নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

ক্ষমা করো মোরে

২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১২



কোথায় না খুঁজেছি...
আকাশের চন্দ্র তারায়- মেঘের আড়ালে।
দিনের আলোতে, পূর্ণিমায়- রাতের আঁধারে।।

কেমনে বুঝাব ভালোবাসি,
আমার সকল বিশ্বাস, সত্ত্বায়- আমার অস্তিত্বে।
তুমি ধ্যান, ভক্তি, উদারতায়- সর্বত্র মর্মে মর্মে।।

আকাশ পাতাল ঘুরেছি,
স্বর্গ, নরক, দুঃসহ যন্ত্রণায়- পুড়েছি মনুষ্যত্বে
ঘুমের মাঝে বা জাগনায়- জীবনের বাঁকে বাঁকে।

কোথাও নেই যে তুমি,
আছো, হাসি কান্না ভাবনায়- আমার স্বপন জুড়ে।
রয়েছো মনে মিশে, হায়- দেখিনি তোমারে!!

সুন্দর তুমি, এ মন পূঁজারী,
দর্শনে ওই মুখ সহসায়- সবকিছু ভুলে।
যদি পেয়ে যাই, ভাগ্য-পরিক্রমায়- অনুক্ষণে।।

মন মন্দিরে তোমারে সৃজি,
সময়ের ভাঁজে ভাঁজে, পূঁজায়- স্মরি তোমারে।
প্রেম জাগরণে, মোহনায়- জীবনের পাড়ে।।

তোমারে নয়, নিজেকে ভুলি,
ডুবেছি জাগতিক বাসনায়- নিজ রেখেছি লুকিয়ে।
নিজের কৃষ্টি খুঁজিনি, ধরায়- কোনো কাজে কর্মে।।

আমি পাপি তাই, অনুতাপী,
এতো ভালোবাসি তোমায়- হারায়েছি তব সবে।
নিজেরি দোষে, ভুল কামনায়- ক্ষমা করো মোরে।।




(রি-পোষ্ট, লিখেছিলাম- ১৬ জানুয়ারি ২০১৭ইং এবং প্রকাশ করেছিলাম।)

মন্তব্য ৪৪ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২০

চাঁদগাজী বলেছেন:


সবকিছু, সকল কথা, সকল আরাধনা একদিন ফিরে আসে নিজের কাছে।

২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, আপনার সাথে একমত। অনেক দামী কথা বলে গেছেন গুরু।
দোআ করবেন।

মন্তব্য পেয়ে কৃতজ্ঞ রইলাম।
শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন।
শুভকামনা রইল আপনার জন্য।

২| ২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২২

বিদেশে কামলা খাটি বলেছেন: উত্তম কবিতা।

২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনুপ্রাণিত করবে আমার আগামী দিনগুলিতে, শুভেচ্ছা জানবেন ভাই। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।


কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে।

৩| ২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

ভ্রমরের ডানা বলেছেন:




চমৎকার!

২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসাটুকু আমাকে সামনের দিনে অনুপ্রাণিত করবে ভাই। প্রেরণা হয়ে থাকবেন।


শুভকামনা রইল ভাই।

৪| ২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১১

ধ্রুবক আলো বলেছেন: অসাধারণ লেখনি ++++ খুব সুন্দর লিখেছেন।

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম ভাই। প্লাসগুলো অনুপ্রাণিত করবে আমাকে আগামী দিনগুলিতে।

শুভকামনা রইল ভাই

৫| ২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

ধ্রুবক আলো বলেছেন: আমি পাপি তাই, অনুতাপী,
এতো ভালোবাসি তোমায়- হারায়েছি তব সবে।
নিজেরি দোষে, ভুল কামনায়- ক্ষমা করো মোরে।।

খুব সুন্দর বহিঃপ্রকাশ

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসাটুকু প্রেরণা হয়ে থাকবে ভাই।

কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে।
শুভকামনা সবসময়।

৬| ২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় প্লাস। খোঁজি যাকে তাঁরি তরে সকল মিনতি অর্পণ হউক সারা।

