নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

বীর বাঙালি জাতিরপিতা

১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৫৩



অনেক বছর আগে আজকের এই দিনে
এই ভূখণ্ডে জন্মেছিল এক মহান নেতা।
দিশেহারা শোষিত এ'জাতির নেতৃত্ব দিয়ে
দিয়ে গেছেন বীর উপাদি আর স্বাধীনতা।

কেঁপেছিল বিশ্বের বুক তাঁর বজ্র হুংকারে
বাঙালিরা পেয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা।
শোষণকারী হায়েনাদের ভীতিগ্রস্ত করে
সংগ্রামশক্তি যোগাতে দিয়েছিলেন বক্তৃতা।

মানুষকে ভালোবাসার তিনি নজির বিশ্বে
দুনিয়া জুড়ে উজ্জল স্বাধীনতার উপমা।
বুঝিয়ে দিয়েছেন ভালবেসে নিজ জাতিকে
দেয়া যায় মুক্তি সর্বোত্তম সম্মান মর্যাদা।

বঙ্গবন্ধু, তোমায় স্মরি শ্রদ্ধায় শুভেচ্ছান্তে
হৃদয় জায়নামাযে তোমার আসন পাতা।
'শেখ মুজিবুর রহমান' বিস্ময় এ'বিশ্বে
অহংকার মোর বীর বাঙালি জাতিরপিতা।

মন্তব্য ৩৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৫৬

অপ্‌সরা বলেছেন: শ্রদ্ধা আর ভালোবাসা!

১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার প্রতিও শ্রদ্ধা আর অনেক অনেক ভালোবাসা আপু।

শুভকামনা সবসময়।

২| ১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৫৮

অপ্‌সরা বলেছেন:
বাচ্চাদের জন্য আমার একটি লেখা......

১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব ভালো হয়েছে আপু পরের মন্তব্যে মূল কবিতাটি দিয়ে। এটা পড়তে পারিনি আফসোস হচ্ছিল। পরের মন্তব্যে কবিতাটি পেয়ে খুব আনন্দিত হয়েছি আপু। কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা জানবেন সবসময়।

৩| ১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:০২

অপ্‌সরা বলেছেন: আগেরটা দেখা যাচ্ছে না। এখানে দিলাম ভাইয়া!

বঙ্গবন্ধু
বাংলাদেশে বাস করি বাংলা মোদের কৃষ্টি
জানো তুমি তোমার এ দেশ কে করলো সৃষ্টি?
বাংলাদেশের জনক তিনি বাংলাদেশের প্রাণ
জীবনবাজি করেছিলেন রাখতে দেশের মান।

উনিশো বিশ সতেরই মার্চ জন্মেছিলেন তিনি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বলে সে গ্রাম চিনি।
মহান সে বীর দেশপ্রেমী মহান তিনি নেতা
দেশের তরে দশের তরে ছিলো সহমর্মিতা।

কৃষক শ্রমিক মুটে মজুর বাংলাদেশে চাষা
তার মুখেতে চেয়ে সেদিন করেছিলো আশা।
রাষ্ট্রভাষার আন্দোলনে লড়েছিলেন তিনি
ছয় দফার দাবী নিয়ে এগিয়েছিলেন তিনি ।

৭ই মার্চ একাত্তরে জনসভায় ভাই
রেসকোর্সের ময়দানেতে তিল ঠায় নাই।
ডাক দিলেন সেদিন তিনি ভায়েরা আমার শোনো
শোসন শাসন রুখতে হবে সন্দেহ নেই কোনো।

সময় হলো অনাচারের জবাব এবার দেবার
যার যা আছে হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়ো এবার।
তার সে ডাকে বুকের মাঝে উঠলো বেজে বীণ
উঠলো জেগে বীর বাঙ্গালী মিটবে এবার ঋণ।

লক্ষ প্রাণের বিনিময়ে আসলো স্বাধীনতা
ভুলিনি সেই মহান নেতা শেখ মুজিবের কথা।
বঙ্গবন্ধু ডাকি তাকেই তিনি বাংলার প্রাণ
তিনি মোদের সবার নেতা শেখ মুজিবর রহমান।







১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক শ্রদ্ধা ভরে পড়লাম কবিতা। এ মহাকাব্য আপু। যদি আগে পড়তে পারতাম তো আমার কবিতাটা আরো একটু সুন্দর করতে পারতাম।

