নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

আমার পাখি

১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২২



সকাল দুপুর সন্ধ্যা রাতে
আমার পাখি মধুর সুরে, করতো ডাকাডাকি।
মনের সুখে আমি তখন
করছি কত প্রেমের কথন, চলতো মাখামাখি।।
কি করে তা যাবো ভুলে
হৃদয় আজো ব্যথায় পুড়ে, যখন তারে ভাবি।
নিত্য কাজে চলন বলন
সব কিছুতে তার বিচরণ, কেমনে একা থাকি!!

রাত্রি জাগি একলা ঘরে
বন্ধুরে খুব মনে পড়ে, পূর্ণিমা-চাঁদ দেখি।
বন্ধু যদি কাছে আসতো
ভালোবাসার কথা বলতো, বসতো পাশাপাশি।।
চাঁদ দেখিতাম মিলে দুজন
ভরতো আমার অন্তর মন, মধুর কথা শুনি।
প্রেমের খেলায় হয়ে মত্ত
ভুলতাম মনের ব্যথা যতো, ভাব-সাগরে ভাসি।।

পূবাল হাওয়া মিষ্টি সুরে
দোল লাগিত আমার মনে, মুক্ত ঝরা হাসি।
লজ্জা পেতো পূর্ণিমা চাঁদ
ভুলে যেতাম সব অপবাদ, বুকের সাথে চাপি।।
দুঃখ সুখের সকল কথা
রাখছি যতো মনে জমা, বলতাম তারে সবি।
উচ্ছ্বসিত মন আনন্দে
জড়িয়ে ধরে বাহুডোরে, বলতো ভালোবাসি।।




মন্তব্য ৫২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার ছন্দ। এখনতো কবিতায় ছন্দ নেই। তারপরও আধুনিক কবিতা!








ভালো থাকুন নিরন্তর।

১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত করে গেছেন ভাই। প্রেরণা হয়ে থাকবেন। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।

শুভকামনা জানবেন ভাই।

২| ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৮

মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই খুব সুন্দর আর মিষ্ট হয়েছে কবিতাখানি। তাই কবিতায় প্লাস দিলাম।
ভাল আছেন নিশ্চয়।
কবিতায় কিন্দু দারুন ছন্দ খেলে গেল।
প্রকৃত ভালবাসার মানুষ গুলো সহজেই বলতে চাইনা ভালবাসি।

১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ধন্য হল সামান্য লেখাটি প্রিয় কবি ভাইয়ের কাছে প্লাস পেয়ে। প্রশংসা টুকু আমাকে অনুপ্রাণিত করবে ভাই।

মোটামুটি আছি, হাল্কা ঠাণ্ডা জ্বর, সঙ্গে বমি। তবে চিন্তার কারণ নেই, আগামী কালই ভালো হয়ে যাবো মনের বিশ্বাস।

প্রকৃত ভালোবাসার মানুষকে বুঝাটাই কষ্টসাধ্য ভাই।

সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা রইল।
ভালোবাসা জানবেন সবসময়।

৩| ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মিষ্টি কবিতা, লিরিক হিসাবেও মন্দ হতনা !

১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সেদিন বসে থাকতেই কেন যেন মনে হল পাখির কথা, লিখেও ফেললাম চার লাইন। সেটাই কোনরকম পূর্ণতা দেয়ার চেষ্টা ছিল।
প্রিয় কথাসাহিত্যিক ভাইয়ের কাছে ভালো লাগা জেনে আনন্দিত ও উৎসাহিত।

লিরিক হিসেবে ভাবিনি ভাই। আপনার কাছে জেনে ভালো লাগলো। দোআ করবেন ভাই।

শুভকামনা আপনার জন্য সবসময়।

৪| ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৬

ধ্রুবক আলো বলেছেন: দারুন লিখেছেন। মিষ্টি কবিতা +++

১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম প্রিয় ভাইয়ের কাছে প্রশংসিত হয়ে। প্রেরণা হয়ে থাকবেন ভাই। প্লাসগুলো আমাকে অনুপ্রাণিত করবে ভাই।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

