নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

কেমনে তোকে যাবো ভুলে...!!

২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭



সুখের আশায় ভালোবেসে মরছি প্রেমের বিষে,
ভুল মানুষে বিশ্বাস রেখে হারিলাম কূল শেষে।
ভালোবেসে যার কারণে রাখলাম বাজি জীবন,
সেই পাষাণী মারল প্রাণে কষ্ট দিলো ভীষণ!
মারল আমায় প্রেম ছলনায় জ্বলছে আগুন বুকে,
তীরহারা এই দুখ সাগরে ভাসাইল কী করে!
লক্ষ কোটি দাগ লেগেছে আমার ক্বলিজায়,
প্রেম করে পাষাণীর সঙ্গে জীবন বুঝি যায়!
বুকের ঘরে খুব যতনে রাখছিলাম বন্ধুরে,
আগুন দিল সুখের ঘরে রইল অন্যের বুকে।
ভালোবাসা জানতাম কি'আর শিখাইল যেজন
আপন রবে আশা দিয়েও সাজাইল অন্য ঘর।
জানতাম যদি আগে বন্ধু প্রেমের এতো জ্বালা,
তবে কি'আর পরতাম গলে তোর পিরিতের মালা।
পুড়ে কয়লা অন্তর আমার ধূলুর মতো উঁড়ে।
আপন রবে আশা দিয়েও এখন অন্যের ঘরে।।
তুই'যে আমার পূর্ণিমা চাঁদ আঁধার ঘরের বাতি,
তুই বিনে মোর আন্ধা দুচোখ করলি কি ডাকাতি!
আমি কি আর আছি বন্ধু এখন আমার মাঝে,
বৈরাগী এই মনটা উদাস ঘুরছে তোর তালাশে।
হইবিরে তুই আমার বন্ধু কতভাবে ভেবেছি,
প্রেম-কালিতে মন অন্দরে তোর ছবিটি এঁকেছি।
যার সাধে বাঁধিলাম ঘর সুখে থাকবার আশে,
পুড়িয়ে গেলি করলি পর রইলি অনেক দূরে।
নিশিত জাগি একলা মনে কতো কথা ভাবী,
তোর বিরহে কান্দে পরাণ কেমনে ঘরে থাকি!
পুড়া কপাল পুড়াই থাকে পুড়লে প্রেম-আগুনে,
যায়রে জীবন দুঃখ-কষ্টে মন দিতে ভুল-হলে।

মনের ঘরে করবি বসত সারাজীবন ধরে,
করবোনা পর মরার পরেও চাইবো আপন হতে।
অলস সময় একলা রাতি মধুর-স্মৃতি ভেবে,
তারায়'তারায় খুঁজব তোকে চাঁদের আলো মেখে।
কাঁদবো আমি তোর বিরহে জানি দিবিনা সাড়া,
দিক্বিদিক ঘুরবো একা হইবোরে ঘরছাড়া;
আঁধার ভুবন তুই বিহনে চোখ থাকিতে আন্ধা,
কেমনে তোকে যাবো ভুলে তুই যে মোর দুনিয়া!



[ছবিটি আমার মোবাইলে তোলা, আমার বাড়ির সামনে থেকে। এই পথে অনেক রাত কাটিয়েছি বন্ধুদের সাথে, মনের কষ্টকর সময়গুলো এই পথের মাঝে কেটেছে রাতের আকাশে তারাদের সাথে।]

মন্তব্য ৫০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

ভ্রমরের ডানা বলেছেন:

ছবি ও কবিতা দুটোই মনোমুগ্ধকর! সুপাঠ্য কবিতা!

২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক প্রেরণা পেলাম সুপ্রিয় কবির মন্তব্যে। উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি ভাই।
দোআ করবেন।

শুভকামনা জানবেন সবসময়

২| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

নূর-ই-হাফসা বলেছেন: অনেক সুন্দর কবিতা । ভালো লাগল

২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা ভরা মন্তব্যে আনন্দিত করে গেছেন, অনুপ্রাণিত হবো সামনের দিনে। উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি।
দোআ করবেন।

শুভকামনা জানবেন সবসময়।

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০০

চাঁদগাজী বলেছেন:


অনেক কষ্ট, অনেক ভালোবাসা, অনেক আশা, অনেক হতাশা!

