নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

বলি শুনরে আমার মন (গান)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০১



বলি শুনরে আমার মন
চিন্তা ভাবনা না করিয়া
কেমনে দিলি মন।।
আপন করে ভাবলি যারে
হইল কই আপন
ওরে আমার পাগল মন।

কত আশা ভালোবাসা
সাজাইলাম এই বুকে,
কোনদিনও ভাবিনি হায়
মরবো ধুকে ধুকে।।
দিবানিশি পুড়ছি আমি
পিরিতের আগুনে গো

সুখের স্বপ্ন দুচোখ ভরে
দেখে ছিলাম  কত
হৃদয় জুড়ে যার বিচরণ
সেইতো দিল ক্ষত।।
মনের ফ্রেমে আঁকা ছবি
ভাঙল দারুণ ঝড়ে গো


গান : বলি শুনরে আমার মন
লেখক : নাঈম জাহাঙ্গীর নয়ন

(গানটির প্রথম অন্তরার দু লাইন থেকেই গানটির সৃষ্টি। বারবার মন থেকে বেরিয়ে আসছিল কথাগুলি সুরে সুরে। সেটুকু থেকে পূর্ণতা হয়তো কোনরকম লেখায় করতে পেরেছি কিন্তু সুরে দুটি গানের সুরের সাথে মিলে গেছে। সুরকার কাউকে উল্লেখ করিনি। যে গান দুটির সাথে কিছু অংশ মিলেছে সে গান দুটির প্রতি কৃতজ্ঞতা রাখছি। আমার লেখাটা গানের মতো গাইতে পারছি সেজন্য আনন্দবোধ করছি।)

এই মনটাকে অনেকবার অনেকভাবে দোষী আমি। বড্ড অবাধ্য আমার মন, সহজেই কাউকে বিশ্বাস করা এর বৈশিষ্ট্য। আমি পুড়ে মরি সেদিকে মনটার কোন ভ্রুক্ষেপ নেই সে আছে কেবল তার মতো করে পথ চলার তাগিদে। আজও মনটাকেই দোষ দিলাম দুপুরে, প্রিয়ার ছবিটা দেখেই এমনটা ভাবনার জাগ্রত। লিখে ফেললাম আর শেয়ার করে দিলাম। ভাল আর মন্দ, আমার কথাতো আমি শেয়ার করবোই।

মন্তব্য ৪৭ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

চাঁদগাজী বলেছেন:


ফুল সুন্দর, সব ফুলে ফল হয় না।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: চিরন্তন সত্য কথা শ্রদ্ধেয় । মনটা ভীষণ বোকা, সে কিছুতেই তা বুঝতে চায় না!

কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা আর ভালোবাসা মন্তব্যে।
দোআ করবেন।
শুভকামনা জানবেন সবসময়

( পারলে রোহিঙ্গা আর বাংলাদেশের আসু সমস্যা তুলে ধরুন জাতির কাছে)

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২০

ভ্রমরের ডানা বলেছেন:


গান টি বেশ ভাল লেগেছে। কাচা মাটি মাখা লেখা....

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির উপস্থিতি আর আন্তরিক উৎসাহ প্রেরণা হয়ে অনুপ্রাণিত করবে আমাকে আগামীর পথে। কৃতজ্ঞতা আর ভালোবাসা যাই মনে করেন, আমি অত্যন্ত আনন্দিত আপনার মন্তব্যে।

শুভকামনা জানবেন সবসময়।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

ওমেরা বলেছেন: অবুঝ মন !

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঠিক বলেছেন আপু, মনটা বড়ই অবুঝ, কোন বুঝ মানতেই চায় না।

ভালো লাগলো প্রিয় আপুর উপস্থিতি, কৃতজ্ঞতা ।

শুভকামনা জানবেন সবসময়

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: 8-|
ভাবটা খুব ভাল লেগেছে।
কোন ছন্দে লিখেছেন আর পর্ব বিভাজন করতে পারলাম না।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি ভাই বরাবরই বলি আমি কোন গীতিকার সুরকার বা কণ্ঠশিল্পী নই, তবুও নিজের লেখা গানগুলো নিজের সুরে গেয়ে শুনাই সবসময়। এটিও শুনাবো। তবে বলতে পারবো না কোন সে ছন্দ সুরের কি নাম। আমি সম্পূর্ণই সামুর আবিষ্কার ধরতে পারেন, যার কোন উস্তাদ নাই, সামুই আমার উস্তাদ দরতে পারেন। আপনার জানার আগ্রহটার উত্তর দিতে পারলামনা বলে ক্ষমা চেয়ে নিচ্ছি।

