নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

নীরব রাত্রি আর আমি

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৫



প্রায়ই নীরব নিঝুম
শান্ত রাতের সাথে গড়ে ওঠে আমার বন্ধুত্ব!
আমি আর রাত্রি হয়ে যাই অনেক ঘনিষ্ঠ,
একা একা কথা বলি মনে মনে-
আকাশের ওই উজ্জল তারাটির দিকে তাকিয়ে;
কখনওবা অন্ধকারের বুকে জেগে থাকা-
রুপালী চাঁদটার সাথে বন্ধুত্ব জমে ওঠে খুব...।

চারিদিকে নীরব স্তব্ধ বহমান রাত্রির ক্ষয়,
কোথাও কোনো জন-মানুষের সাড়াশব্দ নেই;
দুচোখের দৃষ্টি যায় যতদূর- সুনসান চারিধার
গভীর ঘুমে অচেতন পৃথিবী....।
শুধু নীরব রাত্রি আর আমি, আর কেউ নেই।
রাত্রিকে বলি-
হে ঘুমহীন রাত্রি- তুমি কি জানো
তোমার সাথে আমার কেমন সম্পর্ক...?
কেনইবা তোমার মাঝে ফিরে আসি বারবার...?
কথায় কথায় ভারি করে তুলি তোমার শ্রবণ!
কিছুই বলে না রাত্রি,
নীরবে আমার দিকে ছুড়ে দেয় শীতল দীর্ঘশ্বাস।
তাতেই বুঝে নেই আমি,
হয়তো কষ্টের বুজা বইতে বইতে বোবা হয়ে গেছে,
তাই আর কথা বলতে পারছেনা। 
রাতের দীর্ঘশ্বাসের শীতলতায় বুঝে যাই,
একা একা ভাবতে ভাবতে ভেতরবাড়ি
পরিণত হয়েছে বরফ-পাথরে;
তাই বুঝি রাত্রির দীর্ঘশ্বাস খুব শীতল হয়...!

আজকের রাতে কুয়াশা একটু কম হলেও
শীতের যেন কোনো কমতি নেই।
মাফলার গরম জেকেট টাইসের উপরে প্যান্ট
পায়ে শীতোষ্ণ কেডস-
তবুও পশ্চিমা ঠাণ্ডা শীতল বাতাসে
প্রায় কাঁপাকাঁপি অবস্থা আমার শরীরের...!
এরকম কতনা শীতের রাত জেগেছি-
তার কোনো হিসেব রাখা হয়নি কখনও...!

ময়না পাখিটি আমাকে ছেড়ে-
আমার সীমানা ছাড়িয়ে চলে গেছে বহুদূর...
তা প্রায় ষোলো বছর পার হতে কিছুদিন বাকি।
তার পর থেকেই রাতের সাথে আমার সখ্যতা,
মাঝেমধ্যেই ঘুমভেঙে যায মাঝরাতে-
প্রিয়া হারানো মনটাতে অনুভূত হয় ভীষণ শূন্যতা;
হুহু করে কেঁদে ওঠে অন্তর, আর ঘুমুতে পারিনা।
বিছানা ছেড়ে নীরবে বেরিয়ে আসি বারান্দায়,
কখনো কখনো বসে থাকি মুক্ত ছাঁদে।
আজ বারান্দায় বসে আছি চেয়ার পেতে,
ভাবছি হারিয়ে যাওয়া ময়না টিয়া বুলবুলির কথা।
দূরের চাঁদটির সাথে কথা বলছি একা একা,
অজান্তেই বেরিয়ে আসে সব দুঃখ,
বেদনা ভরা কষ্ট আর কিছু সুখ মিশান স্মৃতিকথা;
এক এক করে আমি সব বলে যাই-
চাঁদটি শুধু শুনে যায় মুগ্ধ শ্রোতা হয়ে, কিছুই বলেনা।

আজ, ময়না পাখিটার কথা খুব মনে পড়ছে...!
জানিনা পাখিটি আমার কেমন আছে....?
হয়তো ভেঙে গেছে ঘুম তারও,
লেপ মুড়িয়ে শুয়ে শুয়ে ভাবছে আমার কথা।
ফেলে যাওয়া স্মৃতিগুলো ভাবতে ভাবতে
হয়তো ফোটা দুই অশ্রু গড়িয়ে পড়ছে গাল বেয়ে।
তাই বুঝি আজ মনটা আমার হয়েছে উদাসী,
হারিয়ে গেছে দুচোখের ঘুম, মনের ক্রান্তি।
না! কিছু ভাবতে পারছিনা!
মাথাটা কেমন যেন যন্ত্রণা করছে খুব...
চুপ হয়ে আছি অর্ধ বাঁকা চাঁদটার দিকে তাকিয়ে।

