নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

ও\'পাষাণী বুঝবেনা

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:০২



ও চাঁদ, তোমার মনেও কি আজ কষ্টের খুব প্রতাপ!
কেন আজ মুখটাকে করে রেখেছো কালো এতো-
কার তরে এই হৃদয়ভাঙা অভিমান, চিত্ত-বেদনাবিধুর!
তবে'কি তুমিও ভালোবাসো কাউকে আমারি মতো!
বুঝতে কি পারো না তুমিও কিভাবে শেষ হয় কালরাত,
বিরহের আগুনে পুড়ো কি তুমিও সন্ধ্যা থেকে ভোর!

বুঝেছি, তুমিও একান্তে চাও রাত্রিকে-ভালোবাসো খুব,
মধু-জোছনায় চাও রাত্রির গা ভাসিয়ে নিবে তৃপ্তি শ্বাস;
সুখ-মিলনের বাঁধা হয়ে দাঁড়িয়েছে ঘাতক মেঘটা আজ,
তোমার আর রাত্রির মাঝে গড়ে দিয়েছে বাঁধার দেয়াল!
ঘাতক মেঘটির বুঝি হৃদয় নেই-বড্ড বেরসিক! উত্তাল
পূর্ণিমা-যৌবন তাই নিস্তেজ-বিচ্ছেদকাতর মনে উৎসুক।

তোমারও কি কান্না পাচ্ছে?
জমে উঠেছে কি মনে অনেক ক্ষোভ?
ভেবে দেখো- কতো ভাগ্যবান প্রেমিক তুমি।
একবার ভাবো তো! কত দুঃসহ বেদনার্ত দুর্ভাগা আমি!
কতইবা বুঝবে বিরহবেদনা- সময়ের সামান্য ব্যবধানে!
জানাইত, ঊষ্ণ প্রিয়ার বুকে মিশবে আবার বুক।

বুঝে নিও ও'চাঁদ- প্রিয়া-হারা এই হৃদয়ের কতটা দুক!
নেই কোনো স্বপ্ন-সাধ, মিলনের পথ-ও'যে বন্ধ চিরতরে;
স্বাদ-শূন্য জীবনের অতৃপ্ত প্রহর যেন কষ্টের-অনন্তদাস!
প্রেমহীন এই-শূন্যনীড় দেখবে না কখনো আলোর মুখ!!

হৃদয়হীনা জানবে না কতো নির্মম তার প্রতারণার ফল,
নিঃসঙ্গতায় প্রহর গুলো ছিলো কি দারুণ যন্ত্রণার।
হারানোর ব্যথা বুঝবে এইরাত-তোমাতেই বারবার
ছুটে আসি তাই, তুমি বিনে বুঝবে কে কষ্ট-চোখেরজল!
একাকীত্বের দহে পুড়ে পুড়ে বুঝেছি,বিশ্বাসেই ছিল ভুল!

সে-ভুলের মাশুল দিতেই কেটে যাবে জীবন আমার,
ও'পাষাণী বুঝবেনা- ইটের মত দহে-পুড়ে যাচ্ছে দুইযুগ।


শূন্যনীড়-এ প্রকাশিত কবিতা 'শূন্যনীড়' ভেঙ্গেচুরে নতুন করে সাজিয়েছি গত ২৭ তারিখ।
ফেসবুকে প্রকাশ করেছিলাম ২৯ তারিখে।

মন্তব্য ৪৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৩

প্রামানিক বলেছেন: দারুণ

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি শ্রদ্ধেয় প্রিয় কথাসাহিত্যিক ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

২| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:০৬

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতা +++

একটা কথা হইলো-- পাষানী তো তাই কোনো কথা শুনে না।

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে অনেক উৎসাহিত হলাম ভাই, অনুপ্রাণিত হবো। প্রেরণা হয়ে থাকবেন।


ঠিকি তো বলেছেন! বুঝে না বলেই তো তাকে পাষাণী ডাকি!!
সেটাই চাঁদের সাথে শেয়ার করার মতো ... হা হা হা পাগলে কতরকম পাগলামি যে করে মাঝেমধ্যে!

মন্তব্যে কৃতজ্ঞতা রইল ভাই,
শুভকামনা জানবেন সবসময়।

৩| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:০৮

ধ্রুবক আলো বলেছেন: কথাটা হবে -- পাষানী তো, তাই কিছু বুঝবে না, বুঝেও না বুঝার ভান করবে। এইটা ঠিক একদিন বুঝবে। অবশ্য তখন আর সময় পাবে না।

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
দারুণ বলেছেন ভাই .... পাষাণী এখন বুঝে, কিন্তু ..... সময় শেষ!!

