নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

চেনা মানুষ হয় অচেনা / আমি কি আর ক্ষমা পাবো

১৮ ই মে, ২০১৭ বিকাল ৪:২৬

চেনা মানুষ হয় অচেনা

বন্ধু তোমায় প্রথম যেদিন দেখেছিলাম এপাড়া,
বাক্য গুণী চাল-চলনে আমার মনের আকাশ জুড়ে,
অনেক তারার মাঝেও ছিলে উজ্জল একটি তারা।
সেদিন থেকে হৃদয় জুড়ে শ্রদ্ধা ছিল তোমার গুণে,
আন্তরিক ওই উদার বুকে অনেক ছিলো ভালোবাসা;
যা পেয়েছি মন খুশিতে, রাখছি বুকের মধ্যে জমা।
রোজ সকালে চোখটি মেলে, মনের ঘরের বাতায়নে,
কতশত আপন পথিক, তোমার প্রতীক্ষা ছিল অধিক;
দেখেই মনটা ভরে যেতো, অতীত ভুলে ব্যথার ক্ষত
এক নিমিষে হারিয়ে সুখের মিলতো উপমা।

সব হারিয়ে মনের ভুলে, চেয়ে থাকি দূর আকাশে,
মেঘের ভিড়ে হই ফেরারি, কষ্টে পুড়ি দোষ আমারি,
এভাবেই আর বলো বন্ধু যায় কি বেঁচে থাকা!
হৃদয় আমার ব্যথায় ভরে, সামান্য এক ভুলে পুড়ে,
ভাবছি বসে যাই হারিয়ে, শূন্যতার সেই গহীন বনে;
ক্ষমার নেশায় মাতাল মনে, করবো সেথা যোগসাধনা।

ভুলটি ভুলে ক্ষমার চোখে একটু দিও ভালোবাসা,
যদিনা থাকি সেদিন কাছে, তাতে কি আর আসবে যাবে;
নক্ষত্রের এই মিলন মেলায় আলোক রশ্মি থাকবে লেগে,
রাত গভীরে ভোর সকালে দুপর বিকাল সারা বেলা।

নীল আকাশের মাঝে আমি হারিয়ে যাবো চিরতরে,
এমন কিছুই নেই তো আমার, হঠাৎ কভু পড়বে মনে।
লক্ষ কোটি তারার ভিড়ে একটি দুটি পড়লে খসে,
মুগ্ধ চোখে পূর্ণিমাতে কেউ'না তার আর খবর রাখে।
বিলিন হবো হয়তো সেদিন যুগের নিচে পড়বো চাঁপা,
দেখলাম কতই ভুবন ঘুরে চেনা মানুষ হয় অচেনা!


---
আমি কি আর ক্ষমা পাবো!



সেদিন নেহাতই অতিরিক্ত করে ফেলেছি!
মনের ভিতর কোথা থেকে এত বিষাদের জন্ম হয়েছিল,
রাগে ক্ষুব্ধ হয়ে তার প্রতি ঘৃণা ছুড়েছি...!
তার উদারতা আমি বুঝতে পারিনি,
তার কোমল ভালোবাসা
প্রত্যাখ্যান করেছি ঘাতকের মতো, নিষ্ঠুরভাবে...!
একবারও ভাবিনি, তারও তো মন আছে,
সে মনে আমারই মতো কষ্ট সুখ ভালো লাগা অনুভূত হয়!
আমি তার নিঃশর্ত ভালোবাসার মর্ম বুঝতে পারিনি!
স্বার্থপরের মতো নিজের আত্ম-সম্মান টুকুনই
বেশি মূল্যবান ভেবেছি, তারও তো ছিলো!
আমি অন্যায় করেছি তার ভালোবাসার সাথে,
সেদিন, মহাভুল হয়ে গেছে আমার....!!
আমি কি আর ক্ষমা পাবো! আমার অনুতাপ পৌঁছাবে কি!!

