নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

আমি দুঃখ ভালোবাসি

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৫

ছবিটিতে দেখা 'বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার' সম্পর্কীয় বিস্তারিত নিচে সংযুক্ত

আমি কষ্টের দাবদাহে জ্বলতে জ্বলতে অনুভব করি,
কতটা দুঃখবোধ- কতটুকু বেদনা কাঁদায় মানুষকে।
আমি কষ্টের কাছে পরাজিত নই,
বেদনার সাথে সখ্যতায় বিভোর-
কষ্টকে সদাই করে চলেছি জয়।
ফাগুন-শুষ্কতা চৈত্র-দহনে পাতা-শূন্য বৃক্ষের মতই,
নিঃশেষ হয়েও অবিচল নিজ আয়োজনে মনোবল,
দুর্দমেই দেখেছি সফলতা আর দূর্লভ কতো বিজয়।
দুঃখের সখ্যতায় চিনেছি মানুষ, বন্ধু-ভাবিত স্বজন,
মনের এ্যালবামে দুঃখ নয়-আঁকি সুখের প্রতিচ্ছবি;
করি কষ্টের সাথে বন্ধুত্ব, আমি দুঃখ ভালোবাসি।

অসহায়ের পাশে বসি দুব্বা-ঘাসে, আহ!
কতটা কষ্টের ভারে দুর্বল গরীব ক্ষুধাতুর
জীবনের ভার বইতে বইতে হয় ক্লান্ত!
আমি অনুভব করি বিষণ্ণ রাতের শেষ প্রহরে,
অনাহারীর ঘুম-দীর্ঘশ্বাস কতটা বিতৃষ্ণার-
মহাপ্রলয়ের বেগ-তাপ অঙ্গার জলন্ত হৃদয়ের।

তোমাদের সুখ-অভিনয়ে মেতে উঠি না আমি,
জানার তৃপ্ততায় আত্ম-সুখানুভবে মাতি নৃত্যে;
চিত্তে ভাসিয়ে মুগ্ধতার রশ্মি- খুঁজি সুখ ভৃত্যে।
হারানোর ব্যথায় পুড়ি নিভৃতে হয়ে নীরবচারী,
ভাবতেই পারো নির্বোধ-আমি দুঃখ ভালোবাসি।


২১-১০-২০১৭ইং। ছবির সাথে আমার কবিতার কোন সম্পর্ক না থাকলেও যেহেতু লেখাটির সাথে পোষ্ট করেছি আর ছবিটি সম্পর্কে জানা, সেহেতু ছবির শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা সম্পর্কে আমার জানা কিছু তথ্য।



ছবি সম্পর্কে জানতে : একজন বীর মুক্তিযোদ্ধা ভিক্ষা করে জীবন পার করছেন!

চট্রগ্রামের গোল পাহাড় মোড়ে এক বয়োবৃদ্ধ ভিক্ষুককে সংবাদপত্র পড়তে দেখে fb ব্যাক্তিত্ব Muslehuddin Mohammed Badrul ভাই আগ্রহ নিয়ে তাঁর কাছে গিয়ে জানতে পারেন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা! মানিকগঞ্জের হরিরামপুর, বয়রা গ্রামের আব্দুস সাত্তার নামের এই মুক্তিযোদ্ধা 1968 সালে ঢাকা কলেজ থেকে বিএ পাশ করেছিলেন। 1971সালে মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের কাদেরিয়া বাহিনীতে থেকে যুদ্ধ করেছেন।বর্তমানে সংসারে তাঁর কেউ নেই।তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন মেডিকেলে ছিলেন।27বছর ধরে চট্টগ্রামে আছেন।রাতে থাকেন দামপাড়া পেট্রোল পাম্পের বারান্দায়।76 বছর বয়সী এই মুক্তিযোদ্ধা কথা বলার সময় অনেক প্রশ্নের জবাব দিয়েছেন শুদ্ধ ইংরেজীতে।

