নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

আমি আর আগের মতো নেই

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৮



তুমি বদলে গেছো অনেক আগেই,
আগের মতো এখন আর নও তুমি!
টিয়া পাখি এখন আর করছেনা ডাকাডাকি,
ময়না পাখিটির কি যেন হয়েছে,
কেমন যেন ঝিম ঝিম ভাব-কোন মাতামাতি নেই!
কিছু বন্ধু রাখে না খবর আগের মতো,
কোন বান্ধবী কখনো আমার ছিলই না।
যদি একটা বান্ধবী থাকতো...!
মনের খেয়ালে হলেও জিজ্ঞেস করতো-
বন্ধু, কেমন আছো তুমি.....?

আমি আর আগের মতো নেই,
অনেকটা বদলে গেছি!
এখন আর কোনকিছু আমাকে
প্রভাবিত করতে পারেনা আগের মতো,
তবে! মনটা আজও কেঁদে উঠে
তোমাকে ভাবতে গেলেই...।

দেখতে দেখতে কেটে গেলো কত বছর...!
তুমিহীনা কষ্টের প্রহর গুলো
কতটা বেদনাদায়ক-দুঃসহ, তুমি তা বুঝবেনা...।
হৃদয়হীনার হৃদয় চেনার ক্ষমতা নেই,
মিথ্যার নেই কভু স্থায়ীত্ব।
তোমাকে ভালোবেসেই বুঝেছি...!
প্রায় আঠারো বছরভর যদিও জ্বলছি,
তুমি যে মিথ্যে, তা বুঝেছিলাম অল্পতেই।

এখন আর তোমাকে পাওয়ার স্বপ্ন দেখিনা,
যদিও তোমার ভালোবাসা আজো জ্যোৎস্নাময়-উচ্ছ্বল
ভাবনার আকাশে বিস্ময়-পেরিয়েছি প্রায় দেড়যুগ!
বুঝেছি- হৃদয়ের দামে হৃদয় যায় না পাওয়া,
কেউ দেয় না মন- বুঝে হৃদয়।
অন্যকিছু'ই যেন খোঁজে সবাই, মন খোঁজে না!
প্রতিটি মোনাজাতে তোমাকেই চেয়েছিলাম খুব।

এখন আর খোলা আকাশের নিচে বসে 
কোন রাত করিনা ভোর- ভরা পূর্ণিমায়...
জ্যোৎস্নাময় স্বর্ণাভ চাঁদ দেখে ভয়ে হই জড়সড়।
মনে হয় কোন জ্বলন্ত নক্ষত্র
কক্ষপথ চ্যুত হয়ে ধেঁয়ে আসছে আমার দিকেই,
আমি আর পুড়তে চাই না...।
আমি বদলে গেছি,
ঘুমহীন রাত- দুঃসহ কষ্টের প্রহর গুলো
কেটে যাচ্ছে নিজের বিছানাতে শোয়ে শোয়েই...।
কেবলই ফেলে আসা সেই দিনগুলি আর তুমি-
মিলেমিশে একাকার ভাবনার আকাশজুড়ে,
বেদনাবোধ তখন আর থাকেনা,
কষ্টরা সব মিলিয়ে যায় সুখানুভবে,
চোখের কোণা বেয়ে যদিও গড়ায় লোনাজল!
রাখেনা কেউ নীরবে ঝরে পড়া অশ্রু জলের খবর।
জানতেও পারবেনা 'হৃদয়ের এ'দহন-পুড়ন'
বুঝবেনা কেউ কোনদিন- কোনভাবেই...।


___
ছবি কৃতজ্ঞতা নিজের মোবাইল গত-পূর্ণিমাররাত

মন্তব্য ৩৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫১

ওমেরা বলেছেন: ফাষ্টু হয়ে নেই ।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ফাষ্ট প্রাইজ হিসেবে দেয়ার মতো কৃতজ্ঞতা ছাড়া কিছুই নেই আপু।
দোকানপাট সব বন্ধ, ব্যাচেলর জীবনে চা তৈরি করে খাওয়ার সরঞ্জাম নেই।
নয়তো এই শীতের রাত্রে এককাপ চা খাওয়াতে পারলে উপহারটা মন্দ হতো না।

শুভকামনা আপনার জন্য, উৎসাহদানে প্রেরণা পেলাম আপু

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৬

ওমেরা বলেছেন: জী ভাইয়া বদলে যায়, আমরা সবাই বদলে যাই, কম আর বেশী। এই যে আপনি কত বদলে গিয়েছেন , প্রায় প্রতিদিন পোষ্ট দিতেন সবার পোষ্টে কমেন্ট করতেন , এখন সপ্তাহে ও একদিন আসেন না ।

