নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

এই বাংলাদেশে

০৪ ঠা জুন, ২০১৭ ভোর ৫:২০



এই মাটিতেই জন্ম আমার বীর বঙ্গ-এ-দেশেই বাস,
সবুজ শ্যামল মাঠ প্রান্তরে করি সোনার ফসল চাষ।
শস্য ভরা কৃষাণ ঘরে উঠুন ভরা মুরগ-মুরগী হাস,
পাশের পুকুর খাল-বিলে ধরছি কতই রঙের মাছ।

আঙিনাতে ফলাই মোরা তাজা সবজী নানানরকম,
ডাঁটা বেগুন সীম লাউ ধনিয়া ঝিঙা ঢেড়স পটল
গোল-মরিচ আর কাঁচামরিচ পুঁই-শাক তারই উপর
ঘরের পাশেই পেঁপে চাষ চালায় কত কুমড়া-কুমড়।

আম কাঁঠাল পেঁয়ারা গাছে মিষ্টি রসের ফল আসে,
রোদসী সকাল মনের খুশি গোলাপ গাঁদা টাইম ফুলে।
লাল জবাতে বাতাস খেলে বকুল সৌরভ রাত্রিকালে,
ফুলে ফলে মধুর সময় কাটাই মোরা এই বাংলাদেশে।

খালে বিলের কাদাজলে বাল্য কালে করছি খেলা,
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সুসম্পর্কে একই পাড়া।
মসজিদ মন্দির গির্জা দেখ পাশাপাশি বিবাদ ছাড়া,
সহযোগিতায় একে-অন্যের অসাম্প্রদায়িক ভাবধারা।

রূপ-প্রকৃতির ছয় ঋতুকাল কৃষ্টি সুখের বীর গৌরবে,
মায়া মামতায় দেশের মাটি তুলনা করি মা'য়ের সাথে।
সাধুসন্ন্যাসী পীর আউলিয়া মিশে আছেন এই মাটিতে,
রূপস গুণী দেশ'টি কোথাও পাবেনা আর দুনিয়া ঘুরে।

মন্তব্য ৪২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৭ ভোর ৫:৩৪

কলাবাগান১ বলেছেন: "হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সুসম্পর্কে একই পাড়া।"

এটাকেই বলে ধর্মীয় টলারেন্স যেটা বিশেষ ভাবে হারিয়ে যাচ্ছে

০৪ ঠা জুন, ২০১৭ ভোর ৫:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, এই হারিয়ে যাওয়ার মাঝে আমি রাজনৈতিক প্রভাবকেই বেশি দায়ি করতে চাই!! একটা সাম্প্রদায়িক ক্ষমতার লোভই বেশি দায়ি ধর্মীয় টলারেন্স হারানোর জন্য!!

কত সুন্দর ছিল আগের সেই দিনগুলি!!! এখন যাদুঘরে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে দিনদিন ধর্মীয় সম্প্রীতি!!

ভালো বলেছেন ভাই। মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
শুভ সকাল।

২| ০৪ ঠা জুন, ২০১৭ ভোর ৬:০৪

ডঃ এম এ আলী বলেছেন: খুব ভাল সব বিষয়বস্তু নিয়ে লেখা কবিতা পাঠে ভাল লাগল ।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।

০৪ ঠা জুন, ২০১৭ ভোর ৬:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত হলাম ভাই মন্তব্য পেয়ে। প্রেরণা হয়ে থাকবেন ভাই।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।

শুভকামনা জানবেন। শুভ সকাল।

৩| ০৪ ঠা জুন, ২০১৭ ভোর ৬:১০

সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার বাংলার ছবি আকলেন কবিতার মাধ্যমে......ভালোলাগা জানিয়ে গেলাম।

০৪ ঠা জুন, ২০১৭ ভোর ৬:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগা জানবেন ভাই আপনার মন্তব্যে আসায়। আপনার ভালো লাগা জেনে অনেক প্রেরণা পেলাম। সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা রইল। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।