গানের ভাবটা ভালো লেগেছে জেনে অনেক আনন্দিত হলাম ফয়েজ ভাই। কৃতজ্ঞতা তো অবশ্যই রাখি আপনার মন্তব্যে আসায়।

শুভকামনা জানবেন সবসময়।
গানের সুরটির নাম বলতে না পারলেও গেয়ে শুনাতে পারবো নিশ্চয়, দোআ করবেন।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

অর্ক বলেছেন: বেশ ভালো লাগলো গান। খুব সহজেই সুর করে দিব্যি গাওয়া যাবে। শুভেচ্ছা অশেষ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো প্রিয় কবির উপস্থিতি ও আন্তরিক উৎসাহ দানে। কৃতজ্ঞতা ও ভালোবাসা জানবেন প্রিয় কবি

আমি উৎসাহিত ও আনন্দবোধ করছি। দোআ করবেন।

শুভকামনা জানবেন সবসময়।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

ডঃ এম এ আলী বলেছেন: গানটা ভাল লেগেছে ।
নির্যারিত রোহিঙ্গাদের কথা চিন্তা করে খুব খারাপ লাগছে
জুম্মার নামাজের পর তাদের সাহায্যের জন্য একটি ফান্ড রেইজিং কর্মকান্ডে কিছুটা সহায়তা করলাম ।
সে সময়ে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে অনেকের অনেক রকম কথা শুনতে পেলাম ও তাদের প্রকৃত মনোভাগ কিছুটা বুঝতে পারলাম ।
মুখে মখে রোহিঙ্গাদের বিষয়ে বড় বড় কথা বললেও সাহায্যের বেলায় ঠন ঠন বরং দেখা যায় রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ বেকায়দায় পড়ার বিষয়টা প্রচারেই তারা বেশ উৎসাহ বোধ করেন । দেশী বিদেশি এই উভয়বিদ তৎপরতা হতে নির্যাতিত রোহিঙ্গা সে সাথে আমাদের নীজের দেশের পরিবেশ যেন অস্থিতিশীল না হয় তার জন্য আল্লার কাছে দোয়া করতে হবে ।

ভাল থাকার শুভ কামনা রইল

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর ও আমার মনের মতো মন্তব্য পেয়েছি আমার গান ও নির্যাতিত রোহিঙ্গা সম্পর্কে। প্রথমে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা রাখছি মন্তব্যে রেখে যাওয়া কথাগুলোতে।

হ্যা ভাই, বড্ড অস্বস্তিকর সময় পার করছি! একদিকে রোহিঙ্গা সমস্যা দিনদিন যেমন বাড়ছে, অন্যদিকে নিজ দেশের চিন্তা দিনদিন আরো ভাবাচ্ছে। আস্বস্ত কিছুটা আজকের খবরে দেখলাম, বাংলাদেশ সরকার কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান করতে এবং তাতে সম্ভবত কাজ কিছুটা হচ্ছে। আমেরিকা মিয়ানমারকে নাকি হুশিয়ারি দিয়েছে। দেখি কি হয়। তবে, মনে প্রাণে চাই রোহিঙ্গা সমস্যার একটা স্থায়ী সমাধান হোক।

আর, যারা মুখে মুখে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের বদনাম প্রচার করছে, তাদের সম্পর্কে আমি বলতে গেলে খারাপ শোনা যাবে, অনেকেই আমাকে দোষছে সে বিষয়ে। তারা (যারা রোহিঙ্গা নির্যাতন নিয়ে আছা মিছা মিশ্রণ করে প্রচার করছে) আসলে বাংলাদেশের বদনাম রটানোতেই বেশি সুখ পায়, এটা তাদের জন্মগত দোষ বলে আমি মনে করি।

অনেক ভালো লাগা জানবেন ভাই
শুভকামনা আপনার জন্য সবসময়।

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৮

শায়মা বলেছেন: গানটা গেয়ে শুনাও ভাইয়া!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুনাবো আপু, কেবল লিখে শেষ করেছি। সুরটা আয়ত্বে আনতে সময় তো একটু লাগবে আপু। দোআ করবেন। খুব দ্রুতই গানটি গেয়ে লিঙ্ক এড করবো। আপনাকে লিঙ্ক দিয়ে আমন্ত্রণ জানাবো আপু।

প্রিয় আপুর উপস্থিতি আমাকে আনন্দিত ও উৎসাহিত করে সবসময়।

শুভকামনা জানবেন

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৬

শাহরিয়ার কবীর বলেছেন: শায়মা বলেছেন: গানটা গেয়ে শুনাও ভাইয়া!