আপনার কথাগুলো খুব ভালো লাগলো।
আবারো কৃতজ্ঞতা সুন্দর কথাগুলো বলে যাওয়ার জন্য।

শুভকামনা নিরন্তর

৪| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:১৩

নীলপরি বলেছেন: সে-ভুলের মাশুল দিতেই কেটে যাবে জীবন আমার,
ও'পাষাণী বুঝবেনা- ইটের মত দহে-পুড়ে যাচ্ছে দুইযুগ।
--

স্তব্ধ হয়ে গেলাম কবিতা পড়ে । অসাধারণ । ++++++++

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ প্রেরণাদায়ক মন্তব্য!! অনেক অনেক উৎসাহিত হলাম, আনন্দিত সৃষ্টি সুখে।

উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি শ্রদ্ধায়।

শুভকামনা নিরন্তর আপনার জন্য

৫| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:১৭

বিলুনী বলেছেন: ভাল লাগল কবিতা । আমার কাছে মনে হল কবিতার সারমর্ম এটা ।
তোমারও কি কান্না পাচ্ছে?
জমে উঠেছে কি মনে অনেক ক্ষোভ?

ধন্যবাদ ।

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে অনেক উৎসাহিত হলাম, আনন্দিত হয়েছি। প্রেরণা হয়ে থাকবেন।
দোআ করবেন।

সুন্দর মতামতে ধন্য করেছেন অধমের লেখাটাকে। কৃতজ্ঞতা রাখছি আপনার অনুভবে।

শুভকামনা জানবেন সবসময়।

৬| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৩

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার :) দুর্দান্ত ভাল লাগা।

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণাদায়ক উৎসাহ দিয়ে গেলেন শ্রদ্ধেয়। ভালো লাগাটুকু,আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা।

শুভকামনা আপনার জন্য সবসময়।

৭| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৭

চাঁদগাজী বলেছেন:


কবিতা পড়ার সময়, আমি কবিতার বাণী ভুলে গিয়ে, লেখকের মনকে দেখার চেষ্টা করতে থাকি; আমার কেন মনে হয়, আপনি বিরহে আছেন।

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি সত্যিই অনন্ত বিরহপীড়িত।। আপনি ভুল অনুভব করেননি। কৃতজ্ঞতা আপনার অনুভবে।



আমার প্রতিটি ভালো লাগা হারিয়ে গেছে!
সীমাহীন কষ্টের আঘাতে সুখগুলো পুড়ে পুড়ে ছাই...
স্বপ্নময় সুনিদ্রা অনেকদূর-ভাগ্যে জোটে না
প্রিম মানুষদের ভালোবাসা-পড়েনা সুনজর!
বড্ড একাকীত্ব অনুভাবী মনটাতে কোন আশা নাই!
বেদনাগ্রস্ত সময় কিভাবে যায় বুঝিবে কেবা,
কি করে বুঝাই অতৃপ্ত প্রহর কাটছে কি বিষে,
আমি নই আপন কারো রাখে না কেউ খবর!!

সহমর্মিতা জেনে শ্রদ্ধা আর ভালোবাসায় ভরে গেল অন্তর মন।
শুভকামনা আপনার জন্য সবসময়।

৮| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রিয়ার জন্য আপনার আকুতি পূর্ণতা পাক এই কামনাই করি। এত সুন্দর একটা কবিতার জন্য পোস্টে প্লাস।

০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমিন, আমিন

ধন্যবাদ পেয়ে ধন্য হল লেখাটি। কৃতজ্ঞতা জানবেন ভাই। প্রেরণা হয়ে থাকবেন।
শুভকামনা সবসময়

৯| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১:৩৫

ওমেরা বলেছেন: ভাইয়া পাষানী তো পাষানীই , আপনি ও পাষান হয়েগিয়েছেন ঠিকমত ব্লগে আসেন না, আমাদের ভুলে গিয়েছেন নাকি ভাইয়া ?

০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা ভুলিনি আপু....
কর্মব্যস্ততা আমাকে অনেকটা দমিয়ে রেখেছে।

অনেক অনেক মুগ্ধতা আপনার আন্তরিক মন্তব্যে।
শুভকামনা জানবেন সবসময়

১০| ০৩ রা নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩২

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলাগলো রেখেগেলাম

পোষ্টে +

০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে অনেক উৎসাহিত হলাম বাবু ভাই।
প্রেরণা হয়ে থাকবেন।

শুভকামনা আপনার জন্য সবসময়

১১| ০৩ রা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৮

ধ্রুবক আলো বলেছেন: গাজী ভাইয়ের মন্তব্যে প্লাস ;)

০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গাজী ভাই সবসময় পেটের কথা টেনে বের করার ক্ষমতা রাখেন। সেজন্য তাঁর প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকে আমার সবসময়।

আপনার প্রতিও ভালোবাসার কোন কমতি নেই .....