শুভকামনা জানবেন ভাই। শুভ সকাল।

৪| ০৪ ঠা জুন, ২০১৭ ভোর ৬:২৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দেশাত্মবোধক গান লিখেছেন।

০৪ ঠা জুন, ২০১৭ ভোর ৬:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গান না তবে মোটামুটি দেশ থেকে হারিয়ে যাওয়ার পথে পুরনো দিনগুলি মনে করেছি ভাই।
প্রেরণাদায়ক মন্তব্য রেখে গেছেন। কৃতজ্ঞতা জানবেন ভাই।

কেমন আছেন আপনি? অনেকদিন পর গতরাতে পেয়েছি আপনাকে!
ভালো আছেন নিশ্চয়।
শুভকামনা আপনার জন্য সবসময়।

৫| ০৪ ঠা জুন, ২০১৭ সকাল ৯:২৪

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর কবিতা।
এখন কিন্তু আর নানা রঙের মাছ খুব একটা পাওয়া যায় না নয়ন ভাই।

০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১২:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা শুনে উৎসাহ পেলাম ভাই, অনেক অনুপ্রাণিত করে গেছেন ভাই। কৃতজ্ঞতা জানবেন।

ঠিকই বলেছেন ভাই, এখন আর আমাদের দেশে সেইরকম মাছ দেখা যায় না। আমি নিজেও যে মাছ মারছি তা বর্তমান জেলেরাও পায় না। সেই পুরনো স্মৃতিবোধ আর পুরনো দেখা শুনা বাংলাদেশ এখন পরিবর্তন হয়ে যাচ্ছে! অসাম্প্রদায়িক ভাবাপন্ন স্বভাব মানুষের মন থেকে যাদুঘরে জায়গা পাওয়ার জন্য!!!

শুভকামনা জানবেন ভাই।

৬| ০৪ ঠা জুন, ২০১৭ সকাল ১১:৫১

বে-খেয়াল বলেছেন: খালে বিলের কাদাজলে বাল্য কালে করছি খেলা,
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সুসম্পর্কে একই পাড়া।

অসাধারন লেখনী বেশ লাগলো।

০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১২:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা রেখে গেছেন ভাই, অনুপ্রাণিত করে যাওয়ায় কৃতজ্ঞতা জানবেন ভাই।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

৭| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১২:৩০

নীলপরি বলেছেন: মাটির সুগন্ধ ছড়িয়ে গেছে কবিতার প্রতিটা শব্দে । খুব ভালো লাগলো ।

++++++++++++++

শুভকামনা ।

০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১২:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পাইলাম আপু আপনার আগমনে। অনেক আন্তরিক অনুপ্রাণিত করে গেছেন। কৃতজ্ঞতা জানবেন আপু।
অনেক গুলো প্লাস পেয়ে উচ্ছিত আনন্দিত হয়েছি আপু। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক। পাথেয় হয়ে থাকবেন আমার সামনের জীবনজুড়ে।

অনেক অনেক শুভ প্রত্যাশা আপু আপনার জন্য।

৮| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১:০৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনিন্দ্য

হিন্দুদের অনুষ্ঠানে যাওয়া, অামাদের অনুষ্ঠানে অাসা। কত অান্দোরিকতা ছিলো।

দুঃখের বিষয়, কাঁদা ছুড়া ছুড়ি, অার বাংলাদেশের রাজনীতিতে ভাগকর শাসনকর নীতি ইদানিং প্রয়োগের ফলে সাম্প্রদায়িক সম্পৃতি এখন শেষের দিকে।

ঘৃণ রাজনীতি ধ্বংস করছে দেশিও সম্পৃতি।

০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি আপনার সাথে পুরোপুরিভাবে একমত ভাই। অনেক সুন্দর মন্তব্য রেখে গেছেন ভাই কৃতজ্ঞতা জানবেন। আপনার মননে শ্রদ্ধা।

রাজনীতির জঘন্যতা আমাদের জাতিগত কৃষ্ট আর অসাম্প্রদায়িক ভাবাপন্ন স্বভাব বিলুপ্তের পথে!! কত সুন্দর ছিল সেই পুরনো সমাজ-মানুষ! এখন দিনদিন শিক্ষা বাড়ছে, কিন্তু ততোধিক বাড়ছে মানুষের প্রতিহিংসা। আশাতীত বেড়েই চলেছে সাম্প্রদায়িক ঘৃণিত মনোভাব!!

