নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

|| বন্ধু হবে ||

৩০ শে মে, ২০১৭ রাত ১০:১২



কি-বুজাব প্রেমে মাতাল কি-আশার কিবা-পাবো,
স্বপ্ন-ঘোরেই যাচ্ছে সময় অ-পরাণেই বান্দি পরাণ!
রঙবেরঙের ইচ্ছে যতো
বুকের ভিতর হচ্ছে জড়ো।
যদি পাই মন তোমার আসুক ঝড় বাঁধুক ক্যাচাল,
মুধর খেলায় মত্ত হৃদয় অ-কারণেই কান্দে বাতাস।

প্রতি ওয়াক্ত'ই ফরিয়াদি খোদার কাছে নামাজ পড়ে,
তোমার সাথেই অনন্তকাল বাঁচব আশা রোজ করি।
সুখের ঘরে দুজন মিলে,
নিত্যানন্দ রাতদুপুরে।
স্বপ্ন-ভেলায় রঙিন মনে ভাসবো আকাশ দেবো পাড়ি,
বৃষ্টি হয়ে ঝরবো আবার একই সাথে থাকবো মিশি। 

ইচ্ছে যতো দেবো আমার ভালোবাসা অন্তর থেকে,
মুক্ত করে দেবো তোমায় প্রেমের সাগর মন-আকাশ।
করবো প্রলাপ মধুর প্রেমে
সারারাত শিয়রে বসে,
সাক্ষী রইল চন্দ্র তারা সাক্ষী রাখলাম বাতাস;
বন্ধু হলে দেবো তোমায় রোজ একটি গোলাপ।

ওই পরাণে সুখের স্বপন মাটিরমানুষ ঘাসের মতো,
পথেরদাবী মন প্রতীক্ষায় আসবে তুমি আবেগ প্রবল।
মন খেয়ালে মাড়িয়ে যে-ও
সুখের ছোঁয়া ভাববো সে-ও।
নাই'বা করলে ভাবের কথন দিও তবু সুখ দরশন,
ভরবে হৃদয় মনের দাবী থাকবো মিশে হয়ে স্বজন।

ও-পিরিতের ময়না পাখি ভুলে যাওয়া তোমার স্বভাব,
কেমন করে কাটছে সময় কার ভাবে আজ মুগ্ধ তুমি।
মনের ঘরে সুখের খোয়াব
নাই ভরসা নাই'রে জবাব।
কিসে পরাণ রাখবো বাঁধি অন্তর জুড়ে তোমায় দেখি,
শূন্য খাঁচা বদ্ধ জবান তোমার আশায় দিন-যে গুনি।

বৃষ্টি পড়ে মেঘলা আকাশ একলা ঘরে বাদল দিনে,
মনের কোণে তোমার ছবি শব্দ ঝড়ে প্রেমের প্রলাপ।
দুচোখ ভাসে হঠাৎ করে
যখন ভাবি অনেক দূরে।
ভুবন জুড়ে ঘাত প্রতিঘাত কোথাও কোন নেই প্রতিবাদ,
নিঃস্ব দুর্বল শীর্ণ আমি করছি কেবল ব্যথায় বিলাপ।

মনের খাতায় রোজ লেখি বিষণ্ণতা আর ভালোবাসা,
জীবন খাতার প্রতি পাতায় তোমার মনের ছবি আঁকি।
আমার আকাশ মেঘে ঢাকা
থাকবে বন্ধু তোমায় ছাড়া।
নই লেখক নই'তো কবি লাজ শরমের দ্বার না-ধারি,
বলছে কতই সভ্য সুশীল অ-কবিতা-র অ-কবি।

ঘুচবে মনের সকল আঁধার নিন্দুক হতে পাবো মুক্তি,
লিখবো'না আর গল্প কোনো করবোনা চাষ অ-কবিতার।
চাই-না পেতে ব্যথার ব্যথী,
পতিত থাকুক মনের ভূমি।
বন্ধু হবে এই'তো চাওয়া নেই'তো আশা কিছু পাওয়ার,
বৃথা জীবন যাক-না সবি থাকলে তুমি বন্ধু আমার।


মন্তব্য ৫১ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৭ রাত ১০:২২

সত্যের ছায়া বলেছেন: সুন্দর লিখনি।

৩০ শে মে, ২০১৭ রাত ১০:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভেচ্ছা জানবেন। কৃতজ্ঞতা রইল প্রশংসায়। প্রেরণা হয়ে থাকুন।

ভালো থাকবেন।
শুভকামনা সবসময়।

২| ৩০ শে মে, ২০১৭ রাত ১০:২৮

চাঁদগাজী বলেছেন:


ব্লগার ড: এম আলী একটা প্রাচীন ভালোবাসার কাব্যের কথা লিখেছিলেন, "সাইফুল মুলক-বদিউজ্ জামাল" বা এই ধরণের কিছু; আপনার পংক্তিমালাকে সেই রকম কিছু মনে হচ্ছে!