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতায় প্লাস পেয়ে উৎসাহিত হলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন আগামী দিনগুলোতে।


হ্যা ভাই, খুঁজি যারে তারই তরে সকল মিনতি।

শুভকামনা জানবেন ভাই।

৭| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০৬

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে আমার সামান্য লেখাটা ধন্য হলো ভাই।

শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন প্রিয় কবি ভাই।
শুভকামনা সবসময়।

৮| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০৮

বিদ্যুৎ বলেছেন: নিজে সুন্দর করে লিখতে পারিনা বটে তবে এই সুন্দর কবিতা না পড়ে থাকতে পারলাম না। বেশ চমৎকার কবিতা। খুব ভাল লাগল।

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা দিয়ে গেলেন ভাই মন্তব্যে, সামনের দিনগুলিতে আপনার প্রশংসাটুকু আমাকে অনুপ্রাণিত করবে সবসময়।
ভালো লাগায় কৃতজ্ঞতা জানবেন ভাই।

অনেক ভালো লিখেন ভাই অবশ্যই। দোআ রইল ভাই আপনার জন্য।
ব্লগে এসেই আমার লেখার প্রেরণা পেয়েছি। ব্লগে সবার কাছে আমি চিরকৃতজ্ঞ সেজন্য।
দোআ করবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

৯| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২৬

নীলপরি বলেছেন: কেমনে বুঝাব ভালোবাসি,
আমার সকল বিশ্বাস, সত্ত্বায়- আমার অস্তিত্বে।
তুমি ধ্যান, ভক্তি, উদারতায়- সর্বত্র মর্মে মর্মে।।


ভালো লাগলো । +++++++

শুভকামনা ।

২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম আপু। এত্তগুলো প্লাস পেয়ে সত্যিই অনেক আনন্দিত। অনেক উৎসাহিত হলাম আপু। প্রেরণা হয়ে থাকবেন আমার আগামী সময় গুলোতে।

আপনার জন্যও অনেক অনেক শুভকামনা,

১০| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন:
হুম, এর আগেও একবার পড়েছিলাম !

২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, শুধু পড়েননি, আগের বার খুব সুন্দর একটা মন্তব্য করে রেখেছিলেন। আমার লেখালেখি যাদের প্রেরণা উৎসাহে অনুপ্রাণিত তাদের মধ্যে আপনি অন্যতম ভাই। প্রথম নিকটার শুরু থেকেই আপনার উৎসাহ আমাকে অনেক সাহসী করেছে।

শুভকামনা জানবেন ভাই।

১১| ২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৪

কাছের-মানুষ বলেছেন: চমৎকার হয়েছে ।
কবিকে অভিনন্দন রইল ।
++

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক প্রেরণা পেলাম ভাই। একদম কাছের মানুষের মতোই আন্তরিক উৎসাহ মন্তব্যে । প্রেরণা হয়েই থাকবেন সবসময়।

আপনাকেও অভিনন্দন ভাই। ভালোবাসা জানবেন।
শুভকামনা সবসময়।

১২| ২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

ফারহানা শারমিন বলেছেন: অনেক ভাল লাগল।শুভ কামনা।

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্য পেয়ে অনেক উৎসাহিত হলাম আপু। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।

অনেক অনেক শুভকামনা আপনার জন্যও।

১৩| ২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো।

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে উৎসাহিত হলাম কবি ভাই। প্রেরণা হয়ে থাকবেন।

শুভকামনা রইল।

১৪| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৯

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর হয়েছে! :)


প্লাস!:)

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসিত হয়ে অনেক সাহসী হলাম ভাই। প্লাসটা আমাকে অনুপ্রাণিত করবে সামনের দিনে।

অনেক অনেক শুভকামনা রইল প্রিয় ভাই।

১৫| ২২ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:৪৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: শুভকামনা রইলো

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেকদিন পর প্রিয় বাবু ভাইয়ের কাছ থেকে উৎসাহ পেলাম। কেমন আছেন ভাই।

শুভকামনা আপনার জন্যও। সুস্থ সুন্দর হোক আপনার প্রতিটি দিনক্ষণ।

১৬| ২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৩

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: বেশ ভালো লিখেছেন। জটিল শব্দ প্রয়োগ। অসাধারণ দর্শন!