আমারও এটা কথা !! আপনার গান শোনা হয়না, অনেকদিন ধরে !!



শুভ কামনা কবি !!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় ভাইয়ের আগমনে সাহসী হলাম

আসলে গানটি দুপুরে সুরের সাথে মিলিয়েই লিখেছি, কিন্তু এখন কেমন যেন উল্টা পাল্টা মনে হচ্ছে সুরটা। ভুল হয়েছে তখন সুরটা রেকর্ড করে ধরে রাখিনি। তবে আশাহত হওয়ার কারণ নেই, গানটি আমি গাইবো অবশ্যই। শুনাবো সবাইকে। দোআ করবেন ভাই।

দ্রুতই শুনানোর ইচ্ছা ও চেষ্টায় আছি।

শুভকামনা জানবেন প্রিয় কবি

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৬

মনিরা সুলতানা বলেছেন: বেশ লিখেছেন ; কথাগুলোর সরল মায়া আছে ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় আপুর উপস্থিতি আমাকে অনেক উৎসাহিত করে গেল। আর লেখার প্রশংসায় অনেক আনন্দবোধ করছি।
ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক প্রত্যাশা ।


শুভকামনা জানবেন সবসময়।

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৭

শাহরিয়ার কবীর বলেছেন: গান শোনার অপেক্ষায় রইলাম !!



(ঈদ কেমন কাটালেন ?)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আশা রাখছি খুব তাড়াতাড়ি গানটি শুনাবো ভাই, দোআ করবেন

অনেক দিন পর ঈনের সময় বাড়ি যাওয়ার সময় হয়েছিল। বিস্তারিত বলতে গেলে অনেক বড়ই হযে যাবে। তবে শর্ট করেই বলে যাই, খুব ভালো কাটছে আমার ঈদের সময়গুলো। ভালো লাগছে বউ বচ্চা বাবা মা ভাই বোন নিয়ে ঈদ উদযাপন। তবে, প্রিয় মানুষটির কোন সংবাদ পাইনি, নেয়ার সময়ও হয়নি।

ভালো লাগলো ভাই আন্তরিক খুঁজখবর।
শুভকামনা প্রিয় কবির জন্য
ভালোবাসা সবসময়

১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৬

শুভবাদী রোদ বলেছেন: আপনার গানটি নিম্নের গানটি হতে অনুপ্রাণিত মনে হচ্ছে। প্রথমে তো ভেবেছিলাম, সেই গানটি-ই।
https://www.youtube.com/watch?v=SauoaEyg5hI

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো আপনার মন্তব্য, আর উপকার করে গেলেন গানের লিঙ্কটি দিয়ে গিয়ে। আমি আমি আপনার সাথে সহমত রাখছি তবে পুরোপুরিভাবে না। 'ওরে আমার পাগল মন' এই গানটি কবে কোথায় শুনেছিলাম তা আমার জানা নেই, গানটি বর্তমানে আমার কাছে নেইও। তবে দুপুরে আমার এই গানের প্রথম অন্তরাটা বারবার সুর হয়ে বের হচ্ছিল মনের অজান্তেই। কিন্তু অন্তরার কথাগুলো শেষে যখন আবার মূল কথা মানে সুরে ফিরে যাই তখন সেই গানটির প্রথম সুরটুকু আসছিল। একবার ভাবলাম গানটি প্রকাশ করবো না, কিন্তু সন্ধ্যা সময় মনে হল আমার তো কোন নকলের প্রবণতা ছিলনা এই গানে, নাইবা গাইলাম, লেখাগুলো অন্তত প্রকাশ করি। কিন্তু এখন সবাই গানটি শুনতে আগ্রহ প্রকাশ করছে গানটি গাইবো অবশ্য। তারপর আমার কথার সত্যতা যাচাই করবেন নিশ্চয়।

অনেক আনন্দবোধ করছি ভাই, আপনার কাছথেকে মূল গানটির লিঙ্ক পেয়ে। আমি সে গান থেকে অনুপ্রাণিত হইনি। আমার এই গানের অন্তরা পরবর্তী সুরটুকুই সেই গানের দিকে নিয়ে গেছে আমাকে। আমি গানের কথাগুলো লিখেছি আজ দুপুরে আমার হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষটির ছবি দেখেই। মূলত তার ছবি দেখেই কথাগুলো বেরিয়ে আসছিল মন থেকে। সেগুলোই লিখে রেখেছি।

অনেক অনেক কৃতজ্ঞতা রাখছি আপনার মন্তব্যে।
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন ভাই।
দোআ করবেন আমার জন্য প্রত্যাশা

