নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

সুন্দরীদের বিষে

১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৯



সুন্দরী নারী তোমার টকটকা ঠোঁট,
স্থির চোখে বারবার দেখি হয়ে চুপ;
অঙ্গের ও'ভাঁজে ভরা যৌবনরস,
মত্ত এ'মন শুনে প্রেম করার সখ!

ভালোবাসা সে'তো মিছে ছলনায় ভরা,
চাই না আর যদিও বুকে মমতার খরা।

সুন্দরী দেখে বুকে বাড়ে বড়ই দুখ,
উল্টো তাদের মন ভালোবাসার পোক;
দেহ খায় ধীরেধীরে জীবনটাও শেষে,
কত মানব নিঃস্ব হল সুন্দরীদের বিষে।



আমার লেখা সবচেয়ে ছোট কবিতার মতো লেখাগুলো মধ্যে এটিই মনে হয় সবচেয়ে ছোট, মাত্র দশ লাইন। একে তো সময়গুলো খুব ব্যস্ত হয়ে গেছে আমার, তার উপর কেমন যেন লেখালেখিতে একরকম অনীহা। আসলে অনীহা কিনা তাও ঠিকমতো বুঝে উঠতে পারিনা, কারণ, এখন আর আগের মতো মুক্ত সময় আমার কাছে আসে না। কিছু লিখতে গেলে মুক্ত সময়ের দরকার(আমার বেলায় যেমনটি অনুভব করেছি)। ব্যস্ত সময়ে কিছু লিখে পূর্ণতা দেয়ার মতো লেখক আমি নই। খণ্ড খণ্ড দু'চার লাইন লিখতে পারলেও পূর্ণ কবিতা লেখা হয়ে উঠে না আমার। যা হোক, আজ দুপুরবেলা ভাত খাওয়ার আগে ফেসবুক খুলে ঘুরছিলাম নিউজফিড। এমন সময় একটা ম্যাসেজ। ক্লিক করে তো আমার চোখ যতদূর সম্ভব কপালে উঠার প্রতিযোগিতা শুরুকরে দিয়েছে। বড়বড় চোখ করে দেখছি, ভাববার সময় নেই, শুধু দেখছি সুন্দরী একটা মেয়ের ফটো!! কেন কি উদ্দেশ্যে সেটা ভাবতেই এক লাইনের আরেকটা লেখা এল 'আপনার সাথে প্রেম করতে চায়'!! এবার অবাক যেমন হলাম তেমনি অনেকটা চিন্তিতও। আমাকে কিভাবে চিনে, কেনই বা আমার সাথে প্রেম করতে চাইতে পারে কিছুই মাথায় ঢুকছিল না। কিছুই না বলে ফেসবুক ফিডে লিখতে থাকলাম ম্যাসেজ অপশন থেকে বের হয়ে। উপরোক্ত লেখাটুকু লেখার পর আর কিছু লিখতেও মন চাইল না। কেন যেন এটুকুই সেন্ট করে দিলাম। আমি আজ উপলব্ধি করলাম প্রেম শব্দটিকে আমি কতটা ভয় পাই।।

মেয়েটির ছবিটিই দিতে পারতাম, বা সুন্দরী কোন নারীর ছবিও গুগল সার্চ করে আনতে পারতাম। কিন্তু, কয়েকদিন আগে শাইয়্যান ভাইয়ের ছবি আপলোড করার নিয়মের কথা মনে হতেই সেদিকে যাওয়ার সাহস করলাম না। গরীবের যে কত ভয়, গরীব ছাড়া বুঝবেনা কেউ। কেমন যেন ভয় হতে লাগলো। শেষমেশ নিজের মোবাইলে ধারণকৃত ছবি থেকেই গরীবের ছবিটি দিয়ে দিলাম। বিরক্তিকর মনে হলে বলবেন মুছে দিবো ছবিটি।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে মেয়েদের সাধারণভাবে চলতে অসুবিধা হয়, বলতে অসুবিধা হয়, তাই ফোন ও ফেইসবুক পেয়ে, আজকাল বেশী বলে ফেলছে; "আপনার সাথে প্রেম করতে চায়", ভাবনাটা ভুল; প্রেম কেহ করে না, প্রেম আসতে পারে হৃদয়ে, আকর্ষণ আসতে পারে হৃদয়ে

১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঠিকই ধরেছেন শ্রদ্ধেয়, আমারও সেরকম কিছু মনে হয়েছে। ভেবেছি আমাকে হাসির খোরাক ভেবছেন তিনি। তাই জবাবটি এরকম ছিল।

আসলে শ্রদ্ধেয়, আপনি যে সমস্যার কথাটি কেবল বাংলাদেশের মেয়ের বেলায় বলছেন সেটা মনে হয় সারা বিশ্বেরই সমস্যা। এখনকার উঠতি বয়সের ছেলে মেয়েরা সবাই কেমন যেন বেশিই পাকনা মনে হয় আমার কাছে। কয়েকমাস আগে আমার [email protected] ই-মেইল বিদেশি একমেয়ে ইংরেজিতে অনেককিছু পাঠিয়েছিল। আমি ইংরেজি খুব একটা বুঝিনা, তবে ট্রান্সলেট করে পড়ে অবাকই হয়েছিলাম। বেশ কয়েকটি ইমেইল এসেছিল সেই মেয়েটির থেকে, দুটো ছবিও দিয়েছিল। আমি পুরো ব্যাপারটা চিটারি ভেবে সেই ইমেলটি আর খুলিই না।
তবে, বাংলাদেশের ছেলেমেয়েরা এই বিষয়ে অনেকটা বেশিই বলতে হয়, যাকে বলে মহামারি রূপ!