৩০ শে মে, ২০১৭ রাত ১০:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আফসোস ধরিয়ে দিলেন, সেই প্রাচীন ভালোবাসার কাব্য পড়ার আগ্রহ প্রবল হয়ে রইল।

ভালো খারাপ কিছুই বুঝলাম না!!

শুভকামনা জানবেন।

৩| ৩০ শে মে, ২০১৭ রাত ১০:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার চেহারা তো দেখি নায়কের মত !!!

শুভ কামনা ।

৩০ শে মে, ২০১৭ রাত ১১:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা ভাই! মাইরালছেন! ডিলিট কইর্যা দিমু ছবি।

শুভকামনা আপনার প্রতি সবসময়।

৪| ৩০ শে মে, ২০১৭ রাত ১০:৫৪

দ্যা ফয়েজ ভাই বলেছেন: লেখাটি ভালো লেগেছে। :)
সেল্ফি টাও ভালো ছিলো।

৩০ শে মে, ২০১৭ রাত ১১:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: লেখা ভালো লাগা জেনে প্রেরণা পেলাম ভাই। কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনা জানবেন ভাই।

৫| ৩০ শে মে, ২০১৭ রাত ১১:১৯

শাহরিয়ার কবীর বলেছেন:
আরে না থাক , ঠিক আছে !! কবিতাও সুন্দর হয়েছে !!

৩০ শে মে, ২০১৭ রাত ১১:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতার প্রশংসা পেয়ে আনন্দিত হলাম ভাই। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।
কৃতজ্ঞতা জানবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

ছবিটি ডিলিট করে দিয়েছি ভাই, মনে কষ্ট নিবেন না।
আসলে কার ছবির সাথে লিখবো বন্ধু হবে কে কি ভাববে তাই নিজের ছবি দিয়েছিলাম। এখন মনে হচ্ছে উপরেরটাই থাকুক।

৬| ৩০ শে মে, ২০১৭ রাত ১১:২৭

ধ্রুবক আলো বলেছেন:
ঘুচবে মনের সকল আঁধার নিন্দুক হতে পাবো মুক্তি,
লিখবো'না আর গল্প কোনো করবোনা চাষ অ-কবিতার।

অস্থির কথন। +++

৩০ শে মে, ২০১৭ রাত ১১:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বন্ধু হলে হলে লিখতে হবে না, গল্প কবিতার জন্মও হবে না, তাই নিন্দুকের নিন্দাও থাকবেনা। এরকম কিছু বলতে চেয়েছি বিষণ্ণতায় অস্থির মন।

কৃতজ্ঞতা জানবেন।
প্লাস গুলো প্রেরণা হয়ে থাকবে।

শুভকামনা জানবেন ভাই।

৭| ৩০ শে মে, ২০১৭ রাত ১১:৪১

শাহরিয়ার কবীর বলেছেন:
আরে ভাই ডিলিট করেছেন কেন ? থাকলে পারতো !!

৩০ শে মে, ২০১৭ রাত ১১:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: থাক, মনে কষ্ট নিবেন না ভাই।
কেউ আবার ভাবতে পারে সেলিব্রেটি হতে চাচ্ছি হা হা হা।

দোআ করবেন ভাই।
আশীর্বাদ হয়ে থাকবেন।

ভালোবাসা জানবেন,
শুভকামনা আপনার জন্য সবসময়।

৮| ৩০ শে মে, ২০১৭ রাত ১১:৪৩

ওমেরা বলেছেন: সুন্দর কবিতা +++++++

৩০ শে মে, ২০১৭ রাত ১১:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে আনন্দিত আপু। অনেক প্রেরণা রেখে গেছেন। কৃতজ্ঞতা জানবেন।
প্লাস গুলো আমাকে অনুপ্রাণিত করবে সবসময়।

