নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

হে-ফরিদ আহমদ চৌধুরী (শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ)

০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫


আমার শ্রদ্ধেয় প্রিয় কবি আমাকে নিয়ে একটি সনেট ও আমার দুটি সনেট-এর রিমেইক লিখে পোষ্ট করেছিলেন। তাঁর প্রতি সামান্য কৃতজ্ঞতা প্রকাশ করতে চেয়েছি আমি....

হে- ফরিদ আহমদ চৌধুরী, স্ব-গুণে
দিচ্ছেন প্রেরণা, সব জনে প্রীত, ঢেলে
জ্ঞান ভাণ্ডার-উজাড় মুক্ত, সু-যতনে
সাহিত্য খুঁজে ফেরেন সনেট তা বলে।
নিরহঙ্কার সদা-এ কবি প্রীত জনে,
নতুনে মুগ্ধ হৃদয়, চেষ্টা মনোবলে-
অনুপ্রেরণা-র আলো রেখেছেন জ্বেলে।
ভালোবাসা প্রেম বায়ু সদা বা-য় মনে।

মনে-র আকাশ জুড়ে যতো দি-ন যাবে-
শ্রদ্ধা ভালবাসা প্রেম দেবো আপনা-তে,
জ্যোতির্ময় এ-প্রতিভা থাকুক স্ব-ভাবে,
মুগ্ধতা-যে পুরোপুরি পারিনা বোঝাতে!
গুরু প্রেমে শিষ্য সদা, নয়ন জোড়াবে
পৃথ্বী'র, থাকুন স্বর্গে মো-র কামানা-তে।

কবিতাটি আমার শ্রদ্ধেয় প্রিয় কবি 'ফরিদ আহমদ চৌধুরী'র প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা থেকেই সৃষ্টি করেছি। জানিনা আমি আমার শ্রদ্ধা ভালোবাসা কতটা প্রকাশ করতে পেরেছি, তবে লিখতে পেরেছি তাঁকে নিয়ে এটিই আমার জন্য খুব বেশি আনন্দের মনে হচ্ছে।

তাঁর কাছ থেকে পাওয়া প্রেরণা অনুপ্রাণিত করে আমাকে নতুনত্বের খুঁজে। আমি যেন তার প্রতি এই শ্রদ্ধা ভালোবাসা আন্তরিকতাটুকু ধরে রাখার যোগ্য হই কামনা স্রষ্টায়।

মন্তব্য ৫০ টি রেটিং +২০/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

চাঁদগাজী বলেছেন:


খুবই ভালো কাজ হয়েছে, আমরা অনেকেই উনার কাছে ঋণী, উনি অনেক ব্লগারকে উৎসাহিত করেছেন; আপনি সবার পক্ষ থেকে উনাকে তুলে ধরেছেন।

সামুর প্রতি অনুরোধ, ব্লগার ফরিদ আহমদ চৌধুরী'এর পোস্টগুলো সামনের পাতায় প্রকাশের ক্ষমতা দেয়া হোক

০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভরসার বাণী রেখে গেছেন শ্রদ্ধেয় প্রিয় ভাই আমার। আপনাদের সবার কাছেই আমি ঋণি। সবাই কত স্নেহাশিস আর আন্তরিক উৎসাহে আমাকে প্রেরণা দিয়ে চলেছেন সবসময়। আপনাদের প্রতি সবসময় আমি কৃতজ্ঞ।

উনি কেবল সবাইকে উজাড় করে দিয়েই গেলেন, উৎসাহিত করেই গেলেন নিজে আন্তরিক থেকে। বিনিময় তিনি অনেকের কাছে কেমন যেন হয়ে আছেন। তার মনোবল চাঙা করাই আমার উদ্দেশ্য সঙ্গে সামান্য শ্রদ্ধা আর কৃতজ্ঞতা প্রকাশ। আমি উনার মতো আনন্দময় মানুষকে সবসময় শ্রদ্ধা করি, ভালোবাসি। সেই থেকেই সামান্য চেষ্টা।

আপনার মন্তব্য আমাকে নির্ভয় করে গেল। কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা জানাচ্ছি।