১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৯

জাহিদ অনিক বলেছেন: কেবল লিখে শেষ করেছি। সুরটা আয়ত্বে আনতে সময় তো একটু লাগবে আপু। দোআ করবেন। খুব দ্রুতই গানটি গেয়ে লিঙ্ক এড করবো। -

নয়ন ভাই, আমি তাহলে আপনার সেই সুর আয়ত্তে আনার অপেক্ষায়।

লিরিকতো পছন্দই হল। গানটাও আশা করি ভাল হবে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা প্রিয় কবি, গানটি অতি দ্রুত শুনানোর আশা প্রকাশ করছি।

হা হা হা কবি, পুড়া অন্তর থেকে আর কেমন সুর বেরহবে! তবে আপনার পছন্দ হতে পারে এমনটা বলতেই পারি। দোআ করবেন।

লিরিক পছন্দ জেনে অনেক অনেক উৎসাহিত ও আনন্দবোধ করছি।
শুভকামনা জানবেন সবসময়

১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: মন কেন এত কথা বলে?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পাগল মনের কাজকারবার ভাই! কথা আর প্রশ্নের কোন অন্ত নেই! সে নিজের মতো করে প্রশ্ন করেই চলে, উত্তর খুোজতে আমার বাজে বারোটা

প্রিয় ভাইয়ের উপস্থিতি আমাকে আনন্দ আর উৎসাহিত করে গেল।
শুভকামনা জানবেন ভাই।

১৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এইটাতে কি গানের সূর হবে না?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অবশ্যই হবে ভাই, অবশ্যই শুনাবো আমি আমার মতো করে। তবে ভাই, একটু সময় নিচ্ছি, ইচ্ছার বিরুদ্ধে পোষ্টটি দিয়েই ফেলেছি। ভাবছিলাম আগে গাইবো তারপর পোষ্ট দিবো। কিন্তু লেখা শেষ হলেই তা ব্লগে দেয়ার আগ পর্যন্ত শান্তি পাইনা। দিয়েই ফেললাম।
শুনাবো ভাই । দোআ করবেন।

শুভকামনা জানবেন সবসময়।

১৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৩

সনেট কবি বলেছেন:





কবি নাঈম জাহাঙ্গীর নয়নের‘বলি শুনরে আমার মন (গান)’ পোষ্টে মন্তব্য-

একপক্ষ পক্ককেশ সময় পেরিয়ে
অন্যপক্ষ্যে ভেবে একা, অন্যপক্ষে নেই
সে ভাবনার চেতনা হৃদয় গহিণে
সে হয়ত ব্যস্ত আছে অন্য কিছু নিয়ে।
এখানে মিলন ক্রিয়া বিপরীত মুখি
বলে মন যাতনায় একপক্ষ ভোগে,
অন্যপক্ষ এ ব্যাপারে নির্বিকার থেকে
সুখেতে কাটায় তার নিজের জীবন।

বিপরীত সূত্রে পড়ে কবির হৃদয়
একাই করছে পার কঠিন সময়
এখানে অন্যের দায় কিছুমাত্র নেই।
প্রেমাস্পদে পেতে হলে হৃদয়েতে তার
নিজের দখল আগে প্রতিষ্টিত করে
তারপর তারে পেয়ে হতে হয় সুখী।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ!! একটা ভালোবাসার বিচ্ছেদ্য কারণ উদঘাটন করেছেন কবি, সত্যিই অসাধারণ সনেট উপহার দিয়ে গেছেন মন্তব্যের ঘরে। আপনার সনেটে শ্রদ্ধা আর ভালোবাসা রইল প্রিয় কবি।

আপনার রেখে যাওয়া সনেটের শেষ লাইন দুটি আমাকে আগেও ভাবিয়েছে, এখনো সেটাই ভাবি। বিশ্বাস ছিল আমার, এখন বুঝি অতিরিক্ত বিশ্বাস সারা জীবনের কান্নার কারণ হতে পারে কোনকোন সময়!

