নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

কেমন আছো বন্ধু

২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৮



কেমন আছো বন্ধু....?
মনে কি হয় না আমায় একটিবার !!
অথচ কথা ছিল, আসুক বাঁধা যতো,
তুমি আমি কখনো নই হারাবার।।
কেমন আছো বন্ধু, জানিয়ে যেও শুধু,
নাই'বা নিলে তুমি খবর আমার।।

এইতো সেদিন তুমি মিথ্যে অভিমানে,
পেরিয়েছ চিরতরে আমার সীমানা।
কতদিন মাস গেল বছর যুগের পরে
অর্ধ যুগ! তোমার চাঁদমুখ দেখিনা।।
প্রতিটি প্রহর জুড়ে, কতটা কষ্টে পুঁড়ে
নিঃস্ব মন! না থাকুক কেউ দেখার।
কেমন আছো বন্ধু, জানিয়ে যেও শুধু,
নাই'বা নিলে তুমি খবর আমার।।

কতনা ব্যাকুল ছিলে দেখতে আমাকে,
বিশ্বাস সুখ স্বপ্ন ছিল তোমাতে জমা।
সুখের ভুবন আমার ডুবছে অন্ধকারে
দুঃখবোধ! সেদিন থেকে কেউ বোঝেনা।।
এভাবে কতদিন, সুধী প্রেমের ঋণ
কষ্ট-প্রহর, বড় সাধ জাগে জানার।
কেমন আছো বন্ধু, জানিয়ে যেও শুধু,
নাই'বা নিলে তুমি খবর আমার।।

গান : কেমন আছো বন্ধু
কথা ও সুর : নাঈম জাহাঙ্গীর নয়ন

(ছবিটি কোন চিত্রশিল্পীর তুলিতে আঁকা। আমি গুগলি সার্চ করে ছবিটি পেয়েছি।)

মন্তব্য ৬৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: কেমন আছো বন্ধু, জানিয়ে যেও শুধু,
নাই'বা নিলে তুমি খবর আমার।।

এই আকুতি যাবে না বিফলে।
সুন্দর।

২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির কাছে প্রশংসা পেয়ে ধন্য হল লেখাটি। দোআ করবেন।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়

২| ২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৫

মৌমুমু বলেছেন: গানের কথাগুলো খুব সুন্দর লিখেছেন ভাইয়া।
ভালো থাকুক ভালবাসার মানুষগুলো।
আপনার জন্য শুভকামনা। ভালো থাকবেন।

২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে আনন্দিত ও উৎসাহিত হলাম আপু। প্রেরণা হয়ে থাকবেন।

হ্যা আপু, ভালোবাসার মানুষ গুলো সুখী হোক, ভালো থাকুক।

শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য।

৩| ২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১৬

চিটাগং এক্সপ্রেস বলেছেন: গানটির কণ্ঠশিল্পী কে?

২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সার্চিং হচ্ছে ভাই। দোআ করবেন।

শুভেচ্ছা রইল, শুভকামনা জানবেন।

৪| ২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: বন্ধু মানুষের জীবনে খুব সুন্দর একটি সম্পর্ক।
সবাই কি তা বোঝে?
তাই হয়তো বন্ধু গুলো কখন জীবন থেকে হারিয়ে যায় কেউ জানেনা।
গানের কথা ভাল লেগেছে নয়ন ভাই।

২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর কথা বলে গেছেন সোহেল ভাই। সবাই বন্ধু বোঝেনা।

গানের কথাগুলো প্রশংসিত হয়ে আনন্দিত হলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন।
দোআ করবেন ভাই।

শুভকামনা আপনার জন্য সবসময়

৫| ২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৯

অর্ক বলেছেন: ভালো লাগলো। তবে গান এতো বড় হয় না সাধারণত। গানে রূপ দিলে এটা বোধহয় ছয় মিনিটের উপরে যাবে। কবিতা হিসেবেই যথাযথ।

২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে আনন্দিত ও উৎসাহিত হলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন। দোআ করবেন ভাই।

