নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

জাগবে প্রভাত সূর্য (আবৃতিসহ)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৪



ক্লান্ত পৃথিবী যখন গভীর ঘুমে নীরব-স্তব্ধ,
ঝিঁঝিঁপোকা'রা চারিদিক গেয়ে যায় গান;
মনে হয় যেন সুনসান নিঝুম রাত্রির সাথে
কতো সহস্র বছরের বন্ধুত্ব আমার-
কতনা মায়ার বাঁধনে জড়ানো এ'জীবন!
পাশাপাশি নিঃসঙ্গ রাত্রি আর আমি
নির্ঘুম কাটিয়ে দিলাম কত'রাত- কতকাল!
পথেঘাটে প্রান্তরে শূন্যময় নিকষ অঁধারের
বুক চিরে দেয়া রাতজাগা জোনাকি যখন
ধীরেধীরে ক্লান্ত-তখনো সরব ঘুমহীন নয়ন
একাকীত্বে বেদনাহত রাতের কান্নার শব্দ
শুনে ঘরের চালে- গাছের পাতায় পাতায়।
কতটা কষ্টের অঘাতে চোখে অশ্রু গড়ায়,
ব্যথা করে চিনচিন বুকের বাম দিকটায়...
ঘুম মনে হয় বাসিন্দা কোন অচিন দেশের!

অজানা কোন দূরহি কান্নার আওয়াজ
যেন বিষমাখা তীর- বেদনায় ভাঙে পাঁজর,
সে-কান্নার সুরে না জানি কত সহস্র বছর
চাঁপা কষ্টের আর্তনাদ আসে ভেসে! ভাদর
বাদল ভরে নয়ন- বুকে মহাপ্রলয়ের ঝড়
ছিন্নভিন্ন করে যায় কত যত্নে সাজানো স্বপ্ন!
নির্যাতিত দুর্বল মানুষের বুকফাটা চিৎকার
হয়তো কাঁপায় স্রষ্টার আসন-করে দেয় স্তব্ধ!
আজ মানবতা হারা পৃথিবীতে মানুষ অন্তর
পাষণ্ড লোভী একেকটা হিংস্র জানোয়ার-
খাবলে খায় মানব দেহ-চোষে নেয় সব রক্ত।

ভাঙনের শব্দে যেন শ্রবণ-অক্ষম ভালোবাসা
ছেঁড়া বাঁধন আত্মার, চাইলেও যাবেনা বাঁধা-
অর্থহীন ভালোবাসা প্রিয়ার কাছে মূল্যহীন!
মানুষের ভালোবাসা সব স্বার্থে পড়েছে ঢাকা।
অবহেলা নিয়ে চিরকাল বাঁচে গরীব-দুর্বল,
স্বজন হারানো ব্যথা বুঝেছি কতটা কষ্টকর!
কি দুঃসহ আগুনে পুড়ে দিনরাত বুঝবেনা;
পুতুলের মতো ভাঙবেই ধনী- গরীবের অন্তর।

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে
যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে
শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম
হতে পারে মানুষ! পুড়ে না কখনো বিবেকের
ধ্বংসনে এরা,ওদের নাই কোন মানবতা,সম্ভ্রম।
নিঝুম রাত্রির সাথে করি শেয়ার মনের যতো
দুঃখ কষ্ট, কিভাবে গড়বে আত্মার-সেতুবন্ধন
মানুষে মানুষে! ভুলে জাতিভেদ, বৈষম্যহীন
সমাজ পৃথিবী-পারবোনা হয়তো দেখে যেতে!
কিভাবে হবে মানবিকতার বিজয়! অচেতন
মানুষ গুলো কি আর পাবেনাকো কভু চেতন!