দোআ করবেন কবি, যদি সহিতে পারি শত বিষণ্ণতার কষ্ট।
শুভকামনা জানবেন সবসময়।
মুগ্ধতা আপনার সনেটে।

১৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৪

নীলপরি বলেছেন: সুখের স্বপ্ন দুচোখ ভরে
দেখে ছিলাম কত
হৃদয় জুড়ে যার বিচরণ
সেইতো দিল ক্ষত।।
মনের ফ্রেমে আঁকা ছবি
ভাঙল দারুণ ঝড়ে গো


পড়তে গিয়ে চোখ ঝাপসা হয়ে আসে । অসাধারণ আবেগ । আবেগী মানুষরা যেনো যেচে পড়ে দুঃখ নেয় । নিজেরও তো একই স্বভাব , তাই টের পাই !
কবিতায় +++++++++++
শুভকামনা রইলো ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা উৎসাহ পেলাম আপু, আপনার কাছে ভালো লাগা জেনে। আনন্দবোধ করছি।
কিছুকিছু মন দুঃখের বাসবাসের জন্য খুব উপযোগী আপু।

অনেকগুলো প্লাস, আমাকে অনুপ্রাণিত করবে সবসময়।

শুভকামনা রইল প্রিয় কবি আপুর প্রতি।

১৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
গানের হাত আপনার ভালো। গলাও ভালো। কিন্তু এ গানের সুর ও লিংক হয় নি এখনো?


আমার মন দিলাম প্রাণ দিলাম
দিলাম সর্বস্ব
বন্ধু আমার বিনিময়ে দিল কলঙ্ক

একটা গানের এই তিন লাইন লিখেছি প্রায় ৩/৪ বছর আগে। সুরও করা আছে। জাস্ট একটা মজা দেখার/করার জন্য লাইন তিনটা শেয়ার করলাম। সম্ভব হলে এটার সুর তুলুন। আমার সুরের সাথে আপনার সুরের কী তফাত হয়, সেটা দেখাই আমার মূল লক্ষ্য। আমার অবশ্য বেশ কিছু গান সুর করে ইউটিউবে সংরক্ষণ করা আছে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি ভাইয়ের উপস্থিতি আন্তরিক মন্তব্যে অনেক অনেক উৎসাহিত হলাম। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।

বলি শুনরে আমার মন গানটির লিঙ্ক এড করেছি ভাই। আমন্ত্রণ রইল।


আপনার রেখে যাওয়া গানের লাইন গুলোর কথা খুব সুন্দর, মনের মতো কথাগুলো ।
চেষ্টা করেছি কয়েকবার সুর করে গাইতে, হয়নি। তবে চেষ্টা আছে আমার, থাকবে। দোআ করবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
ভাই, আপনার গানটি করেছি, জানিনা কতটুকু আপনার মন মতো গাইতে পেরেছি। তবে চেষ্টা করেছি ভাই। সময় হলে একবার শুনে দেখার নিমন্ত্রণ রইল আমার মন দিলাম প্রাণ দিলিম দিলাম সর্বস্ব

১৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত হলাম মন্তব্য পেয়ে প্রিয় কবির প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।

শুভকামনা জানবেন সবসময়।

১৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩০

নীলপরি বলেছেন: এইমাত্র শুনলাম গানটা ।খুব ভালো হয়েছে ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম আপু গানটি শুনেছেন জেনে। ভালো লাগাটুকু আমাকে অনুপ্রাণিত করবে।

শুভকামনা জানবেন আপু

২০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩২

প্রামানিক বলেছেন: দারুণ লাগল। ধন্যবাদ

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির উপস্থিতি ও প্রশংসা আমাকে আনন্দিত ও উৎসাহিত করলো। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।

শুভকামনা জানবেন সবসময়।

২১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,




দুচোখে স্বপ্ন মেখে এগিয়ে যাক গান ...........।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভরসাদান করে গেছেন প্রিয় শ্রদ্ধেয়। দোআ করবেন।

আপনার উপস্থিতি ও গুরুত্বপূর্ণ মতামত সবসময় আমাকে অনুপ্রাণিত করে।
শুভকামনা জানবেন সবসময়।

২২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৪

উম্মে সায়মা বলেছেন: ভালো লাগল গান নয়ন ভাই। হৃদয় নিংড়ে উঠে আসা কষ্ট........

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর বলেছেন প্রিয় আপু। ভালো লাগা জেনে অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম।

মাঝেমধ্যে মনে হলে এরকমই দোষারোপ করি নিজের মনকে। সেদিনের কথাগুলোই লিখে রেখেছিলাম।
ভালো লাগা জেনে উৎসাহিত।

শুভকামনা জানবেন সবসময়।

২৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৭

জাহিদ হাসান বলেছেন: আপনার ব্লগে উপস্থিতি খুবই সজীব। ভাল লাগল।

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত করে গেলেন জাহিদ ভাই আপনার উপস্থিতির জানান দিয়ে আমার মন্তব্যের ঘরে। কৃতজ্ঞতা রাখছি ভাই গরীবের ব্লগবাড়ি ঘুরে যাওয়াতে

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.