নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

ছেড়ে যেতেই হবে - গন্তব্য

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:৫৭

ছেড়ে যেতেই হবে

মেঘে মেঘে ছেঁয়ে আছে আজকের আকাশ,
সূর্য'টা যেন ভয়ে লুকিয়েছে কোথাও, আঁধারে
ঢেকে গেছে রোদ্দুর! ঝলমলে দিনটি নীরব,
মেঘেদের আনন্দ-গর্জনেও আজ সে নিথর!
ভেতর'টা পুড়ছে, অন্তরে কান্না'র ঢেউ ভাসায়ে
চলেছে চক্ষু-নদীর পাড়! কষ্টের, নেই উচ্ছ্বাস।

ছেড়ে যেতে হবে আজ তোমাকে! এ-দূরবাস
কতো'টা বেদনাদায়ক-তা বুঝবে বলো কিভাবে!
ঘিরে চারিপাশ, আগলে রবে স্বজন প্রিয়জন;
ফিরে দেখবার হবে'না সময় পুরনো স্মৃতিপট!
মাতিয়া আনন্দে ঘুরেফিরে, সারাদিন কতভাবে
ভরবে তোমার মন। চক্ষু'জল-ছাড়ি দীর্ঘশ্বাস।

বাঁধভাঙা অশ্রুজলে সিক্ত, কণ্ঠবদ্ধ আর্তনাদ
বুঝবেনা কেউ, জানবে'না কখনও কোন-কালে
হৃদয়ের যন্ত্রণা কতো'টা ব্যথাতুর! কষ্টের জল
দেখবে'না কেউ, ভালোবাসা প্রেমপ্রীতি'র ফল।
কত প্রেম ভেঙে গেলো! কতো প্রেমিক কতকালে
হারিয়ে গেল যুগের ফাঁকে, নিয়ে কত অপবাদ!

আমি'তো সামান্য এক নির্বোধ প্রেমিক ছিলাম!
আপনে বাঁধিয়া অন্তর-মন, ভালবেসেছি-যেভাবে
মায়ের বুকে ঘুমায় শিশু ভাবনাহীন। অবিকল
সঁপেছিলাম তোমাতে আমার এ'জীবন-যৌবন।
ভাবিনি হায়! ছেড়ে যেতেই হবে একদিন, এভাবে
একাকী নিঃসঙ্গতার মিছিলে! ভাবি কি-পেলাম।

সুখে থেকো তুমি। লেগেই থাকুক মনে প্রেমবান,
নতুনত্বে ভরে উঠুক স্বপ্নরা। যেভাবে খুশি সাজাবে
তোমারি কাঙ্ক্ষিত ভালোবাসা। দিও প্রতিজন
সুখ দরশন, খুঁজিলে মন মিলিবে সদাই স্বজন।
আমি অজানায় হারিয়ে যাই, ফিরবো'না তোমাতে
জ্বালা বাড়াতে আর, হোক ইচ্ছে যতো বেগবান।

_____________________________

গন্তব্য



সেদিন তোমার চোখে থাকবে মিনতি,
স্বজনে স্বজনে তুমি খুঁজবে আশ্রয়,
ব্যথাহত কান্না বুকে চোখ খরা চৈতি ;
সে- নিষ্প্রাণ আর্তনাদ মৃত্যু-র বিজয়।
ভয়ে কম্পিত স্ব-বুকে বিলীন সম্প্রীতি,
জীবনের বাঁকে বাঁকে দ্বীন শুধু ক্ষয়,
ব্যর্থতা-র গ্লানি মেখে যেতে যদি হয় ;
কি-করে মিলবে বল খোঁদার মহতী।

এসো-ভালোবাসা খুঁজি স্রষ্টা'র সৃষ্টি'তে,
আপনে আপন ভাবী, রাখি মন তুষ্টি;
ভুলে জাতিভেদ প্রাণে প্রাণ বাঁধি, চিত্তে
খুশি দরশন জনে, পূঁজি নিজ কৃষ্টি।
মনে রেখো, সে গন্তব্য পথে হ-বে যেতে
আসিবেনা কভু ফিরে, সৃজি স্রষ্টা-সৃষ্টি।


