিক কবি অবশেষে কলাবাগানে আটকে গেল?

২৬ শে মে, ২০১৮ বিকাল ৩:৫২

নাগরিক কবি বলেছেন: হা হা হা। কে বা কারে আটকায়? কবিতা কি পুলিশের লাঠির বাড়ি বুঝে কবি....

৪৩| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৪

বিজন রয় বলেছেন: কেমন আছেন? নতুন পোস্ট দিন।

৪৪| ২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ব্লগে আর আসবেন না নাকি ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.