কবিতা ভাল হয়েছে ধন্যবাদ ভাইয়া ।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনাদের ভালোবাসা আন্তরিকতা আমাকে সবসময় টানে ব্লগে। কিন্তু, বর্তমান কর্মস্থল অনেকটা ব্যস্ত রাখছে আমাকে। যেটুকু সময় পাই সেটুকুর মধ্যে ব্লগ পড়ে মন্তব্য করা হয়ে উঠেনা। আবার না এসেও থাকতে পারিনা আপু। মাঝেমধ্যে একটু সময় পেলে কয়েকটা মন্তব্য করতেই আবার দৌড়াতে হয় কর্তব্য কাজে।

দোআ করবেন আপু,
আপনাদের সবার প্রতি আমার ভালোবাসা, আন্তরিকতা আছে আমার আগের মতোই।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৬

নূর-ই-হাফসা বলেছেন: অনেক ভালো লাগা রইল । কবিতার কিছু লাইন অনেক ভালো লেগেছে । কিন্তু কপি করা যায় না বলে বলতে পারলাম না ।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত করলেন ভালো লাগা জানিয়ে গিয়ে। প্রেরণা হয়ে থাকবেন আপু।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।

শুভকামনা জানবেন সবসময়।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার কবিতা পড়ে মনে পড়ে গেল ``শচীন দেব বর্মন'' এর একটা গান-


তুমি আর নেই সে তুমি-



কবিতা ভালো লিখেছেন+++

শুভ কামনা রইল,প্রিয় কবি।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবিবর-এর মন্তব্য পেয়ে ধন্য হল লেখাটি। কৃতজ্ঞতা রাখছি আন্তরিক উৎসাহদানে।

দোআ করবেন কবিবর, খুউব ব্যস্ত সময় পার করছি বর্তমানে, কোন স্থিরতা নেই।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১২

চাঁদগাজী বলেছেন:


বলা কঠিন, হয়তো আগের থেকেও বেশী সুহৃদ হয়েছেন, কিন্তু সাঁকো নেই ফেরার পথে

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ সত্য কথাটি বলে গেছেন সুপ্রিয় শ্রদ্ধেয়।
কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা রাখছি মন্তব্যে।

এখন আর চাইলেও অনেককিছু করতে পারিনা, কোন পথ নেই ফিরে যাওয়ার।

সময়মতো বুঝিনি!!

সময়ের সদ্ব্যবহার করতে হয়।

অনেক অনেক কৃতজ্ঞতা আপনার মন্তব্যে।
শুভকামনা আপনার জন্য সবসময়।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৯

শাহিন বিন রফিক বলেছেন: ভাল লাগলো।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত হলাম ভাই ভালো লাগা জেনে। প্রেরণা হয়ে থাকবেন কৃতজ্ঞতা রাখছি মন্তব্য রেখে যাওয়ায়।
দোআ করবেন ভাই।

শুভকামনা রইল আপনার জন্য

৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৩

মৌমুমু বলেছেন: অনেক বেশি সুন্দর লিখেছেন নাঈম ভাইয়া। বদলে যেতে না চাইলেও কিছু কিছু সময়, ঘটনা বা কষ্ট মানুষকে বদলে দেয়। আগে যে ব্যাপারগুলো ভাবনাতে আসতো হঠাৎ করেই ভাবনারা বদলে যায়। যে মানুষটাকে নিয়ে আপনি এক রকম ভাবতেন হঠাৎ করেই ভাবনার ধরন বদলে যায়। চাইলেও যেন আগের ভাবনায় ফিরে আসা যায়না। মিথ্যে মরিচীকার পিছনে ঘুরতে ঘুরতে যখন উপলব্ধি হয় যে যেটার পেছনে ঘুরেছেন সেটা আসলে আপনারই নয় তখনও হয়তো মানুষ বদলে যায়। কখনে কখনো বদলে যেতে হয় ভালোবাসার মানুষটাকে সুখি দেখার জন্য! ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো।
কিছু কিছু লাইন বেশি চমৎকার।+++
ভালো থাকবেন ভাইয়া।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর মন্তব্য রেখে গেছেন আপু। অনুপ্রাণিত হবো সামনের দিনে। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।

আপনার রেখে যাওয়া কথাগুলোই চিরন্তন সত্য। অনেক গুণী কথাগুলো বলে গেছেন আপু। কৃতজ্ঞতা রাখছি আপনার বলে যাওয়া কথাগুলোতে।
কোন একসময় বদলাতেই হয় সবার। কিন্তু, সময় মতো বদলাতে পারিনা!