শুভকামনা জানবেন আপু।

৯| ৩১ শে মে, ২০১৭ রাত ১২:২১

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো
গোলাপের ছবিটাও খুব সুন্দর ।
++++

৩১ শে মে, ২০১৭ রাত ১২:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি আপুর কাছে ভালো লাগা জেনে অনেক আনন্দিত ও উৎসাহিত হয়েছি। কৃতজ্ঞতা জানবেন।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।

শুভকামনা জানবেন সবসময়।

১০| ৩১ শে মে, ২০১৭ রাত ১২:৩২

শূন্যনীড় বলেছেন: দারুণ লিখেছেন। +++++

৩১ শে মে, ২০১৭ রাত ১২:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা দিয়ে গেলেন ভাই। কৃতজ্ঞতা জানবেন।
প্লাস গুলো প্রেরণা হয়ে থাকুক।

শুভকামনা জানবেন।

১১| ৩১ শে মে, ২০১৭ রাত ২:৪৭

শূন্য-০ বলেছেন: দারুণ ++++

৩১ শে মে, ২০১৭ ভোর ৪:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগা জানবেন মন্তব্যে। প্লাস গুলো প্রেরণা হয়ে থাকুক।

শুভকামনা জানবেন ভাই।

১২| ৩১ শে মে, ২০১৭ সকাল ৯:১৮

মোস্তফা সোহেল বলেছেন: আমার কাছে বন্ধু সবার আগে।

৩১ শে মে, ২০১৭ সকাল ১১:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা জানবেন ভাই। মনের কথাটিই বলে গেছেন।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

১৩| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো আপু আপনার মন্তব্য পেয়ে। অনেক উৎসাহ পেলাম। কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনা জানবেন আপু।

১৪| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:১৯

মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই, শাহরিয়ার কবির ভাইয়ের একটি কবিতায় আমি প্রথম যে মন্তব্যটি করেছিলাম তা আবার ভাল করে পড়ুন,
বাহ কি চমৎকার ভাবেই না লিখে গেলেন। কবিতা পড়ে আমি মুগদ্ধ।
প্লাস ছাড়া আর কি দিব শাহরিয়ার ভাই।
কবিতা তুমি কি?

অ-কবিদের বলি-

তুমি বুঝবে কি আর
তুমি তো নও কবি
কবিতা হলো
মনের প্রতিচ্ছবি।

পরে আপনি আমার এই মন্তব্য নিয়ে মন্তব্য করেছেন। যা আজ পড়লাম। আমি মন খারাপ করিনি । আপনার যা মনে এসেছে বলেছেন।
তবে আপনি আমার মন্তব্যটি মনে হয় ভাল করে পড়েননি। আমি অ-কবিতার কথা বলিনি। আমি বলেছিলাম অ-কবিদের কথা ।
যারা কবিতা লেখেনা ও পড়তে ভালবাসে না তারাই আমার কাছে অ-কবি।
তাই বলেছিলাম -

তুমি বুঝবে কি আর
তুমি তো নও কবি
কবিতা হলো
মনের প্রতিচ্ছবি।
ধন্যবাদ আশা করি আমাকে বুঝবেন।

৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সরি ভাই আপনার উদ্বিগ্নতার কারণ হয়ে।
আমি সেদিনই ভেবেছি হয়তো আপনি মন খারাপ করবেন, তাই ক্ষমা চেয়েছি সেই মন্তব্যেই।
আমি আসলে আপনার এই মন্তব্য পড়ে যা বুঝলাম। সেদিন এর উল্টো বুঝেছিলাম। আর আপনার প্রতি আমার আলাদা ভালো লাগা কাজ করে সবসময় তাই সেদিন বলার সাহস করেছিলাম।
আমাকে প্রায়ই অ-কবি আর অ-কবিতার দুর্নাম সহ্য করতেই হয়। সেদিন সেই যন্ত্রণাটা একটু বেশিই ছিল। তারপর আপনার মন্তব্য আমাকে মানসিকভাবে হতাশার জন্ম দিচ্ছিল। তাই অ-কবিতা মনে করে বলে এসেছিলাম।
ক্ষমা করবেন ভাই, অনাকাঙ্ক্ষিত কষ্ট দিয়ে ফেলেছি। দেখুন ভাই, আপনার মন্তব্য উল্লখ করে কেবল নিন্দুকদের জবাব দিয়েছি মাত্র। এটা আপনার প্রতি আমার ভালোবাসা র অধিকার ধরতে পারেন, আমি জানি আপনি বুঝবেন।
কষ্ট কিছু পেয়েছেন বুঝতেই পারছি। ক্ষমা করবেন ভাই।

