নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

আমি কার...?

৩১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০০


একটি প্রশ্ন, আমার জীবনকে তুলছে বিষিয়ে;
বারবার আমার হৃদয় দোয়ারে নাড়ছে কড়া।
চাইছে উত্তর সমাধান, করছে আত্ম চিৎকার;
বড়ই বিস্মিত আমি শুনে এ প্রশ্ন 'আমি কার'?

নির্বাক যেন আমি স্তব্ধ বসেই আছি চুপচাপ;
এ কেমন প্রশ্ন, কেমন ইচ্ছে আমাকে জানার!
কি বলবো! কিইবা হবে আমার সঠিক উত্তর!
মন কি বলে, আমি কি শুধুই কেবল আমার!?

আমি দেখি ক্ষুধার সাথে যুদ্ধ করে চলা ভিক্ষুক,
পথ শিশুর ক্ষুধার্ত মলিন মুখ ভেসে ওঠে বারবার;
ঘামে ভিজে ভরা এই শীতে ক্লান্ত শ্রমিকের মুখ,
ভয়ে কম্পিত বুক কৃষকের দুষ্টের জয় জয়কার!

মহাজনের উদ্যত আচরণ, গরীবের হাহাকার,
শোষিতের দীর্ঘশ্বাসে ভারী আজ আকাশ বাতাস;
দুষিত আজি মানুষের বিবেক অন্তর, চারিধার!
কাপুরুষের মতো সহজেই বলি 'আমি আমার'!!

আমার সকল চোখ বন্ধ, বিবেকের বন্ধ দুয়ার,
হায়রে! কেন এত স্বার্থপর আমি! দেই ধিক্কার;
নাপারি চিনতে নিজকে, দুর্বলের পাশে দাঁড়াবার!
বড় বিস্ময়, রহস্যময় অদ্ভুত এ প্রশ্ন 'আমি কার'?

(ছবিটি আহমেদ জী এস ভাইয়ের ব্লগ থেকে নেয়া)

মন্তব্য ৪০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:

"চাইছে উত্তর সমাধান, করছে আত্ম চিৎকার;
বড়ই বিস্মিত আমি শুনে এ প্রশ্ন 'আমি কার'? "

-এটা গড্ডালিকা টাইপের প্রশ্ন; মানুষ, পরিবার, সমাজের ও দেশের নাগরিক।

৩১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আজ কেন যেন বারবার এমন প্রশ্ন হচ্ছে আমার মনে। আমি কি শুধুই আমার? আমি পরিবারের, আমি সমাজের, আমি দেশের। খুব সুন্দর। কিন্তু আজকাল এইরকম কতজন চিন্তা করছে? সবাই তো নিজেকে নিয়েই ব্যস্ত। পরিবারের দিকে যেটুকু দায়িত্বশীল তাও যথেষ্ট নয়। আর সমাজের দিকে তো দায়িত্বশীলতার কোন লক্ষ্যণই দেখা যায় না। দেশের কথা কয় জনেই বা ভাবছি। সবাই কেবল নিজেকে নিয়েই ব্যস্ত। একটু নিচে দেখুন এই নিজেকে নিয়ে ব্যস্ত আমাকে ধিক্কার জানিয়েছি।

মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন, শ্রদ্ধা সবসময়।

২| ৩১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২২

চাঁদগাজী বলেছেন:



-এটা গড্ডালিকা টাইপের প্রশ্ন; মানুষ পরিবারের সদস্য, সমাজের অংশ ও দেশের নাগরিক।

৩১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বর্তমান সমাজের চিত্র দেখে এমন গড্ডালিকা প্রশ্নের জন্ম নেওয়াটাই কি স্বাভাবিক নয়? আপনার উত্তরে বলা কথাগুলোর কি যথাযথ ব্যবহার হচ্ছে? সবাইতো কেমন যেন ব্যক্তিকেন্দ্রিক হয়ে পড়ছে। দায়িত্বশীলতার বড্ড অভাব সমাজে।