সত্যিই কি সে আমাকে এখনও ভাবে...!
মনে হয় ভাবে।
দেখেছিলাম প্রিয়ার চোখের দিকে তাকিয়ে
সেই আগের মতোই গভীর মুগ্ধতা লেগে আছে।
ও চোখ আমাকে দেখেই বলে দেয়,
প্রিয়তমা মোর- আজও ভালোবাসে আমায়,
মনে করে মনে মনে....
সোহাগিনী হয়ে দেয় সোহাগ অতি গোপনে।
এই তো কিছুদিন আগের কথা...!
আমার সাথে হেটে হেটে বললো-
আজও আমাকে মনে হলে চোখ ভাসে শ্রাবণে।
আমার সামনে মুখোমুখি দাঁড়িয়ে অনেকক্ষণ
কতো কথাইনা বলে গেল হাসি-মুখে....!
আমি দেখেছি সেদিন অবাক দুচোখে মুগ্ধতায়-
যেনো আষাঢ়ের ভারী আকাশ-
ঘন-কালমেঘ তার চোখ দুটোর ভেতর,
এখনওই হয়তো ঝরবে বৃষ্টি হয়ে...!
হ্যা হ্যা, ঠিকই বুঝেছি আমি,
হয়তো প্রিয়া এখনো ভালোবাসাে আমাকে...।

না! অবাধ্য মনটা কোনো কথাই শুনছে না,
মনে হয় আজ পণ'ই করেছে কাঁদবে বলে...!
আমি কাঁদবো না,
আমি আর ভাববো না,
আমি ফাঁসবো না আর কারো মায়া জালে।
আমি আমার মতোই থাকবো,
বাঁচবো নীরব রাত্রি আর আমি
একাকীত্ব ভুলে হাসবো মন খুলে....।


(২১শে জানুয়ারি ২০১৭ইং)

মন্তব্য ৪০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১২

বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাই নয়ন, ছবি আর কবিতায় মাখামাখি।
তবে ভাই দয়া করে কবিতা একটু ছোট করবেন।
ভাল লাগা রইল।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় কবির ভালো লাগা জেনে ধন্য লেখাটি। অনেক অনেক প্রেরণাদায়ক আপনার মন্তব্য।
উৎসাহদানে কৃতজ্ঞতা রইল সুপ্রিয়।
দোআ করবেন

হা হা হা ঠিকি বলেছেন, লেখাটি একটু বড়ই হয়ে গেছে। কি করবো ভাই কথা শেষই হতে চায় না যেন!
শ্রদ্ধা ভরে স্মরণে রাখিব সামনে লেখার সময় আপনার।

শুভকামনা জানবেন সবসময়।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৬

বিজন রয় বলেছেন: আপনার নিজের সাথে নিজের অজস্র কথা বলার বিষয়টি দারুন!!
অবিরাম, অবলীলায়।

অসাম।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার মন্তব্য আমাকে অনেক অনেক প্রেরণা দিয়ে যায় সবসময়, আমি আনন্দিত হই, হই অনুপ্রাণিত।
অকৃপণ উৎসাহদানে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রাখি সুপ্রিয় কবি দাদা।
আশীর্বাদ থেকে বঞ্চিত হবো না প্রত্যাশা।

শ্রদ্ধা ও ভালোবাসা জানবেন সবসময়
শুভকামনা আপনার জন্য

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:


আপনি ৩য় লাইনে কি "ঘনিষ্ট" লিখতে চেয়েছিলেন, নাকি যা আছে তা সঠিক?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: না না ঠিক ছিল না, আমি ঘনিষ্ঠ লিখতে চেয়েছিলাম। এখন এডিট করে নিয়েছি।
ভুল ধরিয়ে শুধরানোর সুযোগ দেয়ার জন্য কৃতজ্ঞ রইলাম শ্রদ্ধেয়।
এই আন্তরিক স্নেহময় ভালোবাসা যেন আমি ধরে রাখতে পারি, দোআ করবেন।

শুভকামনা জানবেন, শ্রদ্ধা আর ভালোবাসা সবসময়।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৪