যদি জানতে বন্ধু- এ'বুকে কতটা দুঃখ বেদন
জমে আছে, কত অসহ্য যন্ত্রণাময় প্রতি'রাত
করছি পার নির্ঘুম! স্বপ্ন ভাঙনের এই ক্রন্দন
সুর পৌঁছে না তোমার সুখ-শয্যায়, বেমালুম
ভুলে থাকো সব! বৈষম্যের দুঃসহ কষ্ট'রা সব
আমার ভেতর করে চলেছে ক্ষয়, কষ্টের বন্ধু!
এ'যে মহা-বেদনার সিন্ধু হয়ে করছে বসবাস
বুকটার ভেতর! ভালোবাসা হারানোর ব্যথা
কতটা নিষ্ঠুর হতে পারে আমি জানি,জানেনা
কেবল মানুষরূপে মুখোশ জানোয়ার গুলো!
তাইতো যুগে যুগে কত সহস্র রাজন-সাগর
মানবতার গায়ে থুথু ছিটিয়ে নেয় চির-বিদায়!

আমার চোখে ভেসে উঠে শেষ বিদায়ের ক্ষণ,
কষ্টের বাড়ে তীব্রতা, ভুলে যাই প্রিয়ার সে'মুখ!
যদি নাইবা থাকে প্রেম মানুষে, পৃথিবীর সুখ
মানবতার যদি না হয় বিজয়- কষ্টের পূর্বক্ষণ
এ'যে সমগ্র মানবজাতির! ধ্বংস হবে সমাজ,
বিশ্বের বুকে মানবিকতার হবে চূড়ান্ত অবক্ষয়!

কষ্টের ভারে ভারি আকাশের বুকচেরা বরিষণ
ভিজিয়ে চলেছে রাতের আঁধার।বৃক্ষ-তরু'লতা
সব জড়সড়-পথহারা পাখিটির চিত্ত বেদনাময়,
প্রতীক্ষারত চোখ দেখবে আবার নতুন সকাল,
উচ্ছ্বাস-ভালোবাসায় ভরে উঠবে তার পৃথিবী।

বুকের ভেতর জড়ো হওয়া কষ্ট'রা যেন-ভারী
মেঘ হয়ে ঘুরছে আমার দুই চোখের পাতায়,
প্রবল বর্ষণে মুহূর্তে ভাসিয়ে দেবে হৃদয় ভূমি।
তবু আমি আশাহত নই'দেখি স্বপ্ন, মানবতায়
ভরে উঠবে মানুষের অন্তর, প্রেমানন্দে ধরণী
সাজবে'ই,মহাকাশ ফাঁড়ি জাগবে প্রভাত সূর্য



কবিতা : জাগবে প্রভাত সূর্য

(আবৃতি করার কোন অভিজ্ঞতা আমার নাই। তবুও ভাবছি নিজের কিছু কবিতা নিজেই পড়ে রাখবো।)



মন্তব্য ৫২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩৮

চাঁদগাজী বলেছেন:


এটা বাংলার কাহিনী, সবকিছু সংযুক্ত হয়েছে এই কবিতায়

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পড়েছেন জেনে আনন্দিত হলাম প্রিয় শ্রদ্ধেয়। কৃতজ্ঞতা রইল মন্তব্যে।

ভালো মন্দ কিছু বুঝলাম মুরুব্বী.....

শুভকামনা আপনার জন্য সবসময়

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:২৪

মিরোরডডল বলেছেন: so far jotogulo porlam eta beshi valo legeche
kobitar kotha ar abriti dutoi shundor

"manusher valobasha
shob sharthey poreche dhaka"

so true

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত ও সাহসী করে গেছেন ভাই। কবিতা ভালো লেগেছে জেনে অনেক আনন্দবোধ করছি ভাই।
ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।

আপনার পরামর্শ আগে দেখলে এই কবিতাটি আরো ধীরেধীরে পড়তাম। যাক তবুও ভালো লাগা জেনে অনেক সাহস পেলাম।

শুভকামনা জানবেন সবসময়

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৩৪

ডঃ এম এ আলী বলেছেন:



অসাধারণ কথামালায় রচিত কবিতা পাঠে মুগ্ধ ।
আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে
যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে
শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম
হতে পারে মানুষ!