কৃতজ্ঞতা রইল সুন্দর গঠনমূলক মন্তব্য রেখে যাওয়ায়।
শুভকামনা জানবেন সবসময়।

২| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০২

অর্ক বলেছেন: বেশ ভালো লাগলো কবিতা। শুভেচ্ছা।

১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনুপ্রাণিত হলাম প্রিয় কবি ভাই। উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি।

শুভকামনা জানবেন ভাই সবসময়।

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চটুল কাব্য।

১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞ করলেন সুপ্রিয় শ্রদ্ধেয়। প্রেরণা হয়ে থাকবেন।

আমার সাথে সে চালাকিই করেছে মনে হয়েছিল,
আমার জবাবটি চটুল হয়েছে জেনে আনন্দবোধ করছি ভাই।
দোআ করবেন।

শুভকামনা জানবেন সবসময়

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,




আপনার কবিতা নয় ভালো করে দেখলুম পরের অংশটুকু । কবিতাটি দেখিনি কেন ? প্রথম দু'লাইন দেখেই মনে হলো এতো নয়নের কবিতা নয় , কিছু একটা গন্ডগোল আছে কোথাও। তাই নীচে নামতেই দেখি ................
যন্ত্র সভ্যতার অসভ্যতা, সামাজিক সাইটগুলোর কল্যানকর সম্ভাবনাকে গলাটিপে মেরে কুৎসিত একদলের শীৎকার । যে যতো সুন্দর ভাষনই দিক না কেন, এই ফেসবুক বা ফোন এখন সমাজটাকে গোল্লায় নিয়ে যাবার একমাত্র সহজ ও সহজলভ্য প্রযুক্তি ।

১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ক্ষমা চেয়ে নিচ্ছি শ্রদ্ধেয় সুপ্রিয় ভাইয়ের গুরুত্বপূর্ণ কথাগুলো দেখতে দেরি হওয়ায়।

প্রযুক্তি আমাদের যেমন অনেককিছু দিচ্ছে, আবার অনেককিছু কেড়েও নিচ্ছে!
বর্তমান ছেলে মেয়েদের অনলাইন কার্যক্রম মাঝেমধ্যে বিস্ময়কর মনে হয় আমার কাছে!!

অনেক অনেক কৃতজ্ঞতা রাখছি ভাই গুরুত্বপূর্ণ সত্য কথাগুলো রেখে যাওয়ায়।
শুভকামনা জানবেন শ্রদ্ধেয় প্রিয়

মহান বিজয় দিবস-এর শুভেচ্ছা রইল

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভালো লিখেছেন নয়ন ভাই। তবে আপনাকে কারোর পছন্দ হওয়া দোষের নয় এটা মনে করি।

১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লিখেছি জেনে খুব আনন্দবোধ করছি ভাই। প্রেরণা হয়ে থাকবেন।
ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।

হ ভাই, আমিও দোষের মনে করিনি। তবে অকপটচিত্তে বলে দেয়ার ধরণ আমাকে অবাক করেছিল ভাই।

শুভকামনা জানবেন।
প্রতিউত্তরের দেরিটুকু ক্ষমা করবেন ভাই।
খুব ব্যস্ততম সময় পার করতে হচ্ছে আমাকে।
দোআ করবেন ভাই।

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৭

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা গার্ল স্কুল ইত্যাদি করে, মেয়েদেরাকে ছেলেদের থাকে আলাদা করে রাখায় কিছুটা সমস্যা হয়েছে; আবার ভারতীয় ও বিদেশী ছবি ছেলেমেয়েদের শারীরিক ও সমাজ সম্পর্কে ভুল ধারনা দিচ্ছে।

১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি মেয়েদের সাথে ক্লাস করেছি। কোনদিন কোন মেয়েকে কোনপ্রকার খারাপ বা কটু কথাও বলিনি, আমাকেও কোন মেয়ে বলেনি কোনদিন। আমরা মিলেমিশেই থেকেছি সবসময়। কিন্তু এখনকার আলাদা লেখাপড়ার পরও বেশি অপ্রিয় কাজকারবার হচ্ছে! এখন শিক্ষকরাই প্রেমিক হিসেবে অবতরণ করেছেন (মাঝেমধ্যে তো তেমনই মনে হয়।)

হ্যা শ্রদ্ধেয়, আসল সমস্যা ধরেছেন। বিশেষ করে ভারতীয় নাটকগুলো খুবই খারাপ শিক্ষা দিচ্ছে

৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯

ধ্রুবক আলো বলেছেন: ভাইয়ের ছবি দেখে নিশ্চিত বলে দেয়া যায়, আপনি হাজার রমনীর ক্রাশ।

১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা ভাই!! দারুণ বলেছেন।
আমি জানি আমাকে খুব ভালোবাসেন আপনি।

ভাই, খুব ব্যস্তসময় পার করছি এখন, তাই অসাধারণ উক্তিটি দেখে মুগ্ধতা জানাতে দেরি হয়ে গেল।
গত দুই দিন বিছানায় শোয়ার সময়ও পাইনি ভাই, বাসের সিটে বসেই একটু আদটু ঘুমোতে হয়েছে। আজ বাড়ি এসেছি, তাই ব্লগে টু মারার একটু সময় পেলাম।

শুভকামনা জানবেন ভাই, ভালোবাসা সবসময়

৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:


চমৎকার!

২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সাহসী করে গেছেন শ্রদ্ধেয় সুপ্রিয় কবিবর।
উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি ভাই।

শুভকামনা জানবেন, ভালোবাসা নিরন্তর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.