নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

|| সেই মেয়েটিকে ||

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০৭



যার জন্য এজীবন, যার জন্য আছি বেঁচে
মরতে পারি গো আমি যার জন্য হাসি মুখে।
বেসেছিলাম ভালো আমি সেই মেয়েটিকে
যার বিরহ কাঁদায়, স্মৃতি'রা পুড়ায় আমাকে।।

কি করে তাকে আমি বোঝাবো,
কতটা ভালোবাসা তার জন্য ছিল এই মনে।
কেমনে একা একা আমি বাঁচবো,
তাকে ছাড়া যে নিঃস্ব, জীবন আমার মিথ্যে।।
সপেছি তাকে ইহকাল, পরকাল, সুখ যতো,
পাগল আমি তাকে ছাড়া কি করে জানাবো।।
আশায় কাটে দিন যদি গো একবার সে বুঝে।

যাকে নিয়ে বেঁচে থাকবো সাত জনম
ছিল যে বিশ্বাস সবসময় আমার মনে।
এক জনমের দহনে পুড়ে অঙ্গার মন
বিতৃষ্ণা আমাকে আজ রয়েছে ঘিরে।।
মিলাতে পারিনা আমি কোন উত্তর 
জীবনের যোগবিয়োগে শুধু শূন্য থাকে।।

চাইলাম যারে আমি আপন করে
হৃদয়ের সব দিয়ে যাকে আমি ভালোবাসলাম,
পূর্ণিমা চাঁদ যেন সে মন আকাশে
স্বপ্নের রাজ্যে যারে আমি রাণী করে রাখলাম।
সেই'তো দিল ধুঁকা, করে গেলো ছলনা অবহেলা,
 হল'না সুখের দেখা, ডোবে যাচ্ছে আমার বেলা।
কি দোষ ছিল, কি ভুল করেছিলাম ভালোবেসে।।




(ছবিগুলো নেট সার্চে পাওয়া, লিখেছি মাত্র)

মন্তব্য ২৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ঝাক্কাস কবিতা হইছে। অনেক সুন্দর ভাব আর ছন্দ এই দুইয়ের মিলেই আপনার কবিতারা দিন দিন উন্নতির সোপানে পোছে যাচ্ছে। কবিতাটি পাঠে মুগ্ধ হলাম।

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত হলাম ভাই। প্রশংসাটুকু আমাকে অনুপ্রাণিত করবে সবসময়।
প্রেরণা হয়েই থাকবেন ভাই আমার আগামীর পথে।

শুভকামনা জানবেন ভাই, ভালোবাসা সবসময়।

২| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২৫

বিলিয়ার রহমান বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন


আপনার মধ্যে লেখালেখি করার জন্য এক অদম্য ইচ্ছা রয়েছে! সেই ইচ্ছাকে সম্মান জানাচ্ছি! আপনি বেশ ভালো কমেন্ট করেন। সেটির ও প্রশংসা করছি!

তবে আপনি যদি আরো বেশি ক্যালাসিক্যাল কবিদের কবিতা পাঠ করতেন তবে লেখায় ও আরো ভাল করতে পারবেন আশারাখি! :)

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক উৎসাহ ও অনুপ্রাণিত হলাম আপনার মন্তব্য পেয়ে। মন্তব্যে কৃতজ্ঞতা জানাই। প্রশংসা পেয়ে ধন্য হলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন আগামীর পথে।

অত্যন্ত আন্তরিক একটা পরামর্শ দিয়ে গেছেন ভাই। চেষ্টা করবো সময় করে কাজের ফাঁকে বেশি বেশি পড়তে। দোআ করবেন ভাই।
শুভকামনা রইল ভাই, ভালোবাসা জানবেন।

৩| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:


প্রেমটাই জীবনের কেন্দ্র হয়ে গেছে!