বহুদিন পর সেদিন নিজেকে নেশায় ডুবিয়েছি,
তার অবুঝ ভালোবাসাকে প্রত্যাখ্যান করে যেন
নিজেকেই করেছি নিজে প্রত্যাখ্যাত...!
তাকে অবাঞ্ছিত কষ্ট দিয়ে নিজে কাঙ্ক্ষিত রয়েছি,
তাকে দোষী করে নিজে থাকতে চেয়েছি নির্দোষ!
বারবার বুকটার ভিতর বজ্রাঘাত সহ্য করতেই হয়েছে,
কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছিলাম না আমি!
তাই, ভাসতে চেয়েছিলাম মেঘের উপর, হয়নি...!
বিষাক্ত নেশা থেকে মুক্ত হতেই ধপাস করে মাটিতে পড়ে
কাতরিয়েছি- তার মন ভেঙে দেয়ার বেদনায়!
পুড়িয়েছি নিজেই নিজের সুখ ছিল যতো!
বারবার ধিক্কার দিয়েছি নিজেকে, স্বার্থপর মনটাকে,
ইট-সিমেন্টে গড়া বদ্ধ ঘরে দুই সাগরের জলে ভাসিয়েছি বুক!
আমি কি আর ক্ষমা পাবো! সে কখনো বুঝবে কি...!!

মনে ছিল হাজারো সংশয়, আর এক পৃথিবী
লজ্জা লুকিয়ে রেখেছিলাম দুই চোখে,
ভয়ে ভয়ে গিয়েছিলাম তার বাড়ি, ভেবেছিলাম
চেয়ে নেবো ক্ষমা, তা আর হয়ে উঠেনি!
তার উঠুনে পা রাখতেই চোখের সামনে দেখি
তার ভালোবাসার মৃতদেহ গুলি-
আমার কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে,
লজ্জায় আত্ম-হত্যা করেছিল সব একসাথে...
সে অতি যতনে সাজিয়ে রেখেছে সারি সারি...!
বুকের ভেতরটা হুহু করে কেঁদে উঠেছিল তখন,
পাশেই পড়ে থাকা তার অচেতন দেহ দেখে,
সাহস করিনি তার কাছে বলতে...!
আমি কি আর ক্ষমা পাবো! সেদিন ফিরেই এসেছি!!


_____________________________
আমার খবর নাই'বা জানলে বন্ধু....
তোমার খবরটা জানিয়ে যেও।
তোমার ভালো থাকাটাই যে আমার কাম্য.....

মন্তব্য ৪৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৭ বিকাল ৪:৩১

নাগরিক কবি বলেছেন: ক্ষমা দিয়ে কি করবেন? জীবনে চলার জন্য অতীতকে মাটিচাপা দিতে হয়। B-)
কবিতা সুন্দর হয়েছে

১৮ ই মে, ২০১৭ বিকাল ৪:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক কৃতজ্ঞতা জানবেন ভাই। প্রশংসা টুকু প্রেরণা হয়ে থাকবে আগামীর পথে।

ভুলের কি আর শেষ আছে ভাই , না জানি কতজনকে মনের অজান্তেই কত দুঃখ দিয়েছি , করেছি কত হৃদয় ক্ষত !

আপনার পরামর্শটা আমার মনেই থাকবে ভাই জীবনের শেষ বেলা পর্যন্ত।

শুভকামনা জানবেন সবসময়।

২| ১৮ ই মে, ২০১৭ বিকাল ৪:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: পুরোনো স্মৃতি ভুলে যাওয়াই ভাল

লেখা সুন্দর হয়েছে

১৮ ই মে, ২০১৭ বিকাল ৫:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা আপু। পরামর্শ আমার আশীর্বাদ হয়ে থাকুক।
আমিও চাই পুরনো সব দিন ভুলে যেতে , দোআা করবেন।

প্রশংসা টুকু প্রেরণা হয়ে অনুপ্রাণিত করবে সামনের দিনগুলিতে।

শুভকামনা জানবেন আপু।

৩| ১৮ ই মে, ২০১৭ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:


পদ্যের মাঝে অনেক শব্দ এসে গেছে যেগুলো পদ্যের ধারাবাহিকতার সাবলীলতা ধরে রাখনি, অন্য প্রতিশব্দ ব্যবহারের দরকার ছিলো।