এই কবিতাটি আজকের দিনে একবার পোষ্ট করেন আপু। আমার অনেকেই পড়ে মুগ্ধ হবে।

ভালোবাসা আর শ্রদ্ধায় অভিনন্দন আপু।

৪| ১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:২১

নীলপরি বলেছেন: ভালো লাগলো আপনার কবিতা ।

আর অপ্‌সরাদির কবিতাটাও ভালো লেগেছে ।

১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্য পেয়ে আনন্দিত ও উৎসাহিত হয়েছি আপু। ভালো লাগা জেনে অনুপ্রাণিত হলাম। প্রেরণা হয়ে থাকবেন।

অপ্সরা আপুর কবিতাটি আমার কাছেও অসাধারণ লাগলো আপু। খুব সুন্দর পুরো বৃত্তান্ত তুলতে পেরেছেন কবিতাটিতে।

শুভকামনা রইল আপনার জন্য।

৫| ১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৩৫

তোমার জন্য মিনতি বলেছেন: শ্রদ্ধাঞ্জলি রইল প্রিয় নেতার প্রতি

১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভেচ্ছা জানবেন। মন্তব্যে উৎসাহিত।

শুভকামনা সবসময়

৬| ১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৪০

অতৃপ্তনয়ন বলেছেন: খুব সুন্দর লিখেছেন। ভাল লাগলো


অপ্সরা আপুর কবিতাতেও +++++

১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই। অনেক প্রেরণা পেলাম।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন

৭| ১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৪৭

শূন্যনীড় বলেছেন: শ্রদ্ধাঞ্জলি রইল ইতিহাসের মহানায়ক এঁর প্রতি


কবিতায় +++++

অপ্সরা আপুর কবিতাতেও +++++++++++

১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন।

শুভেচ্ছা ও অভিনন্দন।

৮| ১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৪৯

তৌহিদ ইসলাম রোবন বলেছেন: দুটো কবিতা একসাথে পড়লাম.. ভালোলেগেছে দুটোই

১৭ ই মার্চ, ২০১৭ সকাল ১০:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দুটোই পড়েছেন জেনে অনেক অানন্দিত হয়েছি ভাই। অনেক অনেক প্রেরণা পেলাম মন্তব্যে।

শুভকামনা রইল সবসময়

৯| ১৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৫

অতঃপর হৃদয় বলেছেন: ভাল লাগা রইল। সুন্দর হয়েছে।

১৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে উৎসাহিত হলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন। প্রশংসাটুকু আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিনগুলিতে।

শুভেচ্ছা ও শুভকামনা রইল।

১০| ১৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৮

ধ্রুবক আলো বলেছেন: বঙ্গবন্ধুকে নিয়ে লেখার জন্য ধন্যবাদ

১৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা রইল মন্তব্যে। প্রেরণা হয়ে থাকবেন ভাই।

শুভকামনা সবসময়।

১১| ১৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: জাতির জনকের জন্মদিনে তাঁর জন্য যোগ্য সম্মান। মুগ্ধতা রেখে গেলাম। একটা লাইকও দিলাম।

১৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতাটা লিখে সকালে যখন পোষ্ট করি, তখন একটু ভয়ই ছিল মনে। আপনার মন্তব্য পড়ে ভয় পুরোপুরিভাবে কেটে গেলো। মানের দিক থেকে নিম্ন হতেই পারে কিন্তু খারাপ হয়নি আপনার মুগ্ধতা পেয়ে বুঝতে পারলাম। লাইক পেয়ে ধন্য হলো আমার ছয় ঘন্টার চেষ্টা।

শুভকামনা রইলো প্রিয় কবি।

১২| ১৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রিয়তেও রাখলাম।

১৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় প্রিয় কবি। আমার সামান্য কবিতা আপনার প্রিয়তে জায়গা পেয়েছে জেনে তৃপ্তির সাথে মুগ্ধতা জানাচ্ছি। প্রেরণা হয়ে থাকবেন আমার আগামী দিন গুলিতে।

শ্রদ্ধা আর ভালোবাসায় শুভকামনা।

১৩| ১৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৪

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

১৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো ভাই মন্তব্য পেয়ে। এটুকুই প্রেরণা হয়ে থাকবে আমার।