ছবি বাংলাদেশের কোন এলাকার?

২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কষ্ট ভালোবাসা আশা আর হতাশা সব প্রেমের মধ্যেই থাকে। সবকিছুর পরও কিছুটা সুখের স্বপ্ন লেগেই থাকে তাতে, যদিওবা সবার কপালে সুখটুকু সয় না কখনোকখনো।


ছবিটি শেরপুর জেলার, শেরপুর সদর উপজেলার ২নং চরশেরপুর ইউনিনের পূর্ব সাতানি পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ডা. এটি এম জিন্নাত আলী(ডিপুটি কমান্ডার শেরপুর জেলা)র গ্রামের বাড়ির সামনে থেকে প্রায় তিনমাস আগে নেয়া।

শুভকামনা জানবেন, শ্রদ্ধা ভালোবাসা সবসময়।

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কবির দরশন ও প্রশংসায় হবো অনুপ্রাণিত, উৎসাহদানে কৃতজ্ঞ।
দোআ করবেন কবিবর।

শুভকামনা জানবেন সবসময়।

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

প্রামানিক বলেছেন: ছবি কবিতা দুটাই ভালো লাগল। ধন্যবাদ

২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির প্রশংসা আমাকে উৎসাহিত করবে, প্রেরণাদানে কৃতজ্ঞতা রইল।
দোআ করবেন কবিবর।

শুভকামনা জানবেন সবসময়।

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৭

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: খুব সুন্দর কবিতা।অসাধারন....

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আনন্দবোধ করছি কাফি ভাই, উৎসাহদানে কৃতজ্ঞতা রইল।
প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকুক।

শুভকামনা জানবেন সবসময়।

৭| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৮

আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,




সম্ভবত কাঙালী সুফিয়ার গানটি " রাঢ়ী হইলাম তোর কারনে ........" এর মতো কবিতার ভাবার্থ ।

আসলে কিছুই ভোলা যায়না ।

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একদম আসল কথাটিই বলে গেছেন শ্রদ্ধেয় প্রিয় ভাই। আসলে ভালোবাসার মানুষ তো দূরের, ভালোবাসার কিছুই ভুলা যায় কখনো। মানুষ যা ভুলে যায় বলে সেটা আসলে ভালোবাসাই না। এর জন্যবুঝি গুরুজনরা বলে থাকেন, ভালোবাসা অমর, প্রেম সবসময় যৌবনা।

কাঙালিনী সুফিয়া আমার খুব প্রিয় একটা শিল্পী, তার গান আমার ভালো লাগতো, বিশেষ করে "আমার বুকের ভিতর আগুন জ্বলে" গানটি আমার মনের মতো গানের মধ্যে একটি।

কৃতজ্ঞতা রইল আপনার মন্তব্যে, উৎসাহিত হলাম।
শুভকামনা জানবেন সবসময়।

৮| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩০

শুভ্র_সরকার বলেছেন: আপনার গ্রাম সুন্দর।

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত করলেন ভাই। সত্যিই গ্রামেই আমার ভালো লাগে এখনো। একদিনের জন্য বাড়ি গেলেও গ্রামে যাই আমি। গ্রামটি আমাকে খুব আপন করে নিয়েছিল ভাই, ভুলবার মতো নয় কোনদিন।

মন্তব্যে কৃতজ্ঞতা রইল।
শুভকামনা জানবেন ভাই।

৯| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বেশ কয়দিন পরে নয়ন ভাইয়ের সাথে। চমৎকার কবিতাও সুন্দর ছবিটি মন ছূয়ে গেছে। ভালো থাকবেন বন্ধুবর।

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, এখন আর আগের মতো সময় দিতে পারিনা ব্লগে, লেখাও তেমন হয় না। ফেসবুকে সময় পেলে দুএক লাইন লিখে লিখে জড়ো করি, তারপর ব্লগে তুলে যাই। মাঝেমধ্যে ব্লগে আসি আবার বেরই। বড্ড অস্থির সময় পার করছি ভাই।

কবিতার প্রশংসা আমাকে অনুপ্রাণিত করবে, প্রেরণা হয়ে থাকবেন ভাই।
দোআ করবেন।

শুভ হোক আপনার প্রতিক্ষণ।

১০| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৩

জনৈক অচম ভুত বলেছেন: কষ্টের কবিতায় ভাললাগা।

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে আনন্দিত হলাম ভাই, প্রেরণা হয়ে থাকবেন।
উৎসাহদানে কৃতজ্ঞতা রইল। দোআ করবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়

১১| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৭

ধ্রুবক আলো বলেছেন: কবিতা ভালো লাগলো +।
তবে ছবিটা... ভাই জায়গাটা কোথায়?!