[কবিতা দুটি গতকাল ব্লগে ঢুকতে না পেরে ফেসবুকে দিয়েছিলাম। কিন্তু, ব্লগে না রাখলে আমার কেমন যেন অপূর্ণতা লাগে। তাই আজ রেখে গেলাম। ]

মন্তব্য ৬০ টি রেটিং +২২/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১১:০২

শূন্য-০ বলেছেন: সুন্দর দুটি কবিতাপাঠে মুগ্ধতা রইল। +++++
গন্তব্য কি সনেট নাকি ভাই!! দারুণ লাগলো।

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১১:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পাঠে মুগ্ধতা জেনে অনেক অনেক আনন্দিত ও অনুপ্রাণিত হলাম ভাই। প্লাস গুলো আশীর্বাদ হয়ে থাকুক ভাই।

হ্যা ঠিকই ধরেছেন ভাই, সনেট এর মতোই লিখতে চেষ্টা করেছিলাম। আপনার ভালো লাগায় প্রেরণা পেলাম।

শুভকামনা আপনার জন্য সবসময়।

২| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১১:০৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পাঠে মুগ্ধতা রইল। +++++

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১১:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি'র কাছে মুগ্ধতা জেনে অনেক অনেক উৎসাহিত হলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন সবসময়। প্লাস গুলো আশীর্বাদ হয়ে থাকুক ভাই।

শুভকামনা রইল প্রিয় কবির জন্য।

৩| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১১:০৯

কাউছার মাহবুব বলেছেন: অসাধারণ। খুব ভালো লেগেছে।

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১১:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন ভাই।

অনেক প্রেরণা রেখে গেছেন ভাই মন্তব্যে। ভালো লাগা জেনে উৎসাহিত ও আনন্দিত হলাম।

শুভকামনা জানবেন সবসময়।

৪| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১১:১১

শাহরিয়ার কবীর বলেছেন:
দারুণ লিখেছেন !! আপনার গানের কি হল ...... গান কিন্তু পাচ্ছি না ।। গানও পোষ্ট দিয়েন ....

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১১:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় কবি'র কাছে প্রশংসিত হয়ে ধন্য হল লেখাটি। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই। কৃতজ্ঞতা রাখছি উপস্থিতিতে।

আসলে অনেকদিন যাবত গান লিখতে চেষ্টাই করিনি ভাই। কেমন যেন পাগল মনে হয় নিজেকে খালি গলায় গান গাওয়া, তাই একটু সংকোচে থাকি। তবে ভাই, আপনার কাছে ভরসা পেলাম, এবার চেষ্টা করবো ভাই। দোআ করবেন।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

৫| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১১:২৫

তোমার জন্য মিনতি বলেছেন: অনেক ভালো লাগলো। দুটোই খুব সুন্দর লিখেছেন। +++++

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১১:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা ভাই আপনার প্রতি। সবসময় আপনার আন্তরিক উৎসাহ আমাকে অনুপ্রাণিত করে যায়।
ভালো লাগা জেনে আনন্দিত হলাম ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

৬| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১১:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: শ্রদ্ধেয় কথাটা ব্যবহার না করার অনুরোধ রইল !! নিজের কাছে লজ্জা লাগে। এতা অল্প বয়সেই এতো বড় সন্মান, এর ভার সহ্য করতে পারবো না। ;) ...... ভাই কিংবা বন্ধু ভাবতে পারেন বা বলতে পারেন । কোন সমস্যা নেই ।।

