নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

কেউ বোঝেনি

১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৫



যখন নীরব, নিঝুম রাত্রির
গভীরতা বাড়ে ধীরেধীরে, 
নিকষকালো আঁধারের চাদরে ঢাকা
আমার চারিদিক; 
অন্ধকার ছাপিয়ে
একটা দুটি তারা জ্বলে ঐ আকাশে,
ঝলসান হৃদয়ের গন্ধে মাতাল
ছোটে চলি দিক্বিদিক।

মাটির বুকচেরা রোদ্দুর,
ডাহুকীর চিৎকারে কাঁপে বুক,
বিরহতাপে পাথর অন্তর 
ধূপের ধোঁয়ার মত উঁড়ছে মন;
ঘুরেছি দ্বারেদ্বারে সন্ধ্যা সাজে
কোথাও মিলেনি আশ্রয়,
মিলেনি শান্তি,
পারিনি হতে ল্যাম্পপোষ্টের মতো স্থির! 

অশাসনীয় হৃদয়ের অস্বস্তিকর সময়
যাচ্ছে কেটে দিনযামিনী, 
মহাপ্রলয়ের দ্বারপ্রান্তে দাঁড়ানো
আমার ভবঘুরে  জীবনব্যাপী;
নিঃসঙ্গতা আর একাকীত্বে গড়া
আমি ধূমকেতু-নক্ষত্রপতি,
জ্বলছি শূন্যময় রাতের আকাশে
সহস্রাধিক বছর নীরবচারী। 

কত আকুতি, মিনতি ভরা নয়নে
তৃষ্ণার্ত নিবেদন কতজনে,
কেউ বোঝেনি, বলেনি পথিক
এসো স্বপ্নে মোর ঘুমো-ঘরে;
যুগের পথে চলেছি একাই
তবুও দিন যায় রাত্রি আসে-ফিরে, 
নির্ঘুম সকাল, হইনা অবাক নিজ দেখে
যেমনি ছিলাম আগে। 



[কৃতজ্ঞতা সামুর প্রতি, শ্রদ্ধা ভালোবাসা সকল সহব্লগারদের প্রতি ]

মন্তব্য ৫৭ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫১

ওমেরা বলেছেন: কেন ভাইয়া আপনি কি সামু ব্লগ ছেড়ে চলে যাচ্ছেন ?

১৪ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঠিক ছেড়ে যাওয়ার মতো না, তবে ভাবছি আর পোষ্ট দেবো না। মাঝেমধ্যে আসবো আপনাদের দেখে যাবো। তাই ভাবলাম কতজনের সাথে কতভাবে কথা বলেছি, বলা তো যায় না, যদি কষ্ট দিয়ে থাকি কাউকে তো ক্ষমা চেয়ে নেওয়াই ভালো। দোআ করবেন আপু।
শুভকামনা জানবেন সবসময়।

২| ১৪ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

সাহিদা সুলতানা শাহী বলেছেন: বরাবরের মতই আপনার কবিতা ভাল হয়েছে। আপনি আপনার পছন্দের দলের কথা বলেছেন। সেটা অনেকের ভাল লাগেনি তাই তারা অন্যরকম কথা বলেছে আপনি তার জবাব দিয়েছেন। এতে আমি খারাপ কিছু দেখছিনা।

১৪ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো প্রশংসা পেয়ে। আনন্দিত হলাম।

না না আপু, সে ব্যাপারে না। সবাই সবার মত প্রকাশ করবেই, তাতে আমি কখনওই মন খারাপ করিনা।
দোআ করবেন, লেখালেখি চলবে, অফ থাকবেনা। তবে সেটা নিজের ওয়েবসাইটেই জড়ো করবো ভাবছি।
শুভকামনা জানবেন সবসময়।

৩| ১৪ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

সাহিদা সুলতানা শাহী বলেছেন: আপনি পোষ্ট দিয়েছেন পাঠক মন্তব্য করছে, লাইক দিচ্ছে এতে আপনার পোষ্ট আলোচিত পাতায় গেলে আপনার কি দোষ? অথচ মন্দ লোকের মন্দ কথা থামছেনা।