শুভকামনা জানবেন সবসময়।

২| ০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সবচেয়ে আনন্দের বিষয় হলো আমরা আরো একজন সনেটের কবি পেলাম। আমি আগেও বলেছি আপনার কবিতা একে বারেই অন্য রকম। যার সবচেয়ে বড় বৈশিষ্ট হলো আচ্ছতা। আরো আছে ব্যঞ্জনা। সুতরাং আপনার কাছ থেকে পাঠক আলাদা রকমের সনেট পাবে। বাংলা সাহিত্যে রবীন্দ্র ও নজরুল ধারার পর নয়ন ধারার আগমনী শুনতে পাচ্ছি। আমি আমি কতটুকু খুশী হলাম সে হিসেব কষে শেষ করতে পারছিনা। অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি নয়ন।

০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা, অনেক ভরসা আর আন্তরিক আশীর্বাদপুষ্ট একটি মন্তব্য রেখে গেছেন প্রিয় কবি। আপনার উদার মনের প্রমাণ আমি পেয়ে গেছি। আপার প্রতি আমার শ্রদ্ধা আর ভালোবাসা সবসময় থাকে, থাকবে।

ব্লগের দুরন্তর আনন্দ রসিক শ্রদ্ধেয় প্রিয় কবি'র মনে সামান্য খুশি দিতে পারলেই আমার সার্থকতা।

আপনার স্নেহাশিস যেন কভু না হারাই এই প্রার্থনা সদা।

৩| ০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০২

কলিমুদ্দি দফাদার বলেছেন: ফরিদ ভাই তার ব্লগে কবিতার মাধ্যমে সকল নবীন ব্লগারদের অনুপেরনা দিয়ে থাকে। আমি শুধু এখনো তার মনে জায়গা পেলাম নাহ।

০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি যতদূর জানি তিনি সবাইকে প্রেরণা দিয়ে তৃপ্তি পান। আপনিও পাবেন হয়তো কোন একদিন।

এখন কন, আমার লেখা কেমন হয়েছে ?

কৃতজ্ঞতা রইল উপস্থিতিতে।

৪| ০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: @ কলিমুদ্দিন দফাদার, দু’জনকে নিয়ে একত্রে না লিখলে আরেক জনতো রাগ করবে, তাই না? আপনি আরো বেশী পোষ্ট করুন। আমাতে তথ্য পেতে হবে তো!

০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা রইল কলিমুদ্দি ভাইয়ের কথায় সাড়া দেয়াতে।

শুভেচ্ছান্তে

৫| ০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এবার পাল্টাপাল্টি লেখনিতে ব্লগে সনেটের কলোরব বৃদ্ধি পাবে। দুই কবিকেই শুভেচ্ছা।।।

০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা
শাহাদাৎ ভাই, আমি কিন্তু সনেট লিখতে পারিনা। সবাই আমরা তার কাছে কম বেশি প্রেরণা পাই। তাই সামান্য চেষ্টা যদি প্রিয় কবি সামান্য একটু খুশি হন।

আপনার শুভেচ্ছা পেয়ে ধন্য হল লেখাটি ভাই।

শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন সবসময়।

৬| ০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১২

শূন্যনীড় বলেছেন: অনেক অনেক উচিৎ কাজটি করেছেন প্রিয় ভাই। চৌধুরী ভাই খুশি হয়েছেন জেনে আনন্দিত হলাম।

আমার কাছে ভালো লেগেছে আপনার সনেটটিও।
শুভকামনা দুজনের প্রতি

০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভরসার বাণী রেখে গেছেন ভাই। আমি টেনশনে ছিলাম আপনারা কিছু মনে করেন কিনা! কারণ, সবাই তো আমাকে আন্তরিক উৎসাহিত করেন সবসময়।

আপনার কাছে ভালো লাগা জেনে খুব আনন্দিত হলাম।

শুভেচ্ছা জানবেন, ভালোবাসা সবসময়।

৭| ০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

উম্মে সায়মা বলেছেন: বাহ খুব ভালো লাগল নয়ন ভাই। চাঁদগাজী ভাইয়ের সাথে সহমত। ফরিদ ভাই সনেট লিখে সবাইকে ঊৎসাহিত করে আসছেন। আপনি সবার পক্ষ থেকে উনার প্রতি কিছুটা ঋণ শোধ করেছেন। শুভকামনা দুজনের জন্য