হ্যা ভাই, একটু বড়ই হয়ে গেছে হয়তো। মনে একটা সুরে লিখেছি, এখনো পুরোটা গাইনি।
সুর ধরে রাখার জন্য কোনরকম গেয়ে রাখবো।
কবিতা হিসেবেও থাকতে পারে।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

৬| ২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:


বন্ধু দুরে থাকলেও সেটা দুর নয়; গান ভালোই হয়েছে; তবে, কমন

২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর কথা বলে গেছেন, বন্ধু মনের ভিতরেই থাকে।

হ্যা ভাই, আমি আরো কমন ও সহজসরল করতে চেয়েছিলাম, কিছুটা হয়েছে বুঝতে পারছি আপনার থেকে।

ভালো লাগা জেনে ধন্য হলো আমার চেষ্টাটুকু। দোআ করবেন।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন।

৭| ২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:



গানটি ভাল লেগেছে! সহজ সরল প্রেমের গান! ভাল লাগা!

২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১০:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহ পেলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন।
ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন।

৮| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: গান ভালো লেগেছে +++


শুভ কামনা রইলো, কবি ।

২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১০:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম প্রিয় কবি ভাইয়ের কাছে ভালো লাগা জেনে। প্রেরণা হয়ে থাকবেন ভাই।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

৯| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ৮:২১

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর লিখেছেন । কোন জটিলতা নেই । সহজেই মানুষের হৃদইয়ে পৌঁছে যাবে ।

২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১০:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত ও উৎসাহ পেলাম আপনার মন্তব্যে। প্রেরণা হয়ে থাকবেন ভাই।
দোআ করবেন।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন।

১০| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৩

ওমেরা বলেছেন: বন্ধু তো মানুষ আর মানুষই কথা দিয়ে কথা রাখে না । ভাল হয়েছে ভাইয়া ধন্যবাদ ।

২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১০:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কথা বলেছেন আপু। ভালো লাগলো মন্তব্য। ভালো লাগা জেনে উৎসাহিত হলাম। প্রেরণা হয়ে থাকবেন।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন।

১১| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪৩

ধ্রুবক আলো বলেছেন: সমস্যা সবাই দূরেই থাকে। খবর কেউই নেয় না।

২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১০:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মাঝেমধ্যে খুব একাকীত্বে ভোগি ভাই! গতরাতেও কেমন যেন মনটা খারাপ, ঘুমিয়ে পড়েছিলাম।

তবে, অনেকটাই সয়ে গেছে এখন, মাঝেমধ্যে ব্যতিক্রম হয়ে যায়, কোন হিসেবে কাজ হয় না।

১২| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১০:০১

নীলপরি বলেছেন: লিরিক ভালো লাগলো । গানটা বোধহয় এখনো আপলোড করেননি ?

শুভকামনা ।

২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১০:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: না আপু এখনও আপলোড করিনি। বেশ কয়েকবার গেয়েও মন মতো গাইতে পারছিলাম না! আবার ভুল হয়ে যায়, তাই আর লোড করতে চাইছিলাম না। এখন লোড করেই রাখলাম, থাকুক না হয় যেমন হয়েছে।

শুভকামনা জানবেন আপু।

১৩| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এ ভালোবাসা যে কেমন বোঝাবো কী করে?
আকাশ হয়ে আছো আমারই সাগরে;
যখনই যে রুপ ধরো ছায়া পড়ে তার,
অনেক ভালোবেসে হয়েছি তোমার!

২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১০:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর কাব্যাংশ রেখে গেছেন তূর্য্য ভাই।

শুভেচ্ছা ও শুভকামনা রইল প্রিয় কবি ভাই।

১৪| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১১:২৬

সুমন কর বলেছেন: ভালো লাগল।

২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির কাছে প্রশংসা পেয়ে অনেক অানন্দিত ও উৎসাহিত হলাম। প্রেরণা হয়ে থাকবেন প্রিয় কবি ভাই।

শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য সবসময়

১৫| ২৪ শে জুলাই, ২০১৭ সকাল ৯:০৮

ব্লগ মাস্টার বলেছেন: গান ভালো হয়েছে নাঈম ভাই ।

২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত ও উৎসাহিত করে গেছেন প্রিয় মাস্টার ভাই। দোআ করবেন।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

১৬| ২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১০:২৬

শাহরিয়ার কবীর বলেছেন: শুভ সকাল !