ধন্যবাদ, শুভ কামনা রইলো ভাই ।

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১১:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই, আপনার কবিতা পড়ে পড়ে আমি চেষ্টা শুরু করি নিজেও কিছু লিখতে। আমার কাঁচা লিখা প্রিয় কবি'র কাছে অসাধারণ লাগতে শুরু করেছে, এর সব প্রাপ্য যে আপনি আর এই ব্লগ ও শ্রদ্ধেয় সকল ব্লগার ভাইয়েরা। আমি আপনাদের কাছে চিরঋণি ভাই। আপনি আমার অন্যতম প্রিয় কবি, প্রিয় ভাই, প্রিয় বন্ধু। আপনাকে তো শ্রদ্ধা করিই সবসময়। ঠিক আছে আর প্রকাশ করবো না, তবে মনের শ্রদ্ধা ভালোবাসা থাকবেই আপনার প্রতি সবসময় এটা জানবেন।

আবারো এসে সুন্দর অভয় বাণী রেখে যাওয়ায় কৃতজ্ঞতা রাখছি ভাই।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

৭| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১১:৫১

শূন্যনীড় বলেছেন: অনেক সুন্দর দুটি কবিতা উপহার দিয়েছেন। মুগ্ধ রইলাম +++++

০৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার মুগ্ধতা জেনে অনেক অনেক আনন্দিত ও উৎসাহিত হয়েছি ভাই। কৃতজ্ঞতা জানবেন।


শুভকামনা আপনার জন্য সবসময়।

৮| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:০৯

আহা রুবন বলেছেন: ঝলমলে দিনটি নীরব,
মেঘেদের আনন্দ-গর্জনেও আজ সে নিথর!
ভেতর'টা পুড়ছে, অন্তরে কান্না'র ঢেউ ভাসায়ে
চলেছে চক্ষু-নদীর পাড়! কষ্টের, নেই উচ্ছ্বাস।


দারুণ উপমা! রূপকল্প!! মুগ্ধ হয়ে পড়লাম। ভাল থাকুন সর্বদা।

০৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক বড় খুশি দিয়ে গেছেন রুবন ভাই। কৃতজ্ঞতা রাখছি আপনার দেয়া আন্তরিক প্রেরণায়।

ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

৯| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:৫৫

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগল কবিতা ।

০৫ ই জুলাই, ২০১৭ রাত ১:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম মন্তব্য পেয়ে। কৃতজ্ঞতা রাখছি আপনার আন্তরিক মন্তব্যে।
ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

১০| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১:০২

আলভী রহমান শোভন বলেছেন: বরাবরের মত সুন্দর লিখেছেন ভাইয়া।:)

০৫ ই জুলাই, ২০১৭ রাত ১:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা রেখে গেছেন শোভন ভাই আন্তরিক মন্তব্যে। কৃতজ্ঞতা রাখছি ভাই।
প্রশংসা টুকু আমাকে অনুপ্রাণিত করবে সামনের দিনে ভাই।
প্রেরণা হয়ে থাকবেন সবসময়।

শুভকামনা জানবেন সবসময়।

১১| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১:২৫

ভ্রমরের ডানা বলেছেন:




অপূর্ব!

০৫ ই জুলাই, ২০১৭ রাত ১:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব ছোট করে এক পূর্ণিমা চাঁদ রেখে গেছেন আমার প্রেরণার আকাশে। আমাকে পথ দেখাবে অনুপ্রেরণায়।
প্রশংসা টুকু আশীর্বদ হয়ে থাকুক ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

১২| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ৩:০২

ওমেরা বলেছেন: সুন্দর কবিতার জন্য ধন্যবাদ ভাইয়া ।

০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় আপুর প্রশংসা পেয়ে আনন্দিত ও উৎসাহিত হয়েছি। কৃতজ্ঞতা রইল আপু।

প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক আপু।

শুভকামনা জানবেন।

১৩| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৩৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: এসো-ভালোবাসা খুঁজি স্রষ্টা'র সৃষ্টি'তে,
আপনে আপন ভাবী, রাখি মন তুষ্টি;
ভুলে জাতিভেদ প্রাণে প্রাণ বাঁধি, চিত্তে
খুশি দরশন জনে, পূঁজি নিজ কৃষ্টি।
মনে রেখো, সে গন্তব্য পথে হ-বে যেতে
আসিবেনা কভু ফিরে, সৃজি স্রষ্টা-সৃষ্টি।