০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভরসা পেলাম আপু আপনার মন্তব্য পেয়ে। ঠিক ধরেছেন আপনি। চৌধুরী ভাই সবাইকে উৎসাহিত করে চলেছেন নিজ গুণে। তার প্রতি সামান্য কৃতজ্ঞতা না প্রকাশ করলে আমি অকৃতজ্ঞ ভাবছিলাম নিজেকে। তাই, যে সবাইকে খুশি করে চলেছেন তাকে খুশি করতে সামান্য চেষ্টা করেছি। আপনার সাপোর্ট পেয়ে নির্ভয় হলাম। কারণ, আপনারা সবাই আমাকে আন্তরিক উৎসাহ প্রেরণা দিয়ে আসছেন সবসময়।

চাঁদগাজী ভাই খুব সুন্দর একটা দাবী রেখে গেছেন, সেখানে আমিও জোড়াল দাবী রাখী মডু ভাইদের কাছে।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

৮| ০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

সাহিদা সুলতানা শাহী বলেছেন: যোগ্য লোকের যোগ্য সম্মান।

০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: যথা অজ্ঞা প্রিয় আপু। তাকে খুশি করার সামান্য চেষ্টা করেছি আমি।
আপনার মন্তব্য আমাকে টেনশন মুক্ত করে গেল।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

৯| ০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

তোমার জন্য মিনতি বলেছেন: অনেক ভালো লাগলো আপনার শ্রদ্ধা জ্ঞাপন। এটি তার পাওনা ছিল মনে করি। সঠিক সিদ্ধান্ত আপনার
মুগ্ধতা রইল, শুভেচ্ছা দুজনকেই

০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক নির্ভয় করে গেলেন আমাকে। আপনার মুগ্ধতা জেনে আনন্দিত হলাম ভাই। হ্যা, আমিও মনে করি তাকে সামান্য হলেও খুশি করা আমাদের দায়িত্ব। তাই সামান্য চেষ্টা।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

১০| ০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

সুমন কর বলেছেন: চমৎকার একটি কাজ করেছেন। উনি প্রায় অনেক ব্লগারকে নিয়ে কবিতা লিখেছেন। আজ আপনি উনাকে নিয়ে লিখে, দারুণ করেছেন।

কবিতা ভালো হয়েছে। +।

০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক নির্ভয় করে গেলেন প্রিয় কবি ভাই। তাকে সামান্য খুশি করাই আমার উদ্দেশ্য। তাই সামান্য চেষ্টা করেছি।

কবিতা ভালো হয়েছে জেনে অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম। প্লাসটি আশীর্বাদ হয়ে থাকুক প্রত্যাশা।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

১১| ০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

ওমেরা বলেছেন:
সুমন কর বলেছেন: চমৎকার একটি কাজ করেছেন। উনি প্রায় অনেক ব্লগারকে নিয়ে কবিতা লিখেছেন। আজ আপনি উনাকে নিয়ে লিখে, দারুণ করেছেন। আমি ও একমত
ধন্যবাদ ভাইয়া ।

০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো প্রিয় আপুর মতামত পেয়ে, আনন্দিত ও উৎসাহিত হলাম।

শুভেচ্ছা জানবেন আপু, শুভকামনা সবসময়।

১২| ০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

শূন্য-০ বলেছেন: এমন একটা পোষ্ট তিনি অনেকদিন থেকেই প্রাপ্য ছিলেন। খুশি হলাম

কবিতা ভালো লাগলো।
শুভেচ্ছা রইল

০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একদম ঠিক বলেছেন ভাই। সেই তাড়না থেকেই সামান্য চেষ্টা করেছি।
আপনার খুশি জেনে আনন্দিত হলাম।

কবিতা ভালো লাগা জেনে উৎসাহিত হলাম ভাই, প্রেরণা হয়ে থাকুন।

শুভকামনা জানবেন সবসময়।

১৩| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:০৯

ভ্রমরের ডানা বলেছেন:

এলিট ট্রাইবুট! আপনার লেখাটি চমৎকার লাগল!