মন্তব্যে আমার জানা হলো প্রশ্নের উত্তর। কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা সবসময়।

৩| ৩১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

তোমার জন্য মিনতি বলেছেন: অসাধারণ ভাই। দারুণ চেষ্টা। খুব ভালো লাগলো আপনার প্রশ্ন
কবিতায় লাইক রইল ভাই +++++

৩১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো আপনার মন্তব্য। সবসময় পাশে থাকায় কৃতজ্ঞতা জানবেন।

সত্যিই কি ভালো লেখতে পেরেছি ? আমার কেমন যেন অতৃপ্তি।

ভালোবাসা জানবেন ভাই।

৪| ৩১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এমন কবিতাই দরকার। ভাল থাকুন প্রিয় কবি।

৩১ শে মার্চ, ২০১৭ রাত ৮:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দোআ করবেন প্রিয় কবি চৌধুরী ভাই। আপনার উৎসাহ আমাকে অনুপ্রাণিত করে সবসময়।
মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন ভাই।
শুভকামনা সবসময়।

৫| ৩১ শে মার্চ, ২০১৭ রাত ৮:০১

তোমার জন্য মিনতি বলেছেন: হ্যা ভাই, আমার কাছে ভালই লেগেছে

"
আমি দেখি ক্ষুধার সাথে যুদ্ধ করে চলা ভিক্ষুক,
পথ শিশুর ক্ষুধার্ত মলিন মুখ ভেসে ওঠে বারবার;
ঘামে ভিজে ভরা এই শীতে ক্লান্ত শ্রমিকের মুখ,
ভয়ে কম্পিত বুক কৃষকের দুষ্টের জয় জয়কার!

মহাজনের উদ্যত আচরণ, গরীবের হাহাকার,
শোষিতের দীর্ঘশ্বাসে ভারী আজ আকাশ বাতাস;
দুষিত আজি মানুষের বিবেক অন্তর, চারিধার!
কাপুরুষের মতো সহজেই বলি 'আমি আমার'!!" এমন করে কয় জনেই বা ভাবে ভাই। স্যালুট আপনা চিন্তাভাবনাকে।
শুভকামনা সবসময়।

৩১ শে মার্চ, ২০১৭ রাত ৮:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা রইল ভাই, দ্বিতীয় বার এসে এমন সুন্দর মন্তব্য রেখে যাওয়ার জন্য।

অনেক অনেক ভালোবাসা ভাই। শুভকামনা সবসময়।

৬| ৩১ শে মার্চ, ২০১৭ রাত ৮:৪৪

অতৃপ্তনয়ন বলেছেন: অনেক ভালো লাগা রইল কবি। এমন চিন্তাভাবনা ভালো লক্ষণ, কবিতায় লাইক +++++

৩১ শে মার্চ, ২০১৭ রাত ৯:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্য পেয়ে আনন্দিত হলাম ভাই। প্রশংসাটুকু আমাকে অনুপ্রাণিত করবে।

ভালোবাসা জানবেন সবসময়

৭| ৩১ শে মার্চ, ২০১৭ রাত ৮:৫৯

শূন্যনীড় বলেছেন: অনেক অনেক ভালো লাগা রইল কবিতায়
প্রথম মন্তব্যের প্রতিউত্তরে মুগ্ধতা রইল কবি

৩১ শে মার্চ, ২০১৭ রাত ৯:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক মুগ্ধতা আপনার মন্তব্যেও।
চাঁদগাজী ভাইয়ের মন্তব্য সবসময় এরকম। আমার ভালো লাগে। সমালোচনা তো থাকবেই। সমালোচনাই তো আলোচনাকে শুদ্ধতা দেয়।

অনেক ধন্যবাদ ভাই। শুভকামনা সবসময়।

৮| ৩১ শে মার্চ, ২০১৭ রাত ৯:২২

ধ্রুবক আলো বলেছেন: আমি কার? আপনি সকলের, দেশের মানুষের, নিজের পরিবারের।
লেখাটা খুব ভালো হয়েছে, একদম অন্যরকম। অভিনন্দন, +++