একথা ঠিক যে, স্বাধীনতার এত বছর পরও আমরা সঠিক মুক্তিযোদ্ধার তালিকা প্রনয়ন করতে পারিনি! অনেক ভূয়া মুক্তিযোদ্ধা রাষ্ট্রের সুবিধা নিচ্ছে! অন্যদিকে আসল মুক্তিযোদ্ধাদের কেউ কেউ মুক্তিযোদ্ধার তালিকায় নাম না থাকায় রাষ্ট্রের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এমনকি কেউ কেউ ভিক্ষাও করছেন! একইভাবে বীরাঙ্গানারাও বঞ্চিত হচ্ছেন এবং ভিক্ষাবৃত্তি করে কিংবা কারো গৃহে কাজ করে মানবেতরভাবে জীবন যাপন করছেন।সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ, যথাযথ তদন্ত সাপেক্ষে

এই বৃদ্ধ মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারসহ সুবিধা বঞ্চিত মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক।

কার্টেসী  -Mohammad Nure Alam

 

ফেসবুক পোষ্টটি পেয়ে খুব কষ্ট আর অপরাধী মনে হচ্ছে নিজেকে! যাদের কারণে আমরা স্বাধীনতা পেলাম, তাঁদের প্রতি আমাদের সম্মান কতটুকু! আমাদের রাষ্ট্রের কতটুকু মর্যাদা তাঁদের প্রতি!!

(ছবি সম্পর্কিত তথ্যটি আমি তিনমাস আগে পেয়েছিলাম)

মন্তব্য ৩৭ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মনটা খারাপ হয়ে গেল। মানুষের এমন দুর্দশা দেখে নিজে ভাল থাকা যায় না। আশা করি যথাযথ কর্তৃপক্ষ এ ব্যাপারে পদক্ষেপ নেবেন। সুন্দর কবিতা পড়ার সুখটুকু বিলীন হয়ে গেল।

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, লেখাটি শেষ করে ছবি খুঁজতে থাকি, কোন ছবিটি দিবো লেখার সাথে। ছবিটি আগেই সেভ করা ছিল। ছবিটি সম্পর্কে জানা তথ্য টুকু শেয়ার না করে আর পারলাম না। নির্মম বাস্তবতার কষ্টে পুড়েও দুঃখ জয় করে চলা অনেক মানুষ আমাদের জানার বাহিরেই রয়ে যায়।

কবিতার প্রশংসা পেয়ে অনুপ্রাণিত হলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন।

শুভকামনা জানবেন সবসময়।

২| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৫

নীলপরি বলেছেন: হারানোর ব্যথায় পুড়ি নিভৃতে হয়ে নীরবচারী,
ভাবতেই পারো নির্বোধ-আমি দুঃখ ভালোবাসি।


স্তব্ধ হয়ে গেলাম । অসাধারণ লিখেছেন । +++++++

সাথের ছবির সম্পর্কের নোটটাও বাস্তব ।

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত ও আনন্দিত হলাম সুপ্রিয় কবি আপুর কাছে সামান্য লেখাটির অসাধারণ উৎসাহদানে। কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধায়।
দোআ করবেন আপু।


ছবি সম্পর্কিত নোটটি আগের সংগ্রহ ছিল, লেখার সাথে ছবিটি সংযুক্ত করে ভাবলাম ছবি সম্পর্কে নিজের জানা টুকু যুক্ত করে রাখি।

শুভকামনা জানবেন।

৩| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২২

শাহরিয়ার কবীর বলেছেন:

প্রিয় স্বাধীনতা-
তোমার কাছে আজ প্রশ্ন জাগে,
তুমি আমাদের কি শিখালে,আর আমরা বা কি শিখলাম?




২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর বলেছেন, কবি মনের এই দীর্ঘশ্বাসে অনেক চাপা কষ্ট লুকানো তা বুঝতে পেরেছি।
আমি মাঝেমধ্যে ভাবি, আগামী প্রজন্মান্তর কি মহান স্বাধীনতা আর জাতি গৌরব ভুলে যাবে!!!
কষ্টই বাড়ে কেবল, চেয়ে থাকি হতাশা চোখে দূর নিলিমায়....।

৪| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৬

আবু তালেব শেখ বলেছেন: এতো অনেক পুরোনো সংবাদ।
ওনার এখনো পুনর্বাসন হয়নি?