শুভকামনা জানবেন সবসময়।

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০২

পাজী-পোলা বলেছেন: আমি আর আগের মত নেই
আমি অনেক বদলে গেছি
নষ্ট জোয়ারে নষ্ট জীবন
ভাসিয়ে দিয়েছি।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা
হাসাইলেন ভাই !! আমি আমার জীবনকে আর 'নষ্ট জীবন' মনে করিনা।


মন্তব্যে আসার জন্য কৃতজ্ঞতা রইল।
শুভকামনা জানবেন সবসময়

৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৪

শাহিন-৯৯ বলেছেন: বয়স বাড়ছে আগের মত থাকবেন কি করে।
আবার মাইন্ড কইরেন না।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঠিকই বলেছেন ভাই, বয়স বাড়ছে, চাইলেও আগের মতো থাকা যাবেনা। সুন্দর মন্তব্য রেখে গেছেন ভাই। কৃতজ্ঞতা রাখছি, চিরন্তন সত্য কথাটিতে।

ভাই,
মাইন্ড করার মতো কিছু বলেননি ভাই! আমি মুগ্ধ হয়েছি অতীব সত্য কথাটি রেখে যাওয়ায়।

শুভকামনা জানবেন সবসময়

১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: সময়ের সাথে সবাই বদলে যায়।
সেই সাথে নিজেকেও বদলে নিতে হয়।
তবু কিছু সীমারেখা বদলানো যায় না কখনও।কিছু স্মৃতি মনে অতল গভীলে সব সময় কি ভিষন ঝড় তুলে যায়।
আর হৃদয়ের দামে হৃদয় সে তো অলিক কিছু।

কবিতা অনেক ভাল লাগল।প্লাস।
ভাল থাকুন প্রিয় কবি নয়ন ভাই।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর কথা বলে গেছেন সুপ্রিয় কথাসাহিত্যিক কবি ভাই।
সময়ের সাথে আমাদের যদিও বদলাতে হয় তবুও কিছুকিছু বিষয়ে বদলে যাওয়া যায় না। গ্রেট ভাই। ভরে গেল আমার অন্তর মন আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য পড়ে। কৃতজ্ঞতা রাখছি ভাই শ্রদ্ধার সাথে।


শুভকামনা জানবেন ভাই, ভালোবাসা আপনার জন্য সবসময়।

১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৩

কানিজ রিনা বলেছেন: হৃদয় উৎলানো কবিতা, বদলে গেছি বদলে
যেতে বাধ্য হয়েছি, মৃত্যুর আগ পর্যন্ত বলব
ভুল সবই ভুল যার মাসুল গুনেছি গুনছি
জীবন ভর। চিনিনা তাকে চিনিনা মনেও করিনা
তবুও কখনও এমন কবিতা আমাকে উতলা
করে। অনেক ভাললাগা রইল।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ আপু!! হৃদয় ছোঁয়া কথামালা রেখে গেছেন মন্তব্যের ঘরে। কৃতজ্ঞতা রাখছি আপু।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।
অসাধারণ প্রেরণাদায়ক উৎসাহ দান করে গেছেন আপু।
প্রেরণা হয়ে থাকবেন আমার আগামীর পথে।

শুভকামনা আপনার জন্য সবসময়

১২| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১২

ব্লগ মাস্টার বলেছেন: কি হয়েছে আগের মত নেই কেন ? ;)
অসাধারণ লেখা । ভালো লাগল।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অাগের মতো তো ভাই অনেকাংশই নেই, বদলে গেছি আমি,বদলে গেছে সময়।

না ভাই, কিছু হয় নি। আগের মতো সময় দিতে পারছিনা ব্লগে আপনাদের সাথে। অথচ মনের ভেতর সবসময় আপনাদের মাঝে ফেরার তৃষ্ণা। কিন্তু, কর্মজীবন আমার সবকিছু কেমন যেন আটকে দিয়েছে।
দোআ করবেন ভাই। আমি আপনাদের মাঝে থাকতে চাই।

ভালো লাগা জেনে অনেক উৎসাহিত হলাম ভাই। আন্তরিক প্রেরণাদানে কৃতজ্ঞতা রইল।
শুভকামনা আপনার জন্য সবসময়

১৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৫

ধ্রুবক আলো বলেছেন: কেউই আর আগের মত থাকে না, একটা সময় শারীরিক ও মানসিক পরিবীর্তন হয়।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সূর্যর মতো সত্য কথাটি বলে গেছেন ভাই।
গুরুত্বপূর্ণ কাব্যিক কথাটুকুতে কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা রাখছি।