খুব অর্থবোধক গাঁথুনি দিয়ে কবিতাটি শেষ করেছেন।
ভাল লাগা রেখে গেলাম।
ধন্যবাদ।

০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি'র উপস্থিতি আমার লেখাটিকে আলোকিত করে গেছে। কৃতজ্ঞতা রইল ভাই আন্তরিক উৎসাহে।
প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকুক প্রত্যাশা রইল।

শুভেচ্ছা ও শুভকামনা রইল প্রিয় কবি'র জন্য।

১৪| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৯:১৭

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল হয়েছে নয়ন ভাই।

০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত করে গেল প্রিয় ভাইয়ের আন্তরিক প্রশংসা। প্রেরণা হয়েই থাকবেন ভাই সবসময়।


প্রিয় ভাইয়ের প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা রাখি।
শুভকামনা জানবেন সবসময়।

১৫| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১৩

উম্মে সায়মা বলেছেন: অসম্ভব ভালো হয়েছে নয়ন ভাই।++
অনেক অনেক শুভ কামনা।

০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণাদান করে গেছেন আপু আন্তরিক প্রশংসায়। কৃতজ্ঞ রইলাম আপু।
উচ্ছ্বসিত প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকুক প্রত্যাশা রইল আপু।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

১৬| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি আপুর কাছে প্রশংসিত হয়ে ধন্য হলো লেখাটি। কৃতজ্ঞতা রাখছি ছবি আপুর উপস্থিতিতে।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক আপু।

শুভকামনা জনবেন সবসময়।

১৭| ০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৬

নীলপরি বলেছেন: বাঁধভাঙা অশ্রুজলে সিক্ত, কণ্ঠবদ্ধ আর্তনাদ
বুঝবেনা কেউ, জানবে'না কখনও কোন-কালে
হৃদয়ের যন্ত্রণা কতো'টা ব্যথাতুর! কষ্টের জল
দেখবে'না কেউ, ভালোবাসা প্রেমপ্রীতি'র ফল।
- -


মন ছুঁয়ে গেলো । +++++

মনে রেখো, সে গন্তব্য পথে হ-বে যেতে
আসিবেনা কভু ফিরে, সৃজি স্রষ্টা-সৃষ্টি।
--

অপূর্ব । ++++

শুভকামনা রইলো ।

০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা রাখছি প্রিয় আপুর উপস্থিতি ও আন্তরিক প্রেরণাদায়ক বিশেষায়িত মন্তব্যে।
প্লাস গুলো প্রেরণার আকাশে পূর্ণিমারচাঁদ হয়ে থাকবে আপু।

শুভকামনা রইল প্রিয় আপুর জন্য।

১৮| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৩

ধ্রুবক আলো বলেছেন: বেশ ভালো লাগলো। দ্বিতীয় কবিতায় বেশ কিছু সুন্দর শব্দ ব্যবহার করেছেন।
আপনার শব্দ ব্যবহার করার স্কিল ভালো।

০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত ও উৎসাহিত ভাই আপনার উপস্থিতি ও আন্তরিক বিশেষায়িত মন্তব্যে। দোআ করবেন ভাই।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।

শুভেচ্ছা জানবেন, ভালোবাসা সবসময়।

১৯| ০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

কানিজ রিনা বলেছেন: অসাধারন কবিতা। শুন্য এবুকে পাখি মোর
আয় ফিরে আয় ফিরে আয়।
তুই ফিরে এলে ওরে চন্চল আবার ফুটিবে
বনে ফুলদল। নজরুল।
অসম্ভব সুন্দর আপনার দুটি। ধন্যবাদ,

