নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

হইল না আমার কবিতা লিখা

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪১



অনেক দিনের সখ! একটা কবিতা লিখবো-
প্রস্তুতি আর মনে ছিল দৃঢ় প্রতিজ্ঞা করবোই পূরণ।
সে কবিতায় লিখা থাকবে- মনের অপূর্ণতা
কিংবা হারিয়ে যাওয়া সুখস্মৃতি, ব্যর্থতার ধরণ-
নিঃস্বতা, শূন্যতা, সুখের সেই ভালোবাসা,
প্রিয়া হারা জীবন, স্বপ্ন হারানো ঘর,
নির্মম বাস্তবতা আর দুঃসহ সকল যন্ত্রণা।

ভাবছি! কলঙ্কিত কিছু লজ্জা লুকাবো,
বলা যাবেনা সব, যা দেখে স্রষ্টা নিজেই নীরব!

সভ্যতার স্বর্ণযুগে এসে কি করে লিখবো মৃত মানবতা!
মানুষ মানুষে নেই, জাতিভেদ ধর্ম বর্ণ আর সীমাবদ্ধতা
রুদ্ধ করেছে মানবিকতার দ্বার, শোষকের জয়-উৎসব!
এখনো কাঁদছে ক্ষুধাতুর, গৃহহারা দুর্বল, কৌশলী চতুর
পুড়ে ঘরবাড়ী তুলে ধর্মের ধোঁয়া!
না, নাহ! যাবেনা তা বলা, ব্যবিচারে পুরোহিত মোল্লা!
ধর্ষকের উম্মাদনা চারিদিক, কত মায়ের চোখের জল
নীরবে ঝরে নিত্য। অসহায় নারী কলঙ্কের ভয়ে নিঃস্ব
সিক্ত চোখে ফরিয়াদি, পক্ষে নাই ন্যায্যতা-বিচারফল!
সত্যের বুকে লাথি দিয়ে মিথ্যার জয়ে মাতে বিত্তশালী,
স্বার্থে প্রবাহিত বিচারক! অন্ধ আইন চায় সাক্ষী সাক্ষর,
কে দাঁড়ায় বিপক্ষের কাঠগড়ায় জানটা যদি নেয় খুনি!

এভাবেই বেড়ে চলেছে সমাজের কীট অত্যাচারী দুর্বৃত্ত,
হারিয়ে সামাজিক মূল্যবোধ বাড়ছে দায়িত্বহীন ব্যক্তিত্ব!
সরবে পূঁজিবাদী শোষিত দুর্বল, বিছিয়েছে সমাজপতি
সমাজের রন্ধ্রে রন্ধ্রে তার প্রতাপ, লাগিয়ে রেখেছে দ্বন্দ্ব।

যুগে যুগে এল কত স্বাধীনতা-মিলেনি শোষিতের মুক্তি!
তাইতো কাদাজলে ভেসে উঠে আজো মৃত শিশুর দেহ,
কাটা-তারে ঝুলে স্বপ্ন আর জলে ভাসে বালিকার লাশ!
দরিদ্র মায়ের সামনেই ধর্ষিত হয় আদরের ছোট্ট খুকি,
কাঁপায় আরশ খোদার- অসহায় কিশোরীর সে আর্তনাদ,
পৌঁছে না শুধু মানুষের কানে! কত নির্মম এই বাস্তবতা!
দাসত্ব সবলের, দুর্বলের নাই কেহ! কলঙ্ক, এবড় লজ্জা।

কি করে লিখবো! যতবার সাজিয়েছি মনের কথাগুলো,
নিষ্ঠুর বাস্তবতা আর ভালোবাসাহীন পৃথিবী-এলোমেলো
করে যায় আমার ভেতর- বাহির জাগতিক সকল চিন্তা,
দূরে কোথাও হারিয়ে যায় কবিতার শব্দ, আ-র ফিরেনা!

স্বার্থে যখন জিম্মি মানুষ-অর্থের কাছে অসহায় ভালোবাসা,
দরিদ্রতা যখন অভিশাপ, কিভাবে দেই আমি প্রিয়ার দোষ!
সুখইতো নিয়েছে বেছে, পাগলেও তো খোঁজে নিজের বোঝ।
কলমটা হাতেই থাকে প্রতিদিন-টেবিলের উপর খোলা খাতা,
চক্ষু নদীতে জলোচ্ছ্বাস-হৃদয় ক্ষতের রক্ত ঝরে ফোঁটা ফোঁটা;
হইল না আমার কবিতা লিখা-ভিজল বারবার খাতার পাতা।।