শুভকামনা জানবেন। শুভেচ্ছা।

১৪| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪১

টুনটুনি০৪ বলেছেন: ভাল কবিতা। লাইক দিলাম এবং প্রিয়তে নিলাম।

১৮ ই মার্চ, ২০১৭ সকাল ৭:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে ধন্য হলাম আপু। প্রিয়তে জায়গা দেয়ায় কৃতজ্ঞতা জানবেন। আপনার মন্তব্য আমাকে অনুপ্রাণিত করবে সবসময়।

শুভেচ্ছা ও শুভকামনা রইল।

১৫| ১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০০

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল কবিতা ।
বীর বাংগালি অস্র ধর
বাংলাদেশ স্বাধিন কর
এই ডাকেই সকলে মোরা
অস্র ধরেছিলাম ।

মনে পরে কামারের কাছ হতে
গায়ের ছেলে বুড়ো সকলেই
বড় বড় ছুড়ি বল্লম বানিয়েছিলাম,
তীর ধনুক দিয়ে বন্ধুরা মিলে
যুদ্ধের মহরা দিয়েছিলাম ।

সিনিয়র ইউটিসি ভাইদের কাছে
হাফ পেন্ট পড়ে লেফট রাইট করে
সৈনিক হওয়ার প্রস্তুতি নিয়ে ছিলাম
মুখে ছিল জয় বাংলা অন্তরে ছিল
দুর্দমনীয় শক্তি , তাই আজ ভক্তি
ভরে স্বরণকরি সেই মহান নেতাকে
যার প্রেরণাতেই বাংগালি করেছিল
মুক্তিযুদ্ধ । স্বাধিন বাংলা বেতার
কেন্দ্র হতে প্রতিদিন বংগবন্ধুর
বজ্রকন্ঠ না শুনা হলে মনে হত
এই বুজী মুক্তিযুদ্ধ হয়ে গেছে
বন্ধ । তাঁর কথা বলে যাবেনা
করা শেষ , তাকে শুধু বিনম্র
শ্রদ্ধাটুকুই জানাতে পারি ।

অনেক অনেক শুভেচ্ছা রইল ।

১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ বাস্তব অনুভূতি শুনালেন ভাই। দারুণ একটা কবিতা উপহার দিলেন ভাই, যা আমাকে মুক্তিযুদ্ধের বাস্তবতা অনেকটা বুঝিয়ে গেল। অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। শুভকামনা রইল।

( একটা বিষয় আমাকে মাঝেমধ্যে ভীষণ ভাবায় আর অপরাধ জাগায় মনে। তা হলো, আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান। আপনিও একজন বীর মুক্তিযোদ্ধা। সেই সুবাদে আপনাকে আমার চাচা, কাকা, বলে সম্বোধন করা উচিৎ, কিন্তু ভাই বলে সম্বোধন করি। এটা আমাকে মাঝেমধ্যে খুব লজ্জা দেয় মনে মনে। আপনি কিছু মনে করেন না'তো? চাঁদগাজী উনিও একজন মুক্তিযোদ্ধা, ওনাকেও ভাই বলে সম্বোধন করি। এরকম আরও অনেই আছেন, যাদের ব্লগে ভাই বলে সম্বোধন করি। তবে আমি সবাইকে শ্রদ্ধা ভরেই স্মরণ করি সবসময়।
ভাই সম্বোধনে যদি সামান্য কষ্ট পেয়ে থাকেন তো ক্ষমা করবেন।)

অনেক উৎসাহ ও প্রেরণা পেলাম আপনার মন্তব্য পড়ে। কৃতজ্ঞতা জানবেন। শুভ প্রত্যাশা সবসময়।

১৬| ১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গুনি কবির কাছে প্রশংসা পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে, ধন্য হয়েছে আমার সামান্য লেখাটি। প্রেরণা হয়ে থাকবেন আমার আগামী দিনগুলিতে।

অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা আপনার জন্য।
শুভকামনা রইল আপু ♥