ভালো আছেন নিশ্চয় ।

২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১০:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভ সকাল ভাই ।

হ্যা ভাই , এখন ভালো আছি। রাত্রে মনটা খারাপ ছিল, ঘুমিয়ে পড়েছিলাম।

সকাল সকাল প্রিয় কবির দরশনে মুগ্ধ হলাম।
শুভেচ্ছা রইল।

১৭| ২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১৮

মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই একটু আগে একটি পোষ্ট দিয়েছি দেখলে খুশি হব।

২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, অবশ্যই দেখবো। দরশনে মুগ্ধ হইলাম ভাই।

শুভ সকাল।

১৮| ২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বিরহের গান।

২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, হঠাৎ সেদিন রাতে অসুস্থ হয়ে পড়ি, জ্বর শরীর ব্যথা সঙ্গে মন খারাপ। তাই গানটির সৃষ্টি। বিরহের সময়গুলোতে প্রিয় মানুষদের বেশি মনে পড়ে আমার।

দোআ করবেন ভাই।

শুভকামনা জানবেন।

১৯| ২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৪

আখেনাটেন বলেছেন: এখন কেউ গাইলেই হয়! ভালো লিখেছেন।

২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঠিক বুঝেছেন ভাই, কেউ গাইলেই আমার লেখার সার্থকতা হবে। সেজন্যই গানগুলোর সাথে নিজের সুরটা শেয়ার করা।

দোআ করবেন ভাই।
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন।

২০| ২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৬

উম্মে সায়মা বলেছেন: ভালো লাগল নয়ন ভাই

২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম আপু। প্রেরণা হয়ে থাকবেন।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

২১| ২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলাগা রেখেগেলাম ++

২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে ধন্য হলো ভাই আমার সামান্য চেষ্টা। প্রেরণা হয়ে থাকবেন ভাই।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

২২| ২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৪৩

জাহিদুল ইসলাম সুমন বলেছেন: অনেক ভাল লাগল খুব সুন্দর কবিতা

২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত ও উৎসাহ রেখে গেছেন ভাই। প্রেরণা হয়ে থাকবেন।


শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়

২৩| ২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২২

সেলিম আনোয়ার বলেছেন: এভাবে কতদিন, সুধী প্রেমের ঋণ
কষ্ট-প্রহর, বড় সাধ জাগে জানার।
কেমন আছো বন্ধু, জানিয়ে যেও শুধু,
নাই'বা নিলে তুমি খবর আমার।।
সুন্দর +

২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির কাছে প্রশংসিত হয়ে ধন্য হলো চেষ্টা আমার। অনেক প্রেরণা পেলাম।
দোআ করবেন।

শুভেচ্ছা ও শুভকামনা রইল প্রিয় কবির জন্য

২৪| ২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৩

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ কবিতা সুন্দর হয়েছে সাথে গানটিও
ভাল লাগা রেখে গেলাম ।

২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় ভাইয়ের উপস্থিতি ও প্রেরণাদায়ক প্রশংসা আমাকে অনেক উৎসাহিত করে গেল। কৃতজ্ঞতা রাখছি ভাই। প্রেরণা হয়ে থাকবেন।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

২৫| ২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১৫

আহা রুবন বলেছেন: বেশ ভাল! যাকে নিয়ে গান লিখেছেন, সে কেমন আছে? চুপি চুপি দেখা করা যায় না?

২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দেখা তো ইচ্ছে করলে করাই যায় ভাই! কিন্তু, .....