০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি'র কাছে প্রশংসিত হয়ে ধন্য হলো লেখাটি। কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা আর ভালোবাসা রাখছি।

শ্রদ্ধেয় চৌধুরী ভাইয়ের কাছে থেকেই অনুপ্রাণিত হয়েছি এরকম লিখতে। তিনি অনেককেই খুশি করে চলেছেন বিভিন্ন সময়, আমাকেও অনেক মন্তব্যে সাহস যোগিয়েছেন। তাকে সামান্য খুশি করাই আমার উদ্দেশ্য ছিল ভাই। সাথে কিছু কৃতজ্ঞতা প্রকাশ।
আপনার উচ্ছ্বসিত প্রশংসা আমাকে নির্ভয় দিয়ে গেলা। কৃতজ্ঞতা জানবেন ভাই।

প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

১৪| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:৩৯

অর্ক বলেছেন: সুন্দর উদ্যোগ নয়ন। আপনার সনেটটাও ভাল লাগলো, শব্দ চয়ন যথাযথ। ভাল লাগলো।

০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম সাথে আমাকে নির্ভয় দিয়ে গেলো প্রিয় ভাইয়ের আন্তরিক মন্তব্য। কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা রাখছি প্রিয় কবি ভাই।

চৌধুরী ভাই সবসময় দেখি আমাদের উৎসাহিত করে চলেছেন। আমি তার কাছে সামান্য শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জানাতে চেষ্টা করেছি। সে সামান্য খুশি পাক এই উদ্দেশ্য।

ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

১৫| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:২৫

নীলপরি বলেছেন: বাহ , খুব সুন্দর হয়েছে ।
+++++
দুজনকেই শুভকামনা ।

০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় আপুর মন্তব্য আমাকে ভয়হীন করে গেল, অনেক আনন্দিত হলাম আপু।

প্রশংসা ও প্লাসগুলো আশীর্বাদ হয়ে থাকুক প্রার্থনা রাখি।

শুভকামনা জানবেন সবসময়।

১৬| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:৩১

শাহরিয়ার কবীর বলেছেন: প্রিয় দুই কবির জন্য শুভকামনা রইল।

০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কবি'র মুখে কবি ডাক অনেক তৃপ্তিকর। তেমন যোগ্যতা অর্জন করতে পারলে জীবনে আর কিছুর প্রয়োজন ছিল না আমার।

আপনি আমার প্রেরণার আকাশ জুড়ে জ্যোতি হয়েই থাকবেন সবসময়।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন ভাই, ভালোবাসা সবসময়।

১৭| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:৪২

আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,




নিরহঙ্কার, সদা এক কবির প্রতি অপরিমেয় শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ সুন্দর হয়েছে । এরকমটা ব্লগে সম্প্রীতির সুবাতাস বইয়ে দেবে নিঃসন্দেহে ।

সহব্লগার চাঁদগাজী অনুপ্রেরণাময় সুন্দর মন্তব্য করেছেন । সহমত ।
আপনাদের জন্যে থাকলো আমার শুভকামনা ।

০২ রা জুলাই, ২০১৭ রাত ১০:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সাহসী করে গেল শ্রদ্ধেয় সুপ্রিয় কথাসাহিত্যিক ভাইয়ের মন্তব্য।

আমার মনে কবিতাটি লেখার পর থেকে একটা ভয় ছিল, যে অনেকেই হয়তো আমাকে চাটুকার বানিয়ে মজা কুড়োবে। আপনার মন্তব্যে নির্ভয় পেলাম।

শ্রদ্ধেয় কবি চৌধুরী ভাই সবাইকে উৎসাহিত করে চলেছেন নিজ গুণে। তাই তাকে খুশি করা আর শ্রদ্ধা জানানোর চেষ্টা করেছিলাম।
আপনার প্রশংসা আশীর্বাদ হয়ে থাকুক প্রত্যাশা রাখি।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন ভাই, ভালোবাসা সবসময়।

১৮| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১০:০৬

টুনটুনি০৪ বলেছেন: নতুন সনেট কবির জন্য শুভ কামনা।

০২ রা জুলাই, ২০১৭ রাত ১০:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেকদিন পর আপুর মন্তব্য আমাকে আনন্দিত করে গেলো। কৃতজ্ঞতা রইল আগমনে।