৫| ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৩

মোস্তফা সোহেল বলেছেন: আশা করি দ্রুত সুস্থ হয়ে যাবেন।
সুন্দর প্রতি মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সত্যিি আমাকে অনেক আনন্দিত করে গেলেন ভাই, আমি আজই সুস্থ হয়ে যাবো মন বলছে।
অসুখ বেসুখে মনের একটা যোগসূত্র আছে মনে হয়। ভালোবাসা জানবেন ভাই।

শুভ হোক আপনার প্রতিক্ষণ।

৬| ১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১২

নীলপরি বলেছেন: খুব সুন্দর কথাগুলো । ছন্দটাও সুন্দর । +++++++++++++

শুভকামনা ।

১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় আপুর উপস্থিতি ও উচ্ছ্বসিত প্রশংসা আমার মনের উৎসাহ আনন্দ অনেক বাড়িয়ে গেল।
অনেকগুলো প্লাস পেয়ে ধন্য হলো আমার সামান্য লেখাটি। প্লাসগুলো আশীর্বাদ হয়ে থাকুক আপু।
প্রেরণা হয়ে থাকবেন সবসময়।

শুভকামনা আপনার জন্য সবসময়।

৭| ১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

চাঁদগাজী বলেছেন:



ব্লগের অনন্ত বিরহের কবি

১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কেমন যেন ভালো লাগে আমার! সবদিক থেকে আমি অতৃপ্তই রয়ে গেলাম। ভালোবাসা হারানোটা বড বেদনাময় হয় সবসময়।

মন্তব্যে ভালো লাগা রইল।

শুভকামনা জানবেন সবসময়।

৮| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০২

আলো_ছায়া বলেছেন: ভালো লাগলো।
+++++

১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে অনেক আনন্দিত বোধ করছি ভাই, প্রেরণা হয়ে থাকবেন।
প্লাসগুলো আমাকে অনুপ্রাণিত করবে ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

৯| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১০

শাহরিয়ার কবীর বলেছেন: গান ও কবিতা হিসাবে দুটাই চলে !!! খুব সুন্দর হয়েছে ++++




শুভ কামনা রইলো ।

১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির কাছে প্রশংসা পেয়ে অনেক আনন্দিত ও অনুপ্রাণিত। প্লাসগুলো আশীর্বাদ হয়ে থাকুক ভাই।

গান হিসেবে ভাবিনি ভাই। পরামর্শ পেয়ে চেষ্টা করতে মন চাইছে।

শুভকামনা জানবেন সবসময়।

১০| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: প্রেমের কবিতা।।।

১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো প্রিয় ভাইয়ের মন্তব্য পেয়ে। প্রেম আর হইল কই আমার!! বিরহেই পড়ে রইলাম জীবনের অর্ধেককাল!!
দোআ করবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

১১| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৯

প্রামানিক বলেছেন: চমৎকার ছন্দ কবিতা। খুব ভালো লাগল। ধন্যবাদ।

১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় ছড়াকার এঁর কাছে প্রশংসা পেয়ে অনেক আনন্দিত। প্রেরণা হয়ে থাকবেন।
ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক প্রিয় কবি।

শুভকামনা জানবেন সবসময়।

১২| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১২

ডঃ এম এ আলী বলেছেন: ছন্দময় কবিতায় এক রাশ মুগ্ধতা রেখে গেলাম ।

১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় ভাইয়ের মুগ্ধতা জেনে আনন্দিত ও উৎসাহিত হলাম। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

১৩| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: বেশ!