সোহানী বলেছেন: এখানে কি একটা কবিতা নাকি তিনটা.....হাহাহাহা

ছবিটা অসাধারন আর কবিতায় বরাবরের মতই মুগ্ধ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার হাসিটা খুব মিষ্টি আপু ...। আসলেই একটু বড়ই হয়ে গেছে লেখাটি।

ছবিটি মোবাইলেই তোলেছিলাম সেসময়, লেখাটিও সেই রাত্রেই। আজ এডিট করে নতুন করে সাজিয়েছি।
প্রিয় আপুর মুগ্ধতা আমাকে আনন্দিত করে গেল, অনুপ্রাণিত হবো সামনের দিনে।
উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি আপু, দোআ করবেন।

শুভকামনা আপনার জন্য সবসময়।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৫

রিএ্যাক্ট বিডি বলেছেন: ভাল

https://www.youtube.com/TeamRohitpure

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বিডি ভাইয়ের ইউটাব লিঙ্ক দেয়ার কারণ বুঝতে পারলাম না কিছুই!

যাই হোক, ইউটিউবে ঢকলে সাবস্ক্রিপ্ট হয়ে আসবো একসময়।

মন্তব্যে আসায় ধন্যবাদ ভাই।
শুভকামনা জানবেন।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৮

মনিরা সুলতানা বলেছেন: শুভ কামনা নয়ন ; একাকীত্ব ভুলে আবার মন খুলে হাসো !

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কথাসাহিত্যিক আপুর শুভকামনা আমাকে অনুপ্রাণিত করবে সামনের দিনে, প্রেরণা হয়ে থাকবেন।
কৃতজ্ঞতা রাখছি আন্তরিক প্রেরণাদায়ক মন্তব্যে।
দোআ করবেন আপু।

শুভকামনা আপনার জন্য রাখি সবসময়

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৬

ধ্রুবক আলো বলেছেন: কবিতায় ভালো লাগা রইলো +।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে অনেক আনন্দিত হলাম প্রিয় ভাই আমার, প্লাসটি আমাকে অনুপ্রাণিত করবে সামনের দিনে।
উৎসাহদানে কৃতজ্ঞ ভাই।
দোআ করবেন।

শুভকামনা জানবেন সবসময়

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৭

শায়মা বলেছেন: বুঝেছি আমাদের ভাবীজীর নাম রাত্রী

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় আপুর মন্তব্য পেয়ে অনেক অনেক আনন্দিত হলাম। প্রেরণা হয়ে রইবেন আপু।
মন্তব্যে এসে অনুপ্রেরণা দেয়ার জন্য কৃতজ্ঞ। দোআ করবেন আপু.....


হা হা হা
পুরোপুরি বুঝেননি আপু, রাত্রির সাথে যদিও আপনার ভাবীজীর চেয়েও ঘনিষ্ঠ সম্পর্ক তবুও আপনার ভাবীজানের নাম রাত্রি না।

শুভ হোক আপনার প্রতিক্ষণ
শুভকামনা সবসময়।

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১১

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: দারুণ কবিতা কবি.........।।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম মাইনুল ভাই, প্রেরণা হয়ে থাকবেন।
উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি।
দোআ করবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৩

জাহিদ অনিক বলেছেন:


রাতের একটা নির্দিষ্ট প্রহর থেকে এই ব্যথাগুলো বাড়তে শুরু করে--
থেমে যায় ধল প্রহরের পরপর।

লেপ মুড়ি দিয়ে জড়িয়ে দিতে কিছুটা ওম - স্মৃতি হাতড়ে লিখে ফেলতে ইচ্ছেমত কাব্য কখন যেন রাত ভোর রাত আবার আসে
রাত এবারে একই চক্রাকারে ঘুরতে থাকে স্মৃতি- কবিতাও তাই লিখতে থাকে একই ব্যথা নানা রঙ্গে, নানা ঢঙ্গে।

শুভেচ্ছা ও ধন্যবাদ কবি।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ বলে গেলেন কবি, একেবারে কবিসুলভ মন্তব্য। মুগ্ধ করলেন কবিবর কাব্যকথায়।মনের ঘরে আছেন, থাকবেন জীবনভর।

শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন সবসময়

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৫

প্রামানিক বলেছেন: ছবি কবিতা দুটাই ভালো লাগল। ধন্যবাদ

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম কবিবর, অনুপ্রাণিত হবো সামনের দিনে।
উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি ভাই
দোআ করবেন শ্রদ্ধেয় প্রিয়।