১৭| ১৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০২

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ নাঈম ভাই । লিখে যান এমন কবিতা অনবরত
পাঠে এই বয়সেও মনে আনে উম্মাদনা , মনে হয় ঝাপিয়ে
পরি নব উদ্যমে দেশ সেবার কাজে । আমি খুবই
আশাবাদি বাংলাদেশ অচিরেই উঠে আসবে উন্নত
সম্পদশালী বিশ্বের কাতারে , বঙ্গবন্ধু বলেছিলেন
বাংগালী যখন জাগতে শিখেছে তখন কেও তাকে
দাবিয়ে রাখতে পানবেনা । আমাদের টেলেন্টেড
কোটি কোটি নব প্রজন্ম এ দেশের সম্পদ যা ট্রিলিয়ন
ট্রিলিয়ন ডলার থেকেও দামী । এই প্রতিযোগীতামুলক
বিশ্বে কেও অআমাদের সাথে পেরে উঠবেনা , শুধু
প্রয়োজন অদম্য মনোবল নিয়ে সামনে এগিয়ে চলা ।

ভাই এর থেকে বড় মধুর ডাক আর কি হতে পারে
আপনিই বলুন । চাচা, খালু , মামু হতে হলে পারিবারিক
সম্পর্কে যুক্ত হতে হয় , এর বাইরে বয়স্ককে কেও চাচা খালু
মামু বলে সংবোধন করাকে আমি অশোভন মনে করি।

অনেক সময় দেখা যায় এই নামে কাওকে সম্বোধন করে
তাকে হয় স্বরণ করিয়ে দেয়া হয় তুমি বুড্ডা হয়ে গেছ না
হয় এর মাঝে থাকে একটা প্রচ্ছন্ন অবজ্ঞা, মানে তুমি আমার
ভাই বলে ডাকার যোগ্য নও , এমন একটি মনোভাব , কারণ আমি
সম্পদশালী রাজনৈতিক নেতাকে সে বুড়া থুর থুরা হলেও তাকে
ভাই বলে ডাকা হয় বলে দেখেছি, অপর দিকে একজন সাধারণ
গোবেচারা টাইপের আধা কাঁচা পাকা চুলের মানুষকে চাচা কিংবা
আংকেল বলে করা হয় সংবোধন , একে কিভাবে দেখবেন ।
আমি এমনটি কভু দেখেনি যেখানে অপরিচিত বয়স্ক কাওকে
ভাই বলে ডাকা হলে তিনি বিব্রত হন , বরং চাচা খালু মামু বলে
ডাক দিলে তিনি সেটাকে সহজভাবে নেননা , নীজে নীজেই
সম্পর্কের মাঝে দুরত্ব সৃস্টি করে নেন । সম্পর্কের অন্তরঙ্গতা
হয় তিরোহিত , যা মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ জাগাতে হয়
ব্যর্থ । এর ফল হয় বিবিধ যা আমাদের দেশের ক্ষয়িষ্ণু
সামাজিক ব্যবস্থার দিকে দৃষ্টি দিলেই দেখা যায় । যাহোক
ধন্যবাদ জানাতে গিয়ে অনেক কথা বলে ফেললাম ।

শুভেচ্ছা রইল ।

১৯ শে মার্চ, ২০১৭ রাত ৯:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর করে উদ্যমের কথা শুনলাম। আসলে আমি আগেকার দিনের মানুষদের মধ্যে মুক্তিযোদ্ধাদের মাঝে সবসময় উম্মাদনা দেখি। আমি যতজন মুক্তিযোদ্ধার সাথে কথা বলেছি, মুগ্ধ হয়েছি তাঁদের কথায়, এখনো তাঁদের মাঝে, তাঁদের কথায় আগুন দেখি, নতুন উম্মাদনা দেখি। যা বর্তমান তরুণদের মাঝেও খুঁজে পাই না। শ্রদ্ধা নত হয়ে যাই মুক্তিযোদ্ধাদের মনের জোড় এর কাছে।

যাক, আপনার মন্তব্য অামাকে অনেকদিনের আত্ম সংকোচতা ঘুচিয়ে গেল। শুধু ব্লগে না, এই সমস্যাটা আমার বাস্তব জীবনেও। আমি ভাই বলার মাঝে আন্তরিকতা খুঁজে পাই, সাচ্ছন্দ বোধ করি। কিন্তু পরক্ষণে একা একা ভাবি, হয়তো এটা আমার ঠিক হয় না। মনের মধ্যে কেমন যেন একটা জড়তা এসে যায়। আজ বিষয়টা পরিষ্কার হলো। অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন।

ভ্রাতৃত্ববোধে জেগে থাকুক বিশ্ব মানবতা।

শুভকামনা রইল ভাই। অনেক অনেক শ্রদ্ধা আর ভালোবাসা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.