১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আনন্দিত হলাম ভাই, প্রেরণা হয়ে থাকবেন।

শুভকামনা জানবেন সবসময়।

১৪| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২২

সনেট কবি বলেছেন: খুববেশী ভাল লেগেছে। দারুণ লিখেছেন প্রিয় কবি।

১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনন্দিত হলাম প্রিয় কবি। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।

শ্রদ্ধা ভালোবাসা জানবেন।

১৫| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

জাহিদ অনিক বলেছেন: লিরিক হিসেবে ভাল ।

১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: উৎসাহিত হলাম কবি ভাই, প্রেরণা হয়ে থাকবেন।

লিরিক হিসেবে আসলে ভেবে দেখিনি, চেষ্টা করলে গানে রূপ দেয়া যেতে পারে, কাটছাঁট করা লাগবে।
দোআ করবেন ভাই।

অনেক আনন্দিত হলাম মন্তব্য পেয়ে।
শুভকামনা জানবেন সবসময়।

১৬| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

সনেট কবি বলেছেন:



কবি নয়নের প্রেম পাখি

হারায়ে প্রেমর পাখি নয়নের জল
ঝরেপড়ে অবিরত। স্মৃতির চুড়ায়
উড়ে শোকের পতাকা। কিছুতেই তার
যায়নাতো ভুলে থাকা অন্তহীন স্মৃতি।
পাখি যে দিয়েছে ফাঁকি চলে গেছে দূরে,
প্রেমের বাঁধন ছিড়ে হেয়ালী মনেতে।
সাথী তার সাথী হারা নির্ঘুম রাতের
আাঁধারে হাতড়ে ফিরে সুখের অতীত।

একত্রে ভাসানো তরী একলা এখন
কবি বায় এলো মেলো ঠিকানা বিহীন
কোথাও গন্তব্য নেই অকূল পাথার।
অথচ একদা ছিল প্রেম নায়ে ভাষা
ভালবাসা অফুরান ছিল দু’টি মনে
এখন শূণ্যতা সেথা যন্ত্রণা বিলায়।

১২ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় কবির কাছে ঋণের বোজা বাড়ছেই দিনদিন। জানিনা আপনার এমন আন্তরিকতা ধরে রাখার যোগ্য হব কিনা। তবে মনের ঘরেই থাকবে আপনার বসবাস।

সনেটটি সুন্দর লিখেছেন, কৃতজ্ঞতা। অনেক আনন্দিত ও উৎসাহিত হয়েছি।

শ্রদ্ধা ভালোবাসা জানবেন সবসময়।

১৭| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৭

সিনবাদ জাহাজি বলেছেন: বরাবরের মতোই ভালোলাগা
:)

১২ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম জাহাজি ভাই। প্রেরণা হয়ে থাকবেন।

শুভকামনা জানবেন সবসময়।

১৮| ১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: সুন্দর কবিতা। ভিতরে বাহিরে ছন্দের দারুন মিল আছে।

১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম মিন্টু ভাই। প্রেরণা হয়ে থাকবেন।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।

শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য।

১৯| ১৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩১

নীলপরি বলেছেন: আপনার ২নং প্রতিউত্তর দেখে বলছি । আপনি সুস্থ আছেন তো ? সামুতে অনিয়মিত মনে হচ্ছে আপনাকে । সেকারনে জানতে চাইলাম ।

শুভকামনা ।

১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানবেন আপু। মনে রেখেছেন দেখে অনেক আনন্দিত

না আপু অসুস্থ না, সুস্থ আছি আপনাদের দোআয়। আসলে বেশকিছু দিন যাবত আমার ওয়েব সাইট নিয়ে পড়ে আছি, কাজ তো কিছুই পারিনা! তাই কিছু বুঝার চেষ্টা করছি। কিছু লিখতেও পারতেছিনা বেশকিছু দিন ধরে। সাইটটি এখন মোটামুটি একরকম হয়েছে। আবার নিয়মিত হবো সামুতে আপু। দোআ করবেন আপু, সামুই তো আমার সব।

শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য সবসময়।

২০| ১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

শাহরিয়ার কবীর বলেছেন: নয়ন ভাই আপনার কি খবর ?