১৪ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হুম, সুন্দর কথা বলেছেন। কিছু লোক সেরকমই মনে করে। তারা সাধারণত হিংসা থেকেই তেমন মনে করে। নয়তো একবারও দেখতে চায় না আমি যা মন্তব্য পেয়েছি তারচেয়ে প্রায় হাজার মন্তব্য বেশি আমি রেখেছি অন্যের পোষ্টে। তো আমি যাদের যাদের লেখা পড়ি তারা আমার লেখা একবার হলেও পড়বেই। এটা তারা ভুলে যায় মূলত হিংসার কারণেই।

৪| ১৪ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

সাহিদা সুলতানা শাহী বলেছেন: দেখাগেল একজন এসে বলবে মেয়েরা আপনাকে মন্তব্য করে কেন? ভাবখানা এমন যেন মেয়েদের কারো পোষ্টে মন্তব্য করা বারণ।

১৪ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা, এটাও ঠিক বলেছেন, আমাকে একবার একজন প্রশ্ন করেও ছিল মোটামুটি রাগ হয়েই, লেখাতে রাগ বুঝাই যায়। বলে ছিল এত মেয়ে মানুষ আপনার পোষ্টে কোথা থেকে আসে হা হা হা।
আমি কিছু মনে করিনা, কারণ, পিছে লোকে কিছু বলবেই, তাদের কথায় কান দিলে লেখালেখি হবে না।
দোআ করবেন আমার জন্য।
শুভকামনা জানবেন সবসময়।

৫| ১৪ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০০

সাহিদা সুলতানা শাহী বলেছেন: একজন হয়ত বলবে সাহিদা সুলতানা এক পোষ্টে চারখানা মন্তব্য করলো কেন? ভাবখানা এমন যেন একাধীক মন্তব্য করা বারণ। শেষমেস হয়ত এটাও বলবে যে সাহিদাই নয়ন! পাগল আর কাকে বলে?

১৪ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা এটাও মন্দ বলেননি। বলবে না অনেকেই মনে করবে এরকম।

আমার ওয়েবসাইট স্বপ্ননীড় দেখলে তাদের মাথা নষ্ট হয়ে যাবে। এক একটা কবিতা ভিউয়ার দেখলে বলবে নিজেই ভিউয়ার বাড়াইছে হা হা হা।

আসল কথা হচ্ছে নিন্দুক সারাজীবন নিন্দাই করে যাবে, নিন্দুক রা কখনো শান্তি পায় না।

দোআ করবেন আমার জন্য, আমি লেখালেখি ছাড়বো না, লিখবো, সময় হইলে shapnaneer.com একবার ঘুরে দেখে আসবেন, নিমন্ত্রণ করে গেলাম।

আপনার আন্তরিক মন্তব্যে শ্রদ্ধা আর ভালোবাসা রাখছি।
শুভকামনা জানবেন সবসময়।

৬| ১৪ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১২

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

১৪ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি ভাইয়ের কাছে প্রশংসা পেয়ে আনন্দিত হলাম। প্রেরণা হয়ে থাকবেন ভাই।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

৭| ১৪ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

অর্ক বলেছেন: ভাল লাগলো। ভাল লাগলো যে আপনি অন্তমিল থেকে আধুনিক গদ্য কবিতাও চর্চা করছেন।
ঠিক বুঝতে পারছি না, কি সমস্যা হচ্ছে ব্লগে! সবাই যে যার মতো ব্লগিং করে যান।

১৪ ই জুলাই, ২০১৭ রাত ৯:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি ভাইয়ের কাছে প্রশংসা পেয়ে অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা।

সমস্যা কিছুই না ভাই, আমি নিরিহ মানুষ, ব্লগে যেভাবে নাস্তিকবাদ আর মুরতাদবাদ চলছে কবে কখন কার সাথে খারাপ আচরণ করে ফেলি ঠিক নেই। তারচেয়ে বরং দূরে থাকাই হয়তো ভালো হবে। দোআ করবেন ভাই।

শুভকামনা জানবেন ভাই সবসময়।

৮| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪৪

চাঁদগাজী বলেছেন:



কোথায়ও না কোথায় আছে সেই দারুচিনি দ্বীপ, কোথায়ও আছে পথের শেষ, কোথায়ও পথের শেষে আছে একজন

১৪ ই জুলাই, ২০১৭ রাত ৯:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার উপস্থিতি আমাকে প্রেরণা দিয়ে যায়। আমি শ্রদ্ধার সাথে আপনার মন্তব্য গ্রহণ করি সবসময়।
পথের শেষ নেই, আবার এক সময় ঠিকই শেষ হয়। দোআ করবেন।

আজ আপনাকে নিয়ে ফালতু পোষ্টটা দেখার পরে আর ভালো লাগছে ব্লগে। সেখানে অনেকক্ষণ থেকে মন্তব্য লেখেও না পোষ্ট করে চলে এসেছি। পরে ভাবলাম, কুকুরের কথার জবাব না দেওয়াই ভালো, রাস্তায় অনেক কুকুর ঘেউ ঘেউ করে তাই বলে মানুষ পথচলা বন্ধ করে না। চুপচাপ চলে এসেছি।
তাই ভাবছি দরকার নেই অযথা কারো সাথে খারাপ আচরণ করার। মডু ভাইয়েরা তো এগুলো দেখেননা!!