৩১ শে মার্চ, ২০১৭ রাত ১০:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা ভাই মন্তব্যে। আমি প্রেরণা পেলাম আগামী দিনের। প্রশংসাটুকু আমাকে অনুপ্রাণিত করবে সবসময়।

শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন ভাই।
শুভকামনা সবসময়।

৯| ৩১ শে মার্চ, ২০১৭ রাত ৯:২২

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনি অন্য কারো না; আপনি আমাদের প্রিয় ভাই-ব্রদার .......

৩১ শে মার্চ, ২০১৭ রাত ১০:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দোআ চাই ভাই। আমি যেন এভাবেই আপনাদের সবার ভাই ব্রাদার হয়ে ভালোবাসা নিয়ে বাঁচতে পারি। আমি সবার মাঝেই থাকতে চাই, আমি যেন শুধু আমার মাঝেই বদ্ধ না থাকি।

অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে। ভালোবাসা সবসময়। শুভকামনা রইল ভাই।

১০| ৩১ শে মার্চ, ২০১৭ রাত ১০:২২

আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,



আমি, তুমি , আমরা কেউ-ই কারো নই । কারো কেউ নইকো আমি, কেউ আমার নয় । আমরা যার যার । আমরা যার যার বলেই এমন কবিতা আপনাকে লিখতে হবে আরও হাযার বার ।

( "দোয়ারে" শব্দটাকে " দুয়ারে" করে দিন । "দোয়ার"টাকে করুন "দুয়ার " । )

৩১ শে মার্চ, ২০১৭ রাত ১০:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, আমরা সবাই কেবল নিজেকে নিয়েই চিন্তা করি! সমাজের প্রতি, দেশের প্রতিও যে আমাদে কিছু দায়িত্ব আছে তা ভুলে থাকি। সমাজের নানা অনাচার দেখেও চুপচাপ থাকি স্বার্থপরের মতো। আমরা দিনদিন ব্যক্তিকেন্দ্রিক হয়ে পড়ছি। আমাদের এ থেকে বের হয়ে আসা উচিৎ। আমরা যেন সবাই সবার জন্য হতে পারি এমনটাই কাম্য আমার।

বড় ভাইদের মন্তব্য আমি সবসময় কামনা করি, কারণ বড় ভাইদের মন্তব্যে সবসময় কিছু শিখার থাকে, নিজেকে শুধরে নেয়া যায়। আমার ভালো লাগে।

অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে। এখনই ঠিক করে নিচ্ছি ভাই।
শুভকামনা সবসময়।

১১| ৩১ শে মার্চ, ২০১৭ রাত ১০:৫২

শূন্যনীড় বলেছেন: আমাকে দেয়া প্রতিউত্তরে লাইক দিয়ে গেলাম ভাই। আপনার সাথে আমিও একমত

শুভকামনা আপনার জন্য।

৩১ শে মার্চ, ২০১৭ রাত ১১:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগলো ভাই আপনার একমতে।

অপনার জন্যও অনেক অনেক শুভকামনা। ভালোবাসা সবসময়।

১২| ৩১ শে মার্চ, ২০১৭ রাত ১০:৫৮

নীলপরি বলেছেন: মন থেকে প্রশ্ন তুলেছেন কবিতাতে । যা অন্যকে উত্তর খুঁজতে বাধ্য করবে ।

ভালো লাগলো ।

৩১ শে মার্চ, ২০১৭ রাত ১১:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অন্য কেউ যদি আমার এই প্রশ্নের উত্তর খুঁজে তবেই তো আমার লেখাটি স্বার্থক আপু।

ভালো লাগা জেনে উৎসাহিত হয়েছি, অনুপ্রাণিত করবে আমাকে আগামীর পথে। প্রেরণা হয়ে থাকবেন আপু। মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনা সবসময়।