১৮ ই মে, ২০১৭ বিকাল ৫:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আসলে , অনেক কিছুই বুঝি না আমি। দোআ করবেন।

মন্তব্য রেখে যাওয়ায় কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধার সাথে।

শুভকামনা জানবেন সবসময়।

৪| ১৮ ই মে, ২০১৭ বিকাল ৫:১৯

মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই আপনার মনের এ হাহাকার আর কবে দূর হবে । শুভ কামনা করি আপনার মনের সকল হাহাকার দূর হোক ।
ভাল থাকুন প্রিয় কবি।

১৮ ই মে, ২০১৭ বিকাল ৫:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দূর হবে ভাই , আর হাহাকার বের হবে না কোনদিন। দোআ করবেন ভাই আমার জন্য।

শুভকামনা জানবেন , ভালোবাসা সবসময়।

৫| ১৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা ভাল লাগল
এখন শুধু কবিতা ভাল লাগল ও তা পাঠে মুগ্ধ এমন কথা বলার সময় এসে গেছে আপনার কবিতায় । কবিতা বুঝা কিংবা
সে বিষয়ে কিছু বলা আমার সাধ্যের বাইরে ।তবে সাধারণ পাঠক হিসাবে কবিতাটির উপর আমার খুব ছোট্ট একটা পর্যবেক্ষন রেখে যেতে ইচ্ছা হল , তাই দুটো কথা গেলাম বলে ।

কবিতার শিরোনামটি খুব সুন্দর হয়েছে ,এই নাম থেকে বুঝা যায় কবিতাটির একটি সার্বজনিন আবেদন রয়েছে ।
এটা অনেকের জীবনের সাথে মিশে যেতে পারে । একটি কবিতার স্বার্থকতা সেখানেই যেখানে কবিতার
কথামালার সাথে পাঠক একাত্ব হয়ে যেতে পারে সহজেই। পাঠক যখন বুঝতে পারে কবিতাটি তার মনের কথাই বলছে
তখন কবিতার কথামালার প্রতি সে হয় মনযোগী । জানতে চায় বুঝতে তার গভিরতা কতটুকু ।

কবিতায় কিছু কথা থাকে ব্যক্ত, কিছু থাকে অব্যক্ত , পাঠক বের করে আনতে চায় সেটাকে তার মনের মত করে ।


একবার আমি কথা দিয়ে কবিতা শুরু হলে আর বার বার কোথাও আমি বলা না হলেও বুঝা যায় কবিতার কর্তাটি কে,
শব্দ বাঁচানো যায় সহজেই কবিতার চরন হতে, আমি বাদ দিয়ে কবিতা তখন চলে যায় সার্বজনিনতায়,কবিতাটি ঠাই পায়
অনাদিকালের বুকে । এই কবিতাটি হতে দুটি চরণ তুলে চেষ্টা করে দেখলাম ভাব, ভাবনা ও মুল শব্দাবলী ঠিক রেখে সর্বজনিনতার জন্য এর কি রূপ ধরতে পারে । এটা নেহায়েত আমার ভাবনা , কামনা করি এটা আপনার এই
কবিতার উপরে যেন কোন আচর না ফেলে , আপনার কবিতাটি যে সুন্দর সেটা কিন্তু বলে দিয়েছি উপরেই ।

হৃদয় আমার ব্যথায় ভরে, সামান্য এক ভুলে পুড়ে,
ভাবছি বসে যাই হারিয়ে, শূন্যতার সেই গহীন বনে;


হুদয় আমার ক্ষনিক ভুলের ব্যথায় পুড়ে
হারিয়ে যাবার ভাবনা শুন্যতারি গহীন বনে;


এখন কি মনে হয়না যে এমনতর কিছু হলে কবিতাটি সহজেই সার্বজনিনতার ছাপ ধরতে পারে যেখানে কবি ও পাঠকের উভয়েরই মনের কথা মিশে একাকার হয়ে যেতে পারে । তবে কথা হলো আপনার এই অতি সুন্দর কবিতাটি যথাযথই আছে , আমি পাঠক হিসাবে আমার মত করে নিয়েছি ভেবে । এযে নীজের মত করে কবিতা বুঝার জন্য পাঠকের স্বাধিনতা, তা দয়া করে বুঝে নিবেন নীজ গুনে ।

