নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো আঁধারের মানুষ

সুফিয়ান শাকিল

সুফিয়ান শাকিল › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার সাতকাহন - ওশো অনুবাদ

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৯

ভালোবাসা প্রকৃতির এক সুন্দরতম উপহার।এটা কারো কোনো চেষ্ঠার ফল না।এর তুলনা হয় শুধুমাত্র প্রস্ফুটিত গোলাপের সাথে যার সৌরভ এখন এই মুহূর্তে বিদ্যমান। এখানে কোনো প্রতিজ্ঞা থাকতে পারে না। ভালোবাস পূর্ণতার সাথে, সেটা একদিন,এক বছর,এক যুগ এমনকি সারাজীবনও হতে পারে। আর যখন তা থাকবে না সেটাও সহজ ভাবে মেনে নেয়াটাই বুদ্ধিমানের কাজ।একটি ফুল হয়ত ঝরে গেছে একটি ফুলের সৌরভ হয়ত বিলীন হয়ে গেছে,কিন্তু তাতে কি যায় আসে? কত অগণিত ফুলের সৌরভ আছে তোমারই অপেক্ষায়। প্রতিশ্রুতির কি প্রয়োজন? প্রেমহীন সম্পর্কে এই প্রতিশ্রুতিই কি গলার কাঁটা হয়ে বিঁধে থাকবে না? কিন্তু আমরা সবসময় শুনে আসছি ভালোবাসা তখনি সত্য যখন তা চিরকাল অক্ষত থাকে।একমাত্র মৃত কোনো কিছুই চিরকাল অক্ষত থাকে, জীবন্ত সবকিছুই যায় পরিবর্তনের ভীতর দিয়ে।আর ভালবাসার মতো জীবন্ত এই জগতে আর কি আছে? বরং ভালবাসাকে তখনি সত্য বা খাটি বলা যায় যখন তা সম্পূর্ণ স্বাধীনতা দেয়। যখন তা একে অন্যের সতন্ত্রতাকে শ্রদ্ধার চোখে দেখে। কিন্তু এখনকার প্রেমিক-প্রেমিকাদের দেখলে মনে হয় তাদের ভালবাসার প্রধান শর্তই হলো গোপনীয় বলতে কিছু থাকবে না। যদি আমাকে ভালোবাস তাহলে তোমার সব কিছুই আমার কাছে প্রকাশিত হতে হবে।তারা একে অপরের সতন্ত্রতা কে ধ্বংস করে আর এর মাধ্যমে আশা করে তাদের জীবনে পূর্ণতা আসবে।কিন্তু বাস্তবে তা জীবনকে বিষাদময় করে তুলে। দায়িত্ব আর অধিকারের বোঝা ভালোবাসাকে নির্জীব করা ছাড়া আর কিছুই করে না।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৮

রাজীব নুর বলেছেন: মানূষ যখন বুড়ো হয়ে যায়। মৃত্যু কাছে চলে আসে, তখন মানূষ উপলব্দি করে জীবনে টাকা পয়সা কিছু না। ভালোবাসাটাই আসল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.