ভালো পরামর্শ রেখে গেছেন, আবার বাড়ি গেলে চেষ্টা করবো।

শুভেচ্ছা জানবেন রুবন ভাই।

২৬| ২৪ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

উদভ্রন্ত বালক বলেছেন: হৃদয় ছুয়ে গেলো । ধন্যবাদ শেয়ার করার জন্য।

২৪ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম ভাই। কৃতজ্ঞতা রইল মন্তব্যে।
দোআ করবেন।

শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য

২৭| ২৪ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১১

তপোবণ বলেছেন: সেকি জানে তাকে নিয়ে যে আপনি নিরন্তর কবিতা, গান লিখে চলেছেন। সে সত্যি একজন ভাগ্যবতী যাকে নিয়ে এই পথ চলা। সে না হলে বোধহয় আপনাকে আবিস্কার করা যেতনা। সুখী হোন ভাই।

২৪ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনাদের দোআ ও আল্লাহ্'র অশেষ কৃপায় অনেক ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ্
দোআ করবেন ভাই।


যাকে ভেবে লেখি সে জানে, তবে এত জানেনা। এত ভাবি জানলে সেও কষ্টে পুড়ে, বুঝেছি।
সে সত্যিই ভাগ্যবতী, তার প্রফেসার স্বামী, সুখের সংসার। আমি সুখটাই চেয়েছিলাম, সে তা পেয়েছে, আমি তাতেই অনেক সুখী। লেখালেখিটা আমার অনুভব থেকেই।

শুভেচ্ছা জানবেন ভাই।

২৮| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ৮:০০

এম.এস ফরিদ বলেছেন: অর্ধ যুগ! তোমার চাঁদমুখ দেখিনা।।
প্রতিটি প্রহর জুড়ে, কতটা কষ্টে পুঁড়
দারুন লিখেছেন। অর্ধ যুগ..........

২৪ শে জুলাই, ২০১৭ রাত ৮:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, যুগের পরে অর্ধ যুগ তাকে হারিয়েছি তো।

দোআ করবেন ভাই, এখন আর পুঁড়ি না।

প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন।

২৯| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫৬

আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,




"বন্ধু... জানিনা তুমি কেমন আছো
দিনগুলো কিভাবে কাটাও.........
শুধু একবার এসে বলে যাও .."
মান্নাদে'র এই গানটি মনে পড়ে গেলো ।

এই কবিতা / গানটি পরিনত হয়েছে । ভালো লাগলো ।

২৪ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় ভাইয়ের উপস্থিতিই আমার অনেক প্রেরণার অানন্দের। আর যদি ভালো লাগা জানতে পারি তখন আনন্দ বেড়ে যায় সীমাহীন।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

৩০| ২৫ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই আমার লেখা আপনার গানটি শুনলাম। খুব সুন্দর গেয়েছেন ভাই।
তবে মিউজিক দিতে পারলে অসাধারন একটা গান হত।
নিজের লেখা গান এই প্রথম কেউ সুর করে গাইল ভাবতেই আমি কেমন শিহরিত হচ্ছি।
গানটি কোন ভাল শিল্পিকে দিয়ে গাওয়ালে হয়তো শ্রোতারা গানটি খুব পছন্দ করবে। তবে আমি চাইব পারলে মিউজিক দিয়ে আপনিই গানটি গাইবেন।
আমার লেখা গানটি আপনার গলায় শুনে আরও গান লিখতে মন চাইছে।
গানটি আপনাকে উৎসর্গ করে যে আমি একটুও ভুল করিনি এটা বুঝতে পারছি।
গানের আদ্যপান্ত একটু বলি।
প্রতিটি মানুষের জীবনে কিছু কাছের লোক থাকে, যাদের ছাড়া জীবন চলে না। এক সময় সেই কাছের লোক গুলো আবার হারিয়েও যায়।
জীবনের একটি সময়ে এসে আমরা সেই হারিয়ে যাওয়া মানুষ গুলোকে আবার হয়তো খুজে ফিরি। আর সেই হারিয়ে যাওয়ার ব্যাথাটাকে আবার বুঝতে চেষ্টা করি।
গানটি ডাউনলোড করতে পারিনি। অডিও লিংক কি দিতে পারবেন?
ইউটিউবে দিয়েছেন কি ভাবে ডাউনলোড করব যদি বলতেন?

