নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

স্বজন হারানো কষ্ট...

১৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯



আমার প্রহর গুলো সব আজ
বেদনার স্রোতে ভেসে ভেসে বড্ড ক্লান্ত।
আহ! কি যে কষ্ট এই বুকটার ভিতর....!
নয়ন সাগর দুটিতে যেন সুনামির বাঁধভাঙা ঢেউ,
বারবার তীর ছাপিয়ে হৃদয়ের চারণভূমি করছে প্লাবিত।
স্থির দৃষ্টি আকাশের নীল ভেদ করে প্রিয় মুখপানে,
যেন থমকে দাঁড়িয়ে আছে সময়....
দিক্বিদিক ছোটাছুটি করছে অশান্ত এই মন-
স্বজন হারিয়ে আজ গভীর শোকগ্রস্ত।

হায়রে স্বজন হারানো কষ্ট.....!
কোন সুনামি তোকে আর নিতে পারেনা ভাসিয়ে,
তোর ভার যেন বেশি পৃথিবী থেকেউ...!

মৃদু বাতাসে দোলে হৃদয়ে জমে থাকা দুঃখ গুলো।
প্রিয়জন হারানোর ব্যথা-
কেবল, বাতাসের মতো করে গতির পরিবর্তন,
এক জীবনে আর বুঝি হয় না শেষ কখনো....।

বুকের ভিতর জ্বলতে থাকা আগুন-
বাতাসের তালে তালে বাড়ে আবার কমে,
কখনোবা দাবানল হয়ে-
জ্বালিয়ে দিয়ে যায় অবশিষ্ট সুখ টুকুনও...!
মনের এই আগুনজ্বলা হায়...
নিভে না কভু দুই সাগরের জলেও....।।




ছবি- কৃতজ্ঞতা গুগল

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২৩

চাঁদগাজী বলেছেন:


আসলে কি সেইজন কখনো স্বজনে পরিণত হয়েছিল? গানের পাখী উড়ে গেলে, তার জন্য কেঁদে কি হবে?

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গুরুত্বপূর্ণ বাণী বা পরামর্শ রেখে গেছেন শ্রদ্ধেয় ....

কিছুকিছু মানুষ স্বজন হয়েও হারিয়ে যায় চিরতরে,
অনেক স্বজন অকালে হারিয়ে যায় পৃথিবী থেকে নিয়ে চিরবিদায়।
অনেক গানের পাখি স্বজনের চেয়েও হয়ে উঠে প্রিয়জন,
কিছুকিছু হারানোর ব্যথা জীবনের শেষদিন পর্যন্তও দেখেছি কাঁদাতে।
নীরবে কত বাবা-মা, ভাই-বোন'কে কাঁদতে দেখেছি;
আদরের সন্তান, আদরের ভাই হারানোর শোকে....।
সন্তান, ভাই এবং'কি কিছুকিছু মনের মানুষ হয়ে থাকে
স্বজনের চেয়েও বড় স্বজন, হারানোর সে ব্যথা কোনক্রমে
হয় না শেষ, যদিও সারাজীবন দুচোখ ঠিকি ভাসায়...।

কবিতাটি মুরুব্বী আমার ভাই হারানো আর্তনাদ ভাবতে পারেন, একটু সার্বজনীন করার চিন্তা থেকেই ভাই হারানোর শোক অন্তরাল

২| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব সুন্দর করে মনের কষ্টটা কবিতায় প্রকাশ করেছেন। ভাই আপনি আপনার ভাইকে হারিয়েছেন মনে হয় অল্প কিছুদিন আগে। আপনার মনটা হয়ত স্বজন হারানোর কষ্টে ব্যথাতুর হয়ে আছে। এসময় ধৈর্যধারণই কাম্য। সমবেদনা রইল। আল্লাহ আপনাকে ধৈর্যধারণ করার তওফিক দিন।

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি বিস্মিত হয়েছি ভাই আপনার মন্তব্য পড়ে, কি নিখুঁত পর্যবেক্ষণ করেছেন কথাগুলো!!!
শ্রদ্ধা আর ভালোবাসা রাখছি আপনার মনে।


আমার ছোটভাই খুব আদরের ছিল আমাদের বড় দুই ভাইয়ের কাছে, সেই ভাইটিকে এমাসের দুই তারিখ চিরবিদায় জানিয়েছি
আর কোনদিন ভাইটি আমার কাছে ফোন দিবে না, বলবে না পাঁচশ টাকা পাঠাও নয়ন ভাই ...
ভুলেই থাকতে চাইছি ভাই! কিন্তু, মন কেন যে মানছে না !!