০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা অনেক ভরসা রেখে গেছেন আপু আন্তরিক মন্তব্যে। প্রেরণা হয়ে আছেন/থাকবেন আপু সামনের দিনে। কৃতজ্ঞতা রাখছি প্রিয় আপুর উপস্থিতি ও আন্তরিক প্রেরণাদানে। উচ্ছ্বসিত প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক আপু।

প্রিয় কবি'র সুন্দর কাব্যাংশ এড করে ধন্য করে গেলেন আমার সামান্য লেখাটিকে। কৃতজ্ঞ রইলাম।

শুভকামনা জানবেন আপু, ভালোবাসা সবসময়।

২০| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতা খুব ভাল লেগেছে। লাইক দিয়ে গেলাম।

০৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আজ সৌভাগ্যোদয় হয়েছে মনে হচ্ছে, কৃতজ্ঞতা রাখছি স্রষ্টায়। প্রিয় লেখক শ্রদ্ধেয় প্রিয় বড় ভাইয়ের কাছে লাইক পাওয়া মানে মেঘের আঁড়াল থেকে পূর্ণিমারচাঁদ বেরিয়ে আসা। আপনার উপস্থিতি আমার জন্য মহা আনন্দের। অনেক প্রেরণা আর ভরসা পেলাম মন্তব্যে। অনেক অনেক শ্রদ্ধা আর ভালোবাসা রইল ভাই।

ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক প্রত্যাশা।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

২১| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:২৭

নাগরিক কবি বলেছেন: গন্তব্য বেশি ভাল লেগেছে B-)

০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি'র আন্তরিক মন্তব্য আমাকে আনন্দিত ও উৎসাহিত করে গেল। প্রেরণা হয়ে থাকবেন ভাই।
ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক প্রত্যাশা রইল।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

২২| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

০৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি'র উপস্থিতিতে আমার পোষ্টটিকে আলোকিত করে গেছে। কৃতজ্ঞ রইল প্রিয় কবি'র প্রতি। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা রাখি।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

২৩| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ১:১২

সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো।

০৬ ই জুলাই, ২০১৭ সকাল ৯:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি ভাইয়ের কাছে ভালো লাগা জেনে আনন্দিত ও উৎসাহিত হলাম ভাই, তৃপ্তিকর প্রিয় সুমন ভাইয়ের কাছে ভালো লাগা। শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রিয় ভাইয়ের উপস্থিতিতে।
ভালো লাগা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।

শুভকামনা জানবেন, শ্রদ্ধা ভালোবাসা সবসময়।

২৪| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২০

আজীব ০০৭ বলেছেন: মুগ্ধতা রইল। +++++

০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন ভাই। কৃতজ্ঞতা রাখছি আপনার উপস্থিতি ও আন্তরিক প্রেরণাদায়ক মন্তব্যে। অনেক গুলো প্লাসের সাথে মুগ্ধতা জেনে অনেক অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।

শুভকামনা জানবেন ভাই।

২৫| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫০

জুন বলেছেন: নতুনত্বে ভরে উঠুক স্বপ্নরা। যেভাবে খুশি সাজাবে
তোমারি কাঙ্ক্ষিত ভালোবাসা।

আমারও সেই একান্ত প্রার্থনা নইম জাহাংগীর নয়ন । বহুদিনের আকাঙ্ক্ষিত ভালোবাসায় ভরে উঠুক তার ঘর গেরস্থালী ,
অনেক অনেক ভালোলাগা রইলো ।
+

০৭ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় আপুর উপস্থিতি আমার জন্য সবসময় সৌভাগ্যের। আপনার আন্তরিক প্রেরণাদায়ক মন্তব্যে আনন্দিত ও উৎসাহিত। কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা রাখছি আপু। প্রেরণা হয়ে থাকবেন আপু।

ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক আপু এই প্রত্যাশা।

শুভেচ্ছা ও শুভকামনা সবসময় প্রিয় আপুর জন্য।

২৬| ০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১৫

খায়রুল আহসান বলেছেন: ছেড়ে যেতেই হবে ---

ঝলমলে দিনটি নীরব,
মেঘেদের আনন্দ-গর্জনেও আজ সে নিথর!
ভেতর'টা পুড়ছে, অন্তরে কান্না'র ঢেউ ভাসায়ে
চলেছে চক্ষু-নদীর পাড়! কষ্টের, নেই উচ্ছ্বাস
- কবিতার শুরুতেই যে বেদনার আবহ সৃষ্টি করেছেন, তা বয়ে গেছে পুরো কবিতার শরীর জুড়ে।

গন্তব্যঃ ---

ছবিটা সুন্দর হয়েছে, কবিতাটাও।
এসো-ভালোবাসা খুঁজি স্রষ্টা'র সৃষ্টি'তে,
আপনে আপন ভাবী, রাখি মন তুষ্টি;
ভুলে জাতিভেদ প্রাণে প্রাণ বাঁধি, চিত্তে
খুশি দরশন জনে, পূঁজি নিজ কৃষ্টি
- চমৎকার একটা আহবান রেখে গেলেন। ভাল লেগেছে।

০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি'র উপস্থিতি আমার জন্য সবসময় সৌভাগ্যের। অনেক সময় ব্যয় করে অত্যন্ত সুন্দর মন্তব্য রেখে গেছেন প্রিয় কবি। শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রাখছি আন্তরিক মন্তব্যে।
ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক প্রত্যাশা।

শুভকামনা জানবেন সবসময়।

২৭| ০৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

চাঁদগাজী বলেছেন:



স্যরি, মন খারাপ করিয়েন না।

০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সত্যিই মন খারাপ হয়েছিল, ভাবছিলাম আর লিখবোই না কোনদিন। তবে আপনার কথা শুণে মন ভালো হয়ে গেল। কৃতজ্ঞতা জানবেন। আপনার স্যরি বলাটা আমাকে লজ্জিত করেছে, আপনার উপস্থিতি আর 'মন খারাপ করিয়েন না' এটুকুই যথেষ্ট ছিল আমার মন ভালো করার জন্য। অজান্তেই কষ্ট দিয়ে ফেলেছি আপনাকে, ক্ষমা করবেন, প্লীজ, প্লীজ।

আপনার প্রতি শ্রদ্ধা আমার কমেনি কোনদিন, তবে মতের বিরোধ হয়েছে অনেকবার। আপনার প্রতি আমি আগের মতোই শ্রদ্ধাশীল।
ক্ষমা করবেন, অনাকাঙ্ক্ষিত কষ্ট দিয়ে ফেলেছি হয় তো।

দোআ করবেন।
শুভকামনা জানবেন, শ্রদ্ধা ভালোবাসা সবসময়।

২৮| ১০ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪৭

শূন্যনীড় বলেছেন: অসাধারণ ছিল দুটি কবিতাই!! আপনার আবেগ আর কষ্টের সুমিষ্ট রূপ।
যতবার পড়ি মনে হয় আবার পড়ি,
শুভকামনা আপনার জন্য সবসময়।

১২ ই জুলাই, ২০১৭ রাত ১২:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক প্রেরণাদায়ক আপনার আন্তরিক মন্তব্য। দেরি হয়ে গেল ভাই দেখতে স্যরি। অনেক ভরসার বাণী রেখে গেছেন ভাই। কৃতজ্ঞতা রাখছি আপনার আবারো এসে অনুপ্রাণিত করে যাওয়ায়।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

২৯| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১১:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দুটো কবিতাই দারুণ লাগলো।

আপনি আমার 'অনুসরণে' কেন ছিলেন না আমি জানি না। এজন্য আপনার ব্লগে এতদিন আসা হয় নি। অনুসরণে নিয়ে নিলাম।