আসলে আমার লেখার ইচ্ছে আগ্রহ দুটোই হারিয়ে গিয়েছে। গতকালও একজন বলেছেন, 'কবিতা লিখলেই কবি হওয়া যায় না, সবাই হয় না'! আমার বলতে ইচ্ছে হয়েছিল, সবাই কবি হওয়ার জন্য কবিতা লেখে না, আমিও লিখিনা কবি হওয়ার জন্য। কিন্তু বলিনি, কারণ তার সাথে আমার তেমন সুসম্পর্ক নেই, তাকে শ্রদ্ধা করতাম, নিরবে চলে এসেছি কিছু না বলে। আমি জেনেছি সে আমাকেই উদ্দেশ্য করে বলে এসেছেন, তবুও চুপ হয়ে আনলগ হয়ে বেরিয়ে যাই। তারপর এই লেখাটা লিখেছিলাম শেষ লেখা ভেবে। কিন্তু, আপনাদের মাঝে না এলে ভালো লাগে না, তাই আসতেই হয়।

ক্ষমা করবেন ভাই।

১৫| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১:০২

মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই সত্যি বলছি আমি কষ্ট পাইনি। আর আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে আর লজ্জা দিবেন না।
আমি আপনাকে বড় ভাইয়ের মতই শ্রদ্ধা আর সম্মান করি।
বরং আমরা যদি কিছু ভুল-ত্রুটি করে থাকি আপনি তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন । আর ভুল গুলি ধরিয়ে দিবেন।
আমি সেদিন অ-কবি লিখেছিলাম। আপনি হয়তো অ-কবিতা পড়েছিলেন।
আপনার ভুলটা ভাঙানোর জন্যই এখানে এসে আপনাকে বলেছি।
হয়তো আমিই আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি। তাই ছোট ভাই হিসেবে আমিই আপনার কাছে ক্ষমা চাইছি।
আর যে যায় বলুক আপনি আপনার মত করে লিখে যাবেন।
আমি আগে একটি লেখায় কমেন্ট করেছিলাম যে, আপনার কবিতা গুলি একই ঘরনার হয়ে যায় । তাই একটু অন্য টাইপের কবিতা লিখতে বলেছিলাম। আর বন্ধু বা প্রেমের কবিতা আপনি মাসে দু তিনটির বেশি পোষ্ট দিবেন না। অন্য লেখাও লিখতে পারেন। এগুলো আমার ব্যক্তিগত মতামত।
পাছে লোক সব সময় কিছু কথা বলবে। আপনার যদি অন্যর কথা শুনে অভিমানে ব্লগ ছেড়ে চলে যান তাহলে আমরা কোথায় যাব।
অনেক অনেক শুভ কামনা রইল আপনার জন্য।

৩১ শে মে, ২০১৭ দুপুর ১:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভরসাহীন ছিলাম ভাই, ভরসা হয়ে সবসময় পাশে থাকেন তাই ব্লগ ছাড়তে পারিনা। কৃতজ্ঞতা সবসময় জানাই আপনাদের প্রতি। আপনাদের উৎসাহ প্রেরণা স্নেহ আন্তরিকতা আমার ব্লগ সময়। আমি আপনাদের শ্রদ্ধার চোখেই দেখি সবসময়। অনেক ভালো লাগা আর শ্রদ্ধা রইল মননে।

সনামে ব্লগে কেন লেখেন না তা এখন বুঝতে পারছি ভাই কিছুটা! অনেকেই মনে করে সেলিব্রেট হওয়ার ধান্ধা! আমার কাছে হাস্যকর ব্যাপারটা। আমার বেনামে থাকতে বরঞ্চ খারাপ লাগে, কেমন যেন অপরাধী মনে হয়, মনে হয় প্রতারণাময়। তাই এই নিকটা করেছিলাম। সনামে যারা ব্লগিং করছে তাঁদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা সবসময় বেশি আন্তরিক, আপনি তো মনের ঘরে ভাই! আপনার পরামর্শ আমার মনে আছে ভাই। চেষ্টাও আছে, দোআ করবেন।