শুভকামনা জানবেন সবসময়

১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২১

জনৈক অচম ভুত বলেছেন: ভালই যদি বাসে এখনো তবে চলে গেল কেন! নীরব রাতই ভাল সঙ্গী। আর যাই হোক রাত কখনো কাউকে নিঃস্ব করে দিয়ে চলে যায় না।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা ভালো বলেছেন ভাই, আপনার ক্ষোভ বুঝতে পারছি আমি।
আসলে ভালোবাসাটাই এরকম, কখনো উম্মুক্ত, কখনওবা খুবই গোপন। ভালোবাসা মনের বাসিন্দা, অন্তরে বসবাস তার, বাহ্যিক বাঁধা উম্মুক্ত ভালোবাসাকে হয়তো আটকাতে পারে, কিন্তু, মনের ভালোবাসাকে কখনওই নয়, অন্তরে ঠিকই জেগে থাকে অমৃত ভালোবাসা।

হ্যা ভাই, রাত্রি অনেক ভালো, কখনো নিঃস্ব করে না, ফিরে আসে বারবার।

সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন ভাই,
শুভকামনা জানবেন সবসময়।

১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১৫

আটলান্টিক বলেছেন: কবিতা বড় হয়ে গেছে নয়ন ভাই।ছবিটা চমৎকার।
+++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা রেখে গেছেন ভাই, অনুপ্রাণিত হবো সামনের দিনে, প্রশংসা টুকু অনুপ্রেরণা হয়ে থাকবে ভাই।
উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন।

কথা শেষ হতেই চায় না ভাই!! দোআ করবেন।

শুভকামনা আপনার জন্য সবসময়।

১৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৪

কিরমানী লিটন বলেছেন: অনেক সুন্দর আর ভালোলাগা

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত হলাম ভাই প্রশংসা পেয়ে, প্রেরণা হয়ে থাকবেন ভাই।
দোআ করবেন ভাই।

শুভকামনা আপনার জন্য

১৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৫

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা সুন্দর হয়েছে । কবিতাটি পাঠে মনে হল রাতের নিরবতা অনেককে কাঁদায়, আবার অতীত স্মৃতি স্মরণে ক্ষনে ক্ষনে তাদেরকে হাসায়, তাই নিরব রাত্রি শুধুই কুহেলিকাময় । রাত্রীর নিরবতায় মুক্ত ধারার স্রোত, হৃদয় মোহনায় মিশে যায় একান্ত গোপনে নীজেরই অগোচরে , অবিরাম ধারায় কখনো তা বেজে চলে, যার কোনো শেষ নাই, লয় নাই। বার বার শুধু মনে করিয়ে দেয় কোথাও না কোথায় থেকেও, প্রিয়জন হয়ে গেছে নিরব, আর তার জন্য মানুষের মন কাঁদে । মনে প্রশ্ন জাগে চারিধারে মানুষ মানুসীর ভিড়, তবুও কেন এত নিস্তব্ধতা, একি শুধু ভাগ্যের পরিহাস! তারপরও কবি ভুলে না, গান ভুলে না , তার চরণে দেয় স্তুতি । যেখানে তার ময়নার বাস, যেখানে রাতের নিরবতায় পথ ভুলে যায় চলে , শুধু তারি মিলন কামনায়। কিন্তু সেই হারানো ময়নাটি কি ফিরে পায় তার হারানো ঠিকানা; বছরের পর বছর ধরে কবি নীরবে রাত্রী জাগে, নিস্তব্ধতার মাঝে শুধু তাকেই খুঁজে বেড়ায়, সেই পথ হারানো ময়নাটির মত যুগ হতে যুগান্তরে।

অনেক অনেক শুভেচ্ছা রইল

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ মন্তব্য, ঝর্ণাধারার মতো শব্দগতি, নদীর মতো বয়ে চলা কথামালার ভাবগতি, রাতের সাথে সম্পৃক্ত মনুষ্য হৃদয়ের অন্তরায়িত সুপ্ত বাসনা, কবিমনের প্রশংসা, সবকিছু মিলেমিশে একাকার সুদারুণ কাব্যরসে ভরপুর। কৃতজ্ঞতা রাখছি ভাই। ধন্য হয়েছে মোর সামান্য লেখাটি। প্রেরণার আকাশে পূর্ণিমারচাঁদ হয়ে অনুপ্রাণিত করবেন সবসময়। এই স্নেহাশিস যেন না হারাই কখনো, এটাই কাম্য।

শুভকামনা জানবেন শ্রদ্ধেয়, শ্রদ্ধা ভালোবাসা সবসময়।

১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

ওমেরা বলেছেন: হায়, হায়রে ভাইয়া আপনার পাগলামী এখনো গেল না !! না গেলেই অবশ্য ভাল আমরা সুন্দর সুন্দর কবিতা পাচ্ছি তার জন্য ।
কবিটা অনেক বেশী ভাল লেগেছে ধন্যবাদ ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোবাসার পাগলদের পাগলামি কবে আর গেলো আপু ! মানুষ শুধু শুনে প্রেমের মরা জলে ডুবে না। আর যারা প্রেম করে বুঝে মানুষ মরার আগেই কিভাবে মরে! আর জিন্দা মরা জলে না ডুবারই কথা!