শুভেচ্ছা থাকলো।

১১ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
অনেক অনেক আনন্দিত প্রিয় কবির কাছে আমার লেখা প্রশংসিত জেনে। আপনার প্রেরণাদায়ক মন্তব্য আমাকে কতটা অনুপ্রাণিত করবে সেটা ঠিকঠাক বুঝাতে পারবোনা ভাই। কৃতজ্ঞতা রাখছি আনন্দচিত্তে প্রিয় ভাইয়ের উপস্থিতিতে। প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা।

অমার মতো নগণ্য এক চেষ্টাশীল নতুনকে অনুসরণ তালিকায় নিয়ে আমাকে শ্রেষ্ঠ আশীর্বাদ দিয়ে গেলেন ভাই। দোআ চাই যেন এই আশীর্বাদ ধরে রাখার যোগ্যতা অর্জন করতে পারি আমি।

শুভকামনা জানবেন, শ্রদ্ধা আর ভালোবাসা সবসময়
____________________
একটা কথা জিজ্ঞেস করার ছিল আমার, কথাটি হচ্ছে, আমি আপনার সনেট আলোচনার পোষ্টে কপোতাক্ষ নদ যেভাবে লেখা তার সাথে ফরিদ আহমদ চৌধুরী ভাইয়ের লেখা সনেট গুলোর কোন মিল পাইনা আমি। আমি আপনার সেই পরামর্শ গুলো ফলো করি, কিন্তু ফরিদ ভাইয়ের সনেট পড়ে যখন মিলে না তখন কেমন যেন বিভ্রান্তিতে পড়ি। আমার কাছে কপোতাক্ষ নদ সিস্টেম একটু সহজ মনে হয়, তাই সেভাবেই লিখতে চেষ্টা করি, মান বিচার পরে, আমি জানতে চাইছিলাম যে, আমার সিস্টেমটা কি ঠিক আছে কিনা, যেমন আমার এই গন্তব্য লেখাটি-

কত শত পথ ঘুরে দেখা তব স-নে,
বিচলিত যত গুণে মিলে-তা বিরলে;
এ-পূর্ণিমা রূপ যেন দেখি-গো নয়নে!
মুগ্ধ হিয়া, দ্বীন ক্ষণ যায়-গো গড়লে।
মানবী না পরী তুমি, চেনে জনে জনে,
চন্দ্রসূর্য ধ্রুব তারা, অাছো চোখ মেলে;
মমতা পরশ যতো দিলে তুমি ঢেলে,
কাঙ্ক্ষিত রূপ-পাগল মিশে সব মনে।

ভুলিব না এজীবনে, তব রূপ গাবে,
কামনা রাত দুপুর সন্ধ্যা কিবা প্রাতে;
ভুবনজয়ী রূপ কে দেখেছো, কিভাবে!
স্মরি-ব পূঁজি সৃজি-ব বসন্ত-ভূ-প্রান্তে।
সঁপেছি এ-দেহ ইচ্ছে ডুবেছি স্বভাবে,
বুঝেছি আজ আমার গন্তব্য তোমাতে।


একদম আমার ব্যক্তিগত প্রশ্নটা করে গেলাম ভাই, যদি কাইন্ডলী একটু বলতেন।

৩০| ১২ ই জুলাই, ২০১৭ রাত ১২:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সনেটের অন্ত্যমিল ও পঙ্‌ক্তি-বৈচিত্র্য : দ্বিতীয় পর্ব