শুভেচ্ছা রইল ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় ভাইয়ের কাছে প্রশংসিত হয়ে মনের তৃপ্তি আর সাহস দুই'ই বেড়ে গেল খুব। মন্তব্যে কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা আর ভালোবাসা।
দোআ করবেন সুপ্রিয় ভাই।


শুভেচ্ছা ও শুভকামনা জানবেন, শ্রদ্ধা ভালোবাসা সবসময়।

শুভ সকাল

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৪৪

মোঃ মুসা ইসলাম বলেছেন: পড়ে ভাল লাগল।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত ও আনন্দিত করে গেছেন ভাই, ভালো লাগা টুকু আশীর্বাদ হয়ে থাকুক

শুভকামনা জানবেন ভাই।

শুভ সকাল

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল কবিতা

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত হলাম প্রিয় কবি আপুর কাছে প্রশংসিত হয়ে। ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক আপু।

শুভকামনা জানবেন সবসময়

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: আবৃতি শুনলাম ভালো লাগলো ।



শুভ কামনা কবি ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৮

জাহিদ অনিক বলেছেন: আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে
যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে
শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম
হতে পারে মানুষ!



আবৃত্তিও শুনলাম। ভাল লাগলো।

অনেক ধন্যবাদ কবি

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি ভাইয়ের কাছে প্রশংসিত হয়ে সার্থক চেষ্টা মোর। প্রেরণা থাকবেন ভাই।
আবৃতি শুনার জন্য কৃতজ্ঞতা জানাতে কৃপণতা করছিনা।


শুভকামনা প্রিয় ভাইয়ের জন্য রাখিব নিরন্তর


(মাঝেমধ্যে আপনাকে সার্চ দিয়েও খুঁজে পাই না...! পাইছেন নাকি কোন হরিণীর খোঁজ....)

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৪

জাহিদ অনিক বলেছেন: মাঝেমধ্যে আপনাকে সার্চ দিয়েও খুঁজে পাই না - কি যে বলেন !! সার্চ দিলে তো পাওয়া যায় !! ;) ;)


পাইছেন নাকি কোন হরিণীর খোঁজ - পাইলে ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দেয়া হবে ;)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ওহ! তাই তো, সার্চ দিলে তো পাওয়া যাওয়ার কথা! তাইলে মনে হয় চোখের সার্চের কথা বলেছিলাম...

জলদি খোঁজ করেন ভাই....

আসলে প্রিয় কিছু মুখ একদিন না দেখলে মনে হয় কতদিন...দেখিনা।

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০১

জাহিদ অনিক বলেছেন: ঠিকই বলেছেন, প্রিয়মুখ একদিন না দেখলেই মনে হয় কতদিন দেখি না !

তাইলে মনে হয় চোখের সার্চের কথা বলেছিলাম...
- একদম ধরতেই পারি নাই !! B:-)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
হা হা হা ধরবেন কেমনে, মন তো দেখা যায় না! আমি তো শুধু সার্চের কথা বলেছিলাম, আপনি ঠিক ধরেছেন, ফারাক ছিল আমার কথায়।

শুভ দুপুর

আপনার পোষ্ট নাই তিনদিন!!

১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৯

জাহিদ অনিক বলেছেন: শুভ দুপুর। B-)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভ দুপুর...

ভালোবাসা হয়েই থাকবেন.....

১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন:




কবিতা জীবনের গান গেয়েছে । আবৃত্তির অভিজ্ঞতা নেই- এই সুত্রে আবৃত্তি ভাল হয়েছে ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কথাসাহিত্যিক ভাইয়ের মন্তব্যে অনেক উৎসাহিত ও আনন্দিত হয়েছি। আবৃতির প্রশংসা আমাকে আরো ভালো করার প্রেরণা যোগাবে। কৃতজ্ঞতা রাখছি শ্রদ্ধেয়
ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক প্রত্যাশা।