(আজ ঈদের দিন, সবাই আনন্দে ভাসছে। কোনমতেই কবিতাটি সম্ভবত আজকে ব্লগে দেয়া উচিৎ হয়নি, গতরাতে লিখা শেষ হলেও এই কারণেই দেইনি পোষ্ট। কিন্তু, এখন আর কোন ভাবনা আমাকে আটকাতে পারলো না, দিয়েই দিলাম পোষ্ট। আসলে, লেখা শেষ হলে ব্লগে না জানালে কেমন যেন অস্বস্তি লাগে আমার। ঈদ আনন্দ লেগে থাকুক সারাবছর সবার অন্তরে, শুভ হোক প্রত্যাশা.....

মন্তব্য ৩২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৪

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঈদ মোবারক
শুভেচ্ছা পেয়ে অনেক আনন্দিত হলাম দাদা।

শুভকামনা জানবেন, ঈদ আনন্দ লেগে থাকুক সারাবছর প্রত্যাশা

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৬

বিজন রয় বলেছেন: মানুষ মানুষে নেই, জাতিভেদ ধর্ম বর্ণ আর সীমাবদ্ধতা
রুদ্ধ করেছে মানবিকতার দ্বার, শোষকের জয়-উৎসব!
এখনো কাঁদছে ক্ষুধাতুর, গৃহহারা দুর্বল, কৌশলী চতুর
পুড়ে ঘরবাড়ী তুলে ধর্মের ধোঁয়া!


সঠিক কথা কবিতায়।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভরসা আর সাহসী করে গেলেন দাদা। অনেক উৎসাহিত হলাম। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
আপনার মূল্যবান মন্তব্য আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিনগুলোতে।

শ্রদ্ধা ভালোবাসা জানবেন সবসময়।
শুভ হোক আপনার প্রতিক্ষণ।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:

কবিতা আপনা থেকেই ঝর্নার মত ঝরে, নদীর মতো বহে, সাগরের মতো শান্ত প্রশান্ত, আকাশের মত অসীমথয়।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি ধন্য আমি পূর্ণ হয়ে গেল মোর লেখাটির সার্থকতা হে শ্রদ্ধেয় প্রিয়। আপনার এ মন্তব্য আমাকে করবে অনুপ্রাণিত আগামী দিনগুলিতে থাকবে হয়ে স্মরণীয়।

ঈদ মোবারক, ঈদ আনন্দ লেগে থাকুক সারাবছর
শুভ হোক আপনার প্রতিক্ষণ।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৪

ডঃ এম এ আলী বলেছেন: ঈদ মোবারক ।
কবিতায় মুগ্ধ ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঈদ মোবারক হে শ্রদ্ধেয় প্রিয়। ঈদ আনন্দ লেগে থাকুক অন্তরে সারাবছর।

আপনার উপস্থিতি ও মুগ্ধতা আমাকে অনেক প্রেরণা দিয়ে গেল, অনুপ্রাণিত হবো সামনের দিনে।
শুভকামনা জানবেন সবসময়।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩১

শাহরিয়ার কবীর বলেছেন: ঈদ মোবারক!!

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঈদ মোবারক, ঈদ মোবারক
ঈদ আনন্দ লেগে থাকুক সারাবছর, আগামী প্রতিক্ষণ।

শুভ হোক আপনার প্রত্যাশা স্রষ্টায়

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩১

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লাগলো +++

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা করি ভাই।
প্লাসগুলো অনেক উৎসাহিত করে গেল প্রিয় কবি।


শুভকামনা জানবেন, ভাোবাসা সবসময়

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০২

ধ্রুবক আলো বলেছেন: প্রথমে ঈদ মোবারক ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঈদ মোবারক প্রিয় ভাই
ঈদ আনন্দ লেগে থাকুক অন্তরে সারাবছর।

অনেক ভালো লাগলো ও আনন্দিত হলাম আপনার উপস্থিতি ও শুভেচ্ছা পেয়ে।
শুভকামনা জানবেন সবসময়।

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১১

জাহিদ অনিক বলেছেন: না, নাহ! যাবেনা তা বলা, ব্যবিচারে পুরোহিত মোল্লা!


সভ্যতার স্বর্ণযুগে এসে কি করে লিখবো মৃত মানবতা!


