নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

হৃদয় গভীরে ভাবনার ধুম্র

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫২



গভীর বর্ষা রাত, ছন্দময় বর্ষণ-জলে নৃত্য,
ভেজা বাতাসের স্রোত, প্রিয়া বক্ষ, উষ্ণ অধীর।
অনুভবে-ই জাগে শিহরণ, নাচে হিয়া চিত্ত,
ভুলে যাই ব্যবধান-বাড়ে প্রেম, তৃষ্ণার্ত অস্থির!

শূন্যতা চারিদিক সুনসান, নিঝুম রাত্রির
গায়ে লেগে থাকা কলঙ্কের কালি। প্রিয়জন
অবহেলিত হৃদয়ে মেঘ গর্জন বিজুলির,
নয়নে কষ্ট-স্রোত আঁধারের বুকচেরা বরিষণ।

এভাবেই যাচ্ছে কেটে দিনরাত! কত সময়
করছি পার বোবা প্রশ্নের জাল বুনে, নীরবতা
ঘেরা রাতের আকাশে ভেসে ভেসে! নির্দয়
স্মৃতিগুলো বারবার দিয়ে যায় অসহ্য যন্ত্রণা।

বৃষ্টির রিনিঝিনি শব্দ'রা বাঁধছে সুর, হায়!
কত ভালো লাগার মুহূর্তগুলো যাচ্ছে এভাবে!
আজ আর কোন গান গাইতে মন না চায়,
হৃদয় গহীনে ভাবনার ধুম্র, তা বুঝবে কিভাবে!

হয়তো গভীর ঘুমে মগ্ন, কোন নতুন স্বপন
বেঁধেছে বাসা ও'হৃদয়ে, ভরে উঠেছে সুখশয্যা!
নয়তো বিরহে মোর নীরবে করছে ক্রন্দন
খুলে দক্ষিণা জানালা, চোখে বৃষ্টিস্নাত প্রতীক্ষা।



মন্তব্য ৩৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: জীবনে কিছু স্মৃতি মাঝে মাঝে অসহ্য যন্ত্রনায় দিয়ে যায়।
তবু সেই সব স্মৃতি বুকে নিয়ে জীবন চলতে খারাপ লাগে না।
কিছু কষ্টও মাঝে মাঝে সুখ সুখ অনুভব দিয়ে যায় হয়তো।
কবিতায় +++

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসম্ভব সুন্দর অনুভাবী কথা রেখে গেছেন ভাই, ভাবনার দারুণ মিল। ধন্য লেখা, কৃতজ্ঞতা রইল
দোআ করবেন ভাই।

শুভকামনা জানবরন সবসময়।

২| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:০২

বিজন রয় বলেছেন: নির্জনে কিংবা বিজনে বসে কবিতাটি পড়তে আমার ভাল লাগবে।

বিরহ করে অভিমান ঝরে পড়ছে কবিতায়।
শূন্যতার অাবরণ চারিদিক।

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দের অনুভূতি আমার মতো নতুনের জন্য। প্রিয় কবি, প্রিয় দাদার অনুভবে অনেক উৎসাহিত হলাম
দোআ করবেন ভাই।

আপনার দু লাইন কাব্যে মুগ্ধতা, হৃদয় ছোঁয়ে গেল।

শুভকামনা জানবেন সবসময়।

৩| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল কবিতাটি।

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় সুজন ভাইয়ের উপস্থিতি অনেক অনুপ্রেরণার, প্রেরণা হয়ে থাকবেন ভাই।
মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনা সবসময়।

৪| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১৬

ডঃ এম এ আলী বলেছেন: খুবই সুন্দর হয়েছে কবিতা।
কবিতায় মুগ্ধ শুধু বিরহে কাতর ।
হয়তো গভীর ঘুমে মগ্ন, কোন নতুন স্বপন
বেঁধেছে বাসা ও'হৃদয়ে, ভরে উঠেছে সুখশয্যা!
নয়তো বিরহে মোর- নীরবে করছে ক্রন্দন
খুলে দক্ষিণা জানালা, চোখে বৃষ্টিস্নাত প্রতীক্ষা।


অগ্রীম ঈদ শুভেচ্ছা রইল ।

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহ আর প্রেরণার শ্রদ্ধেয় প্রিয় ভাইয়ের উপস্থিতি। কবিতায় মুগ্ধতা জেনে সার্থক, ধন্য লেখা।
প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা।

হ্যা ভাই, কিছুকিছু সময় বিরহানল দাবানল হয়ে জ্বলে উঠে, মন আকাশে জেগে উঠে হাজারো প্রশ্ন। স্তব্ধ করে দিয়ে যায় কোনকোন মধুর লগ্ন।

