নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসল নাম নাহিদ হোসেন, ব্লগ যেহেতু সীমিত তাই আমাকে নক করতে পারেন এই ঠিকানায়: about.me/nahidh

নাহিদ০৯

ভালোবাসি বাংলা

নাহিদ০৯ › বিস্তারিত পোস্টঃ

স্কাইপ বন্ধে সমস্যা কি?

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ২:০৭

স্কাইপ বন্ধে সমস্যা কি? এ বিষয়ে আলোচনার আগে এটা জানতে হবে বাংলাদেশে স্কাইপ ব্যাবহার করে টা কে?



বাংলাদেশে স্কাইপ ব্যবহারকারী খুবই কম। তবে যে কয়জন ব্যবহার করে তাদের প্রায় এবং বেশিরভাগ প্রায় অনলাইনে রিমোট জব করে। প্রতিজন তারা বাংলাদেশে কম করে হলেও গড়ে হাজার খানেক ডলার মাসে নিয়ে আসে। এরা কোন রাজনীতি করে না, কোন প্রতিষ্ঠানের কোন প্রকার ট্যাক্স এর টাকা খরচ করে না, কোন রাস্তায় নামে না। বেশিরভাগ এর এই বেশিরভাগ ই ফ্রিল্যান্সার। বাইরের ক্লায়েন্ট দের সাথে নিয়মিত মিটিং, আলোচনার জন্য স্কাইপ ব্যবহার করে।

আমি নিজে ২০১০ সাল থেকে স্কাইপ ব্যবহার করি। দিনে যতবার না ফোন এসএমএস হয়, তার থেকেও ৩-৪ গুন বেশি পরিমানে স্কাইপে মেসেজ বিনিময় করতে হয়, টিম এর সাথে নিয়মিত মিট করা লাগে, ক্লায়েন্ট এর সাথে নিয়মিত কাজের আপডেট জানাতে হয়।

স্কাইপ বন্ধ করার ব্যপারে যারা উপদেশ দিয়েছেন তারা কতটুকু লাভে কতটুকু লস হচ্ছে তার হিসাব কি জানে?

মন্তব্য ২৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ২:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: স্কাইপ ছাড়াও আরো অনেক উপায় আছে অনলাইনে কথা বলার...

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ২:৪৬

নাহিদ০৯ বলেছেন: তা হয়তো আছে। কিন্তু আমার একটা লেইম কারনে বড় বড় এজেন্সি তাদের সব ক্লায়েন্ট কে বলতে পারবে না যে আপনারা স্কাইপ বাদ দিয়ে এখন ইমো ব্যবহার করুন। কারন বাংলাদেশে স্কাইপ নাই!!

এর থেকে সোজা অফার হলো, “বাবা তুই অফ যা। এমনিতেই পেপ্যাল নাই, পেমেন্ট এর জন্য মাসে মাসে এক্সট্রা প্যাড়া দেস, এবার স্কাইপ ও নাই।”

বেটার হয় কাউকে খুঁজে নেই!!

২| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ২:২৮

অনল চৌধুরী বলেছেন: মেসেনেজার,হোয়াটসএ্যাপ,ইমো... স্কাইপের চেয়ে বেমী ব্যবহৃত হয়।

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ২:৪৮

নাহিদ০৯ বলেছেন: ইমো বা মেসেন্জার এর ব্যবহারকারীরা এক রাত প্রেম না করলে বা একদিন ন্যুডস সেন্ড না করলে হয়তো কিছু হবে না। কিন্তু স্কাইপ ইজ ডিফারেন্ট।

এত জনপ্রিয় ইমো বা মেসেন্জার এর কোনটাই ব্যবহার করি না আমি!

৩| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ২:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভিপিএন-এ তো কাজ করার কথা...

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ২:৫৮

নাহিদ০৯ বলেছেন: এবং কেন আমাকে ভিপিএন ব্যবহার করতে হবে? আমি কি কোন যুদ্ধের দেশে বাস করছি, আমি কি কোন পরাধীন দেশে বাস করছি?

৪| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৩:৩৬

মা.হাসান বলেছেন: ১৯/১১/১৮-বাংলাদেশ সময় সকাল ১১-৪০, দুপুর ২-৩৫, ৩-৩০, ৪-০০, ৪-৫০ এবং রাত ৯-০০ থেকে ১২-০০ তার পর ২০/১১/১৮ তে ২টা পর্যন্ত স্কাইপ ব্যবহার করেছি কোন সমস্যা ছাড়া। আমি কোনো ভিপিএন বা প্রক্সি ব্যবহার করিনা। ঢাকা থেকেই ব্যবহার করছি

৫| ২০ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:১১

তার ছিড়া আমি বলেছেন: দুঃখিত সরকার। যারা স্কাইপ- এর মাজেজা বুঝে না, তাদের জন্য এটা বন্ধ করা তেমন কিছুই নয়।

আমি একজন ফ্রিল্যান্সার। অনলাইন টিচার। ঘন্টার পর ঘন্টা স্কাইপে ভিডিও কলের মাধ্যমে ক্লাস নিতে হয়। বিধিবাম, গতকাল থেকে রিলাক্সে আছি।

বিঃ দ্রঃ টেক্স ম্যাসেজিং চালু আছে। অডিও ও ভিডিও কল বন্ধ।

৬| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:৪৩

নজসু বলেছেন:



স্কাইপ কি একবারে বন্ধ হয়ে যাচ্ছে?