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

৯| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১:২৪

শূন্য-০ বলেছেন: দারুণ হয়েছে +++++

০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পাইলাম ভাই। কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে।

শুভকামনা জানবেন সবসময়।

১০| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:১৭

ধ্রুবক আলো বলেছেন: বাংলাদেশ চিরজীবী হোক।
দেশ নিয়ে বেশ সুন্দর কবিতা +++

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বাংলাদেশ চিরজীবী হোক।

অনেক প্রেরণা পেলাম ভাই আপনার কাছে। অনেক অনুপ্রাণিত হলাম প্রশংসা পেয়ে।
প্লাস গুলো আশীর্বাদ হয়ে থাকুক।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

১১| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ৮:২৯

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। +।

০৪ ঠা জুন, ২০১৭ রাত ৮:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি'র আগমনে অনেক উৎসাহিত ও প্রেরণা পেলাম। কৃতজ্ঞতা জানবেন ভাই।
আপনার কাছে প্লাস পাওয়া সকল নতুনদের জন্য সৌভাগ্যে আমার জন্য পরম সৌভাগ্যের। প্লাসটা আশীর্বাদ হয়ে থাকুক ভাই।

শুভকামনা আপনার জন্য, ভালোবাসা সবসময়।

১২| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১০:২৬

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: গ্রাম বাংলার চমৎকার চিত্র ফুটিয়ে তুলেছেন কবিতায়।
পাঠ করে মুগ্ধ হলাম।

০৯ ই জুন, ২০১৭ রাত ১০:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রতিউত্তরে দেরি হওয়ার জন্য দুঃখিত ভাই, মোবাইল ডিবাইস নষ্ট থাকায় নেট ব্যবহার করতে পারিনি।

অনেক প্রেরণা রেখে গেছেন ভাই। মন্তব্যে প্রীত হয়েছি। ভালো লাগা জানতে পেরে অনুপ্রাণিত হলাম। প্রেরণা হয়ে থাকবেন ভাই।

শুভকামনা আপনার জন্য সবসময়।

১৩| ০৫ ই জুন, ২০১৭ রাত ১২:৪৭

কল্লোল পথিক বলেছেন:


চমৎকার!

০৯ ই জুন, ২০১৭ রাত ১০:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রতিউত্তরে দেরি হয়ে গেল ভাই মোবাইল নষ্ট থাকায়।

অনেক প্রেরণা ভাই আপনার কাছে চমৎকার পাওয়া। অনুপ্রাণিত হলাম ভাই।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই। কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনা জানবেন সবসময়।

১৪| ০৫ ই জুন, ২০১৭ রাত ২:৪৭

ওমেরা বলেছেন: অপূর্ব সুন্দর !!

০৯ ই জুন, ২০১৭ রাত ১০:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা রেখে গেছেন আপু। অনুপ্রাণিত হবো। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক আপু।
মন্তব্যে আসায় কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনা আপনার জন্য সবসময়।

১৫| ০৫ ই জুন, ২০১৭ রাত ৩:৪১

সত্যের ছায়া বলেছেন: সুন্দর লিখনি। মানব প্রেম থেকে দেশ প্রেমে উঠে এসেছেন।

০৯ ই জুন, ২০১৭ রাত ১০:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালোবাসা পাইলাম ভাই মন্তব্যে। কৃতজ্ঞতা জানবেন।
দেশপ্রেম আছে মনের মধ্যে, কিন্তু ঠিকঠাক প্রকাশ করতে পারিনা, তাই লিখা হয় না। দোআ করবেন ভাই।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।

