নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

|| শুভ সকাল ||

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৮



শীতল হাওয়ার স্রোতোবহা আজ প্রভাতের-গায়ে।
আহ! কি মিষ্টি পরশে বারবার নেচে উঠছে হিয়া!
সারারাত সুখনিদ্রা শেষে শিহরণ জাগানিয়া ভোর,
তোমারই জন্য অপেক্ষমাণ স্নিগ্ধ বাতাসের স্পর্শ।

বেরিয়ে এসো ওই ঘর থেকে- দেখো মুক্ত আকাশ,
কতই'না সুমিষ্ট কণ্ঠে গেয়ে যাওয়া পাখিদের গান;
পাশের বাগানে জেগে উঠা জুঁই আর বকুলের গন্ধে
মাতাল হবেই আজ মুগ্ধতায় উষ্ণ-চঞ্চল বেসামাল।

কেমন আছো বন্ধু...?
মুছে ফেল ঘুম ও'চোখ থেকে,
চেয়ে দেখো- কতনা উচ্ছ্বল-চঞ্চলা মধুকুঞ্জ,
পাঠিয়েছি স্বর্ণাভ-ভালোবাসা ভরে রক্তমাখা সূর্য।

প্রভাতের মত রঙিন আর ভোরের বাতাসের মতই
বিশুদ্ধ-কোমলতায় ভরে উঠুক ওই হৃদয় তোমার,
প্রেমানন্দে ভরুক পৃথিবী-জয় হোক ভালোবাসার;
শুভকামনায় নিরন্তর, তোমা-তরে এই শুভ সকাল।


৪-১১-২০১৭ইং
ছবি কৃতজ্ঞতা গুগলি সার্চ

মন্তব্য ৪৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৭

শাহরিয়ার কবীর বলেছেন:
এখন কিন্তু গভীর রাত...... :)


শীতের সকালের অগ্রীম শুছেচ্ছা !!!! :)


ভাল লিখেছেন++

শুভ কামনা রইল, কবি।

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা ভাই,
সকাল উঠতে পারিনা তো.... ভাবলাম অগ্রিম শুভ সকাল দিয়ে ঘুমিয়ে পড়ি। তবে লিখেছিলাম গত চার তারিখ ভোরবেলা।

প্রশংসা পেয়ে উৎসাহিত হলাম কবিবর।
দোআ করবেন।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

২| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৬

জাহিদ অনিক বলেছেন:



কেমন আছো বন্ধু...?
মুছে ফেল ঘুম ও'চোখ থেকে


ভাল আছি, তবে চোখ থেকে ঘুম মুছে ফেলা যাবে না। বড্ড ক্লান্তিতে মারত্মক ঘুম পাচ্ছে।




শুভ রাত।











সকালে উঠে শুভ সকাল জানাবো।





১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো আছেন জেনে খুব ভালো লাগলো। ফেবু প্রোফাইল পিকে যে চাদর পড়া দেখেছি তাতে ভাবলাম আবার সর্দি কাশি হল কিনা!!


হ্যা কবি, ঘুমতে তো হবেই, ঘুম যে আমাদের ক্লান্তি ভুলিয়ে দেয়।


ভোরবেলা যদি না জাগতে পারি, তাই

মধ্যরাতে শুভ সকাল

৩| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৩

চাঁদগাজী বলেছেন:


যাক, বিরহ থেকে প্রকৃতিতে আগমণ, ভালো হলো

১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দোআ করবেন শ্রদ্ধেয় প্রিয় ....

শুভ সকাল

৪| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৫

জাহিদ অনিক বলেছেন:


সর্দি কাশি হাইচ্চু মাইচ্চু হয়েছিল দুই তিন আগেই!
আর ফেসবুকের ঐটা দুই বছর আগের !