উপরের লিংকে ১ নম্বর কমেন্টের ঘরে আমার একটা অনুচ্ছেদ আছে এরকমঃ

নিয়ম ভাঙার মোহ ও স্বাদ

ছন্দ ভেঙেচুরে নিত্য নতুন ছন্দ সৃষ্টিই ছিল সব যুগের সব কবিদের নেশা। সনেটেও সেই পরীক্ষা-নিরীক্ষা চলেছে প্রচুর, যার সর্বশেষ সার্থক রূপ দেখা যায় জীবনানন্দ দাশের কবিতায়। সমিল মুক্তক অক্ষরবৃত্তের অন্ত্যমিলের বন্ধন ছিন্ন করে আজ দেখতে পাই সচল গদ্যের দুরন্ত প্রবাহ। সনেটের অন্ত্যমিলের বন্ধন কি আমরা ছিঁড়ে ফেলে অমিত্রাক্ষর সনেট লিখতে পারি না? অন্ত্যমিলের রূপকল্পই যদি হয় এর পেছনে সবচেয়ে বড় বাধা, তাহলে নিছক অন্ত্যমিলই কি সনেট সৃষ্টির জন্য অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠছে না? কবিমাত্রেই জানেন, সারহীন কোনো কবিতায় ছন্দের ঝনঝনানি যতোই থাকুক না কেন, তা প্রকৃত কবিতা নয়। সে হিসেবে একটা সনেট লিখে খাঁটি পেত্রার্কীয় রূপকল্পের ছাঁচে ফেলে দিলেই তা সনেট হয়ে উঠবে না, যদি না তাতে সনেটের ভাববিন্যাস নিখুঁতভাবে বিন্যস্ত করা হয়। এ কথা সত্য হলে, ভাববিন্যাসই একটা সনেটের জন্য অপরিহার্য বৈশিষ্ট্য, রূপকল্প নয়।

***

আপনি যেভাবে লিখছেন, সনেটের আসল নিয়মেই লিখছেন। ফরিদ ভাইও আসলে নিয়মেই লিখছেন, কিন্তু তিনি আসল নিয়মের নিয়মটা ভেঙে অন্ত্যমিলের বদলে অমিত্রাক্ষর ছন্দে লিখছেন; প্রচলিত সনেটে প্রতি লাইন শেষে, বা ২য় লাইনে গিয়ে সম্পূর্ণ হয়। অমিত্রাক্ষর ছন্দে ভাব লাইনের যে-কোনো জায়গাতেই শেষ হতে পারে, আর সেখানেই (অর্থাৎ বাক্যের মাঝখানে) দাড়ি বসে। এটাকে বাক্যের 'প্রবহমানতা' বলে, যা প্রচলিত সনেটে থাকে না। এই প্রবহমানতা হলো মেঘনাদ বধ মহাকাব্যের ছন্দের অন্যতম প্রধান বৈশিষ্ট্য।

আপনি যেভাবে লিখছেন এভাবেই লিখতে থাকুন। আপনার ছন্দজ্ঞান তো খুব পরিণত (বাই চান্স ছন্দ না বুঝে লিখে থাকলেও সমস্যা নেই। অনেক ঝানু কবিও ছন্দ বোঝেন না, কিন্তু তাঁরা কবিতায় ওস্তাদ। কবিতায় কোনো ছন্দপতন দেখা যায় না)।

আপনার কবিতা ভাবনাও অসাধারণ। লিখতে থাকুন প্রাণ খুলে আর হাত খুলে।

অনেক অনেক শুভকামনা নয়ন ভাই।

১২ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা আর শ্রদ্ধা আপনার এমন উদার মনে। আপনি আর কতবড় উপকার করে গেলেন আমি বুঝতেছি, আর কতটা আনন্দিত আর সাহসী হলাম তা আল্লাহ্ ঠিকই বুঝছেন। আসলে আমি একটা দুটানার মধ্যে ছিলাম, মাঝেমধ্যে লেখার আগ্রহটাই হারিয়ে ফেলি এই দুআশায়। আপনার কাছে এই ভরসার বাণী পেয়ে আমার লেখার আগ্রহ চেষ্টা অগের চেয়ে তুখড় হবে এটুকু বলতে পারি।
শুকরিয়া স্রষ্টার কাছে আপনাকে পেয়েছিলাম। দোআ করবেন ভাই। প্রেরণা হয়ে থাকবেন আমার আগামীর পথে।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন, শ্রদ্ধা আর ভালোবাসা সবসময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.