ভালো লাগলো আপনার মন্তব্য জেনে। কৃতজ্ঞতা রইল শ্রদ্ধার সাথে।
শুভকামনা জানবেন সবসময়।

১৬| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১:০৪

শাহারিয়ার ইমন বলেছেন: চমৎকার +++++++++++

৩১ শে মে, ২০১৭ দুপুর ১:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা রেখে গেছেন ভাই। কৃতজ্ঞতা জানবেন।
উচ্ছসিত প্লাস গুলো আশীর্বাদ হয়ে থাকুক ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

১৭| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১:৫০

শাহারিয়ার ইমন বলেছেন: স্বাগত ভাই

৩১ শে মে, ২০১৭ দুপুর ১:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা রইল স্বাগত জানানোয়। আন্তরিকতার ছোঁয়া।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

১৮| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৪:৩০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বৃষ্টি পড়ে মেঘলা আকাশ একলা ঘরে বাদল দিনে,
মনের কোণে তোমার ছবি শব্দ ঝড়ে প্রেমের প্রলাপ।
মান উত্তীর্ণ

৩১ শে মে, ২০১৭ বিকাল ৪:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মান উত্তীর্ণ হয়ে অনেক অনেক আনন্দিত। অনেক উৎসাহ রেখে গেলেন প্রিয় কবি। কৃতজ্ঞতা শ্রদ্ধার সাথে।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।

শুভকামনা জানবেন সবসময়।

১৯| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৫:০২

বে-খেয়াল বলেছেন: বেশ আবেগপ্রবনভাবে ভালবাসার প্রকাশ লেখায় ভাললাগা রইলো , আপনার প্রতিটি পোষ্টের সাথে আপনি যে ছবি সংযুক্ত করেন তা পোষ্টটাকে আরও সুন্দর করে তোলে। ভাল থাকবেন , শুভেচ্ছা রইলো।

৩১ শে মে, ২০১৭ বিকাল ৫:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগার অনেক প্রেরণার মন্তব্য রেখে গেছেন ভাই। আপনার পোষ্ট ছবির প্রতি ভালো লাগা জেনে অনেক অানন্দিত ও অনুপ্রাণিত ভাই। কৃতজ্ঞতা জানবেন।
আমি আসলে লেখার পর ছবি খুঁজি, অপেক্ষাকৃত সামঞ্জস্যতা মনে করেই ছবি সিলেক্ট করি। আপনার কাছে ভালো লাগা জেনে ভালো লাগলো। আবারো কৃতজ্ঞতা ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

২০| ৩১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল বন্ধুর হওয়ার জন্য আবেগী কবিতাটি পাঠে ।
এক অদ্ভুত আবেগী মোহে তাড়িত হয়ে কবিতা লিখে সবাই;
অথচ ভুলেও আবেগের মুল কারণ করেনা কেও উচ্চারণ, পাঠককেই তা করে নিতে হয় অন্বেষন ।
কবি নিজেকে আবৃত রেখে অন্যের ভাবাবেগ দেখায়, কতোটা উদার হলে মানুষের চোখে চোখে নেচে ওঠা
আঠালো অক্ষরের ক্ষত-নিরন্তর চোখাচোখি করে , তবে কবিতার মহাত্বতা কেউ কেউ ঠিকই জেনে যায়
এবং কবিতার ভাব জেনে গেলে হয়তো অপাঙ্গে কেউ নিজকেই খুঁজে আবার, দেখে নিতে কবির নিশ্ছিদ্র নিরাপত্তা কতোটা অটুট এখনো।