লেখাটা গতরাতে লিখে ঘুমিয়ে পড়েছিলাম কাঁদতে কাঁদতে কখন বুঝতেই পারিনি,
আজ বিকাল থেকে আবারও একই অবস্থা ! থেকে মনে হচ্ছে সুনামি চলছে আমার মনের ভেতরে ....
দোআ করবেন ভাই ....

মন্তব্যে অনেক অনেক কৃতজ্ঞতা রাখছি

শুভকামনা জানবেন সবসময়।

৩| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩২

সাইফুর রহমান খান বলেছেন: স্বজন কি আর হারাইতে পারে?

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হয় তো মনের ঘরে থেকেই যায় চিরটা'কাল ...
তবুও তো হারিয়ে যায় কিছু স্বজন চিরতরেই .....



কিছুকিছু মানুষ স্বজন হয়েও হারিয়ে যায় চিরতরে,
অনেক স্বজন অকালে হারিয়ে যায় পৃথিবী থেকে নিয়ে চিরবিদায়।
অনেক গানের পাখি স্বজনের চেয়েও হয়ে উঠে প্রিয়জন,
কিছুকিছু হারানোর ব্যথায় জীবনের শেষদিন পর্যন্তও দেখেছি কাঁদাতে।
নীরবে কত বাবা-মা, ভাই-বোন'কে কাঁদতে দেখেছি;
আদরের সন্তান, আদরের ভাই হারানোর শোকে....।
সন্তান, ভাই এবং'কি কিছুকিছু মনের মানুষ হয়ে থাকে
স্বজনের চেয়েও বড় স্বজন, হারানোর সে ব্যথা কোনক্রমে
হয় না শেষ, যদিও সারাজীবন দুচোখ ঠিকি ভাসায়...।

সুন্দর মন্তব্য রেখে যাওয়ায় কৃতজ্ঞতা রাখছি ভাই
শুভকামনা জানবেন সবসময়।

৪| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৪

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল কবিতা ।
স্বজনরা হারায় না, কোন না কোন ভাবে ফিরে আসে একদিন
কুজনেরা ছলাকলা করে কাছে থাকলেও চলে যায় একদিন।

ভাল থাকার শুভ কামনা রইল ।

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর মন্তব্য রেখে গেছেন শ্রদ্ধেয় সুপ্রিয় .....
কৃতজ্ঞতা রাখছি চিরসত্য কথাগুলো বলে যাওয়ার জন্য।

কবিতার ভালো লাগা জেনে অনেক উৎসাহিত হলাম, প্রেরণা হয়ে থাকবেন শ্রদ্ধেয় প্রিয় ভাই।
দোআ থেকে যেন বঞ্চিত না হই সেই প্রত্যাশা সবসময় রাখি, রাখিব।

প্রিয়জন যারা তাঁরা হারায় না কখনো, মনের ঘরেই তাঁদের বসবাস


শুভকামনা জানবেন, শ্রদ্ধা ভালোবাসা সবসময়।

৫| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৭

প্রামানিক বলেছেন: চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক উৎসাহিত হলাম শ্রদ্ধেয় সুপ্রিয় কবিবর। কৃতজ্ঞতা রাখছি ধন্যবাদ-এ।
প্রেরণা হয়ে থাকবেন ভাই। দোআ করবেন।

শুভকামনা জানবেন, শ্রদ্ধা আর ভালোবাসা সবসময়।

৬| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:


কিছু একটা কি ঘটেছে?