১৩| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: মানবতাবাদী কবিতার জন্য ধন্যবাদ। আমরা সত্যিই সব সময় এমনটি করে ভাবী না।

০১ লা এপ্রিল, ২০১৭ রাত ১:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম ভাই। আপনার মন্তব্য আমাকে অনুপ্রাণিত করবে সামনের দিনে। প্রেরণা হয়ে থাকবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

১৪| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৫

সাদা মনের মানুষ বলেছেন:

০১ লা এপ্রিল, ২০১৭ রাত ১:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক তৃপ্তি পেলাম ভাই। এমন ক্রান্তিলগ্নে এককাপ চা'য়ের খুব দরকার ছিল। মুগ্ধতা জানবেন ভাই।

বড় দুঃখজনক লাগছে আমার এই কবিতাটি চুরি হয়েগেছে! ফেসবুকে সার্চ দিয়ে চারজনকে পাইলাম। একজন তো কবিতার নিচে কাজী নজরুল ইসলাম নাম লিখে রাখছে! কন ভাই, হাসমু নাকি কাঁদমু। আমি সবগুলি "আসেন লেখা চোর দেখি" গ্রুপে শেয়ার করেছি।

১৫| ০১ লা এপ্রিল, ২০১৭ দুপুর ১:০২

তারেক ফাহিম বলেছেন: মানবতা নিয়ে কত সুন্দর একটি কবিতা!! খুব ভাল লাগল, সত্যি কবিতায় এই ধরনের চিন্তা ভাবনা খুবই বিরল। কবিতাটি পড়ে মুগ্ধ হলাম।

০১ লা এপ্রিল, ২০১৭ দুপুর ২:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্য পড়ে অনেক অনেক উৎসাহিত ও প্রেরণা পেলাম ভাই। দোআ করবেন।

শুভেচ্ছা জানবেন, শুভকমনা রইল

১৬| ০১ লা এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাটি নিজের কাছে যেমন নিজেকে জানার প্রয়াস ব্যাক্ত করেছে আবার তাদের কথাও সুন্দর করে বলেছে যারা যাপিত যাপন করছেন। কিন্তু সবার অন্তরেই
এই সত্য টুকু আছে কেহ উপলদ্ধি করতে পারে কেহ না। যারা পারে তাদের হাত থাকে সঙ্কুচিত অন্তর কাঁদে। ভাল থাকবেন। কবিতা অনেক ভাল হয়েছে। আপনার ভাই কেমন আছেন?

অফটফিক; অাড্ডা ছেড়ে দিলেন নয়ন ভাই। অামি আপনার ভাইয়ের অসুস্থতার কথা আড্ডা ঘরে জানাইছি। সবাই দোয়া করছেন। কিছু পরামর্শও রেখেছেন। সময় হলে অাসবেন।

০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৯:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই, আমার কবিতার মূল কথা আর মনের কথাগুলোই বলে গেছেন মন্তব্যে। অনেক অনেক কৃতজ্ঞতা ভাই সুন্দর মন্তব্যের জন্য।

ছোট ভাই এখন মোটামুটি সুস্থ। আজই এখন বাসায় আসলো ঢাকা হার্ড ফাউন্ডেশন থেকে। এখন ভাবছি মাদ্রাজ বা ইন্ডিয়ার যেখানে ভালো হার্ডের চিকিৎসা হয় সেখানে নেয়ার। দোআ করবেন ভাই।

আড্ডা ঘরে সত্যি অনেকদিন ঢুকিনি। ভুলে যাইনি ভাই। আসলে ব্লগে কেমন যেন অনিয়মিত ছিলাম এতোদিন। মাঝেমধ্যে ঢুকে প্রতিউত্তর দিয়েই বেরিয়ে গেছি। সামনে যদি ভালো কোন পোষ্ট পড়েছে তো একটু মন্তব্য করে গেছি। আড্ডা ঘরে যাওয়ার ইচ্ছা হয়েছে, তবুও যাইনি। ভাবছি আমার কষ্টের সময় বলে সবার মন খারাপ করার কোন মানেই হয় না। যাবো ভাই এখন। আজ অনেকক্ষণ থাকবো আড্ডাতে।