কবিতার প্রশংসা পেয়ে ধন্য হল লেখাটি। প্রেরণা হয়ে থাকবেন আপু।
উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনা জানবেন সবসময়।

১৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৯

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো কবিতা ।++++++

শুভকামনা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় আপুর মন্তব্য পেয়ে আনন্দিত ও উৎসাহিত অনেক। প্রেরণাদানে কৃতজ্ঞ আপু
দোআ করবেন।


শুভকামনা আপনার জন্যও থাকে সবসময়।

১৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৪

মোস্তফা সোহেল বলেছেন: যখন রাত্রি নেমে আসে তখন বুকের ভাজে জমে থাকা কষ্ট গুলোও নেমে আসে আর বিধে থাকে ঠিক গলার নিচটায়।
কবিতায় +++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন সোহেল ভাই, রাত্রির সাথে আত্মািক সম্পর্কিত হয়ে যায় প্রেমে পড়লে।

প্রশংসা পেয়ে উৎসাহিত হলাম ভাই। প্রেরণাদানে কৃতজ্ঞতা জানবেন ভাই।
দোআ করবেন ভাই।

শুভকামনা আপনার জন্য সবসময়।

১৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২৭

নীলপরি বলেছেন: ব্লগে এখন আমি একটু অনিয়মিত । লেখাও যেন তেমন আসে না । তবে আমার লেখায় আপনার মতামত খুবই গুরুত্বপূর্ণ । দুএকটা পোষ্ট দিলাম । কিন্তু আপনার মতামত পেলাম না । তাই সোজাসুজি আপনার কাছে জানতে চাইছি ।বুঝতে পারছি না । আমার দিক থেকে কোনো ভুল হলে মাফ করবেন ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: না না আপু ভুলের কথা বলে লজ্জা দিবেন না। আমি ক্ষমা চাইছি আপু আপনার কাছে, আপনার ব্লগে অনেকদিন আমার যাওয়াই হয়নি, অথচ আমার যাওয়া উচিৎ ছিল। আপনার কাছথেকে পাওয়া প্রেরণা সবসময় আমাকে অনুপ্রাণিত করে লিখতে, আমি সাহস পাই পোষ্ট করতে।

আসলে আপু, কয়েকমাস খুবই ব্যস্ততম আমার কর্মস্থল। হঠাৎ ব্লগে আসি আবার চলে যাই। ব্লগে ঘুরে পোষ্ট পড়ার মতো অনেক সময় সময়ই হয় না। ফেসবুকে ঢুকে কিছু লাইক, দুএক লাইন লেখলেও ব্লগে তেমনটা হচ্ছে না।

শ্রদ্ধা ভালোবাসা আর শুভকামনা সবসময় থাকে আপনার জন্য।

২০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৪

ডঃ এম এ আলী বলেছেন:
পহেলা ফাল্গুন


আজ বসন্তের প্রথম দিন
ফুল ফুটেছে ,পাখীও গাইছে
বসন্তের এই মাতাল সমীরণে ।
- পল্লী কবি জসিম উদ্দিন

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঋতুরাজ বসন্তের শুভেচ্ছা পেয়ে ধন্য মনে করছি শ্রদ্ধেয় প্রিয় ভাই। কৃতজ্ঞ রইলাম ভাই আন্তরিক ভালোবাসা পেয়ে। স্নেহাশিস যেন কভু না হারাই এই প্রত্যাশা সবসময় করি।




বসন্তের ওই বৃক্ষ লতায়
ফুলের সুবাস মন কেঁড়ে যায়,
দুখ যাতনা যাক না মুছে
সুখ ধরা দিক হৃদয় ঘরে;
হিয়ার মাঝে বাজছে যে সুর
রাখবো ধরে যাই যতদূর,
থাকবো যেথা ভালোবাসায়
করবো স্মরণ সুখ কামানায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.