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, সংবাদটি তিনমাস আগে দেখেছিলাম।
আমার কবিতার সঙ্গে ছবিটি যুক্ত করেছি, সেজন্য ছবি সম্পর্কিত আমার জানাটুকু যুক্ত করেছি।
বর্তমানে তাঁর সম্পর্কে আমি কিছু জানিনা।

মন্তব্যে আসায় ধন্যবাদ,
শুভেচ্ছা জানবেন।
শুভকামনা

৫| ২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:

আমার অলেখাও হয় চুরি !! কত স্মার্ট চোর! লেখকের নাম তো রাখেই নি, কবিতাটির বারোটা বাজিয়ে দিয়েছে।
সংগৃহীত লিখেও লেখকদের প্রতি একটু সৌজন্যতা দেখাতে পারেনা শিক্ষিত চোর গুলো!!

৬| ২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

চাঁদগাজী বলেছেন:


কাদের সিদ্দিকী এখনো রাজনীতি করছে; উনার এই অবস্হা কেন বুঝতে পারলাম না।

২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বড়ই কষ্টের ছিল যেদিন প্রথম দেখেছিলাম জাতির শ্রেষ্ঠ-সন্তানদের একজন ভিক্ষা করে দিনপাত করছে, অথচ মধ্যম আয়ের গৌরবিত এই দেশটাই এনে দিয়েছেন তাঁরা! আমরা জাতি হিসেবে কতটা অকৃতজ্ঞ সে নজির কিছুদিন পরপর খুব বেশিকরে বুঝা হয়ে যায়।

৭| ২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট +

২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বড়ই উৎসাহিত করে গেলেন সুপ্রিয় কবিবর। প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকুক।

শুভকামনা জানবেন সবসময়

৮| ২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: মুক্তিযুদ্ধারা জাতীর শ্রেষ্ঠ সন্তান । তাদের নিয়ে পোস্ট আসবে অনেক!! কিন্তু এভাবে কেন ??/ কেন দুঃখ নিয়ে ।

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আসলে আমার লেখাটির সাথে ছবিটি যুক্তকরে জানাশোনা থাকার জন্যই জাতির শ্রেষ্ঠ এই সন্তানের জানা তথ্যটুকু না রেখে জেতে পারিনি। মাস তিনেক আগের পাওয়া খবরটি। বর্তমান কোনকিছু আমার জানা নেই।

হ্যা ভাই, জাতির শ্রেষ্ঠ সন্তানদের নিয়ে পোষ্ট খুব কমই আসে!

৯| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৮

ধ্রুবক আলো বলেছেন: আমাদের স্বাধীনতা এখন ক্ষমতা শালীদের পকেটে। আর এর যারা দেশের জন্য জীবন বাজি রাখলো তারা এখন পথের পথিক, অসহায়। হায়রে স্বাধীনতা!!!!! হায়রে দেশ




করি কষ্টের সাথে বন্ধুত্ব, আমি দুঃখ ভালোবাসি। +++

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বড়ই আফসোস আর কষ্টের অনুভব ভাই!! একদিকে যেমন চলছে বাঙালি জাতির গৌরবময় ইতিহাস বিকৃতির ব্যর্থ চেষ্টা, অপরদিক কৌশলী হয়ে মহান স্বাধীনতাকে করে যাচ্ছে অবহেলা, লাঞ্চিত করে মজা কুড়তে ব্যস্ত যুবসমাজ, নেশাগ্রস্ত তরুণ, সামাজিক বৈষম্য মানুষকে ব্যক্তিকেন্দ্রিক করে তুলছে! যেখানে ভবিষ্যৎ করুণাময় হচ্ছে দিনদিন, সেখানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের মূল্যায়ন কিভাবে আশা করবো .....!! নেট- ইন্টারনেট সুবিধা না থাকলে কতকিছু তো অজানাতেই থেকে যেতো।।

সুন্দর মন্তব্যে ভালো লাগা, শ্রদ্ধা।

কবিতার প্রশংসা আমাকে অনুপ্রাণিত করবে ভাই,
শুভকামনা জানবেন সবসময়।

১০| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৪

কথাকথিকেথিকথন বলেছেন:



বাস্তব খুব নোংরা । কবিতার সাথে যে বঞ্চিত ইতিহাস বলেছেন, এমন ইতিহাস বোধয় ইতিহাসও গ্রহণ করতে চায় না । খুবই দুঃখজনক ।

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা, শ্রদ্ধা অনুভবে।

বাস্তবিক অর্থে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের তাঁদের প্রাপ্য মর্যাদা দিয়ে সম্মানিত করতে পারিনি। আমরা অকৃতজ্ঞ জাতির সাক্ষর হয়ে গেছি!! বড়ই দুঃখজনক, শঙ্কটময় ভবিষ্যৎ আগামী প্রজন্মান্তরের!

শুভকামনা আপনার জন্য

১১| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৪৪

জাহিদ অনিক বলেছেন:


বাস্তবতা খুবই কঠিন নয়ন ভাই।

পোষ্টটা পড়ে মন ভারাক্রান্ত হল।

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বাস্তবতা আসলেই খুব কঠিন ও নির্মম।

ভারাক্রান্ত করে দেয়ার জন্য দুঃখিত ভাই, ছবিটির তথ্য জানা ছিল, তাই না জানিয়ে যেতে পারিনি, কেমন যেন অপরাধী মনে হতে লাগছিল। তাই, যুক্ত করেই দিলাম।

শুভকামনা জানবেন কবি ভাই।

১২| ২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫২

বিলুনী বলেছেন: কবিতা ভাল লেগেছে ।
মুক্তি যুদ্ধ ও দেশের ভাল কিছু নিয়ে কথা বলা
কঠীন হয়ে দাঁড়িয়েছে
দেখে আসুন গিয়া দেশের কথা বলায় কেমন করে পিছনে লেগেছে

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, খুবই দুঃখ পেলাম সহব্লগারদের মধ্য থেকে দিনদিন কেমন যেন ভ্রাতৃত্ব বোধ উঠে যাচ্ছে ! ধুতরা ভাই যে পোষ্ট করেছে, তা কেবল হিংস্রতার প্রকাশ মাত্র। সেগুলো আপনার পোষ্ট কমেন্টবক্সেও বলতে পারতো, তাতে সে প্রশংসিত হতে পারতো। কিন্তু, যা করেছে সেটা কেবল হিংসা ও ছোট করার প্রয়াস মাত্র।

কারো ভুলটুকু ধরিয়ে দিয়ে শুধরানোর সুযোগ দিতে পারিনা, উল্টো ভুলের দিকে হাটি!! বড়ই অদ্ভুত হচ্ছে আমাদের শিক্ষিত সমাজ!!

কোনপ্রকার টেনশন চিন্তা বা অনীহা আনবেন না মনে। নিন্দুক চিরকাল নিন্দা করেই যাবে, তাতে নিজেকে গুটিয়ে রাখাটা নিন্দুককে সুযোগ দেয়া মনে হয় আমার কাছে।

আমার জন্য দোআ রাখবেন,
শুভ হোক আপনার সামনের দিনক্ষণ।

১৩| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৯

বিলিয়ার রহমান বলেছেন: তোমাদের সুখ-অভিনয়ে মেতে উঠি না আমি

লাইনটা বেশ ভালোলেগেছে!

কবিতাটাও ভালো হয়েছে!

+

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কবি ভাইকে মন্তব্যের ঘরে পেয়ে অনেক উল্লসিত, অনুপ্রাণিত হবো সামনের দিনে। প্রেরণা হয়েই থাকবেন। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।

শুভকামনা আপনার জন্য, ভালোবাসা সবসময়।

১৪| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: সুপ্রিয় কবি ভাইকে মন্তব্যের ঘরে পেয়ে অনেক উল্লসিত

আমি কবি হলাম কবে নাঈম ভাই??