অনেক অনেক শুভেচ্ছা রইল ।

১৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রথমেই অনেক অনেক শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা। এখানেই ব্লগে আমি সার্থকতা খুঁজি। আপনার কাছ থেকে আজ যা শিখলাম তা যেন আমি ভুলে না যাই কখনো এমন প্রত্যাশা খোদার কাছে।

আমি আসলে সবরকম ভাবিইনি , ভাবিনি বলতে আমার মাথায় এই উপায়টি ছিলই না যে লেখাটি সার্বজনীন করা যায়। ব্লগে আপনার স্নেহশীল হতে না পারলে এটা হয়তো জানাই হতো না কখনো। এরকম হাতে কলমে শিক্ষা দেওয়ার মাঝে আন্তরিকতা দেখছি কেবল। কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা।

আপনার লাইন দুটি অসাধারণ সেট করেছেন , ছন্দেও ঠিক। আমার মাথায় আসেইনি ভাই ! আমি কেবল ভাগ ভাগ করে ছন্দ ধরার চেষ্টা করি , কিন্তু ভাগ না করেও ছন্দে থাকা যায় তা আজ জানলাম আপনার কৃপায়।

চেষ্টা করবো এর পর থেকে শব্দ কমিয়ে কিভাবে বলা যায় সব কথা। কতটা পারবো জানিনা , তবে চেষ্টা করবো।
দোআ করবেন , এই স্নেহ থেকে বঞ্চিত হবো না এমন প্রত্যাশা সবসময় রাখি/রাখবো।

শুভকামনা জানবেন ভাই। নতুন কিছু বুঝতে পেরে খুব আনন্দিত আমি। এখন বুঝতে পারছি চাঁদগাজী ভাই আমাকে এমন কিছুই বলেছেন , আমি তখন বুঝতে পারিনি !

৬| ১৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নতুন উপন্যাসে কাজ করছি বিধায় একটু ব্যস্ত এবং আজকাল মন্তব্য করতেও ভয় হয়। এক মহান কবি বলেছিলেন আমি নাকি মন্তব্য ফেরি করি।

১৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা কোন সে মহান কবি তা জানতে চাইবো না কখনো। মন্তব্য ফেরি করতে অন্যজনের লেখায় মন্তব্য করিনা কখনো। চোখের সামনে যা পাই যড়ি ডুকে পড়ি তো পড়ে জানিয়ে আসি , কখনো বেশি কখনো সময়ের অভাবে অল্প করে। যে আপনাকে বলেছেন , সে নিশ্চয় অনে.....ক বড় মাপের কবি বা লেখক।

আমি ছোট মানুষ , বুদ্ধি শুদ্ধি কম তাই কাওকে তেমন বলার সাহস কখনওই রাখি না মনে। গুরুজন , শ্রদ্ধাভাজন , বড় ভাই আপু , সমবয়সি সবার আগমন আমার সৌভাগ্যের মনে করি সে যাই লিখুক। বুঝার চেষ্টা করি খারাপ কিছু লিখলেও কেন লেখলো। যাক ভাই , আপনার পায়ের ধুলোতে ধন্য হলো আমার ব্লগ , আসেন আর না আসেন আমার জন্য একটু দোআ রাখবেন এমনটাই আশা।

আমি বুঝতে পারছি , আপনি একটু ব্যস্ত সময় পার করছেন। কারণ , সারা ব্লগ দৌড়ে বেড়ানো সবার প্রিয় মানুষটির কম উপস্থিতি তাই প্রমাণ করে। আবারও দোআ চাই। স্নেহ টুকু যেন না হারাই কখনো।

শুভ সন্ধ্যা।

৭| ১৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

ধ্রুবক আলো বলেছেন: ক্ষমার কথা জানিনা!
তবে
তোমার ভালো থাকাটাই যে আমার কাম্য.....
সকল প্রেমিকই এই কাম্য করে :(

