নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

|| আমি ||

০২ রা জুন, ২০১৭ রাত ৮:০৩



আমি নই কোন দেব-দেবতা, নই কোন মূর্তি
পাথর সিমেন্টে গড়া ভাস্কর্য নই মহামানব ঋষি।
আমি মানুষ, রক্ত মাংসে গড়া সাধারণ মানুষ
আমার মাঝে আছে হাসি-কান্না অনুভব কষ্টবোধ,
ভালোবাসায় গড়া আমি মানুষ, আছে অনুভূতি।

তাই বুঝি কষ্ট লাগে, অমানবিক-বৈষম্যে পুড়ি।
মানুষ মানুষের উপাদান হারিয়ে নৈতিকতা নীতি
পশুতুল্য মনুষ্যত্ব, চারিদিক মানুষরূপি-মুখোশ,
অন্ধ বিবেক, মনুষ্যত্বহীন মানুষের চরিত্রদোষ;
মানুষকে করে রাখছে বশ্য যেন বদ্ধ খাচার পাখি!

বোনের চোখেমুখে ভয়-বিভীষিকা, আশ-খরা চৈতি!
নির্লুপ্ত মানুষের রুচি পশুসুলভ বিচরণ দুষ্কৃতকারী।
দুর্বলে সবলের অত্যাচার, শিশু-বাচ্চাটিও বেহুশ
সমাজের নির্মমতা পাষণ্ড মানুষ-আত্মা কি অদ্ভুত!
কন্যাগৃহ মায়ের আর্তনাদ ধর্ষকের কাছে ফরিয়াদি।

মানুষের অধিকার নিয়ে পাশাখেলা-য় রাজনীতি,
লাশের উপর দাঁড়িয়ে গন্ধ শুকে নয় দেশাত্মবোধি।
ভুলে জাতিসত্তা চেতনা সাম্প্রদায়িক ক্ষমতার লোভ,
ন্যায় কম্পিত অন্যায়ে দাম্ভিক দাপট সাধারণে ক্ষোভ।
হয়-নিঃস্ব নয়তো লাশ যদি কেহ হয়ে উঠে প্রতিবাদী।

ধর্মের নগ্ন ব্যবহার কুলসিত হচ্ছে মানুষ ঘৃণিত সৃষ্টি,
মানবিকতা হারা নির্মমতায়-পূর্ণ মানুষ-কূলে অশান্তি।
আস্তিক নাস্তিকবাদ স্রষ্টায় বিভক্তি উপসনায় বিরোধ,
হারিয়ে উদার্যতা ধর্ম যাজক ধর্মের অপব্যবহারে চুপ।
যেথা-শৃঙ্খলা-শান্তি সেথা নির্বাসিত মানবিক গুণাবলি!

স্তম্ভিত অতিশয় নিষ্কণ্টক, হারাই সাধের সুর ভৈরবী,
মনুষ্যত্বহীন পশুতুল্য মানুষ ভস্মি, মমতার অনুরাগী।
বিবেকহীন-অত্যাচারি'র বিরুদ্ধাচরণ, মানবিকতায় অবুঝ,
দেশদ্রোহী'র বুকে বিষ-তির দুঃশাসনে হই প্রতিবাদী সুর।
খুঁজি না ধর্ম-জাতি, সর্বোচ্চাসনে স্রষ্টা সৃষ্টি-র অগ্রগামী।




মন্তব্য ৩৯ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৭ রাত ৮:০৮

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: খুব খুব খুব সুন্দর কবিতা!