অনেক অনেক ভালোবাসা জানবেন ভাই। আপনাকে ভুলে থাকা সম্ভব না ভাই।

১৭| ০১ লা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২২

অতঃপর হৃদয় বলেছেন: মানবতার কবিতা। সুন্দর হয়েছে, ভালো থাকুন।

০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৯:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক অনুপ্রাণিত হলাম ভাই আপনার প্রশংসা পেয়ে। প্রেরণা হয়ে থাকবেন।

আপনার জন্যও শুভকামনা। ভালো থাকবেন সবসময়।

১৮| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৪

জুন বলেছেন: আমার সকল চোখ বন্ধ, বিবেকের বন্ধ দুয়ার,
হায়রে! কেন এত স্বার্থপর আমি! দেই ধিক্কার;
না পারি চিন্তে নিজেকে, দুর্বলের পাশে দাঁড়াবার!

এটাই বাস্তব নয়ন । আত্মজিজ্ঞাসার কবিতায় অনেক ভালোলাগা রইলো ।
+

০১ লা এপ্রিল, ২০১৭ রাত ১০:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক প্রেরণা পেলাম আপু আপনার মন্তব্যে। আমি ধন্য, আমার লেখা পূর্ণতা পেল।

আমাদের আত্মজিজ্ঞাসা থাকতে হবে আপু। সমাজে বিবেকবান লোকের দেখা পাওয়া খুব অভাব। অাসলে যে বিবেকবান লোকের অভাব তা কিন্তু না। কিন্তু বিবেকবান মানুষরা কোণঠাসা দুষ্ট লোকের ভিড়ে। ভালো লোকদের সমাজে আতেল উপাদি নিয়ে চলতে হয়। উৎসাহ আর মর্যাদার অভাব। আমরা নিজেকেই চিন্তে পারিনা, তাই ভালো লোকদের সম্মান করতে জানিনা। তাই আমাদের সকলের আত্মজিজ্ঞাসা থাকা উচিত, ভালো কাজে উৎসাহ, ভালো লোকদের সম্মান করা উচিৎ। এই সম্পর্কে সামাজিক সচেতনতা বাড়ানো উচিৎ।

অনেক বকবক করে ফেললাম আপু। বিরক্ত হলে ক্ষমা করবেন।

আপনার মন্তব্যে অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন। শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন। শুভকামনা রইল।

১৯| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ১০:১৭

আহা রুবন বলেছেন: কবিতায় অসহায়দের কথা বলার মানুষের সংখ্যা কমে আসছে। ভাল লাগল।

০১ লা এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম ভাই মন্তব্যে। ভালো লাগাটুকু আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিনে।

শুভকামনা জানবেন ভাই।

২০| ০২ রা এপ্রিল, ২০১৭ ভোর ৫:০৯

ডঃ এম এ আলী বলেছেন: নীজকে নিয়ে দারুন অনুভবের কবিতা ।
ভাল লাগল পাঠে ।
চিন্তে শব্দটি সম্ভবত চিনতে কিংবা জানতে হবে
অনেক শুভেচ্ছা রইল ।

০২ রা এপ্রিল, ২০১৭ ভোর ৫:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম ভাই মন্তব্যে। প্রশংসাটুকু আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিনে।

হ্যা ভাই, ঠিকই বলেছেন, চিন্তে লেখাটা চিনতে বা জানতেই বুঝিয়েছি। লাইন সামঞ্জস্যতা বজায় রাখতেই সম্ভবত লিখে ফেলেছিলাম। তেমন গুরুত্ব দেইনি। এখন ঠিক করে নিচ্ছি ভাই।

অনেক অনেক শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন ভাই।
শুভকামনা সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.