কেমন আছেন ? কয়দিন ব্লগে দেখছি না ।।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো আছি ভাই আপনাদের দোআয় আল্লাহ্'র রহমতে। মুগ্ধতা জানবেন আন্তরিকতায়

বেশকিছু দিন ব্লগে ডুকিনা! ব্যস্ততার সঙ্গে সামান্য অনাগ্রহ মিশেছিল, অনিচ্ছা দূর হলেও ব্যস্ততা কমছে না!
দোআ করবেন ভাই।

২১| ১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা শ্রদ্ধা রাখছি প্রশংসায়। দোআ করবেন প্রিয় কবি ।

২২| ২০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২২

নীলপরি বলেছেন: সময় পেলে আমার প্রতিউত্তরটা দেখে আসার অনুরোধ রাখলাম ।

আপনার শুভকামনা সযত্নে নিলাম এবং আপনার জন্যে প্রার্থনা ও শুভকামনা রইলো ।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক দেরি করে ফেলেছি আপু ক্ষমা করবেন

আপনার প্রতিউত্তর পড়ে মন্তব্য রেখে এসেছি আপু। অবশ্যই গান হবে আপনার কবিতাটি।
অামি গেয়ে শুনাবো আশা রাখছি।
দোআ করবেন আপু।

শুভকামনা জানবেন সবসময়

২৩| ২০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

আরিয়ান রিয়ান বলেছেন: ভালো লাগলো নয়ন ভাই।
+++

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক প্রেরণা রেখে গেছেন ভাই। অনুপ্রাণিত হবো সামনের দিনে

শুভকামনা জানবেন ভাই।

২৪| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১:২৮

চাঁদগাজী বলেছেন:


বেশ কিছুদিন ব্লগে ছিলেন না, সব কিছু ভালো তো?

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:

হ্যা, আপনাদের দোআ ও আল্লাহ্'র রহমতে ভালো আছি। একটু ব্যস্ততা ছিল, ব্লগে ডুকে সময় দিতে না পারায় আর ডুকাই হয় নি ।


অনেক অনেক কৃতজ্ঞতা রাখছি আপনার খবর নেয়ায়।
শ্রদ্ধা, ভালোবাসা আপনার জন্য সবসময়।

২৫| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ২:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অনেকদিন পর, কেমন আছেন আপনি?

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক দেরি করে ফেললাম শ্রদ্ধেয় প্রিয় ভাইয়ের প্রতিউত্তর দিতে, ক্ষমা করবেন কষ্ট পেয়ে থাকলে

হ্যা ভাই, বেশকিছু দিন ব্লগে একদম অনিয়মিত বা একদম বাহিরে ছিলাম। আসলে গুগলি আর নিজের সাইট নিয়ে একটু সময় দিতেই হয়েছে। নিজে তো কোন কাজ পারিই না, তারউপর এডিট করতে গিয়ে পুরো সাইট ইরর করে ফেলেছিলাম। পরে ডেভেলপার সাইফুল ভাইয়ের সাহায্যে ফিরে পেয়েছি। তারপর একটু ব্যস্ততাও ছিল।

আপনাকে মন্তব্যের ঘরে পেয়ে অনেক অনেক আনন্দিত হলাম, কৃতজ্ঞতা জানবেন।
শ্রদ্ধা ভালোবাসা জানবেন সবসময়।

২৬| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বেড়াছেড়া লাগিয়েছিলেন নাকি (হাহাহাহাহা) আগে আমিও এমন করতাম। মাথা আউলা হয়ে যেত।

২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পুরো বেড়াছেড়া লাগছিল ভাই, খুব টেনশন হচ্ছিল সাইট ইরর দেখে। পরে ঠিক হয়েছিল

কোনকিছু না জেনে কোন সেটিংয়ে যাওয়া ঠিক হয়নি আমার। অনেকটা শিখছি ধীরেধীরে, দোআ করবেন ভাই।

অাপনার জন্য মঙ্গল কামনায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.