০২ রা জুন, ২০১৭ রাত ৮:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার উচ্ছসিত প্রশংসা আমাকে অনেক প্রেরণা দিয়ে গেল ভাই। কৃতজ্ঞতা জানবেন।
প্রেরণা হয়ে থাকবেন সবসময়।

শুভকামনা জানবেন ভাই।

২| ০২ রা জুন, ২০১৭ রাত ৮:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে

০২ রা জুন, ২০১৭ রাত ৮:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম আপু। কৃতজ্ঞতা জানবেন। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক আপু।

শুভকামনা জানবেন সবসময়।

৩| ০২ রা জুন, ২০১৭ রাত ৮:২৪

ধ্রুবক আলো বলেছেন: আমি মানুষ, রক্ত মাংসে গড়া সাধারণ মানুষ
আমার মাঝে আছে হাসি-কান্না অনুভব কষ্টবোধ,
ভালোবাসায় গড়া আমি মানুষ, আছে অনুভূতি।

বেশ অসাধারণ লিখেছেন, মনোমুগ্ধকর +++++++++++

০২ রা জুন, ২০১৭ রাত ৮:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভয়ে ছিলাম ভাই লেখাটি লিখে। আপনার মন্তব্য পেয়ে অনেক ফ্রি হলাম ভাই।
অনেক গুলো প্লাস পেলাম আপনার কাছ থেকে এই প্রথম, তাতে আনন্দ আর রাখি কই। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।
কৃতজ্ঞতা জানবেন ভাই।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

৪| ০২ রা জুন, ২০১৭ রাত ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:


বুঝলাম, আপনি আছেন...

০২ রা জুন, ২০১৭ রাত ৮:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা আমি আপনাদের ভুলতে পারিনা ভাই। মাঝেমধ্যেই ঘুরেফিরে আসি তাই।

কবিতাটি লিখার পর একটু ভয় কাজ করেছে মনে, একটা শব্দ চেঞ্জ করে পোষ্ট করেই দিলাম।
দয়া করে কিছু বলে যাবেন, সমালোচনা।

কৃতজ্ঞতা রইল মন্তব্যে।

৫| ০২ রা জুন, ২০১৭ রাত ৮:৩৪

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। +।

০২ রা জুন, ২০১৭ রাত ৮:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেকদিন পর প্রিয় কবি'র আগমনে আমি অনেক অনেক আনন্দিত। অাপনার কাছে প্লাস পাওয়া আমার সৌভাগ্য মনে করি সুমন ভাই। কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধার সাথে।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

৬| ০২ রা জুন, ২০১৭ রাত ৯:০৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর হয়েছে++++

০২ রা জুন, ২০১৭ রাত ৯:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো প্রিয় কবির কাছে প্রশংসিত হয়ে, প্রেরণা পেলাম।
প্লাস গুলো আশীর্বাদ হয়ে থাকুক স্যার।

শুভকামনা জানবেন সবসময়।

৭| ০২ রা জুন, ২০১৭ রাত ৯:১১

শূন্য-০ বলেছেন: ভালো লাগলো আপনার কথাগুলো। ++++++

০২ রা জুন, ২০১৭ রাত ৯:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কথাগুলো ভালো লাগা জেনে প্রেরণা পেলাম ভাই।

শুভকামনা জানবেন ভাই।

৮| ০২ রা জুন, ২০১৭ রাত ৯:৪০

সামিউল ইসলাম বাবু বলেছেন: চমৎকার কবিতায় ভালোলাগা +

০২ রা জুন, ২০১৭ রাত ৯:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম ভাই মন্তব্যে। বাবু ভাইয়ের কাছে প্লাস লাইক পাওয়া মানে সৌভাগ্যের মনে করি সবসময়।
কৃতজ্ঞতা জানবেন ভাই। প্লাসটি আশীর্বাদ হয়ে থাকুক ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

৯| ০২ রা জুন, ২০১৭ রাত ৯:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে +

০২ রা জুন, ২০১৭ রাত ৯:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতা সুন্দর হয়েছে জেনে অনেক প্রেরণা পেলাম ভাই। কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে।
প্লাসটি আশীর্বাদ হয়ে থাকুক ভাই।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

১০| ০২ রা জুন, ২০১৭ রাত ১০:০৩

নাগরিক কবি বলেছেন: সুন্দর হয়েছে B-)