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: না গো ভাই, প্রেমের জ্বালাটাই ঘুরেফিরে জেগে ওঠে মনে।

কৃতজ্ঞতা জানবেন মন্তব্য আসায়।
শুভকামনা রইল প্রিয় ভাই।

৪| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: একটা কথা বলি, অদ্য আমি হাতে লেখা ডায়েরি টাইপ করছি। সত্যি লজ্জা লাগে। বুড়া হলে আপনিও আমার মত লজ্জিত হবে।
(দয়া করে রাগ করবেন না।)

প্রমের কবিতা লিখেছেন, গাইলে গানও হবে।

শুভ কামনা।

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন। আমার অপেক্ষার অবসান করার জন্য কৃতজ্ঞতা।

ভাই, আপনি একটা কেন হাজারটা কথা বললেও শুনার মতো ধৈর্য আমার থাকবেই মনে হয়।
আপনার সাথে রাগ করে নিজের কপাল পোড়ানোর মতো এত বোকা মনে হয় আমি কোনদিনই ছিলাম না। আপনার বাস্তবজ্ঞান ভাণ্ডার থেকে মাঝেমধ্যে যেটুকু পাই, সেটুকু আশির্বাদ মনে করি সবসময়। রাগ মন খারাপের প্রশ্ন ওঠার কোন সুযোগ নাই গুরু।

প্রথমে মনে করেছিলাম গান হবে, কিন্তু সুরটা কিছুতেই মিলাইতে পারছিলাম না। তাই কিছু বর্ধিত করে ব্লগে রেখেছি। যদি কোন সহৃদয় একটা সুর ধরিয়ে দেন তো কৃতজ্ঞ রইবো।

আপনার জন্যও শুভকামনা সবসময়, ভালোবাসা তো থাকবেই।।

৫| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০৯

শূন্যনীড় বলেছেন: দারুণ প্রেম দারুণ বিরহ অসম দহন, আপনি আর প্রেম বিরহ ছাড়বেন না মনে হচ্ছে।

তবে কবিতা ভালো লাগছে। ভালো হচ্ছে দিনদিন।
২নং মন্তব্য ভেবে দেখবেন আরও ভালই হবে , ৪নং কিন্তু সত্য।
শুভকামনা রইল ভাই।

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রথম প্রেম, প্রথম জ্বালা, প্রথম দহন সবসময় মনের অনেকাংশ দখল করে থাকে। আর আমার এগুলোর সাথে পরিচয় হয়েছিল মাত্র তেরো বৎসর বয়সে, যখন মুক্ত কিশোর। কেমনে ভুলি ভাই!! দোআ করবেন যেমন আছি সেভাবে চলতে পারলেই আমি সুখী।

কবিতা ভালো লাগায় উৎসাহিত হলাম ভাই। সবসময় প্রেরণা হয়ে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানবেন।
অনেক অনেক ভালোবাসা রইল ভাই। শুভকামনা সবসময়।

৬| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার সফলতা কামনা করি।

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আশির্বাদ খানি আমার জীবন পাথেয় হয়ে থাকুক ভাই।

সফলতা সুস্থতা যেন সবসময় আপনার সাথে থাকে,
শুভকামনা সবসময়।

৭| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৭

ধ্রুবক আলো বলেছেন: আসলে ভালোবেসে কেউ ভুল, ভুলটা হয় মানুষ চেনায়, সিদ্ধান্ত গ্রহণে।
মানুষের জীবনের পথ অজানা তাই অবাক ভাগ্যের উপর ছেড়ে দিতে হয়।


কবিতা খুব সুন্দর হয়েছে +++

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, আপনার সাথে একমত আমিও। ভালোবাসা কখনো ভুল না, ভুল কেবল ভালোবাসার মানুষ নির্বাচনে হয়।
খুব সুন্দর কথা বলেছেন, ভালো লাগলো।

কবিতা সুন্দর হয়েছে যেনে অনুপ্রাণিত হলাম। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
শুভকামনা জানবেন ভাই।

৮| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন:
লেখা আগের চেয়ে ভালো হচ্ছে । লিখতে থাকুন ।

কবিতা সুন্দর হয়েছে ।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম ভাই মন্তব্যে। আপনার প্রশংসাটুকু সামনের দিনগুলোতে আমাকে অনুপ্রাণিত করবে।