আমি সনেট বা কবিতা সম্পর্কে কিছুই বুঝিনা গো টুনটুনি আপু। চৌধুরী ভাইয়ের থেকে প্রেরণা পেয়ে চেষ্টা করেছি মাত্র কয়েকটি, আর কবিতা সবার দেখাদেখি কবিতার মতো লেখার চেষ্টা করি, যার সবই মানের দিক থেকে সবার নিম্নে।

আপনার শুভকামনা আমাকে অনুপ্রাণিত করবে আপু, দোআ করবেন।

শুভকামনা জানবেন সবসময়।

১৯| ০৩ রা জুলাই, ২০১৭ রাত ১২:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: খুব ভাল হয়েছে ।দুজনাকেই অভিনন্দন ।

০৩ রা জুলাই, ২০১৭ রাত ১:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি'র কাছে ভালো লাগা জেনে খুশিখুশি অনুভব করছি, অনেক প্রেরণা পেলাম ভাই।
ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

২০| ০৩ রা জুলাই, ২০১৭ রাত ১:৩৪

ধ্রুবক আলো বলেছেন: চাঁদগাজী ভাইয়ের মন্তব্যের সাথে সহমত। পোস্টে প্লাস+

০৩ রা জুলাই, ২০১৭ রাত ১:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় ভাইয়ের উপস্থিতিতে সাহস ভরসা দুইই পেলাম। চৌধুরী ভাইকে একটু খুশি করাই আমার উদ্দেশ্য ছিল, সঙ্গে নিজের শ্রদ্ধা ভালোবাসার জানান দেয়া। তিনি সবসময় আন্তরিক উৎসাহ দিয়েছেন, তাকেও একটু উৎসাহিত করার চেষ্টা। প্লাসটি আশীর্বাদ হয়ে থাকুক ভাই।

তার প্রতি মডু ভাইয়েরা একটু সদয় হলেই হয়।

শুভকামনা জানবেন ভাই, ভালোবাসা সবসময়।

২১| ০৩ রা জুলাই, ২০১৭ ভোর ৫:১৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: দুই কবির প্রতি রইলো অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৮:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক দেরি হয়ে গেল ভাই প্রতিউত্তর দিতে, কিছু মনে করবেননা প্লীজ। গতকাল থেকে ঢুকতে পারিনি ব্লগে, আজ ব্যস্ত ছিলাম, কিছুক্ষণ আগেই ঢুকতে পেরেছি।

শুভেচ্ছা পেয়ে আনন্দিত হলাম ভাই। আশীর্বাদটুকু যেন না হারাই প্রত্যাশা।

শুভেচ্ছা ও শুভকামনা জানবরন বাবু ভাই, ভালোবাসা সবসময়।

২২| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: কবিতা আমি বরবরই বুঝি কম, তবে একজন ব্লগার অন্য জনকে শ্রদ্ধা করলে ব্লগটা অবশ্যই ভালো থাকতে বাধ্য........শুভেচ্ছা জানবেন নয়ন ভাই।

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৮:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর গুরুত্বপূর্ণ মতামত রেখে গেছেন ভাই, নির্ভয় হলাম। কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন প্রিয় ভাই।

অাপনাদের সকলের আন্তরিক উৎসাহ প্রেরণা আমি সবসময় পেয়েছি, তার জন্য আল্লাহ্'র কাছে শুকরিয়া আপনাদের কাছে সবসময় কৃতজ্ঞ আমি। শ্রদ্ধাশীল সবসময় সামু ব্লগ ও সকল ব্লগার ভাইদের প্রতি। শ্রদ্ধেয় ফরিদ আহমদ চৌধুরী ভাই অনেককেই আন্তরিক উৎসাহ প্রেরণা দিয়ে আসছেন। তাঁর প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে সামান্য খুশি করতে চেয়েছি।

সামু ব্লগে সবাই এক পরিবারবর্গ মনে করতে পারলে, ব্লগ আরও জনপ্রিয় করে তুলতে পারবো ইনশাআল্লাহ্।
দোআ করবেন ভাই, স্নেহাশিস থেকে যেন বঞ্চিত না হই প্রত্যাশা।