০২ রা জুন, ২০১৭ রাত ১০:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির প্রশংসা পেয়ে অনেক উৎসাহিত হলাম। কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে।

শুভকামনা আপনার জন্য।

১১| ০৩ রা জুন, ২০১৭ রাত ১:২২

মার্ক জুকারবার্গ বলেছেন:
সমস্যা নেই । আপনি খুব সুন্দর লেখেন ভাইয়া ।

শুভ কামনা ।

০৩ রা জুন, ২০১৭ রাত ১:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগা জানবেন ভাই।
প্রশংসা টুকু আমাকে অনুপ্রাণিত করবে সামনের দিনে। প্রেরণা হয়ে থাকবেন ভাই।

আবারও কৃতজ্ঞতা ভয়টা দূর করে যাওয়ায়।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

১২| ০৩ রা জুন, ২০১৭ সকাল ৯:০৬

মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই এই তো প্রেম ভালবাসা বাদেও কি সুন্দর কবিতা লিখতে পারেন আপনি।
নিশ্চয় বুঝতে পারছেন কি বলতে চাইছি।
ভাল থাকুন।

০৩ রা জুন, ২০১৭ সকাল ৯:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই আপনার কথা বুঝেছি। তবে মাঝেমধ্যে সঙ্কোচ বোধ করি বাস্তবিক সমসাময়িক কবিতা লিখতে, ভয় হয়।
আপনার মন্তব্য পেয়ে আমার ভয় কমলো অনেকাংশ। দোআ করবেন ভাই।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।

মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন ভাই।
শুভকামনা রইল, ভালোবাসা জানবেন সবসময়।

শুভ সকাল

১৩| ০৩ রা জুন, ২০১৭ সকাল ৯:৩৬

নীলপরি বলেছেন: স্তম্ভিত অতিশয় নিষ্কণ্টক, হারাই সাধের সুর ভৈরবী,
মনুষ্যত্বহীন পশুতুল্য মানুষ ভস্মি, মমতার অনুরাগী।
বিবেকহীন-অত্যাচারি'র বিরুদ্ধাচরণ, মানবিকতায় অবুঝ,
দেশদ্রোহী'র বুকে বিষ-তির দুঃশাসনে হই প্রতিবাদী সুর।
খুঁজি না ধর্ম-জাতি, সর্বোচ্চাসনে স্রষ্টা সৃষ্টি-র অগ্রগামী।


বাহ , খুব ভালো । আপনার লেখাগুলোর থেকে অনেকটাই ভিন্ন প্রকৃতির । বাস্তবটা তুলে ধরেছেন খুব ভালো ভাবে । ++++++++++

শুভকামনা ।

০৩ রা জুন, ২০১৭ সকাল ১০:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা আর সাহস পেয়েছি আপু আপনার মন্তব্য পেয়ে। কৃতজ্ঞতা জানবেন আপু।
প্রিয় কবির কাছ থেকে অনেক গুলো প্লাস পেয়ে উচ্ছসিত, অনেক অনেক আনন্দিত। প্রেরণা হয়ে থাকবেন আপু।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক সবসময়।

শুভকামনা জানবেন সবসময়।

১৪| ০৩ রা জুন, ২০১৭ দুপুর ১:২৩

বিজন রয় বলেছেন: ধর্মের নগ্ন ব্যবহার কুলসিত হচ্ছে মানুষ ঘৃণিত সৃষ্টি,........... দূর্দান্ত!।

আপনার এই কবিতার যেটি সবচেয়ে ভাল লেগেছে সেটি হলো গতি, তীব্রতা আর শব্দের সমাহার।

চলুক অবিরাম।

০৩ রা জুন, ২০১৭ বিকাল ৩:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দাদা আপনাকে পেয়ে অনেক উচ্ছসিত আনন্দে ভাসছি আমি। অনেক প্রেরণা দিয়ে গেছেন দাদা। কৃতজ্ঞতা রাখছি শ্রদ্ধা ভরে।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক দাদা। প্রেরণা হয়ে থাকবেন আমার সামনের দিনগুলিতে।