আমিতো আস্ত একটা অকবি!:)

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা এভাবে বলবেন না ভাই!!
আপনাদের কাছে এমন কথা, আমাদের মতো নতুনদের নিরুৎসাহ করে।
নজরুলও প্রথমদিকে অকবি ছিলেন ভাই !! কবিদের সহজেই স্বীকৃতি দেয়নি কোন সমাজ কোনকালে।

আপনার মতো অকবি'রা আমার হৃদয়ের মেহমান, আমি শ্রদ্ধা ভরে সম্মান করি,
করি অনুসরণ, গেয়ে যাবো জয়-গান।

১৫| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৭

বিলিয়ার রহমান বলেছেন: আপনার মতো অকবি'রা আমার হৃদয়ের মেহমান, আমি শ্রদ্ধা ভরে সম্মান করি,
করি অনুসরণ, গেয়ে যাবো জয়-গান।


হা হা হা!:)

এর বিনিময়ে এক আকাশ বিশুদ্ধ ভালোবাসার শুভেচ্ছা ব্রো!:)

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বিশুদ্ধ ভালোবাসায় শুদ্ধতায় ভরে উঠুক আমার অন্তর,
কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা রইল শুভেচ্ছায়।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

১৬| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: কেন প্রকৃত মুক্তিযোক্তাদের এই অবস্থা ?
স্বাধীনতার এতটা বছর পরেও।
সরকারের কি কোন দায়বোধ নেই?

এজন্যই কি বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিল?
মনটা বিষাদে ভরে গেল।

ভাল থাকবেন।

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এই দোষ শুধু এই সরকারের গাড়ে দেয়া যৌক্তিক হবে না, মহান স্বাধীনতার পর থেকে এদেশের প্রতিটি সরকারের এই দায়ভার।
শুনেছি, এই দেশে মুক্তিযোদ্ধা পরিচয় দিতে ভয় পেতো একসময়!! সেই সব কলঙ্কিত সময়ের দোষ পুরোটা দেয়াই যায়।


মন্তব্যে ভালো লাগা জানবেন ভাই,
শুভকামনা আপনার জন্য

১৭| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৯

মলাসইলমুইনা বলেছেন: শুরুর থেকেই কবিতাটা ভালো লাগছিলো শেষের দুই লাইন পড়ার পর নির্বাক হয়ে গেলাম। খুবই ভালো লাগলো আপনার এই কবিতাটা। দেশের সবাই সব ভাবেই ভালো থাকুক সেটাই চাওয়ার।

২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সকাল সকাল মনে আনন্দ ধরিয়ে দিলেন ভাই, এমন আন্তরিক উৎসাহদানে কৃতজ্ঞতা যে রাখতেই হবে।
প্রেরণা হয়ে থাকবেন ভাই। আশীর্বাদ থেকে যেনে বঞ্চিত না হই প্রত্যাশা।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

১৮| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৩৩

বিলুনী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতিমন্তব্যের জন্য ।
এখন থেকে চলবে লিখা আরো প্রবল বেগে ।
সবগুলিতেই থাকবে সুত্র লিংক, একটি কথাও পাবেনা
সুত্রের সাথে সিমিলারিটিতে । আমার সকল পোষ্ট
দিয়েছি এডিট করে , একটা কথাও পাবেনা কপি পেষ্ট
হিসাবে ।
এখন থেকে
আমি আস্তাবলের খোঁড়া ঘোড়া অথবা
ভাঙ্গা তলোয়ারে পরাজিত সৈনিক নই।
আমি মানুষ হয়ে জন্মেছি, বারুদ হয়ে জ্বলছি
এবং বোমা হয়ে বিস্ফোরিত হব।
সকল সাগুদেরে একে একে দেখে নিব
কলমের যুদ্ধে ।

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি পুরোপুরিভাবে একমত আপনার সাথে।

আমি মানুষ হয়ে জন্মেছি, বারুদ হয়ে জ্বলছি
এবং বোমা হয়ে বিস্ফোরিত হব
দারুণ বলেছেন, আমি শ্রদ্ধা রাখি এমন বিশ্বাসে।

শুভকামনা আপনার জন্য সবসময়।

১৯| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৪৫

বিলুনী বলেছেন: ধন্যবাদ

২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
ভালোবাসা জানবেন ভাই ....।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.