২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হয়েছি আপনার কাছে সুরটা ভালো লেগেছে জেনে। আমিও এই প্রথম কারো লেখা গান নিজে সুর করেছি, এতে আমারও প্রচুর আনন্দ হচ্ছে ভাই। অবশ্যই লিখবেন আরো গান। শুভকামনা আপনার জন্য সবসময়।

আমি অডিও ক্লিপ আপলোড করতে পারিনা। ইউটিউব থেকে কেমনে লোড করতে হয় তাও জানিনা। আমার ফেসবুকে গানটি লোড দিয়েছি, সেখান থেকেও লোড করতে পারেন ইউসিব্রাউজার দিয়ে।

আপনার আগ্রহ আমাকে অনেক উৎসাহিত করলো ভাই। তবে আমি তো কোন কণ্ঠশিল্পী নই, আমি কোন বাজনাও জানিনা। আপনার গানটি সুন্দর হবে যদি কোন শিল্পী গায়। আপনার জন্য শুভকামনা সবসময়।

৩১| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৪০

প্রামানিক বলেছেন: কেমন আছো বন্ধু, জানিয়ে যেও শুধু,
নাই'বা নিলে তুমি খবর আমার।।


দারুণ লাগল। ধন্যবাদ

২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির কাছে ভালো লাগা জেনে অনেক আনন্দিত ও উৎসাহিত হয়েছি। প্রেরণা হয়ে থাকবেন।

শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য সবসময়।

৩২| ২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৬

সনেট কবি বলেছেন:



কবি নাঈম জাহাঙ্গীর নয়ন

প্রেমপথে আছে কত কন্টক বিস্তর
সে সকল পায়ে দলে প্রেমের উত্থান
ঘটে সব প্রেমিকের অন্তর সাম্রাজে,
তা’বিভাবে? জানা যায় কবির কথায়।
কালে কালে কত প্রেম দেখেছে জগত
হে নাঈম জাহাঙ্গীর নয়ন হে কবি
কবিতার ক্যানভাসে অনিন্দ সুন্দর
এঁকেছেন আপনি সে প্রেমর ভূবন।

প্রেমিকায় পড়ে দৃষ্টি প্রেমিক মনের
কি বেহাল উন্মাদনা কি চিত্র উদ্ভব
হয়ে থাকে, ফুটে সেটা কবিতা বৈচিত্রে।
দক্ষহাতে সে চিত্রের হয়েছে ধারক
দক্ষ এক কারিগর এ কবি নয়ন,
পাঠকের অন্তরেতে সুপ্রিয় সবার।

২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর সনেট লিখেছেন প্রিয় সনেট কবি। কৃতজ্ঞতা প্রশংসায় এই আন্তরিক প্রাপ্তির প্রকাশ সম্ভব নয়। অন্তরে থাকবেন জ্যোতি হয়ে। আপনার এই স্নেহ ভালোবাসা আশীর্বাদ যেন কভু না হারাই এমন প্রত্যাশা সৃষ্টিকর্তায়।

শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন সবসময়।

৩৩| ২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৮

সনেট কবি বলেছেন: তা’বিভাবে? = তা’কিভাবে

২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এর উত্তর আমি কিভাবে বলবো প্রিয় কবি! পুড়তে পুড়তে যে নিঃশেষ সবি! এ আমি, আমি নই তারই প্রতিচ্ছবি। সাত বছরের জমানো প্রেম ভেঙেছিল একদিনে! স্তব্ধ হই তখনি, যখন দুচোখে ভেসে উঠে তার মুখোচ্ছবি।

আকাশ ছোঁয়া উৎসাহ আর প্রেরণা দিয়েছেন কবি, আমি উচ্ছ্বসিত, আনন্দের শিখরে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.