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে আনন্দিত হলাম ভাই। উৎসাহদানে কৃতজ্ঞ।
ছবিটি শেরপুর সদর উপ-জেলার চরশেরপুর ইউনিয়নের সাতানি পাড়া গ্রামের। আমার বাড়ির সামনের বন, এই গ্রামেই আমার শিশু কিশোর বাল্যকাল কেটেছে।

শুভকামনা জানবেন ভাই সবসময়,

১২| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪০

আটলান্টিক বলেছেন: চমৎকার কবিতা ভাইয়া।
ছবিটাও সুন্দর।রাত্রেই কবিতাটা পড়েছি।আলসেমির জন্য এখন এসে কমেন্ট করলাম।কবিতায় প্লাস।

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে ধন্য হল লেখাটি, আমি আনন্দিত, প্রেরণা হয়ে থাকবেন ভাই।
উৎসাহদানে কৃতজ্ঞতা রইল। দোআ করবেন।

শুভকামনা জানবেন সবসময়

১৩| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৩

রাজীব নুর বলেছেন: ছবি এবং লেখা সুন্দর। কিন্তু ছবির গায়ে লেখা সুন্দর না।

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই। মন্তব্যে কৃতজ্ঞতা রাখছি।
দোআ করবেন ভাই।

ছবির গায়ে লেখার অভ্যাস আমার প্রথমদিকে ছিল না ভাই। একদিন দেখি আমার দুটি কবিতা ছবিসহ নিজের নামে পোষ্ট করে রেখেছে ফেসবুকে, সেদিন থেকে আমি ছবির গায়ে লিখে রাখি নিজের নামসহ। ছবির উপর লেখাটা আমার কাছেও ভালো ঠেকে না।

শুভকামনা জানবেন ভাই সবসময়

১৪| ২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০২

বিজন রয় বলেছেন: আপনার বাড়ির সামনের অবয়বটি খুব সুন্দর।


কবিতায় কষ্ট আছে!

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার বাড়ির আশপাশ থেকে অনেকগুলো ছবি তোলে রেখেছিলাম, ব্লগে ছবিব্লগ দিবো ভেবে, কিন্তু দেয়া হয়নি। গুগোল থেকে ছবি দেয়ার অনেক নিয়মকানুন জানার পর লেখার সাথে সামঞ্জস্যতা না খুঁজে নিজের তোলা ছবি থেকেই দিতে হচ্ছে, যদিও পোষ্টে বেমানান।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।

কষ্ট তো আমার বন্ধুর মতো হয়ে আছে ভাই!

শুভকামনা আপনার জন্য সবসময়

১৫| ২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৯

কিরমানী লিটন বলেছেন: অনেক সুন্দর, মুগ্ধ ভালোলাগা

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক প্রেরণা পেলাম ভাই, উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন।
দোআ করবেন ভাই।

শুভকামনা আপনার জন্য।

১৬| ২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়ে ভাল লাগলো।


শুভ কামনা রইল

কেমন আছেন নয়ন ভাই।

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোই আছি ভাই মোটামুটি, ব্যস্ততা বেশি তবে শরীরটা সুস্থ। দোআ করবেন ভাই।


কবিতার প্রশংসা পেয়ে ধন্য হল লেখাটি, প্রেরণা হয়ে থাকবেন ভাই।

শুভ হোক আপনার প্রতিক্ষণ।

১৭| ২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অসাধারণ লিখেছেন।।

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক উৎসাহিত হলাম ভাই, প্রেরণাদানে কৃতজ্ঞ।
দোআ করবেন শ্রদ্ধেয় প্রিয়।

শুভকামনা জানবেন সবসময়।

১৮| ২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৭

কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতা পড়িয়া আমি মুগ্ধ । :) লাইক প্রদান করা হইল। :)