মধ্যরাইতে শুভ রাইত ! ;)

১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ছবিটা দারুণ হয়েছে ভাই।

শুভ সকাল

৫| ১৪ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:৪৭

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা সুন্দর হয়েছে ।


প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে
যদি শুনতে পেতাম বলেছে কেও
শুভ সকাল, দিনমান কাটত
কতনা আনন্দ নিয়ে মনে,
সারাদিন মনে হত সে
আছে মোর সনে।

শুভেচ্ছা রইল ।

১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতার প্রশংসা পেয়ে আনন্দিত ও উৎসাহিত হয়েছি শ্রদ্ধেয়।


আপনার কথাগুলো হৃদয় ছোঁয়ে গেল।
যদি সকাল সকাল জাগতে পারি তো শুভ সকাল জানানোর ইচ্ছে রাখছি ভাই।
কৃতজ্ঞতা রইল মন্তব্যে।

শুভ সকাল

৬| ১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রভাতের মত রঙিন আর ভোরের বাতাসের মতই
বিশুদ্ধ-কোমলতায় ভরে উঠুক ওই হৃদয় তোমার,
প্রেমানন্দে ভরুক পৃথিবী-জয় হোক ভালোবাসার;
শুভকামনায় নিরন্তর, তোমা-তরে এই শুভ সকাল।
সুন্দর শুভ কামনা।

১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক প্রেরণা পেলাম শ্রদ্ধেয়। উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি।

শুভকামনা জানবেন, শ্রদ্ধা ভালোবাসা সবসময়।

৭| ১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৬

মোস্তফা সোহেল বলেছেন: শুভ সকাল নয়ন ভাই।
কবিতা ভাল লেগেছে।

১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতার প্রশংসা পেয়ে অনেক আনন্দিত হলাম ভাই।

শুভ সকাল

৮| ১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৯

বিলিয়ার রহমান বলেছেন: শুভ সকাল!!!:)



মুই কিন্তুক সকালেই সকাল কইছি!!!;)

১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভ সকাল

আমিও বেশি দেরি করিনি ভাই, বারোটার আগ পর্যন্ত শুভ সকাল দেওয়াই যায় হা হা হা

দোকানে বসে গল্প করছি তো, তাই দেরি হয়ে গেল ভাই।

৯| ১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: শুভ সকাল! একটু দেরী করে ফেললাম। আশা করি মনে কিছু নেবেন না। সুন্দর কবিতায় ভালোলাগা।

১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: না না ভাই, মনে করার মতো কিছু নাই। আপনার শুভ সকাল পেয়েই অামি অধিক আনন্দিত। উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি ভাই।
দোআ করবেন।

শুভকামনা আপনার জন্য
শুভ দুপুর।

১০| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬

সুমন কর বলেছেন: ভালো লাগল।

১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির ভালো লাগা আমাকে আনন্দিত ও উৎসাহিত করে গেল।
প্রেরণাদানে কৃতজ্ঞতা রইল ভাই।

শুভকামনা জানবেন সবসময়

১১| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৪

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভালো লাগল। ধন্যবাদ

১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত হলাম প্রিয় কবিবর। কৃতজ্ঞতা রইল প্রেরণাদানে।
দোআ করবেন শ্রদ্ধেয়

শুভকামনা জানবেন সবসময়

১২| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সকালের শুভ্রতা ছড়িয়ে দিলেন কবিতার পাপড়িতে। চমৎকার লিখনী।

১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি ভাই।
অনেক অনেক আনন্দিত আপনার কাছে প্রশংসিত হয়ে। প্রেরণা হয়ে থাকবেন ভাই।
দোআ করবেন।

শুভকামনা আপনার জন্য, ভালোবাসা সবসময়

১৩| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৪

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: দারুন একটি ভোরের কবিতা।

১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত হলাম। প্রেরণাদানে কৃতজ্ঞতা রইল।
দোআ করবেন আপু।

হুম, আসলে আমার কাছে সেদিন দারুণ একটা সকাল মনে হয়েছিল। সারারাত নির্ঘুম থাকার পরও কোন ক্লান্তি ছিল না প্রভাতে।