সংজ্ঞাহীন তুলনামূলক কবিতার কোন অবয়ব থাকে না, তবে কবিতার ভেতরেও তার ছবি খুজে পাওয়া যায় , তবে এটা ঠিক এক গাদা ব্যাখ্যাহীন স্বভাব নিয়ে কবিদের করতে হয় নিরন্তর ছুটাছুটি । এখানে সামুর পাতায় কবিতা যা দেখি তাতে দেখতে পাই এখানে এসেছেন কবিতা নিয়ে সবাই , পকেটে ভরে এনেছেন কিছু না কিছু, কেও নিয়ে এসেছেন জোনাকির গুঞ্জন , কারো বা পকেটে আছে ভাবাবেগ তৈরী কিংবা হত্যার বৈধ প্রত্যয়ন। কবিতায় কারো খুলে যায় অবারিত শৈশব, কিংবা অজান্তেই ফিরে যায় কোন এক ভুল কৈশোরে, তারুণ্যের হৈ চৈ চোখে এসে লাগে সঙ্গী খোঁজে। কেও কেও আছেন নীজের কথা ভুলে নির্দ্বিধায় ঢুব দেন অন্য কারো রসালো জলে, আমার মত অকবিও কবিতার ভাবার্থ খুঁজে কাটায় সারাবেলা । আর যারা রয়েছেন কবিতার সুষ্ঠু রস আস্বাদন করেন এবং কবিতার মান বুজে তার ঝাঁপি খুলে চমকে দিয়ে যান কবি ও পাঠককে অভুতপুর্ব দক্ষতায় মানুষের অনুভুতি অনুরনিত হয় তাতে । তবে যে করেই হোক সময়ের প্রবাহে হামাগুরি দিতে দিতে দৃপ্ত পদক্ষেপে কবিতার ঝাঁপি নিয়ে কবি যখন পুণরায় উঠে আসেন মঞ্চে, তখন একযোগে অবাক হয়ে সবাই দেখেন কোথায় যেন কবির বুকে রয়ে গেছে বিশাল ক্ষত চিহ্র একটি । তবে শান্তনা একটাই কবি আর পড়বেনা কোন গুঞ্জনের কবলে, কবির পরিচয় শুধু কবিই , কবিই কবির বন্ধু হবে ।

অনেক অনেক শুভেচ্ছা রইল ।

৩১ শে মে, ২০১৭ রাত ৮:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুধু শ্রদ্ধা আর কৃতজ্ঞতা আপনার আন্তরিকতায়।
আপনার অমূল্য মন্তব্যে প্রতিউত্তর আমি কি লিখবো ভাবতেই চলে গেল ঘন্টার বেশি। আপনার দেয়া প্রেরণা আমার জীবন পাথেয় হয়ে থাকুক।

শান্তনা বাণী টুকুন পরম শ্রদ্ধায় মনের আসনে রেখে দিলাম। দোআ করবেন।

শুভকামনা জানবেন ভাই, ভালোবাসা সবসময়।

(আপনার এই কাব্যিক কথামালা গুলো একটা কবিতায় রূপ দেয়ার ইচ্ছে আমার। যদি পারি তো অনুমতি চাইবো।)

২১| ৩১ শে মে, ২০১৭ রাত ৮:১২

নাদিম আহসান তুহিন বলেছেন: বন্ধু হবে?

৩১ শে মে, ২০১৭ রাত ৮:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা.......

কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে।
শুভকামনা রইল ভাই।

২২| ০১ লা জুন, ২০১৭ রাত ১:৫৩

ডঃ এম এ আলী বলেছেন:
ধন্যবাদ কবির কবিতা লেখতে অনুমতির কি প্রয়োজন পড়ে ?
কবি কবিতা লিখে তার মনের গরজে ।

সামুর পাতায় দেয়া আমার হাজার সাতেক মন্তব্যের
প্রায় অর্ধেকই এক একটি পৃথক পোষ্ট হতে পারে,
সেখান থেকেও যত খুশি পারেন নিয়ে কবিতা
লিখতে পারেন মনের মতন করে ।
কিছু মনে করবেননা ভাই একটু
ফান করলাম এই ফাকে।
অনেক শুভেচ্ছা রইল ।

০১ লা জুন, ২০১৭ দুপুর ১২:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনুমতি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাই।
শুভেচ্ছা আর ভালোবাসা আপনার জন্যও সবসময়।

'কবিই কবির বন্ধু হবে'

এক অদ্ভুত আবেগী মোহে তাড়িত হয়ে
কবিতা লিখে সবাই; অথচ ভুলেও
আবেগের মুল কারণ করেনা কেও উচ্চারণ,
পাঠককেই তা করে নিতে হয় অন্বেষন ।