সাহস হয়ে থাকবেন আমার সংকীর্ণ মনে।
শুভকামনা জানবেন ভাই।

৯| ২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৫

সিনবাদ জাহাজি বলেছেন: অনেক সুন্দর।

++
আর হ্যা
ভাই্য়া গান শুনিনা কিন্তু অনেক দিন

২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে উৎসাহিত হলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন।

অনেকদিন যাবত আসলে গান হচ্ছে না। চেষ্টা করবো ভাই।
মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
অনেক ভালোবাসা ভাই।

১০| ২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৫

অতঃপর হৃদয় বলেছেন: চাইলাম যারে আমি আপন করে
হৃদয়ের সব দিয়ে যাকে আমি ভালোবাসলাম,
পূর্ণিমা চাঁদ যেন সে মন আকাশে
স্বপ্নের রাজ্যে যারে আমি রাণী করে রাখলাম।
সেই'তো দিল ধুঁকা, করে গেলো ছলনা অবহেলা,
হল'না সুখের দেখা, ডোবে যাচ্ছে আমার বেলা।
কি দোষ ছিল, কি ভুল করেছিলাম ভালোবেসে।।!


সুন্দর।

২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসিত হয়ে লেখাটি ধন্য হলো ভাই। অনেক অনুপ্রাণিত হলাম। প্রেরণা হয়ে থাকবেন।

শুভকামনা রইল ভাই।

১১| ২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪১

মানবী বলেছেন: আবারও একই কান্না!!! /:)

পরবর্তীতে পাশে বসে থাকা মেয়েটিকে নিয়ে কবিতা লিখবেন আশা করি ভাইয়া।

কবিতা সুন্দর হয়েছে, ধন্যবাদ নাঈম জাহাঙ্গীর নয়ন।

২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতার প্রশংসা আমার প্রেরণা হয়ে থাকুক।

আমি আর কাঁদি না, কেঁদেছিলাম যখন তখনকার কথা মাঝেমধ্যে মনে করি মাত্র।
দোআ করবেন, আপনার কথাটা যেন সবসময় রাখতে পারি।

শুভকামনা জানবেন সবসময়।

১২| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৬

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আপনার লেখা নিয়ে আমি কিছু বলবো না। শুধু একটা অনুরোধ করবো। প্রতিষ্ঠিত এবং সমসাময়িক ভালো কিছু লেখকের লেখা বিশেষ করে কবিতা নিয়মিত এবং বেশী বেশী পড়ুন। এবং অবশ্যই বুঝার চেষ্টা করুন। আর যদি সম্ভব হয় তাহলে ছন্দ নিয়ে একটু পড়াশোনা করুন। নেটেই ছন্দ নিয়ে সার্চ দিলে অনেক লেখা পাবেন। আর লেখা বন্ধ করবেন না। সমানতালে লেখাও চালিয়ে যান। সাহিত্য আসলে চর্চা আর সাধনার বিষয়। এই দুটো জিনিস যত বেশী করবেন আপনার লেখা ততই ধারালো এবং অর্থবহ হবে। আমার কথায় কষ্ট পাবেন না যেন। আর আমি নিজেও কিন্তু এখনো শিখছি এবং প্রতিদিনই শিখছি। শুভকামনা ভাই।

২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো ভাই আপনার মন্তব্য পড়ে। কষ্ট পাওয়ার কোন প্রশ্ন আসেনি আমার মনে। আমার লেখার আগ্রহ আপনাদের মাঝে এসেই। আপনার বলে যাওয়া কথাগুলোতে আন্তরিক ভালোবাসা পেয়েছি ভাই। পরামর্শ গুলো আমার জন্য আশির্বাদ হয়ে থাকবে।

শুভকামনা রইল ভাই। কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে।

১৩| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩১

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো। একটি সত্য কথন, গাইতে গাইতে গায়ক আর লিখতে লিখতে লেখক। এগিয়ে যান ভাইয়া, শুভকামনা সতত।

২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে প্রেরণা পেলাম ভাই। মন্তব্যে আসার জন্য কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনা আপনার জন্যও সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.