শুভকামনা জানবেন সবসময়

১৪| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪০

ওমেরা বলেছেন: আপনার ব্যতিক্রম কবিতার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। শুভ সকাল ভাইয়া অবশ্য এখন বাজে ২০ মিনিট বাকী আছে ১১টা বাজতে।

১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা তিনটা চল্লিশে এগারোটা!!
আমি শুভ সন্ধ্যা দিলাম অরিজিনাল।

ভালো লাগা জেনে অনেক আনন্দিত হলাম। উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি আপু।
দোআ কইরেন।

শুভকামনা জানবেন সবসময়

১৫| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৭

ধ্রুবক আলো বলেছেন: সকাল দেরি হয়ে গেছে, শুভ বিকেল।

১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হোক দেরি শুভ'র মধ্যে থাকতে পারলেই হলো হা হা হা ।
আমি শুভ সন্ধ্যা দিয়ে গেলাম।

অনেক আনন্দিত হলাম ভাই আপনাকে পেয়ে।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়

১৬| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫১

কামরুন নাহার বীথি বলেছেন:
চমৎকার প্রভাত বর্ণনা!! শুভ সন্ধ্যা!!!

১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসিত হয়ে অনেক উৎসাহিত হলাম আপু। প্রেরণাদানে কৃতজ্ঞতা রাখছি।

শুভকামনা জানবেন সবসময়
শুভ সন্ধ্যা

১৭| ১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

নীলপরি বলেছেন: এই সন্ধ্যেবেলা দারুণ একটা শুভ সকালের কবিতা পড়লাম । ++++++++++++

অনেক শুভকামনা রইলো ।

১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সবসময় আপনার কাছ থেকে অনেক অনেক উৎসাহ প্রেরণা পেয়ে থাকি। কৃতজ্ঞতা তো রাখিই আপু শ্রদ্ধাও রাখি আপনার আন্তরিক উৎসাহদানে।

শুভকামনা জানবেন সবসময়
শুভ সন্ধ্যা

১৮| ১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার শুভকামনা ময় লেখায় ভালোলাগা !!!!
শুভ সন্ধ্যা !

১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কথাসাহিত্যিক আপুর ভালো লাগা জেনে অনেক আনন্দিত হলাম সৃষ্টসুখে। উৎসাহদানে কৃতজ্ঞতা রইল আপু।
দোআ করবেন।

শুভকামনা জানবেন সবসময়

১৯| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫১

নূর-ই-হাফসা বলেছেন: দারুন একটা কবিতা ।কথা গুলো চমৎকার ছিল

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম আপনার মন্তব্য পড়ে, মনের মধ্যে কেমন একটা সুখ উল্লাস সৃষ্টিসুখে।
উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি আপু। দোআ করবেন।

শুভকামনা জানবেন সবসময়।

২০| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:
শীতল হাওয়ার স্রোতোবহা আজ প্রভাতের-গায়ে।
আহ! কি মিষ্টি পরশে বারবার নেচে উঠছে হিয়া!
সারারাত সুখনিদ্রা শেষে শিহরণ জাগানিয়া ভোর,
তোমারই জন্য অপেক্ষমাণ স্নিগ্ধ বাতাসের স্পর্শ।

বেরিয়ে এসো ওই ঘর থেকে- দেখো মুক্ত আকাশ,
কতই'না সুমিষ্ট কণ্ঠে গেয়ে যাওয়া পাখিদের গান;
পাশের বাগানে জেগে উঠা জুঁই আর বকুলের গন্ধে
মাতাল হবেই আজ মুগ্ধতায় উষ্ণ-চঞ্চল বেসামাল।

কেমন আছো বন্ধু...?
মুছে ফেল ঘুম ও'চোখ থেকে,
চেয়ে দেখো- কতনা উচ্ছ্বল-চঞ্চলা মধুকুঞ্জ,
পাঠিয়েছি স্বর্ণাভ-ভালোবাসা ভরে রক্তমাখা সূর্য।