শুভকামনা জানবেন, ক্ষমা করবেন কোন সময় কষ্ট পেয়ে থাকলে আমার থেকে।

৯| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৮

কলাবাগান১ বলেছেন: মাঠ কখনই ছেড়ে দিতে হয় না.......

১৪ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, এটা আসলে ভাবিনি!! ভালো কথা স্মরণ করিয়ে দিয়েছেন। কৃতজ্ঞতা রাখছি। দোআ করবেন ভাই। মত চেঞ্জ করলাম।
মুছেই দেই নিচের কথা গুলো। আমি আছি থাকবোই।

শুভকামনা জানবেন ভাই।

১০| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৩

শূন্য-০ বলেছেন: অনেক অনেক ভালো লাগলো কবিতা। আবেগের সবটুকু দিয়েই বিরহানল ফুটিয়ে তুলেছেন +++++
আপনার প্রতিও কৃতজ্ঞতা সুন্দর সুন্দর কবিতা উপহার দেয়ার জন্যে।

১৪ ই জুলাই, ২০১৭ রাত ১০:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত ও উৎসাহিত করে গেলেন ভাই আন্তরিক মন্তব্যে। প্লাস গুলো প্রেরণা হয়ে থাকবে ভাই।

অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন ভাই, আপনাদের উৎসাহই আমাকে অনুপ্রাণিত করে সবসময়।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

১১| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১০:০২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিতাটি কিছুটা আত্মাতিক মনে হয়েছে। আপনি শুধু প্রেমের কবিতা না লিখে বৈচিত্র আনায়ন করুন (এটা আমার ব্যক্তিগত মতামত)।

১৪ ই জুলাই, ২০১৭ রাত ১০:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত হয়েছি প্রিয় ভাইয়ের উপস্থিতিতে। অনেক প্রেরণা পেলাম ভাই আন্তরিক মন্তব্যে। পরামর্শটাও আমার জন্য যুগান্তকারী একটা পরামর্শ। আমার এখন কিছু অন্যরকম লেখার চেষ্টা করাই উচিৎ। আপনার সাথে আমিও একমত রাখছি ভাই। চেষ্টা করবো। দোআ করবেন।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

১২| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩৮

শূন্যনীড় বলেছেন: অনেক ভালো লাগলো ব্যতিক্রম কবিতা। স্বাগতম রইল এমন সিস্টেমে। কবিতা দারুণ হয়েছে।

১৪ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো ভাই আপনার উপস্থিতি। আন্তরিক প্রশংসা আমাকে অনেক উৎসাহিত করে গেলো।
প্রেরণা হয়ে থাকবেন ভাই।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

১৩| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১১:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: দারুণ লিখেছেন !!!


সাথেই থাকুন, :(

১৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির কাছে উচ্ছ্বসিত প্রশংসা পেয়ে আনন্দে ভরে গেল মোর হৃদয় কাণায় কাণায়। কৃতজ্ঞতা রাখছি ভাই আন্তরিক উৎসাহে।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা রাখি।

থাকবো ভাই সাথেই, আপনাদের ছেড়ে যেতে মন সায় দেয় না, আমি পারবোনা থাকতে সামু ছাড়া, আপনাদের ছাড়া। দোআ করবেন প্রিয় ভাই।

শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য সবসময়।

১৪| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:০২

শাহরিয়ার কবীর বলেছেন:
ধন্যবাদ, প্রিয় কবি !!

ভালো থাকুন সবসময়........

১৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি'র কাছ থেকে ধন্যবাদ পেয়ে ধন্য হলাম। ভালোবাসা জানবেন ভাই শ্রদ্ধার সাথে।

শুভ হোক আপনার প্রতিক্ষণ।

১৫| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪৬

তোমার জন্য মিনতি বলেছেন: অসাধারণ গড়েছেন ভাই, মুগ্ধ হইলাম কবিতায় +++++

১৫ ই জুলাই, ২০১৭ রাত ২:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক উৎসাহিত হলাম ভাই আন্তরিক মন্তব্যে। প্রেরণা হয়ে থাকবেন।
প্লাস গুলো আমাকে অনুপ্রাণিত করবে ভাই।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

১৬| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১:০৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: নয়ন সাহেব কি হয়েছে। এমন সিদ্ধান্ত হঠাৎ ! আগেতো বলবেন কি হয়েছে? একটি নিত্যান্তই বোকামী হল কারোর প্রতি রাগ করা। এই জগতের সবাই সমান না আপনার চিন্তা আর আমার চিন্তারা একি সমন্তারাল লাইনে বহমান ও না তাহলে কি করে মিলবে সবার সংস্কৃতি সবার সাথে।

এই ব্লগ একটি ওপেন পেইজ এখানে একেঁ যেতে পারবেন আপনার মনের সবকয়টি রঙ দিয়ে সবচেয়ে সুন্দর ক্যাম্পাসটি। দেখুনা চেষ্টা করে। আমার ৯ বছর হয়ে গেল একদিন ও ইচ্ছা হয়নি সামু ছেড়ে চলে যাওয়ার।

১৫ ই জুলাই, ২০১৭ রাত ২:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: না ভাই, কারো সাথে আমার কোন ঝগড়া হয়নি। আমি জানামতে কারো সাথে কখনো দুর্ব্যবহার করিনি। এমনিতেি কেন জানি ভয় হচ্ছিল, যদি কারো সাথে দুর্ব্যবহার করাই লাগে তো, তাই আগে থেকেই সাবধান থাকার চিন্তা করছিলাম আরকি। তবে পরে মন চেঞ্জ করেছি। থাকবো সামুতেই যতদিন সামু আমাকে থাকতে দিবে। আপনার আন্তরিক মন্তব্য পেয়ে অনেক অনেক আনন্দিত ও ভরসা পেয়েছি। হারাবো না ভাই আর মরণ ছাড়া। দোআ করবেন ভাই।

প্রতিউত্তর দেরি হয়ে গেল ভাই সেজন্য দুঃখিত। একটা কবিতা রেড়ি করলাম এতক্ষণে। এখন ঢুকেই প্রিয় ভাইকে পেয়ে প্রতিউত্তর না দিয়ে ঘুমোতে পারলাম না।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন ভাই, শ্রদ্ধা ভালোবাসা সবসময়।

১৭| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১:১১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আগের মন্তব্যটি অফটফিক হয়েছে তাই কবিতা সম্পর্কে বলতে আবারো এলাম ভাই।

শেষের প্যারাটি দারুণ হইছে সবটুকুই ভাল হয়েছে তবে শেষের কথাগুলো বরাবরই গিটারের চিকণ তার। সুন্দর অনেক সুন্দর কবিতা উপহারের জন্য অনেক অনেক শুভেচ্ছা আপনাকে।

১৫ ই জুলাই, ২০১৭ রাত ৩:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় ভাইয়ের মুখে কবিতার প্রশংসা পেয়ে অনেক অনেক আনন্দি ও উৎসাহিত হলাম। আন্তরিক প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক প্রত্যাশা রাখি।

দুই ঘন্টায় একটা লিখেছি, তবে একটু চিন্তিত আছি, আবার সমালোচনার মধ্যে পরি কিনা।
আপনাকে দেখিয়েই যাই আমার নতুন আবিষ্কার 'ভগবান আল্লাহ্ ঈশ্বর'

ভগবান আল্লাহ্ ঈশ্বর


শুনরে আহম্মকের দল তোর নিজের খবর রাখ,
কেন অন্যকে করতে বশ্য সামনে ধর্ম দাঁড় করাস!
সেতো যারযার পূজনীয় শ্রদ্ধেয় অন্তরের বিশ্বাস,
তুইতো মানুষ খোদা নোস কেন মনের খবর চাস!