শুভকামনা জানবেন সুপ্রিয় ভাই।
দোআ করবেন।

১৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৫

নীলপরি বলেছেন: আপনার কবিতাগুলো চোখ ভেজানোর ক্ষমতা রাখে । এটা পড়েও সেরকমই মনে হোলো ।

++++++++++++++

শুভকামনা ।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার মন্তব্য সবসময় আমাকে উদ্বেলিত করে, অানন্দের উচ্ছ্বাসে ভাসায়, আমি অনুপ্রাণিত হই মুগ্ধতায়। আপনার আন্তরিক উৎসাহদানে কৃতজ্ঞ থাকি আপনার কাছে। সুপ্রিয় কবি আপুর প্রতি শ্রদ্ধা ভালোবাসা রাখি সবসময়।


শুভ হোক আপনার প্রতিক্ষণ।
শুভকামনা আপনার জন্য সবসময়।

১৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার লেখা মনটা ছুঁয়ে গেল। আসলে এটাই জীবন। জীবনের সব আক্ষেপ ঘোচে না। আপনার সার্বিক মঙ্গল কামনায়।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত হলাম প্রিয় ভাই, আন্তরিক প্রেরণাদানে কৃতজ্ঞতা রাখছি ভাই।
দোআ করবেন ভাই।

ভালোবাসা জানবেন সবসময়।
শুভ হোক আপনার আগামীর পথ।

১৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: দুঃসময়!

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্দ বলেননি শ্রদ্ধেয় সুপ্রিয় ভাই। সময়টা আসলেই অনেকটা দুঃসময় যাচ্ছে আমার। সবকিছু কেমন যেন বদলে গেছে আমার! ব্যস্ততম সময় পার করছি দাদা।
দোআ করবেন।

শুভকামনা জানবেন সবসময়।

১৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৮

আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,




কালের যাত্রায় সব কিছুই পাল্টে পাল্টে যায় , আমি - তুমি - আমরা সবাই । কিন্তু কেউ-ই বোঝেনা !
আপনিও আর আগের মতোন নেই । ওমেরা ঠিকই বলেছেন । আর চাঁদগাজী র চমৎকার কথাটুকু একটু খোলাসা করে বলি -- ব্লগ থেকে ফেরার কোনও সাঁকো নেই ।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক দামী কথা বলে গেছেন শ্রদ্ধেয় প্রিয় কথাসাহিত্যিক ভাই। সবাই বদলেই যাই, কিন্তু বুঝতে পারিনা কেউই।

হ্যা ভাই, আমি আগের মতো আর সময় বের করতে পারিনা ব্লগে ঘুরার মতো। কিন্তু আপনাদের স্নেহময় আন্তরিক ভালোবাসা আমাকে টানে, টেনেটুনে ব্লগে ঠিকই নিয়ে আসে, সময়ের অভাবে আগের মতো প্রিয় ব্লগগুলি পড়ার সুযোগ পাইনা।
দোআ করবেন শ্রদ্ধেয় কবিবর। প্রেরণা হয়ে থাকবেন আমার জীবনাকাশে উজ্জল পূর্ণিমা চাঁদের মতো।

সুন্দর মন্তব্যে কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা ভালোবাসা রাখছি
শুভকামনা আপনার জন্য সবসময়।

১৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৩

ডঃ এম এ আলী বলেছেন: সুহৃদ সব সময়ই সুহৃদ ।
কবিতা সুন্দর হয়েছে ।
শুভেচ্ছা রইল ।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় ভাইয়ের মূল্যবান কথাটুকুতে শ্রদ্ধা রাখছি। অনেক দামী কথা বলে গেছেন শ্রদ্ধেয়।
প্রশংসা পেয়ে ধন্য হলো লেখাটি। ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা।

বিজয়ের মাসে বিজয়ী শুভেচ্ছা রইল বাংলার সূর্য সন্তানের প্রতি, এই হৃদয় গভীরে আপনার স্থান পরম শ্রদ্ধা আর ভালোবাসা সহকারে।

শুভকামনা জানবেন শ্রদ্ধেয় প্রিয়

১৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৬

জাহিদ অনিক বলেছেন:



সহজ সরল কথা কাব্যে আবেগে ভাসালেন !

০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত করলেন কবিবর, প্রেরণা হয়ে থাকবেন সবসময়।


শুভকামনা প্রিয় কবি'র জন্য সবসময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.