প্রভাতের মত রঙিন আর ভোরের বাতাসের মতই
বিশুদ্ধ-কোমলতায় ভরে উঠুক ওই হৃদয় তোমার,
প্রেমানন্দে ভরুক পৃথিবী-জয় হোক ভালোবাসার;
শুভকামনায় নিরন্তর, তোমা-তরে এই শুভ সকাল।


প্রতিটি লাইন অসাধারণ, ধদারুণ অনুভূতি।

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক উৎসাহিত হলাম ভাই। প্রেরণাদানে কৃতজ্ঞতা জানিয়ে রাখছি।
দোআ করবেন ভাই।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

২১| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৯

নাগরিক কবি বলেছেন: বাহ, সুন্দর নাঈম ভাই। যাই হোক শুভরাত্রি :

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে ধন্য লেখাটি, আমি অনেক আনন্দিত সৃষ্টিসুখে। প্রেরণাদানে কৃতজ্ঞতা রাখছি ভাই।
দোআ করবেন।

শুভকামনা জানবেন সবসময়।
শুভ রাত্রি

২২| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৯

আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,




দু'চোখ ভরে প্রভাত দেখার আহ্বান ।
হায়রে ! সকালের কবিতার শুভেচ্ছা পেতে আমার রাত হয়ে গেল !

প্রভাতের কোমলতা আর বিশুদ্ধতায় ভালোবাসার ডাক দিয়ে যাওয়া ভালো লাগলো ।

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় ভাইয়ের আগমনে অনেক অনন্দিত হলাম। উৎসাহদানে কৃতজ্ঞতা জানাতে কৃপণতা করছিনা।
দোআ করবেন ভাই।

দুঃখিত হওয়ার কিছু নেই ভাই, আপনি দেখে গেলেন সেটাই আমার জন্য অনেক অনেক প্রেররণার, অনেক উৎসাহের। আমি উল্লসিত সৃষ্টিসুখে।

শুভকামনা জানবেন,
শ্রদ্ধা আর ভালোবাসা সবসময় আপনার জন্য।

২৩| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৩

খায়রুল আহসান বলেছেন: প্রেমানন্দে ভরুক পৃথিবী-জয় হোক ভালোবাসার - তাই হোক, তবে তাই হোক!
আপনার কবিতা সম্পর্কে ব্লগার চাঁদগাজী এর পর্যবেক্ষণটা দারুণ হয়েছে।
কবিতায় ভাল লাগা + +

১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় শ্রদ্ধেয় কবিবর এঁর আগমনে ধন্য হল আমার লেখটি। প্রশংসা পেয়ে যুদ্ধজয়ের আনন্দবোধ করছি, তৃপ্ত হলাম সৃষ্টিসুখে। প্রেরণাদানে কৃতজ্ঞতা রাখছি শ্রদ্ধার সাথে। আপনার কাছে প্লাস পাওয়া আমার জন্য পরম সৌভাগ্যের মনে করি স্যার।
দোআ করবেন শ্রদ্ধেয় কবিবর।

হ্যা, আপনার সুরেই আমিও বলবো 'তবে তাই হোক, তাই হোক'

শ্রদ্ধেয় ব্লগার চাঁদগাজী আমাকে খুব ভালোবাসেন, তাই আমাকে উল্লসিত দেখতেই বেশি আগ্রহী সবসময়।
তাঁর স্নেহাশিসে ধন্য আমি।

শুভকামনা জানবেন, শ্রদ্ধা ভালোবাসা সবসময়।

২৪| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২২

এফ.কে আশিক বলেছেন: ভোরের কবিতা
দারুন লিখেছে... কবি।
ঘড়িতে এ এম দেখছি সকালের অগ্রীম শুভেচ্ছা,
শুভ সকাল...।



এখন শুভরাত্রি।

১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্য পড়ে আনন্দিত হলাম ভাই, প্রশংসা পেয়ে ধন্য হলো লেখাটি।
উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি ভাই।
দোআ করবেন।

শুভকামনা জানবেন সবসময়
অগ্রিম
শুভ সকাল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.