১৮ ই মে, ২০১৭ রাত ৮:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই , মাঝেমধ্যে খুব অপরাধী মনে হয় নিজেকে। মনে হয় কারো সাথে আবার কখন খারাপ আচরণ করে ফেলি/করেছি হয়তো মনের অজান্তেই ! তাই ভয় হয় , ক্ষমা ব্যাপারটা তো এপার থেকেই শেষ করে যেতে হবে !! তাই অজান্তেই কারো কষ্টের কারণ যদি হয়েই থাকি তো ক্ষমা চাইতেই হবে। আপনিও যদি কখনো কষ্ট পেয়ে থাকেন আমার অজান্তেই ক্ষমা করবেন, বলা তো যায় না কখনো যদি দুঃখ পেয়ে থাকেন তো ক্ষমা করে দিতে পারেন। এরকম চিন্তা ভাবনা থেকেই লেখা। যাদের ভালোবাসি তাদের কাছেই ক্ষমা চেয়েছি। কারণ, যাকে/যাদের ভালোবাসি তারাও আমাকে ভালোবাসে, আর ভালোবাসার মানুষের সামান্য আঘাতও অনেক বেশি কষ্ট দেয় ! আমি সেটা ভালোই বুঝি সে কষ্ট কতটা ঘৃণা জন্মায় মনে !!
ভালোবাসার মানুৃষের কাছে , ভালো লাগার মানুষদের কাছে ভুল করলে কষ্ট দিলে ক্ষমা চাওয়ার মাঝে আমি কোন লজ্জা দেখিনা। (এটা আমার নিজস্বতা থেকেই বলছি ভাই) বরঞ্চ ক্ষমা চাওয়ার মাঝে মনের মানুষটি খুশিই অনুভব করে হয়তো।

ভালো থাকার কাম্য সবসময় করি আমি। আগেও করতাম। শেষদিন পর্যন্ত এটাই চাইবো।
অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন ভাই।

(ভাই , অনেকগুলো কথা বলে গেলাম ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন। )

৮| ১৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

সত্যের ছায়া বলেছেন: আজকের কবিতা দীর্ঘ মনে হল। আজকে গদ্যের স্টাইলে লিখেছেন। পদ্যে ছেদ পড়ছে।

১৮ ই মে, ২০১৭ রাত ৮:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো বলেছেন ভাই , ফ্রি শব্দে লিখেছি গদ্যময়।

হ্যা ভাই , ছেদ পড়েছে অনেক। দোআ করবেন , যেন ভালো করতে পারি সামনের দিনগুলিতে।
মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়।

৯| ১৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি আসলে আস্ত বোকা, উনি আসলে সত্যি অনেক বড় কবি, পরে আমি বুঝতে পেরেছিলাম।

যাক, আপনার জন্য সবসময় দোয়া করি, আল্লাহ আপনাকে সফল করবে। আমিন।

১৮ ই মে, ২০১৭ রাত ৮:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা ভাই , বোকা হইতে যাবেন কোন দুঃখে !! মানুষের শিক্ষার কি শেষ আছে ? হয়তো তাঁর কাছে নতুন কিছু শিখছেন। যাক ভুলে যান সে কথা।

আমাকে যখন যা মনে আসবে বলে যাবেন , ভালো মন্দ সমান অধিকার।

আলহামদুলিল্লাহ্ , আল্লাহ্ আপনাকে কবুল করুক।
মন্তব্যে কৃতজ্ঞতা ভাই। শুভকামনা জানবেন , ভালোবাসা সবসময়।

১০| ১৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এইতো কবিতারা উড়ছে বেগতিক। ভালই যাচ্ছে বুঝি সময় কাল? বন্ধু ,আমার সময় খু'বি নিকটে এখনতো ঘন্টায় হিসেব মিলাই।