ঈদ মোবারক,
ঈদের অগ্রিম শুভেচ্ছা আপনাকেও।
শুভকামনা সবসময়।

৫| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: 'বিজুলির' বানানটি মনে হচ্ছে ভুল। বিরহে হৃদয়ের কথা ফুটে উঠেছে।

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সেটা ভেবেছিলা মাইদুল ভাই, কিন্তু, সঠিকটা নির্বাচন করতে পারিনি! সেটা কি 'বিজলির' কিনা একটা ভাবনা কাজ করেছিল।

অনেক ভালো লাগলো আপনার অনুভব, অনেক অনুপ্রেরণা ও উৎসাহ পেলাম। কৃতজ্ঞতা জানবেন ভাই।

অগ্রিম ঈদ শুভেচ্ছা
শুভকামনা আপনার জন্য

৬| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
এভাবেই যাচ্ছে কেটে দিনরাত! কত সময়
করছি পার বোবা প্রশ্নের জাল বুনে, নীরবতা
ঘেরা রাতের আকাশে ভেসে ভেসে! নির্দয়
স্মৃতিগুলো বারবার দিয়ে যায় অসহ্য যন্ত্রণা।



সুন্দর।

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় কবি ভাইয়ের প্রশংসা পেয়ে অনেক অনেক আনন্দিত ও উৎসাহি। প্রেরণা হয়ে থাকবেন ভাই
প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকুক প্রত্যাশা ।

অগ্রিম ঈদ মোবারক
শুভকামনা সবসময়

৭| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৬

ধ্রুবক আলো বলেছেন: এভাবেই যাচ্ছে কেটে দিনরাত! কত সময়
করছি পার বোবা প্রশ্নের জাল বুনে, নীরবতা
ঘেরা রাতের আকাশে ভেসে ভেসে! নির্দয়
স্মৃতিগুলো বারবার দিয়ে যায় অসহ্য যন্ত্রণা।


বেশ সুন্দর লাগলো +++

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন
দোআ করবেন ভাই ।

অগ্রিম ঈদ শুভেচ্ছা ।
শুভকামনা সবসময়

৮| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বর্ষায় আমাদের মন ভালো থাকুক।

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোই থাকে ভাই, মাঝেমধ্যে অতি আনন্দে নিরানন্দ হয়ে যাই।

অনেক ভালো লাগা জানবেন, কৃতজ্ঞতা উপস্থিতিতে।

ঈদ মোবারক

শুভকামনা জানবেন

৯| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন:
বৃষ্টির রিনিঝিনি শব্দ'রা বাঁধছে সুর, হায়!
কত ভালো লাগার মুহূর্তগুলো যাচ্ছে এভাবে!
আজ আর কোন গান গাইতে মন না-চায়,
হৃদয় গহীনে ভাবনার ধূম্র-তা বুঝবে কিভাবে!



কবিতা খুব সুন্দর হয়েছে +++


(আপনি গানের কথা ভাল লিখতে পাড়েন ! কবিতা সাথে সাথে গানও বেশি করে লিখবেন !)

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা আর ভরসার মন্তব্য রেখেগেছেন প্রিয় কবি, অনেক সাহসী হলাম নিশ্চিত। গানের মধ্যে যেটুকু জড়তা কাজ করতো তা কেটে গেল। কৃতজ্ঞতা জানবেন ভাই।
দোআ করবেন এই ছোট ভাইটারে।


কবিতার প্রশংসা আমাকে অনুপ্রাণিত করবে ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

১০| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:





ধ্রুপদী কাব্যকথা..... চমৎকার....

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত ও আনন্দিত প্রিয় কবির কাছে প্রশংসিত হয়ে।
ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা।

শুভকামনা জানবেন সবসময়।
ঈদের অগ্রিম শুভেচ্ছা।

১১| ২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২০

চাঁদগাজী বলেছেন:


আপনি নিশ্চয়ই ব্লগের "বিরহী কবি"।

আপনি ডেস(-) দিয়ে কিছু যুক্ত শব্দের সৃস্টি করছেন, যেগুলো আসলে যুক্ত হওয়ার মতো নয়; যেমন:
"মোর- নীরবে" (শেষ লাইনের উপরের লাইনে), বা ৮ নং লাইনে "কষ্ট'স্রোত-আঁধারের"