শুভকামনা জানবেন সবসময়

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫০

খায়রুল আহসান বলেছেন: রাত্রি সুখী মানুষকে দেয় বিশ্রাম, দুখীকে দেয় আশ্রয়।
প্রভাত সুখী মানুষের প্রেরণা, দুখী মানুষের যাতনা।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কবিবর এর উপস্থিতি ও অতি মূল্যবান কাব্যিক লাইন দুটি আমাকে মুগ্ধ করে গেল, কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা আর ভালোবাসা রাখছি। দোআ করবেন স্যার....।

শুভকামনা আপনার জন্য নিরন্তর।

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৪

মাহবুবুল আজাদ বলেছেন: অসাধারন বললেও কম হয়ে যাচ্ছে, অপরিসীম মুগ্ধতা আপনার কবিতার প্রতিটি শব্দে।


অনেক অনেক শুভ কামনা রইল ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি ধন্য, আমার লেখাটি পেয়েছে পূর্ণতা আপনার অসাধারণ উৎসাহ প্রেরণায় ভরা মন্তব্যে। কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা আর ভালোবাসা রাখছি শ্রদ্ধেয়। অনেক আনন্দিত করে গেছেন, দিয়ে গেছেন তৃপ্তির স্বাদ। প্রেরণা হয়ে থাকবেন ভাই। ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা।

শুভকামনা জানবেন সবসময়।
শুভ সকাল।

১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে
যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর, অনুভবে
শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম
হতে পারে মানুষ!


সুন্দর লিখেছেন। 'শেয়ার' শব্দটা বেমানান ঠেকলো।

শুভেচ্ছা নাঈম ভাই।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় কবিবর এর উপস্থিতি ও সুন্দর মন্তব্যে কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা রাখছি। অনেক আনন্দিত ও উৎসাহিত হয়েছি। প্রেরণা হয়ে থাকবেন সবসময়। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।


নিঝুম রাত্রির সাথে করি শেয়ার মনের যতো
দুঃখ কষ্ট, কিভাবে গড়বে আত্মার-সেতুবন্ধন
মানুষে মানুষে! ভুলে জাতিভেদ, বৈষম্যহীন
সমাজ পৃথিবী-পারবোনা হয়তো দেখে যেতে!
-- এখানে নীরবচারী মনের ইচ্ছেটা রাতের সাথে ভাগ করার কথা বুঝাতে চেয়েছি, শেয়ার ছাড়া কোন শব্দ মিলাতে পারলাম না।

শুভকামনা জানবেন প্রিয় কবিবর, শ্রদ্ধা ভালোবাসা সবসময়।

১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১১

বিলুনী বলেছেন: বাংলামায়ের আহাজারী করেছেন সুন্দরভাবে প্রকাশ । কৃতজ্ঞতা জানবেন ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত ও আনন্দিত হয়েছি আপনার কাছে প্রশংসিত হয়ে। প্রেরণা হয়ে থাকবেন শ্রদ্ধেয় প্রিয়।
আমি কৃতজ্ঞ আপু আপনার কাছে আপনি কবিতাটি পড়ে সুন্দর প্রশংসায় প্রেরণা রেখে গেছেন। অনুপ্রাণিত হবো সামনের দিনে।
ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা।


শুভকামনা জানবেন সবসময়।

১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

ভ্রমরের ডানা বলেছেন:



দারুণ আবৃতি করেছেন। কবিতার প্রতিটি স্তবকে স্তবকে অজস্র ইতিহাস, অজস্র আর্তনাদ...


প্লাস++++

আর প্রিয়তে তো যাবেই...

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় শ্রদ্ধেয় কবিবর এর উচ্ছ্বসিত উৎসাহদানে অনেক অনেক আনন্দিত হয়েছি। প্রেরণা হয়ে থাকবেন, অনুপ্রাণিত হবো সামনের দিনে।

আপনার প্রিয় তালিকায় আমার কবিতা ঠাই পেয়েছে জেনে এত খুশিখুশি লাগছে তা প্রকাশে শেষ হবার নয়। কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা রাখি আপনার উদার্যতায়। দোআ করবেন প্রিয় কবিবর।


শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়

১৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১০

প্রামানিক বলেছেন: চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির উপস্থিতি ও রেখে যাওয়া প্রেরণা আমাকে অনুপ্রাণিত করবে সামনের দিনে। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা।