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: লাইক পেয়ে ধন্য হল লেখাটি ভাই, প্রশংসা আমাকে অনুপ্রাণিত করবে।
উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি ভাই।
দোআ করবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

১৯| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেকদিন পরে ভাই মনোমুগ্ধকরা ছবি ও কবিতা পোস্ট করলেন ভাই।

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার বর্তমান কর্মস্থল একটু বেশিই ব্যস্ততম সময় পার করতে হচ্ছে ভাই। এখন আর লেখার মতো সময় ধ্যান মিলছে না, ফেসবুকে সামান্য করে লিখে জড়ো করতে হচ্ছে। তাই এখন ব্লগে সময় দেয়ার সময় হচ্ছে না তেমন। দোআ করবেন ভাই।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

২০| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভুলে যাওয়ার দরকার নেই। মনে রেখেন।

ভালোলাগা রেখেগেলাম

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মনেই থাকুক ভাই ..... ভুলতে তো পারলাম না আর!

ভালো লাগা জেনে আনন্দিত হলাম ভাই, প্রেরণা হয়ে থাকবেন।
উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি।

শুভকামনা জানবেন সবসময়।

২১| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০২

তারেক ফাহিম বলেছেন: কবিতায় ++

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্লাস পেয়ে ধন্য কবিতা, উৎসাহিত আমি, প্রেরণাদানে কৃতজ্ঞতা।
দোআ করবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

২২| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৬

নীলপরি বলেছেন: সত্যিই ভোলা যায় না । খুব সুন্দর লাগলো গ্রামের ছবি আর আপনার কবিতা ।

শুভকামনা ।

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কেউ যদি বলেন যে, 'ব্যাপার না ভুলে থাকা' আমি বলবো তার ভালোবাসায় ভিন্ন কিছু ছিল,
ভালোবাসার মানুষ কখনো পুরাতন হয় না, ভালোবাসার মানুষ চিরযৌবনা, ভালোবাসা অমর। অমার তাই মনে হয়।

প্রশংসা পেয়ে আনন্দিত হলাম আপু, অনুপ্রাণিত হবো সামনের দিনে। উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি।
দোআ করবেন আপু।

শুভ হোক আপনার আগামীর প্রতিটি দিনক্ষণ।

২৩| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২২

নীলপরি বলেছেন: আপনার সাথে আমি একমত ।

আপনিও খুব ভালো থাকুন ।

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একমত পোষণে আবার কৃতজ্ঞ করলেন আপু।

আপনার মঙ্গল কামনায় সবসময়

২৪| ২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২০

মোস্তফা সোহেল বলেছেন: কবিতায় অনেক ভাললাগা রইল নয়ন ভাই।
বেশিরভাগ মানুষের জীবনে না পাওয়ার গল্পটাই বেশি।

৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর মতবাদ রেখে গেছেন ভাই, বেশিরভাগ মানুষই না পাওয়ার কষ্ট পোষেন মনে মনে, কেউ প্রকাশ করে কেউ অন্তরে চেপে রাখে, পুড়ে তুষের মতো নীরব নিভৃতে।


ভালো লাগা জেনে উৎসাহিত ও আনন্দিত খুব। প্রেরণা হয়ে থাকবেন সুপ্রিয় ভাই।
শুভ হোক আপনার প্রতিক্ষণ এমন কামনা করি সর্বক্ষণ।

২৫| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪০

জাহিদ অনিক বলেছেন:

কবি!
কবিতা আর ছবি দুইটাই ভালো লেগেছে।
প্রবল প্রেমের করুন পরিনতি। যে প্রেম যত গভীর সেই প্রেমে বেদনা তত বেশি।

অনেকদিন আপনার গান শুনি না !

৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একেবারে হাছা কথা কইছেন সুপ্রিয় কবি ভাই! যতো প্রেম তত জ্বালা।

প্রশংসা পেয়ে ধন্য হল লেখাটি।
দোআ রাইখেন কবিবর।

গান তো এখন আর গাইতেই পারতেছি না ভাই!! সময় সুযোগ কোনটাই মিলছে না। গান গাওয়াই ভুলে যাইতাছি!!!
দোআ করবেন ভাই, চেষ্টা আছে আমার, থাকবেই।

শুভকামনা জানবেন সবসময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.