২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: -- চিহ্ন টি আমি অনেকটা না বুঝেই দেই। আমি যা মনে করে দিয়েছি তা হল -ডেস চিহ্নর পরবর্তী '। ' আগ পর্যন্ত সেই - চিহ্নিত লাইনের অন্তর্গত। যেমন নয়তো বিরহে মোর নীরবে করছে ক্রন্দন
খুলে দক্ষিণা জানালা চোখে বৃষ্টিস্নাত প্রতীক্ষা। সম্পূর্ণ এক লাইন বা 'নয়তো বিরহে মোর' এর পরবর্তী সবগুলো শব্দ বিরহে কি কি করছে সেটা বোঝাতে চেয়েছি

বুঝতে পারছি সেগুলো ভুল হচ্ছে। আগেও একবার বলেছিলেন, তখন বুঝতে পারিনি, আজ মোটামুটি বুঝেছি। ঠিক করে নিচ্ছি। পরবর্তীতে সতর্ক থাকবো এই বিষয়ে। বোঝানোর জন্য কৃতজ্ঞতা।


'বিরহী কবি' ! হা হা হা
বিরহী কথাটার সাথে একমত, তবে কবি কথাটির সাথে একমত হতে অনেক বিস্তৃত পথ অতিক্রম করতে হবে আমার। ব্লগে সবার দেখাদেখি লেখার চেষ্টা থেকে যেটুকু শিখেছি। আরো শেখার আগ্রহেই ব্লগে পড়ে থাকি। দোআ করবেন।

শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য সবসময়।
ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল।

১২| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৫

প্রামানিক বলেছেন: হয়তো গভীর ঘুমে মগ্ন, কোন নতুন স্বপন
বেঁধেছে বাসা ও'হৃদয়ে, ভরে উঠেছে সুখশয্যা!
নয়তো বিরহে মোর নীরবে করছে ক্রন্দন
খুলে দক্ষিণা জানালা, চোখে বৃষ্টিস্নাত প্রতীক্ষা।


দারুণ! খুব ভালো লাগল। ধন্যবাদ

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম শ্রদ্ধেয় প্রিয় কবির কাছে প্রশংসিত হয়ে। অনেক অনুপ্রাণিত হবো
ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক প্রত্যাশা।


শুভকামনা জানবেন প্রিয় কবি।
ঈদের অগ্রিম শুভেচ্ছা।

১৩| ৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪১

নীলপরি বলেছেন: এভাবেই যাচ্ছে কেটে দিনরাত! কত সময়
করছি পার বোবা প্রশ্নের জাল বুনে, নীরবতা
ঘেরা রাতের আকাশে ভেসে ভেসে! নির্দয়
স্মৃতিগুলো বারবার দিয়ে যায় অসহ্য যন্ত্রণা।


শব্দ , ছন্দ , বক্তব্য - সব মিলিয়ে পরিপূর্ণ আবেগী কবিতা । আমার কাছে । খুব ভালো লাগলো ।

+++++++++++++++++++

শুভকামনা ।

৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত, অনেক উৎসাহিত করে গেছেন আপু। আপনার উচ্ছ্বসিত উৎসাহটুকু আমাকে অনুপ্রাণিত করবে সামনের দিনে। প্লাসগুলো প্রেরণা হয়ে থাকবে আপু

শুভকামনা আপনার জন্যও সবসময়।

১৪| ৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির উপস্থিতি ও প্রশংসা আমাকে অনুপ্রাণিত করবে সামনের দিনে। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।

শুভকামনা জানবেন,
ঈদের অগ্রিম শুভেচ্ছা

১৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৫০

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঈদ মোবারক
ঈদের শুভেচ্ছা জানবেন দাদা

শুভকামনা সবসময়।

১৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৭

নীলপরি বলেছেন: ঈদ মোবারক। অনেক শুভেচ্ছা রইলো ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত হলাম প্রিয় আপুর কাছ থেকে ঈদ শুভেচ্ছা পেয়ে।

ঈদ আনন্দ লেগে থাকুক সারাবছর, শুভ প্রত্যাশা
ঈদ মোবারক।

১৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৪

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ছন্দের ঐশ্বর্যে কস্টগুলো সাজানো। আসলে আমার কষ্টগুলো সব সহজভাবে অনুমেয় কিন্তু আপনার কাব্যিক প্রয়াসে ব্যথাগুলো ভিন্নভাবে উপস্থাপিত হলো। বেশ ভালো লেগেছে আপনার কবিতা। ঈদ-উল-আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রথমেই অনেক অনেক কৃতজ্ঞতা রাখছি ভাই আপনার নিপুণ অনুভাবিত প্রেরণাদায়ক মন্তব্যে। অনেক আনন্দিত হলাম ভাই, অনুপ্রাণিত হবো সামনের দিনে। ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক প্রত্যাশা।

ঈদ আনন্দ লেগে থাকুক সারাবছর, শুভ হোক আপনার আগামী দিনগুলি।
ঈদ মোবারক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.