১৮ ই মে, ২০১৭ রাত ৮:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বুঝতে পারছি ভাই, অপেক্ষার সময় অনেক লম্বা ! আর যদি অতি কাঙ্ক্ষিত অপেক্ষা তাহলে তো আরও! একটা ম্যাসেজ দিয়েন ইনবক্সে , ফোন দিবো।

ভালো মন্দ বুঝি না ভাই ! যে গরম পড়ছে! মনের দিক থেকেও একটা বিষণ্ণতা আছে। তারপরও অনেক ভালো। কবিতার সাথে আমিও উড়ছি ভাই। দোআ করবেন ভাই।

আচ্ছা , ই-মেইল কেমনে করে সেটাই জানিনা !
কৃতজ্ঞতা ভাই। তাড়াহুড়ো না করে সবকিছু ধীরেসুস্থে সামলে আসবেন।

শুভকামনা জানবেন।

১১| ১৮ ই মে, ২০১৭ রাত ৮:৫৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: নয়ন ভাই ফেবু এডড করে নিয়েন তাহলে ইনব্ক্স করতে পারবো।
https://www.facebook.com/sujan.rahman2

১৮ ই মে, ২০১৭ রাত ৯:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: করে নেবো ভাই অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনা জানবেন সবসময়।

১২| ১৮ ই মে, ২০১৭ রাত ৯:০৮

ধ্রুবক আলো বলেছেন: ভাই, মনের কথা বলেছেন, মন হালকা হয়, এতে ক্ষমা চাওয়ার কি আছে?!
ব্যাপার না ভাই, শুভ কামনা রইলো।।

১৮ ই মে, ২০১৭ রাত ৯:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা ভাই, মনের ভয়টুকু দূর করে গেলেন।

শুভকামনা জানবেন ভাই, ভালোবাসা সবসময়।

১৩| ১৮ ই মে, ২০১৭ রাত ১০:৫৪

ওমেরা বলেছেন: চেনা মানুষ হয় অচেনা আবার অচেনা মানুষ হয় আপন এটাই হয় ধন্যবাদ ভাইয়া ।

১৮ ই মে, ২০১৭ রাত ১১:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আপু পড়ার জন্য। মন্তব্য পেয়ে উৎসাহিত হলাম, প্রেরণা হয়ে থাকবেন।

ধন্যবাদ পেয়ে ধন্য হলাম।
শুভকামনা জানবেন সবসময়।

১৪| ১৮ ই মে, ২০১৭ রাত ১১:৩৪

নীলপরি বলেছেন: আবেগের মূর্ছণা কবিতায় খুব সুন্দর ফুটে উঠেছে । ভালো লাগলো ।

শুভকামনা ।

১৮ ই মে, ২০১৭ রাত ১১:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক অনুপ্রেরণা পেলাম প্রিয় আপুর মন্তব্য পেয়ে। ভালো লাগাটুকু প্রেরণা হয়ে থাকবে সামনের দিনে।

মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন আপু।
শুভকামনা সবসময়।

১৫| ১৮ ই মে, ২০১৭ রাত ১১:৫১

মানবী বলেছেন: খুব সুন্দর কবিতা!

ভালো লেগেছে পড়ে, ধন্যবাদ নাঈম জাহাঙ্গীর নয়ন।

১৯ শে মে, ২০১৭ রাত ১২:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উচ্ছসিত আনন্দে ভাসছি প্রিয় আপুর আগমনে। আমার এই লেখাটি সার্থকতা পেল আপু আপনার মন্তব্য পেয়ে। কৃতজ্ঞতা তো অবশ্যই শ্রদ্ধার সাথে। ভালো লাগা জেনে অনেক অনুপ্রাণিত হবো। প্রেরণা হয়ে থাকবেন আগামীর পথে।

প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক আপু।
শুভকামনা জানবেন সবসময়।

আমি ধন্য আপু আপনার মন্তব্য পেয়ে।

১৬| ১৯ শে মে, ২০১৭ রাত ১২:০১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: নীল আকাশের মাঝে আমি হারিয়ে যাবো চিরতরে,
এমন কিছুই নেই তো আমার, হঠাৎ কভু পড়বে মনে।
লক্ষ কোটি তারার ভিড়ে একটি দুটি পড়লে খসে,
মুগ্ধ চোখে পূর্ণিমাতে কেউ'না তার আর খবর রাখে।
বিলিন হবো হয়তো আমি যুগের নিচে পড়বো চাঁপা,
দেখলাম কতই ভুবন ঘুরে চেনা মানুষ হয় অচেনা!