৭| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৭

রাজীব নুর বলেছেন: এই দেশ সরকারের, সরকার যা চাইবে তাই হবে।

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৩

নাহিদ০৯ বলেছেন: হিসেবে বর্তমানে সরকার তো ইসি! আর প্রমানহীন অভিযোগে অভিযুক্ত নির্বাচন কমিশন।

৮| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৯

খাঁজা বাবা বলেছেন: আপনার লাভ লস নিয়ে কেউ ভাবে না
লীগ ক্ষমতায় না এলে অনেকের হাজার কোটি টাকা ক্ষতি হবে
আগে সেটা নিয়ে চিন্তা করতে হবে।

৯| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৭

চোরাবালি- বলেছেন: স্কাইপি দীর্ঘদিনের, ব্যাবসায়িক ও অফিসিয়াল কাজে ব্যবহৃত হয়, একটু পুরোনো মোবাইল নাম্বার যেমন জরুরী তেমনি পুরোনো স্কাইপি আইডিটাও জরুরী।
নতুন নতুন অনেক মাধ্যম আছে ভিডিও কনফারেন্সের কিন্তু ইন্টারন্যাল রিলেশনে ইন্টারন্যাশনালি ব্যবহৃত মাধ্যম ব্যবহার করতে হয়। আমি যেখানে কামলা খাটি সেখানে যখন ভিডিও কনফারেন্স মিটিং হয় তখন ৩/৪টি দেশ সংযুক্ত থাকে এবং গ্রুপ ম্যাসেজেও। আমার দেশে বন্ধ হলে আমি বিপদে পরি কারণ আমার জন্য অন্যদেশ পরিবর্তন করবে না।
কোন বিবেচনায় স্কাইপি বন্ধ আমার মাথায় আছে না।

১০| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৩

মা.হাসান বলেছেন: আজ সকাল ১১-৪০ থেকে ভিডিও চ্যাটে এখনো আছি।


আমার আইএসপি এখনো এটা বন্ধ করে নি।

১১| ২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৪

তার ছিড়া আমি বলেছেন: জনাব মা.হাসান- আপনি হয়তো ভিআইপি কেউ হতে পারেন। তাই আপনারটা বাদ রেখেই বন্ধ করা হয়েছে। আল্লাহ মালুম।

তবে আমরা কিন্তু কাজ ঠিকই চালিয়ে যাচ্ছি। ভিপিএন দিয়ে ভিন দেশি আইপি ব্যবহার করে কাজ করতে হচ্ছে। কিন্তু এটা দুঃখ জনক যে, আমি বাংলাদেশের নাগরিক হয়ে অন্য দেশের আইপি ব্যবহার করতে হচ্ছে।

সরকারের এহেন আচরণে তার নিজেরই ক্ষতি হচ্ছে, জনগণ খারাপ দৃষ্টিতে দেখছে। ছোটলোকি ভাবছে। ছেলেমি ছেলেমি খেলার মত মনে হচ্ছে। মেয়েলি স্বভাবের বহিঃপ্রকাশ ঘটছে। এগুলো কোন ভদ্র, শিক্ষিত জাতির কাছ থেকে আশা করা যায় না। আল্লাহ সকলের সুমতি দিক।

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪২

নাহিদ০৯ বলেছেন: ধন্যবাদ! অপ্রিয় সত্য বলা এবং প্রকাশ করার জন্য।

১২| ২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:০০

লিংকন১১৫ বলেছেন: যতো ধরনের আজব আজব চিন্তা ধারা নিয়ে আমরা আসলে কাজ করি ।
যা দরকার না সেটা করি আর যা খুব বেশি দরকার তা চেয়েও দেখিনা আর এটাই আমাদের নিতি !
আমাদের দেশটা খুব অদ্ভুত একটা দেশ ।

১৩| ২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৪

বলেছেন: তারেক জিয়া লন্ডন থেকে এক ইশারায় নির্বাচনের ফলাফল ঘুরিয়ে দিতে পারেন - এই আশঙ্কায় স্কাইপে বন্ধ করা হয়েছে।

১৪| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮

জাতির বোঝা বলেছেন:
নির্বাচন কমিশনে নালিশ দিন। কাজ হতে পারে।

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪০

নাহিদ০৯ বলেছেন: হাসায়েন না!!

১৫| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: রাজনৈতিক দেউলিয়াপনা কি একেই বলে????

রাজনীতিতে মোকাবেলায় ব্যার্থ হয়ে গায়ের জোরে স্কাইপে বন্ধ, নেটে লাইন কেটে দেয়া!
এক জনকে ঠেকাতে কোটি কোটি মানুষের অধিকার হরণ!!!!!!

১৬| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০১

মোঃ মঈনুদ্দিন বলেছেন: এটা ও একটা সাইবার ক্রাইম। এইযে, আমাদের মৌলিক অধিকারটুকু কেড়ে নেয়া। কিন্তু আমাদের আঙ্গুল চুষা ছাড়া আর কীই বা করার আছে?

১৭| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ২:০৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: প্রথম দিকের কয়েকটা কমেন্ট দেখে মনে হলো, আপনি আমি ফ্রিল্যান্সিং করেই অপরাধ করে ফেলছি :#

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.