শুভকামনা জানবেন ভাই, ভালোবাসা সবসময়।

২৩| ০৩ রা জুলাই, ২০১৭ বিকাল ৩:০৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ৥ সাদা মনের মানুষ, আপনি কবিতা বুঝে কবিতা লিখতে পারলে আপনার কাছ থেকে অনেক সুন্দর কবিতা পাওয়ার আশা করা যেত। কারণ ভ্রমণ নেশায় আপনি অনেক সুন্দর স্থান দেখে থাকেন।

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৮:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আসল কথাই বলেছেন শ্রদ্ধেয় প্রিয় কবি। সাদা ভাই অনেক প্রকৃতি একদম কাছে থেকে দেখেছেন, উপভোগ করেছেন। সাদা ভাইয়ের কবিতা প্রাণবন্ত হতে বাদ্য। সাদা ভাইয়ের কাছ থেকেও কবিতা পাবো কোনদিন আশা করেতেই পারি।

আবার প্রিয় কবি'র দরশন আমি সৌভাগ্যের মনে করছি। দোআ চাই প্রিয় চৌধুরী ভাই।

শুভকামনা আপনার জন্য, শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন সবসময়।

২৪| ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৩৩

খায়রুল আহসান বলেছেন: একজন ব্লগারের প্রতি অন্যজনের সনেট রচনার মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধা ও উৎসাহ প্রদর্শন ব্লগে সম্প্রীতি ও সহমর্মিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। ধন্যবাদ আপনাকে, সনেট কবি ফরিদ আহমদ চৌধুরী কে নিয়ে একটি উৎকৃষ্ট সনেট রচনা করে আমাদের সবাইকে কিছুটা দায়মুক্ত করার জন্য, কারণ উনি সময়ে সময়ে আমাদের অনেককে নিয়েই সনেট রচনা করে আমাদেরকে সম্মানিত করেছেন।
প্রথম মন্তব্যেই ব্লগার চাঁদগাজী একটি চমৎকার মন্তব্য করে গেছেন, সেজন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে কন্ঠ মিলিয়ে ব্লগ কর্তৃপক্ষের কাছে আমিও আবেদন রাখছি, বল্গার ফরিদ আহমদ চৌধুরী এর লেখাগুলো যেন অচিরেই প্রথম পাতায় স্থান পেতে শুরু করে।

০৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগলো প্রিয় কবি'র এমন প্রেরণাদায়ক মন্তব্য পেয়ে। অনেক নির্ভয় দিয়ে গেছেন প্রিয় কবি। আপনাদের সবার প্রেরণা আন্তরকি উৎসাহ আমাকে অনুপ্রাণিত করে সবসময়, সেজন্য সবার প্রতিই আমার কৃতজ্ঞতা থাকে/থাকবে সবসময়। চৌধুরী ভাই সবাইকে উৎসাহিত করেন সবসময়, তার প্রতি আমার শ্রদ্ধা ও সামান্য খুশি করতে চেয়েছি। দোআ করবেন স্যার, সবার স্নেহ যেন ধরে রাখতে পারি আমি।

হ্যা, শ্রদ্ধেয় চাঁদগাজী ভাইয়ের সাথে আমারও দাবী। দাবিটা অনেকেরই। প্রত্যাশা মডু ভাইয়েরা ব্যাপারটা দেখবেন।

শুভকামনা জানবেন, শ্রদ্ধা আর ভালোবাসা সবসময়।

২৫| ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৩৮

শায়মা বলেছেন: ভাইয়া অনেক অনেক শুভকামনা!
একজনের প্রতি আরেকজনের ভালোবাসা এবং শ্রদ্ধার প্রকৃত উদাহরণ এমনই হতে হয়!

অনেক ভালো থেকো!

০৮ ই জুলাই, ২০১৭ রাত ৯:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভরসাদান করে গেছেন আপু। আপনারা সবাই আমাকে আন্তরিক উৎসাহ দিয়ে গেছেন সবসময়। সবার প্রতিই আমার কৃতজ্ঞতার শেষ নেই। ফরিদ ভাইকে সামান্য খুশি করা ও তার প্রতি সামান্য শ্রদ্ধা ভালোবাসার জানান দিয়েছি।
আপনার মন্তব্য আমাকে নির্ভয় করে গেল আপু, কৃতজ্ঞতা জানবেন।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক আপু।

শুভকামনা জানবেন, শ্রদ্ধা ভালোবাসা সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.