শুভকামনা আপনার জন্য সবসময়।

১২| ০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রথম কথা হচ্ছে পাষানী (পাষাণী) বানানটা ভুল আছে। দ্বিতীয় কোন কথা নাই।

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি তো 'পাষাণী' সঠিক জানতাম ! শব্দের এই ভুল গুলো আজও বুঝে উঠতে পারলাম না!!!

শুভকামনা জানবেন ভাই।

১৩| ০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি কি ভুল দেখছি? নাকি আপনি রিরাইট করলেন?

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: না ভাই, আমি আজ কোন এডিট করিনি।
হয়তো ঠিকমতো দেখেননি, একপলক দেখেই আমাকে সতর্ক করতে চেয়েছেন।
কৃতজ্ঞতা রাখছি ভাই আপনার আন্তরিকতায়।

শুভকামনা জানবেন সবসময়।

১৪| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৯

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর হয়েছে!:)

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে ধন্য হল লেখাটি। অনেক উৎসাহিত হলাম। প্রেরণাদানে কৃতজ্ঞতা রইল।


শুভকামনা জানবেন ভাই সবসময়।

১৫| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:৩১

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা সুন্দর হয়েছে++++

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণাদান করে গেলেন ভাই, উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি।

শুভকামনা জানবেন ভাই সবসময়।

১৬| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:০৪

নীলপরি বলেছেন: আমি সত্যিই অনন্ত বিরহপীড়িত।। আপনি ভুল অনুভব করেননি। কৃতজ্ঞতা আপনার অনুভবে। --

কবি হয়তো অনেক আছেন । কিন্তু সবার সামনে যাপিত জীবনকে স্বীকার করার সাহস খুব কম মানুষেরই আছে ।

প্রতিউত্তর দেখতে এসে নজরে আসলো । তাই বললাম । স্যালুট আপনাকে ।

শুভকামনা ।

০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভ সকাল

আপনার মন্তব্য পড়ে আমি বিস্মিত হয়ে অনেকক্ষণ নীরব রইলাম, কিভাবে আপনার মন্তব্যের মুগ্ধতা প্রকাশ করবো!!
আপনার কাছে থেকে পাওয়া উৎসাহ প্রেরণা'র প্রাপ্যতা আমার আগামীর পথে জ্যোতি হয়ে থাকবে।

শুভ হোক আপনার প্রতিক্ষণ,
শুভকামানা সবসময়।

১৭| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:১৩

এফ.কে আশিক বলেছেন: অসাধারণ লিখেছেন
কবিতায় মুগ্ধতা... +++

০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত ও আনন্দিত করে গেছেন ভাই। প্রেরণা হয়ে থাকবেন।

দোআ করবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

১৮| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:৪০

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতায় ভাল লাগা জানিয়ে গেলাম নয়ন ভাই! বেশ লিখেছেন!

০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ৯:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কবির ভালো লাগা জেনে অনেক আনন্দিত হলাম সৃষ্টিসুখে। উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি।

শুভকামনা জানবেন সবসময়।

১৯| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৬

ডঃ এম এ আলী বলেছেন: ছন্দময় কবিতাটি পাঠে বুঝা গেল অনেক কষ্টের কথা বলা হয়েছে তাতে
তবে কষ্ট গুলিকে বুকে ধারণ করে নিতে পারলে আনন্দ বাড়ে জ্যমিতিক হারে
কষ্টের ভিতরে লুকানো থাকে অনেক আনন্দ , ‌
এ আনন্দের সন্ধান অনেকেই পায়না ।
তাইতো ভাষা ও ছন্দ কবিতায়
কবি গুরু রবিন্দ্রনাথ বলেছেন
এ অানন্দের ভার বিধাতা যাহারে দেন
তার বক্ষে বেদনা অপার
তার নিত্য জাগরণ; অগ্নিসম দেবতার দান.
ঊর্ধ্বশিখা জ্বালি চিত্তে আহোরাত্র দগ্ধ করে প্রাণ
অথবা
“... মানবের জীর্ণ বাক্যে মোর ছন্দ দিবে নব সুর,
অর্থের বন্ধন হতে নিয়ে তারে যাবে কিছু দূর।