অসম্ভব সুন্দর

১৯ শে মে, ২০১৭ রাত ১২:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক মুগ্ধতা আর প্রেরণা দিয়ে গেলেন চৌধুরী ভাই। উদ্বেলিত প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক সবসময়।


মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি
শুভকামনা জানবেন সবসময়।

১৭| ১৯ শে মে, ২০১৭ রাত ১২:৫০

কানিজ রিনা বলেছেন: কবিতায় মন ছুয়ে যাওয়া ভাল লাগা রেখে
বলি আপনার সব লেখা গুলই মন ছোয়ার
মত। ধন্যবাদ,

১৯ শে মে, ২০১৭ রাত ১:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনিও মন ছোঁয়ে গেলেন প্রশংসায়। অনেক আনন্দিত, উৎসাহিত, অনুপ্রাণিত হবো সামনের দিনে। কৃতজ্ঞতা রাখছি আপু। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।

শুভকামনা জানবেন।

১৮| ১৯ শে মে, ২০১৭ রাত ২:০৪

কল্লোল পথিক বলেছেন:

কবিতা বেশ হয়েছে।

১৯ শে মে, ২০১৭ রাত ২:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত ভাই আপনার মন্তব্য পেয়ে। কৃতজ্ঞতা রইল ভাই। শংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।

শুভকামনা জানবেন সবসময়।

১৯| ১৯ শে মে, ২০১৭ সকাল ৮:০৫

শাহরিয়ার কবীর বলেছেন:
স্মৃতি খুব খারাপ জিনিষ ,পুরাতন স্মৃতি ভুলে যাওয়া ভালো ....


কবিতা সুন্দর হয়েছে+

১৯ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক কৃতজ্ঞতা জানবেন ভাই। মন্তব্য পেয়ে সাহস পাইল। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।

হ ভাই , মুছে যাক পুরনো যতো।

প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।

শুভকামনা জানবেন সবসময়।

২০| ১৯ শে মে, ২০১৭ সকাল ১১:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দুটোই সুন্দর।

১৯ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় সু-সাহিত্যিক ভাইয়ের প্রশংসা পেয়ে ধন্য হলাম। প্রেরণা পেলাম ভাই। অনেক অনুপ্রাণিত হবো। কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে।

শুভকামনা আপনার জন্য সবসময়।

২১| ১৯ শে মে, ২০১৭ বিকাল ৪:১৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: একটা নতুন সনেট লিখলাম, একটু দয়া করে দেখে দিবেন। কবিতাতে কবির মূল্যায়নই বড়। তাই জানালাম। যদি কিছু মনে না করেন। আমার পোষ্ট প্রথম পাতায় যায়না বলে এভাবে জানাতে হলো!

১৯ শে মে, ২০১৭ বিকাল ৪:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আরে না প্রিয় ভাই , আপনার এই জানিয়ে যাওয়ার মাঝে আমার কৃতজ্ঞতা থাকে। আমি সময় হলেই যাই আপনার কাছে , গতকাল গিয়েছিলাম পাই নি , আজ মোবাইল চার্জ না থাকায় খুব অল্পই থেকেছি। অবশ্যই যাবো।

শুভকামনা জানবেন সবসময়।

২২| ২৫ শে মে, ২০১৭ দুপুর ১:০৩

ওমর আল হাসান বলেছেন: কবিতা সুন্দর হয়েছে ভাই.... শুভকামনা আপনার জন্য সবসময়।

২৫ শে মে, ২০১৭ দুপুর ১:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পুরনো পোষ্টে প্রেরণা রেখে যাওয়ায় কৃতজ্ঞতা রাখছি ভাই। প্রেরণা হয়ে থাকুন সবসময়।

আপনার জন্যও শুভকামনা সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.