আমি আপনার কবিতাগুলোকে বিরহের ভাবনা হিসেবে ধরে নিয়েছি সব সময়; সাম্প্রতিক কি ঘটেনি তো?

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, গত দুই তারিখ আমার ছোটভাই মনি মারা গেছে।

ব্লগে একবার একটা পোষ্ট দিয়েছিলাম ভাইটির হার্ডের রোগ, দোআ চেয়ে। আপনাদের আশীর্বাদ ভাইটিকে হার্ডের রোগ থেকে বের করেছিল, বেঙ্গালুর নেয়ার পর ডাক্তার বলেছিলেন, হার্ড ঠিক আছে, মাত্র ২৫% ক্ষতি হয়েছে সেটা ব্যাপার না, রিং বসাতে হবে না। কিন্তু লাঞ্চের বড় সমস্যা। বেঙ্গালুর থেকে দশদিন পর আসার পর দুই তারিখ স্ট্রোক করে মারা যায়।

ভাবছিলাম ব্লগে কাউকে জানাবো না, তাই সেরকম কোন পোষ্ট দেয়া হয়নি। কিন্তু, বিভিন্নভাবে তা ঠিকই প্রকাশ হয়ে যাচ্ছে।
আমার পোষ্টে করা আপনার একটা মন্তব্যের প্রতিউত্তরে সম্ভবত তিন তারিখ রাত্রে বলেছিলাম, আপনি হয় তো সে প্রতিউত্তর দেখেননি।

যাক, মনে কষ্ট নিবেন না, আপনার উপরের মন্তব্যে আমি খুশিই হয়েছি, ভাইয়ের শোক লুকাতে চেয়েছিলাম, কবিতায় তা পেরেছি জেনে ভালো লেগেছে। আপনার আগের মন্তব্যে রেখে যাওয়া কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ বাণী বা পরামর্শ।

দোআ করবেন শ্রদ্ধেয়।
শ্রদ্ধা আর ভালোবাসা আপনার জন্য সবসময় আমার থাকে, থাকবে।

৭| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৭

শাহরিয়ার কবীর বলেছেন:
কষ্টের কবিতা !!! :( :(

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সত্যিই ভাই খুব কষ্টে বেরিয়ে ছিল কথাগুলো। অনুভবে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
দোআ করবেন সুপ্রিয় কবি ভাই।

শুভকামনা জানবেন ভাই, শ্রদ্ধা ভালোবাসা সবসময়।

৮| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩০

তারেক ফাহিম বলেছেন: কবিতায় বিরহের কথা মালা প্রকাশ পায়,
কিন্তু মন্তব্যের প্রতি্যত্তরে বুঝতে পেরেছি সম্প্রতি ঘটনা।
ধৈর্য হারাবেন না, সবাই একই পথের যাত্রি।
আপনার ভাইয়ের মাগফিরাত কামনায়, আমিন।

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক শ্রদ্ধা আর কৃতজ্ঞতা রাখছি মন্তব্যে ভাই। দোআ করবেন ভাই, যেন শোকের ক্ষত সইবার সামর্থ্য হয় আমার।
আমি অনেক আনন্দিত আপনার মন্তব্য পড়ে।

কবিতা সম্পর্কে জেনে উৎসাহিত হলাম। আমি বিরহের কবিতাই লিখতে চেয়েছিলাম। প্রেরণা হয়ে থাকবেন ভাই।
দোআ করবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

৯| ১৭ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৩৪

ফেরদৌসা রুহী বলেছেন: স্বজন হারানো কষ্ট কেউ বুঝেনা।
যার হারায় শুধু সেই বুঝে।

১৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: চিরন্তন সত্য কথা বলে গেছেন আপু, শ্রদ্ধা আর কৃতজ্ঞতা রাখছি মন্তব্যে।
দোআ করবেন আপু