দোআ করবেন দাদা।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

১৫| ০৩ রা জুন, ২০১৭ দুপুর ২:৪৮

চিন্তক মাস্টারদা বলেছেন: চরম কবিতা লেখলেন।

শুভকামনা জানবেন

০৩ রা জুন, ২০১৭ বিকাল ৩:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার মন্তব্যে অনেক প্রেরণা পেলাম ভাই, অনুপ্রাণিত হবো সামনের দিনে। কৃতজ্ঞতা রাখছি ভাই আন্তরিক প্রেরণায়।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক মাষ্টারদা।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

১৬| ০৩ রা জুন, ২০১৭ বিকাল ৫:২৫

চাঁদগাজী বলেছেন:


কবিতাটি আমাদের সমাজের কলুসতার প্রতিবাদ করতে সমর্থ হয়েছে, ভাষা ও বক্তব্য বেশ জোরালো

০৩ রা জুন, ২০১৭ বিকাল ৫:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার আজ মহানন্দ। আপনার কাছে প্রশংসা পাওয়া যেকোনো লেখার জন্য সৌভাগ্য, আমার জন্য অনেক প্রেরণার। কৃতজ্ঞতা জানবেন আবার এসে অনেক অনুপ্রেরণা রেখে যাওয়ায়। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক। প্রেরণা হয়ে থাকুন আমার মন আকাশে।

শুভকামনা জানবেন সবসময়।

১৭| ০৩ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০১

সামু পাগলা০০৭ বলেছেন: নয়ন সাহেব, অসাধারণ কবিতা! এত বলিষ্ঠ চেতনার বানী! সমাজের সকল অপরাধ, অন্যায়, অবিচারকে একসাথে তুলে এনেছেন প্রতিবাদী সুরে! একজন প্রকৃত কবির দায়িত্ব তো এই!

কবিতায় +++!

আপনার ও আপনার পরিবারের জন্যে শুভকামনা রইল!

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা রেখে গেছেন আপু। আপনার কাছে প্রশংসিত হয়ে ধন্য হলো লেখাটি।
আপনার এমন আন্তরিক প্রেরণাদায়ক মন্তব্যের প্রতিউত্তর দেয়ার ভাষাজ্ঞান আমার নেই আপু। কৃতজ্ঞতা রাখছি শ্রদ্ধার সাথে।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক এই প্রত্যাশা।

অনেক উচ্ছসিত আনন্দিত হয়েছি আপু আমার ও পরিবারের জন্য আপনার দোআ পেয়ে। আবারও কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা আপনার জন্য, ভালোবাসা সবসময়।

১৮| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১২:০৬

বে-খেয়াল বলেছেন: ধর্মের নগ্ন ব্যবহার কুলসিত হচ্ছে মানুষ ঘৃণিত সৃষ্টি,
মানবিকতা হারা নির্মমতায়-পূর্ণ মানুষ-কূলে অশান্তি।

দারুন লিখেছেন দারুন সত্য গুলোকে একেবারে সেই রকম করে ফুটিয়ে তুলেছেন, লেখায় ভাললাগা রইলো।

০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১২:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো ভাই আপনার অনুপ্রেরণা। অনেক প্রেরণা রেখে গেছেন ভাই। কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে।

প্রশংসা টুকু আশীর্বাদ মনে করছি ভাই।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

১৯| ১৪ ই জুন, ২০১৭ রাত ১০:৩৫

না মানুষী জমিন বলেছেন: অসাধারণ

১৪ ই জুন, ২০১৭ রাত ১১:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক পুরনো পোষ্টে এসে প্রেরণাদায়ক উৎসাহ রেখে যাওয়ায় আন্তরিকতার ছোঁয়া পাইলাম ভাই। কৃতজ্ঞতা জানবেন।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।

শুভকামনা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.