শুভকামনা প্রিয় কবির জন্য সবসময়।

১৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫২

নীলপরি বলেছেন: কবিতার কথা খুব ভালো লাগলো । আবৃতিও খুব সুন্দর হয়েছে ।
++++++

শুভকামনা ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা আপু, কবিতা পড়েছেন ও পড়াটি শুনেছেন জেনে। ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক।

শুভ হোক আপনার প্রতিক্ষণ
শুভকামনা সবসময়

১৯| ০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১১

কলিমুদ্দি দফাদার বলেছেন: কবিতা ভাল লেগেছে । আপনার কবিতা পড়ে বুঝার ঊপায় নেই, আপনি সৌখিন কবি।

০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ধন্য করেছেন কলিম ভাই কবিতা পড়েছেন জানিয়ে। খুব আনন্দিত ও উৎসাহিত করে গেছেন ভাই। প্রেরণা হয়ে থাকবেন। ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক। কৃতজ্ঞতা জানবেন খুঁজে এসে উৎসাহদানে।

হা হা হা ভাই, আমি আসলে কবি টবি কিছু না ভাই, মাঝেমধ্যে মনের খেয়ালে লেখাগুলো কবিতার মতো সাজাই, এটা একপ্রকার কবিতার সাথে আমার প্রতারণাও ভাবা যায়। দোআ করবেন ভাই, যেন এভাবেই লিখে যেতে পারি।
আমি আসলে এতটা সৌখিন মানুষ না, কষ্টগুলো হাসি দিয়ে ঢাকার চেষ্টা করি মাত্র।


শুভকামনা জানবেন ভাই, ভালোবাসা সবসময়।

২০| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:

নয়ন ভাই, ছবি গুলো তো সায়মা আপুর ব্লগের। উনার অনুমতি নেওয়া হয়েছিল তো নাকি...

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা, সেটা অনুমিত হয়েই ভিডিওটি তৈরি করেছি। আপুকে প্রথম দিয়েও এসেছি গানটি।

ভালো লাগলো ভাই, আপনার খুঁজ নেয়ায় কৃতজ্ঞতা রইল।

২১| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:


আপনার জন্য আমি আরো কিছু গান লেখব। সব গান ওই আগের গানের মত। আপনার খোলা কণ্ঠ খুব ভাল লাগছে আমার। ও এমন যাদু রে তোর গান টা যেভাবে গেয়েছেন খালি গলায় এত সুন্দর গাওয়া খুব কঠিন নয়ন ভাই। আপনি রেওয়াজ করতে পারেন। আপনার গায়ক হবার যথেষ্ট প্রতিভা রয়েছে!

০২ রা অক্টোবর, ২০১৭ ভোর ৪:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত করেগেছেন প্রিয় কবি। আপনার আন্তরিক প্রেরণা আমাকে অনুপ্রাণিত করবে ভাই সামনের দিনে।
দোআ করবেন ভাই।


ভাই, গায়ক হওয়ার চিন্তা সাধ একসময় প্রচুর ছিল, তখন কণ্ঠও অনেক সুন্দর ছিল, গাইতেও ভালো লাগতো। এখন আর আগের মতো কণ্ঠও নাই, সেই সাধও নাই। আমি নিজের লেখা গানগুলির সুর মনে রাখতেই গানগুলি গেয়ে রাখি। আপনাদের ভালো লাগায় উৎসাহিত হই, তাই লিখি-গাই। দোআ করবেন যেন নিজের গান গুলি গেয়ে রাখতে পারি।

আপনি গান লেখেন, আমি আন্তরিকতার সাথে চেষ্টা করবো গেয়ে শুনাইতে।

শুভকামনা জানবেন সবসময়।

২২| ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৪

আ্যাডোনিস. বলেছেন: অপার মুগ্ধতা রেখে গেলাম..