কবি নিজেকে আবৃত রেখে
অন্যের ভাবাবেগ দেখায়, কতোটা উদার হলে
মানুষের চোখে চোখে নেচে ওঠা
আঠালো অক্ষরের ক্ষত-নিরন্তর চোখাচোখি করে,
তবে কবিতার মহাত্বতা কেউ কেউ ঠিকই জেনে যায়
এবং কবিতার ভাব জেনে গেলে
হয়তো অপাঙ্গে কেউ নিজকেই খুঁজে আবার,
দেখে নিতে কবির নিশ্ছিদ্র নিরাপত্তা কতোটা অটুট এখনো।

সংজ্ঞাহীন তুলনামূলক কবিতার কোন অবয়ব থাকে না,
তবে কবিতার ভেতরেও তার ছবি খুজে পাওয়া যায়,
তবে এটা ঠিক এক গাদা ব্যাখ্যাহীন স্বভাব নিয়ে
কবিদের করতে হয় নিরন্তর ছুটাছুটি। এখানে
সামুর পাতায় কবিতা যা দেখি তাতে
দেখতে পাই এখানে এসেছেন কবিতা নিয়ে সবাই,
পকেটে ভরে এনেছেন কিছু না কিছু, কেও নিয়ে
এসেছেন জোনাকির গুঞ্জন,
কারো বা পকেটে আছে ভাবাবেগ তৈরী
কিংবা হত্যার বৈধ প্রত্যয়ন।

কবিতায় কারো খুলে যায় অবারিত শৈশব,
কিংবা অজান্তেই ফিরে যায় কোন এক ভুল কৈশোরে,
তারুণ্যের হৈ চৈ চোখে এসে লাগে সঙ্গী খোঁজে।
কেও কেও আছেন নীজের কথা ভুলে
নির্দ্বিধায় ঢুব দেন অন্য কারো রসালো জলে,
আমার মত অকবিও কবিতার ভাবার্থ খুঁজে
কাটায় সারাবেলা ।
আর যারা রয়েছেন কবিতার সুষ্ঠু রস
আস্বাদন করেন এবং কবিতার মান বুজে
তার ঝাঁপি খুলে চমকে দিয়ে যান কবি ও পাঠককে
অভুতপুর্ব দক্ষতায় মানুষের অনুভুতি অনুরনিত হয় তাতে।
তবে যে করেই হোক সময়ের প্রবাহে
হামাগুরি দিতে দিতে দৃপ্ত পদক্ষেপে কবিতার ঝাঁপি নিয়ে
কবি যখন পুণরায় উঠে আসেন মঞ্চে,
তখন একযোগে অবাক হয়ে সবাই দেখেন
কোথায় যেন কবির বুকে রয়ে গেছে
বিশাল ক্ষত চিহ্র একটি । তবে শান্তনা একটাই
কবি আর পড়বেনা কোন গুঞ্জনের কবলে,
কবির পরিচয় শুধু কবিই,
কবিই কবির বন্ধু হবে।

কবিতা : কবিই কবির বন্ধু হবে
লেখক : ড. এম এ আলী

২৩| ০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:৩০

প্রামানিক বলেছেন: খুব ভালো লাগল। ধন্যবাদ

০১ লা জুন, ২০১৭ বিকাল ৪:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো প্রিয় কবির কাছে প্রশংসা পেয়ে। অনেক উৎসাহ পেলাম। কৃতজ্ঞতা জানবেন ভাই।

শুভকামনা আপনার জন্য সবসময়।

২৪| ০১ লা জুন, ২০১৭ বিকাল ৪:৩২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি কেমন আছে?

০১ লা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আলহামদুলিল্লাহ্ ভাই, ভালো আছি। আপনাকে অনেকদিন পর দেখে ভালো লাগছে। বেশ কয়েকদিন আপনাকে মনে করেছি। আপনার লগইন দেখিনি তাই আর সেদিক যাওয়া হয়নি।

খুঁজখবর নিলেন মনটা ভরে গেল ভাই। কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা জানবেন সবসময়।

২৫| ০২ রা জুন, ২০১৭ দুপুর ২:৪৬

উম্মে সায়মা বলেছেন: ভালোই লিখেছেন নয়ন ভাই। আপনি কবিতার পিছে বেশ শ্রম দিচ্ছেন বোঝা যাচ্ছে যা অত্যন্ত প্রশংসনীয়। শুভ কামনা।

০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা রেখে গেছেন আপু। অামি অনুপ্রাণিত হবো আপু সামনের দিনে। কৃতজ্ঞতা জানবেন।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক। দোআ করবেন।

শুভকামনা জানবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.