অনেক অনেক শুভেচ্ছা রইল

০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভ সকাল
শ্রদ্ধা ভালোবাসা জানবেন শ্রদ্ধেয়।


তবে কষ্ট গুলিকে বুকে ধারণ করে নিতে পারলে আনন্দ বাড়ে জ্যমিতিক হারে
কষ্টের ভিতরে লুকানো থাকে অনেক আনন্দ , ‌
এ আনন্দের সন্ধান অনেকেই পায়না
- অনেক মূল্যবান কথা বলেছেন ভাই, আপনার সাথে আমি বরাবরই একমত। কষ্টের অনুভাবিত সুখগুলো খুবই মিষ্ট হয়।
কৃতজ্ঞতা রাখছি ভাই সুন্দর মন্তব্যে রেখে যাওয়া কথাগুলোয়।

শুভকামনা আপনার জন্য সবসময়।

২০| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ ভোর ৪:৫১

মলাসইলমুইনা বলেছেন: খুবই সুন্দর | খুবই ভালো লাগলো আপনার কঠিন বিরহের কবিতা |

০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণাদায়ক মন্তব্য রেখে গেছেন ভাই। উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি।
প্রেরণা হয়ে থাকবেন ভাই।

শুভকামনা আপনার জন্য সবসময়।

শুভ সকাল।

২১| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

জাহিদ অনিক বলেছেন:


যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে- বুঝবে সেদিন বুঝবে
- কবি নজরুল থেকেই বললাম

০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১১:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
প্রিয় কবির প্রিয় তালিকার কবিতা থেকে রেখে যাওয় পঙক্তিতে শ্রদ্ধা আর কৃতজ্ঞতার সাথে একরাশ মুগ্ধতা জানিয়ে রাখছি।
আপনার আগমনেই অনেক আনন্দিত আমি।
ভালোবাসা সবসময় রাখি আপনার জন্য।

হুম, হয়তো বুঝে এখন আমাকেও আমার প্রিয়া, কিন্তু এই বুঝাতে আমার কি যায় আসে ভাই! তাকে তো আর পাবো না, ফিরে আসবে না আর আমার সেই চকচকানো উচ্ছ্বল চঞ্চলা যৌবনারম্ভের মধুময় সময়গুলো! আমি সবকিছু পাওয়ার পরও ভাবতে পারিনা আমি পূর্ণ! চারিদিক থাকা কতশত আপনজনের মাঝেও নিজেকে অনেকসময় আবিষ্কার করি একাকীত্বে ডুবে যাওয়া কোন নিঃস্ব প্রাণ হিসেবে! এ যে কতটা কষ্টের তা সবাই বুঝে না ভাই! চাইলেও যায় না বুঝানো কখনো!
তবে হ্যা, হারানো প্রিয়ার এই বুঝার মাধ্যমে নিজের মনের দিক থেকে অনেকটা তৃপ্ত হওয়া যায়। কারণ, ভালোবাসা কখনো বুড়ো হয় না, মানুষ হারিয়ে গেলেও ভালোবাসা ঠিকই জুড়ে থাকে মন। হারানো প্রিয়ার অনুতাপ আমাকে পুরনো সময় ফিরিয়ে না দিলেও অনেকটা হাল্কা করে দিয়েছে মনের ভেতর জমে থাকা কষ্টের ভার। এখানেই বরেণ্য কবির উক্ত কবিতার সার্থকতা খুঁজে পাই আমি।

আবারো শ্রদ্ধা আর ভালোবাসা রাখছি আপনার রেখে যাওয়া প্রিয় কবিতাংশে।
শুভকামনা আপনার জন্য সবসময়।
ভালোবাসা জানবেন প্রিয় কবি ভাই।

২২| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১১:২৭

নূর-ই-হাফসা বলেছেন: এতো সুন্দর করে অনুভূতি যে প্রকাশ করা যায় আপনার কবিতা না পড়লে বুঝা যেত না ।মুগ্ধতা রইল । আর পাষানীর জন্য মন খারাপ করা সময় নষ্ট মাত্র

০৫ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সকালে ঘুম থেকে জেগে এমন আন্তরিক উৎসাহ প্রেরণাদানে পাষাণীর মনও যে নেচে উঠবে আনন্দে, আমি সৃষ্টিসুখের উল্লাসে হলাম উচ্ছ্বাসিত, আগামীর পথে হবো অনুপ্রাণিত। কৃতজ্ঞতা রাখছি আপু উৎসাহদানে
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকবে রইলাম প্রত্যাশিত।

শুভকামনা আপনার জন্য সবসময়।

শুভ সকাল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.