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক কৃতজ্ঞতা রইল ভাই।

শুভকামনা আপনার জন্য

২৩| ০৩ রা অক্টোবর, ২০১৭ ভোর ৬:০৬

চাঁদগাজী বলেছেন:


আপনার এলাকার মানুষদের নিয়ে লিখুন, তাদের জীবন, সংগ্রাম, ভালোবাসা, সমাজ, অর্থনীতি নিয়ে লিখুন; পদ্যেও প্রকাশ সম্ভব।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সালাম নিবেন শ্রদ্ধেয় প্রিয়

আমার ছোট ভাইটারে শেষ পর্যন্ত আর বাঁচানো গেল না, দুই তারিখ সকালে খেয়েদেয়ে অফিস যাওয়ার আগে হঠাৎ বুকে ব্যথা বলে বলে ভাই আমার শেষ বিদায় নেয়। আমি ভাইটির সাথে শেষ কথাও বলতে পারিনি, ভাই... কর্মস্থল থেকে এসে গ্রামের বাড়ি দ্বিতীয় জানাজা পাইছিলাম, এক নজর দেখার সৌভাগ্য হয়েছিল। নূর, নয়ন, মনি থেকে মনি ঝরে গেল...!! আমি একা হয়ে গেলাম ভাই...!!
বাবা মা'র চিন্তায় এখন বড়ই মানসিক কষ্টে আছি....
আমি বড় একা হয়ে গেলাম ভাই.....

২৪| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২৯

ভ্রমরের ডানা বলেছেন:

নাঈম ভাই, আপনার জন্য কিছু রোমান্টিক গান লেখব ভাবছি... আপনার গলা আমার খুব ভাল লেগেছে.... আমি প্রতি রাতে আপনার গানটা শুনি... এরপর ঘুমাই...



আপনার গলায় যাদু আছে, শুভরাত্রি...

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, লেখেন, যদি সুর ঠিক করে গাইতে পারি তো আমিও আনন্দিত হবো।

তবে ভাই, কিছুদিন পর গাইবো। কাউকে বলা হয়নি, আমার ছোট ভাইটিকে বেঙ্গালুর নিয়েও বাঁচাতে পারলাম না ভাই। গত দুই তারিখ ছোট ভাই আমার মারা গেছে। আমি এখন বাড়িতে ছুটিতে আছি। আগামীকাল চলে যাবো ছুটি শেষ। ভাবছি ৪০ দিন পার না হলে কোন গান গাইব না। আমার ভাইটির জন্য একটু দোআ করবেন ভাই, আল্লাহ্ যেন একটু সহায় হোন ভাইটির প্রতি।

ভাঙিয়ে না বললে ভুল বুঝতে পারেন, তাই দুঃখের সংবাদ দিতে হল ভাই।
দোআ করবেন ভাই

২৫| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৪৫

ভ্রমরের ডানা বলেছেন: লেখাচোর


০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ২:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হায় হায়, এভাবে না জানি আরো কত কবিতা এতিম হয়ে গেছে...!!

আগামীকাল মোবাইলে স্ক্রিনশট দেয়া শিখবো।

গুডনাইট,
শুভকামনা আপনার জন্য সবসময়।

২৬| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:


বলেন কি! হায়রে.....আল্লাহ্‌ তাকে জান্নাতবাসী করুন আমিন..... আচ্ছা ভাই! আপনি নিজের খেয়াল রাখুন... খুব কষ্ট পেলাম... ভাইয়ের মত আপন কিছু নেই...

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, ভাই হারানোর ব্যথা দুনিয়ায় শেষ হবার নয় কোনভাবে।
সরকারি রেজিস্ট্রি অফিসে চাকরি করতো ছয় বছর ধরে, একটা মেয়ে দেড় বছরের। আমরা তিন ভাই, নূর, নয়ন, মনি থেকে মনি হারিয়ে গেল...! খুবই মানসিক কষ্টে সময় পার করছি। ব্লগে ঘুরছি নিজের ভাবনা থেকে দূরে থাকতে। ব্লগে থাকলে কিছু সময় বিভিন্ন ভাবে কেটে যাচ্ছে।

শ্রদ্ধা ভালোবাসা জানবেন সবসময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.