এরকম আরও কয়েকটা লাইন বেশ বেশ ভাল লেগেছে।

কবিতাটা আমি গতকালই ফেসবুকে পড়েছিলাম ;)




বেশ ভাল লাগল কবিতাটা ।




ইদ মোবারাক কবি।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঈদ মোবারক হে প্রিয় কবি। ঈদ আনন্দ লেগে থাকুক সারাবছর। শুভ প্রত্যাশা সবসময়।

প্রিয় কবির কাছে কবিতার প্রশংসা সত্যিই অনেক আনন্দের হয়ে এল আমার কাছে। অনেক উৎসাহ পেলাম ভাই।
দোআ করবেন। ভালোবাসা জানবেন সবসময়।

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫১

ধ্রুবক আলো বলেছেন: কলমটা হাতেই থাকে প্রতিদিন-টেবিলের উপর খোলা খাতা,
চক্ষু নদীতে জলোচ্ছ্বাস-হৃদয় ক্ষতের রক্ত ঝরে ফোঁটা ফোঁটা;
হইল না আমার কবিতা লিখা-ভিজল বারবার খাতার পাতা।।

কবিতা লিখে আর হইলো না!!!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই, আসলেই কবিতারা সবসময় হয় না, আমি আমার উপলব্ধি থেকেই বলেছি এটা। অবশ্য কবিদের হিসেব কিতাব ভিন্নতর হতেই পারে। তবে আমি বুঝেছি যখন কবিতার শব্দরা হারিয়ে যায় তখন রাত পার হয়ে যায় কিন্তু কবিতা পার হয়না কিছুতেই। আবার যখন কবিতা হতে থাকে তখন মনে হয় দ্রুতই মিলে যাচ্ছে। দোআ করবেন ভাই।

ভালোবাসা জানবেন সবসময়

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩৯

ওমেরা বলেছেন: ঈদ- মোবারক

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঈদ মোবারক। ঈদ আনন্দ লেগে থাকুক সারাবছর শুভ প্রত্যাশ

অনেক অনেক মুগ্ধতা আপু, শুভেচ্ছা পেয়ে অনেক আনন্দিত হলাম।

১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১২

নীলপরি বলেছেন: চক্ষু নদীতে জলোচ্ছ্বাস-হৃদয় ক্ষতের রক্ত ঝরে ফোঁটা ফোঁটা;
হইল না আমার কবিতা লিখা-ভিজল বারবার খাতার পাতা।।
--

অসাধারণ লাগলো লাইন দুটো । মনে হোলো নিজেরই মনের কথা পড়ছি ।

পুরো কবিতাটাই খুব ভালো লেগেছে । ++++++++++++

শুভকামনা রইলো ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহ পেলাম আপু, আনন্দিত করে গেলেন মনোমুগ্ধকর মন্তব্যে। প্রেরণা হয়ে থাকবেন।
অনেকগুলো প্লাস আমাকে অনুপ্রাণিত করবে আপু। অনেক ভরসাদান করেছেন। কৃতজ্ঞতা জানবেন।

শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য সবসময়।

১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঈদ মোবারক ভাইয়া

সুন্দর হয়েছে

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি আপুর প্রশংসা পেয়ে ধন্য হলো আমার লেখা, অনেক আনন্দবোধ করছি। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক আপু

ঈদ মোবারক
ঈদ আনন্দ লেগে থাকুক সারাবছর অন্তরে, শুভ হোক আগামী প্রতিক্ষণ।

১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: দুঃসময়।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মনে হচ্ছে একদম ঠিক বলেছেন ভাই। অনুভবে কৃতজ্ঞতা।

ঈদ মোবারক ভাই।
ঈদ আনন্দ লেগে থাকুক সারাবছর
শুভকামনা জানবেন সবসময়

১৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:৫৫

সামিউল ইসলাম বাবু বলেছেন:
ঈদের শুভেচ্ছা জানবেন।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঈদ মোবারক।
ঈদ আনন্দ লেগে থাকুক অন্তরে সারাবছর

শুভকামনা জানবেন প্রিয় বাবু ভাই

১৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৩৯

মৌমুমু বলেছেন: সুন্দর লিখেছেন ভাইয়া।+++
কবিতায় ভালোলাগা রইল।
ভালো থাকবেন।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে অনেক আনন্দিত হলাম, অনেক উৎসাহিত করে গেলেন প্রিয় কবি আপু।
প্রেরণা হয়ে থাকবেন।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়

১৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৩

উম্মে সায়মা বলেছেন: ভালো লাগল কবিতা নয়ন ভাই...

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহ পেলাম আপু ভালো লাগা জেনে। প্রেরণা হয়ে থাকবেন।

শুভকামনা প্রিয় আপুর জন্য, শুভ হোক আগামী প্রতিক্ষণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.