ধর্মের দোহাই দিয়ে কেন মানুষে করিস বিভাজন,
সবার আগে মানুষ সত্য, মমতায় করে-নে স্বজন।
মানুষের মাঝে আছে তোর ভগবান আল্লাহ্ ঈশ্বর,
স্রষ্টাকে খুঁজতে যাবি কোথা ধর-রে তুই মানুষ ধর।

মিছেই করিস'না ভণ্ডামি ধর্মকর্ম মনে শিহরন,
মানুষ স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি উত্তম বিচার বিচরণ।
মানুষে রাখিস ভালবাসা দশে করবে অনুসরণ,
মানবিক গুণাবলী ধ-র সবুজ রাখ অন্তর মন।

খোদার মহব্বতে মানুষ ভুলে করিস তুই আঘাত,
প্রথম পরিচয় ভুলিস সামনে আনিয়া ধর্ম-জাত!
খুঁচা মেরে পরের বিশ্বাসে লুকাস তুই নিজ স্বভাব,
পুষা জানোয়ার যেন তুই মানুষকে কুপাস পুড়াস।

তোদের মত ভণ্ড ধার্মিক যুগে যুগে নিস কত প্রাণ,
তিলকে তাল করিস তরা বাড়াস সমাজে ব্যবধান;
ধর্ম লড়াইয়ে কত মা'র শূন্য বুক আজো রক্তপাত,
এইকি ধর্মের ফল ভবে মিথ্যে যুদ্ধে দিতে হয় জান।

আয়রে তোরা রাখ বিশ্বাস ধর্মের শক্তিকেন্দ্র অন্তর,
মানুষের মাঝে প্রেম খোঁজ সৃষ্টিতে স্রষ্টা পাবি খবর;
প্রিয়র প্রিয়কে বাস-ভালো শ্রদ্ধা রাখ মনের ভিতর,
মানুষের মাঝে পাবি জানি ভগবান আল্লাহ্ ঈশ্বর।।


শুভেচ্ছা ও শুভকামনা জানবেন ভাই, শ্রদ্ধা আর ভালোবাসা সবসময়।

১৮| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১:১৯

ইফতেখারুল মবিন বলেছেন: অসাধারণ!

১৫ ই জুলাই, ২০১৭ রাত ৩:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন মবিন ভাই, আপনার উপস্থিতি আর উচ্ছ্বসিত প্রশংসা আমাকে আনন্দিত ও উৎসাহিত করে গেল।
প্রেরণা হয়ে থাকবেন ভাই। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক প্রত্যাশা রাখি।

শুভকামনা জানবেন ভাই।

১৯| ১৫ ই জুলাই, ২০১৭ সকাল ৮:০৭

ধ্রুবক আলো বলেছেন: ভালো লিখেছেন +++

১৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম ভাই। উৎসাহিত করার জন্য কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনা জানবেন সবসময়।

২০| ১৫ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: কেউ বোঝেনি, বলেনি পথিক
এসো স্বপ্নে মোর ঘুমো-ঘরে;
যুগের পথে চলেছি একাই

ভাল লাগল।
আর এইসব নিয়েই দিনরাত্রি! হতাশ বা রাগ হবার কিছূ নেই!
জানেনতো রেগে গেলেন তো হেরে গেলেন ;)

১৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতায় প্রশংসা পেয়ে অনেক আনন্দিত হলাম। প্রিয় ভাইয়ের উপস্থিতি ও আন্তরিক প্রেরণাদায়ক মন্তব্যে কৃতজ্ঞতা রাখছি ভাই। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক প্রত্যাশা।

সুন্দর পরামর্শ রেখে গেছেন ভাই। শ্রদ্ধা আর ভালোবাসায় গ্রহণ করছি। চেষ্টা করবো সবসময় মনে রাখতে। দোআ করবেন ভাই।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

২১| ১৫ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৪৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক শুভেকামনা জানবেন।

ভালোথাকবেন সবসময়।।

১৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা আন্তরিক মন্তব্যে, আপনার আন্তরিক আশীর্বাদ পেয়ে অনেক আনন্দিত।

শুভকামনা আপনার জন্যও সবসময়, ভালোবাসা জানবেন ভাই।

২২| ১৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪৪

জনতার আদালত বলেছেন: ভালো লাগলো কবিতা পাঠে ।

১৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম ভাই, কৃতজ্ঞতা রইল মন্তব্যে

শুভকামনা জানবেন ভাই।

২৩| ১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ২:১০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাটি আরো কয়েক বার পড়ে নিবেন। কোথাও যদি কোন কাট সাট করা লাগে করে নিবেন। সাম্যর দাচ কবিতা অতি সুন্দর করে সাম্যতাকে ফুটাতে চেয়েছেন। কবিতা পত্যক্ষ বাচনগুলো তীর ত্নিক্ষ। বাকী সবি ঠিক আছে পোষ্টাতে পারেন।

১৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই ঠিক ধরেছেন। পড়েছি বেশ অনেকবার, আসলে শব্দ সংখ্যা ঠিক রাখতে কোথাও একটু বেতাল মনে হতে পারে।
এখানে প্রতিটি লাইন ১০+১০ শব্দ মাত্রায় সাজাতে চেয়েছি। সঙ্গে সামান্য ছন্দময় করতে চেয়েছিলাম।

ভালো লাগলো আপনার বিশেষণ। আনন্দিত ও উৎসাহিত হলাম ভাই।
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন।

২৪| ১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৪৭

ব্লগ মাস্টার বলেছেন: কবিতা ভালো লাগলো ।

১৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে আনন্দিত ও উৎসাহিত হলাম ভাই

কৃতজ্ঞতা রাখছি উপস্থিতি ও পাঠে।
শুভকামনা জানবেন মাস্টার ভাই।

২৫| ১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০৬

কল্লোল পথিক বলেছেন:

বেশ হয়েছে।

১৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় ভাইয়ের আগমনে ধন্য হলাম ভাই।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।

শুভকামনা জানবেন ভাই।

২৬| ১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:১২

মোস্তফা সোহেল বলেছেন: সামুতে আছি আট বছর চলছে। নিজের মত করেই আছি।কারও সাথে কখনও ঝগড়া করতে যায়নি। কেউ পেচাতে চাইলে দূরুত্ব বজায় চলেছি।
আশা করি সামু ছেড়ে যাওয়ার কথা কখনও ভাববেন না। পাছে লোক আজীবন কিছু কথা বলবেই।

১৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর পরামর্শ ও ভরসা রেখে গেছেন ভাই। কৃতজ্ঞতা রাখছি শ্রদ্ধার সাথে। আপনি ভরসা হয়ে অাছেন থাকবেন সবসময়।
না ভাই, যাবো না কখনো, যতদূর পারি চেষ্টা থাকবে সামুতে থাকার।

শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন ভাই সবসময়।

২৭| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কেন বুঝলো না আপনার দুঃখ কেউ ?

১৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সেটাইতো আমার ভাবনার ভাই !!! আমি তো সবাইকে আপন ভাবি, তবুও আমি কারো আপন হইতে পারলাম না!!
সংসার তো সবাই করে, সেটাতো নিয়মই, তাই বলে সবাই কিন্তু সংসারী হতে পারেনা!

ভালো থাকবেন ভাই। মন্তব্যে আসায় কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা জানবেন সবসময়।

২৮| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ১০:১৪

নীলপরি বলেছেন: নির্ঘুম সকাল, হইনা অবাক নিজ দেখে
যেমনি ছিলাম আগে।
--

কবিতা অসাধারণ লাগলো ।
তবে আপনার প্রথম প্রতিউত্তর দেখে ভীষণ খারাপ লেগেছিল । তারপরের কমেন্টগুলোয় সহব্লগারদের মতকে সম্মান দিয়ে আপনি যে সিদ্ধান্ত বদলেছেন ভালো লাগলো । আর সত্যিই সামুকে নিয়ে একটা নেগেটিভ প্রচার চলছে । এসময়ে প্ররোচনায় পা না দিয়ে , আসুন সবাই মিলে তা প্রতিহত করার চেষ্টা করি ।

শুভকামনা রইলো ।

১৭ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতার প্রশংসা পেয়ে অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম আপু। আপনার আন্তরিক মন্তব্য সবসময় আমাকে অনুপ্রাণিত করে, প্রেরণা হয়ে থাকবেন আপু।

হ্যা আপু, মতটা সেরকমই ছিল, তাই এই কবিতাটা দিয়ে হারাতে চেয়েছিলাম। কিন্তু শ্রদ্ধেয় কলাবাগান ভাইয়ের একটা কথায় আমার মাথার ভিতর সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি, আমি মাঠ ছাড়তে রাজি নই, হারতে রাজি নই না মাঠে বাহিরে থেকে, মাঠে থেকে হারজিত মেনে নিতে চাই, তাতে হারানোর কিছু নাই ।
খুব সুন্দর একটা বলে গেছেন, হ্যা আপু, সামুতে ছিলাম থাকবো। দোআ করবেন আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.