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম প্রিয় কবি ভাইয়ের কাছে প্রশংসা পেয়ে। অভিনন্দন জানবেন।

প্রেরণা হয়েই আছেন, থাকবেন সামনের দিনগুলিতে।
অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা জানবেন ভাই।

১৭| ২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৯

অতঃপর হৃদয় বলেছেন: +++++++
+++++++
+++++++

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা আর উৎসাহ পেলাম ভাই। এত্তগুলো প্লাস আশির্বাদ হয়ে থাকুক।

শুভকামনা জানবেন ভাই।


আপনার আম্মার অসুখ কি কমেছে ভাই, দোআ করি তাড়াতাড়ি আল্লাহ্ তাঁকে সুস্থতা দান করুক।

১৮| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৪

তোমার জন্য মিনতি বলেছেন: যতো পড়ি ততোই ভালো লাগছে। সত্যিই অসাধারণ লিখেছেন


কোথাও নেই যে তুমি,
আছো, হাসি কান্না ভাবনায়- আমার স্বপন জুড়ে।
রয়েছো মনে মিশে, হায়- দেখিনি তোমারে!! " সবার মনেই খোদা আছেন, আমরা বুঝি না। আমাদের নিজের মনকে চেনার চেষ্টা করা উচিৎ।

সবার আগে আমরা মানুষ

শুভকামনা রইল, ভালোবাসা রাখছি কবি মনে

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক প্রেরণা পেলাম ভাই পড়েছেন জেনে। ভালো লাগাটুকু আমাকে অনুপ্রাণিত করবে ভাই।

শুভকামনা রইল, ভালোবাসা জানবেন ভাই।

হ্যা ভাই, সবার আগে আমরা মানুষ। মানুষকে মানুষ হিসেবে ভাবতে পারি যেন সবসময়।

ভালো লাগা জানবেন মন্তব্যে। কৃতজ্ঞতা রইল

১৯| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৮

গেম চেঞ্জার বলেছেন: ছন্দোবদ্ধ দারুণ কবিতা!

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার প্রশংসা পাওয়া মানে অনেক সাহস পাওয়া আমার জন্য। অনেক কৃতজ্ঞতা জানবেন ভাই। আপনার মন্তব্য আমার কাছে আশির্বাদ সরূপ। অনেক প্রেরণার।

শুভকামনা রইল ভাই।

২০| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪১

উম্মে সায়মা বলেছেন: এ কবিতাটা মনে হয় আগেও পড়েছিলাম নয়ন ভাই। খুব সুন্দর হয়েছে।

২৩ শে এপ্রিল, ২০১৭ ভোর ৪:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা আপু ঠিক ধরেছেন, কবিতাটি জানুআরি ১৬ লেখা ও প্রকাশ। শুধু পড়েননি, সেখানে একটা সুন্দর মন্তব্যও করে এসছিলেন। সেটা ছদ্মনাম দিয়ে নিক খোলা, তাই নিজের নামে এনেছি। ধীরেধীরে আরো অনেক কবিতাই এখানে আনবো সেখান থেকে। ছদ্মনাম কেমন যেন আর ভালো লাগে না। দোআ করবেন আপু।

ভালো হয়েছে জেনে উৎসাহিত হলাম আপু। প্রেরণা হয়ে থাকবেন।
শুভকামনা জানবেন।

২১| ২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৮

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা। পড়ে অনেক ভাল লাগল নয়ন ভাই।

২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম ভাই মন্তব্য পেয়ে। প্রশংসাটুকু আমাকে অনুপ্রাণিত করবে সামনের দিনে।

শুভকামনা জানবেন সবসময়

২২| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৫

সিনবাদ জাহাজি বলেছেন: অনেক সুন্দর।
+++

২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম ভাই। প্লাসগুলো আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিনগুলিতে।
শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.