প্রিয়জন হারানোর ব্যথা কতটা দুঃখের কতটা কষ্টের যে হারায় সেই বুঝে, জীবনের শেষদিন পর্যন্ত দুচোখের সুনামিতে সেই দুঃখকষ্ট শেষ হয় না। হয়তো কষ্টের কিছুটা কমবেশি হয় বাস্তবতার চাপে, কিন্তু যখন মনে হয় তখন সুনামির চেয়েও বেশি প্লাবিত হয় দুচোখ।সেই প্লাবনে কোন ছল থাকেনা, মনের ভিতর দুঃসহ বেদনার ঝড় মুহূর্তে সবকিছু লণ্ডভণ্ড করে যায়, খড়কুটার মতো উড়তে থাকে অবশিষ্ট সুখগুলোও, বিষাদিত করে দেয় সময়, জীবন, বাঁধভাঙা কান্নায় ভাসে নয়ন। কিছুতেই সেই কান্না আটকানো যায় না।

আপনার অনুভবে আবারো কৃতজ্ঞতা।
শুভকামনা জানবেন সবসময়।

১০| ১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৩

মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই কেমন আছেন জানতে চাইছি না। স্বজন হারাবার ব্যাথা আমি বুঝি।
আল্লাহ আপনার ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
আর আপনাকে ধৈর্য দান করুন।

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালই আছি ভাই,
আপনার মন্তব্যে রেখে যাওয়া কথায় শ্রদ্ধা আর কৃতজ্ঞতা।

দোআ করবেন ভাই যেন শত দুঃখকষ্ট সইবার ক্ষমতা আমার ছোট্ট মনটাতে থাকে ....

মাঝেমধ্যে স্রষ্টাকে বলতে ইচ্ছে করে,
-ওগো দয়াময়
কেন এত দুঃখ দাও বারবার তুমি আমায়...!
নীরবে ভাসলাম কত চোখের জলে
কতনা দুঃসহ বেদনায় পুড়ে পুড়ে হই ক্ষয়!

শুভকামনা আপনার জন্য সবসময়

১১| ১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৩

নীলপরি বলেছেন: মৃদু বাতাসে দোলে হৃদয়ে জমে থাকা দুঃখ গুলো।
প্রিয়জন হারানোর ব্যথা-
কেবল, বাতাসের মতো করে গতির পরিবর্তন,
এক জীবনে আর বুঝি হয় না শেষ কখনো....।
--

মনকে স্পর্শ করলো প্রতিটা লাইন । +++++++++

শুভকামনা ।

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার প্রেরণা ভরা মন্তব্যে হবো অনুপ্রাণিত, ভাসছি মুগ্ধতায়।

কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা শুভকামনায়

শুভ হোক আপনার প্রতিক্ষণ কামনায় প্রতিনিয়ত।

১২| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫০

নীলপরি বলেছেন: জীবনে প্রথম নিজের লেখা পাঠ করে পোষ্ট দিলাম এইমাত্র । আপনার মতামতের অপেক্ষায় আছি । সময় পেলে একটু দেখে বলবেন ।

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দেখে এসেছি আপু, শুনে এসেছি আপনার অসাধারণ আবৃতি।
আপনার আবৃতির মুগ্ধতা প্রশংসায় শেষ হবার নয়।


অসাধারণ আবৃতি করেছেন আপু, আমি যদিও আবৃতি ঠিকভাবে বুঝিনা, তবে নিজের মুগ্ধতা আর ভালো লাগা অনুভব করতে পারি।
স্পষ্ট শব্দ, আর যথোপযুক্ত আবেগময় ভঙ্গিমায় আবৃতি আমাকে মুগ্ধতা দিয়ে গেল।

অনেক অনেক ভালো লাগা জানিয়ে গেলাম।
শুভকামনা আপনার জন্য সবসময়।

১৩| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৩৮

জাহিদ অনিক বলেছেন:


আর একটু শক্ত হতে হবে কবি !


১ নং প্রতিমন্তব্যের মাধ্যমে সবা জানা গেল। ভাল থাকুন নয়ন ভাই।

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দোআ করবেন ভাই। শক্ত যে আমাকে হতেই এখন।।

ভালো লাগলো আপনার মন্তব্যে রেখে যাওয়া পরামর্শ,
সেটাই আমার এখন প্রথম করণীয়।

শুভকামনা আপনার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.