শুভকামনা জানবেন সবসময়।

১৬| ০৭ ই জুন, ২০১৭ দুপুর ১:২১

শূন্যনীড় বলেছেন: অনেক সুন্দর, খুব খুশি হয়েছি দেশপ্রেমী কবিতায় +++++

০৯ ই জুন, ২০১৭ রাত ১০:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম ভাই মন্তব্য পেয়ে। আপনার খুশি জেনে খুউব আনন্দিত হলাম ভাই।
প্লাস গুলো প্রেরণা হয়ে থাকুক ভাই। কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে।

শুভকামনা জানবেন।

১৭| ০৭ ই জুন, ২০১৭ দুপুর ১:২৩

শূন্যনীড় বলেছেন: কিন্তু! আপনার খুঁজ পাইনা কেন ফেসবুক ব্লগে কোন জায়গায়? সুস্থ আছেন তো !!

০৯ ই জুন, ২০১৭ রাত ১০:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আন্তরিকতার ছোঁয়া পেলাম ভাই। কৃতজ্ঞতা জানবেন।

মোবাইল ডিবাইস নষ্ট হয়েছিল ফরমেট দেয়ায়, মোবাইল ডাটা সার্ভিস বন্ধ থাকায় আসতে পারিনি ভাই। কৃতজ্ঞতা রইল আন্তরিক খুঁজখবরে।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

১৮| ০৯ ই জুন, ২০১৭ রাত ১০:২৮

চাঁদগাজী বলেছেন:


স্বপ্নই মানুষকে বাস্তবতার দিকে নেয়, ভালো

০৯ ই জুন, ২০১৭ রাত ১০:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা রাখছি ভাই, অনেক সুন্দর কথা বলে গেছেন।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।
দোআ করবেন যেন বাস্তবিক করে রাখতে পারি মনটাকে।

শুভকামনা জানবেন, শ্রদ্ধা আর ভালোবাসা সবসময়।

১৯| ০৯ ই জুন, ২০১৭ রাত ১১:১০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: খালে বিলের কাদাজলে বাল্য কালে করছি খেলা,
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সুসম্পর্কে একই পাড়া।
মসজিদ মন্দির গির্জা দেখ পাশাপাশি বিবাদ ছাড়া,
সহযোগিতায় একে-অন্যের অসাম্প্রদায়িক ভাবধারা।
এটা অটুট রাখার চেষ্টা সবার মধ্যে থাকা উচিৎ। সাম্প্রদায়িকতা বিতাড়িত হোক।

০৯ ই জুন, ২০১৭ রাত ১১:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক গুরুত্বপূর্ণ মতামত রেখে গেছেন প্রিয় কবি। কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে।

সাম্প্রদায়িক ভাবাপন্ন মানুষের মনে অসাম্প্রদায়িক মনোভাব জেগে উঠুক, গড়ে উঠুক সুন্দর শান্তিময় বিশ্ব।

শুভকামনা জানবেন সবসময়।

২০| ১০ ই জুন, ২০১৭ সকাল ১০:৪৬

কুঁড়ের_বাদশা বলেছেন:
খুব সুন্দর +

১০ ই জুন, ২০১৭ সকাল ১০:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন ভাই। মন্তব্যে আসায় কৃতজ্ঞতা।

প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই। প্রেরণা হয়ে থাকবেন।
শুভকামনা আপনার জন্য।

২১| ১০ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: দেশের গানটা খুব সুন্দর হয়েছে+

কেমন আছেন ?

১০ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো ভাই আপনার উপস্থিতি, আমি আনন্দিত।

অনেক প্রেরণা রেখে গেছেন ভাই।
কৃতজ্ঞতা জানবেন আন্তরিক মন্তব্যে।

আলহামদুলিল্লাহ্ ভাই, ভালো আছি।
কয়েকদিন মোবাইল ডাটা সার্ভিস বন্ধ ছিল ডিবাইস লস হয়ে, তাই আসতে পারিনি।
আপনার ভালোবাসা পেয়ে ধন্য হলাম ভাই।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময় আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.