নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

আজও ভালোবাসি

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০১



প্রিয়তমা,
তুমি কি বলতে পারো...?
না-ই'বা যদি পেলাম তোমাকে...!
তবে কেন তুমি আমার এতো চাওয়ার মতো...?
তুমি কখনো জানবে না এ শুভ্র সাদা কাগজে
কালো অক্ষরে সাজানো কথাগুলো-
বুকের গভীরে রাখা কষ্টগুলোর ছিঁটেফোঁটা মাত্র!

যখন কষ্টের দাবানলে হৃদয়টা পুড়তে থাকে,
যখন প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলি,
যখন ক্লান্তিতে ভরে যায় মন অন্তর,
ঠিক তখন খুব ইচ্ছে করে তোমাকে কাছে পেতে;
তোমার কোলে মাথা রেখে
সব কষ্টের কথাগুলো একটা একটা করে বলতে।
আমি যে এখনো তোমাকে নিয়ে স্বপ্ন দেখি....
তোমায় নিয়ে মনের কাগজে লিখি হাজারও গল্প।

বসন্তে তোমার হাত ধরে ঝরা পাতা মাড়িয়ে
হেঁটে হেঁটে অনেক দুরে চলে যাই...
গ্রীষ্মের উদাস দুপুরে-
তোমার ঘুমন্ত মুখখানা দেখি অপলক দৃষ্টিতে;
কপালে পড়ে থাকা এলোমেলো চুলগুলো সরিয়ে।
বর্ষায় ভিজি বৃষ্টিতে....
শরতের পূর্ণিমা রাতে দীঘির স্বচ্ছ পানিতে
চাঁদের ছবি দেখি পাশাপাশি বসে,
হেমন্তে নতুন ধানের গন্ধে হই মাতোয়ারা....
শীতের প্রচন্ড ঠান্ডায়-
তোমার বুকের উত্তাপে উষ্ণতা ফিরে পাই....!
এ সবই আমার মনের পাগলামি, হৃদয়ের স্বপ্ন।

তোমার ভালবাসা...!
শয়নে জাগরণে চিন্তা আর চেতনায়,
যতক্ষণ তুমি থাক আমার হৃদয়ের আঙ্গিনায়-
ততক্ষণ ভুলে যাই সকল কষ্ট....।
যখনি আড়াল হও
তখনই আমি যেন হয়ে যাই কেমন এলোমেলো!
হৃদয়ে বিরহের ঝড় চলে বয়ে,
ভাঙতেই থাকে আমার অবুঝ হৃদয়....!
জানবে না প্রিয়তমা! আজও ভালোবাসি!!
বুঝবেনা কখনওই হৃদয়ে জমে থাকা এই ক্ষত।।


৪ নবেম্বর ২০১৫ইং, ফেসবুক।
ছবি লেপসিয়া থেকে মুঠোফোনে তোলা।

মন্তব্য ৪৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১১

চাঁদগাজী বলেছেন:


চিরকষ্টের পদাবলী।

ছবিতে বাড়ীগুলো কি খালের পাশে?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনন্ত কষ্টের ছিটেফোঁটা মাত্র শ্রদ্ধেয়, জীবনের পদে মিশে থাকা কিছু কথা।


হ্যা, খালের পাশে। ধনু নদীর থেকে শাখানদী, লেপসিয়া বাজারের পাশদিয়ে বয়ে চলা শুকাতে থাকা সময়।

মন্তব্য রেখে যাওয়ায় কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা আপনার জন্য সবসময়।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কষ্ট আমাদের সহচর বন্ধু কষ্ট ছাড়া কেষ্ট মেলেনা যে, কষ্ট আছে বলেই এতো কবিতা এতো গান।
যে কারণে আপনি কবি আমি পাঠক।
ছবিটি চমৎকার কবিতাও।
আগের কমেন্টটি মুছে দিয়েন।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই, আগের কমেন্টিই ভালো ছিল, এখানে অনেক বেশি বলে ফেলেছেন ভাই। আমি আসলে এতটা যোগ্য নই। আমি নিজেকে আজও কোথাও কবি বলে দুঃসাহসিকতার পরিচয় দেই না। ব্লগে আপনাদের সবার দেখাদেখি লেখার চেষ্টা মাত্র। আপনার আন্তরিক উৎসাহ আমাকে অনুপ্রাণিত করে। অনেকা ব্লগে আপনাদের সাথে দেখাসাক্ষাৎ করার মতো কোনরকম পোষ্ট দেয়া।
দোআ করবেন ভাই, আপনাদের সকলের প্রশংসা যেন সত্যি হয়ে উঠে কোনদিন। সেটা হবে সামহোয়্যারইনব্লগ-এর কৃতিত্ব।

আপনার আন্তরিক উৎসাহদানে কৃতজ্ঞতা রাখি ভাই শ্রদ্ধা ভরে।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় কবির প্রশংসা আমার প্রেরণা হয়ে থাকবে।
উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন।
দোআ করবেন কবিবর।

শুভকামনা আপনার জন্য সবসময়।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৭

সোহানী বলেছেন: অসাধারন নয়ন..........++++++++

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উচ্ছ্বসিত আনন্দে ভাসছি আপু, অনেকগুলো প্লাস পেয়ে ধন্য লেখাটি।
উৎসাহদানে শ্রদ্ধা ভালোবাসার সাথে কৃতজ্ঞতা।
দোআ করবেন আপু,

শুভ হোক আপনার প্রতিক্ষণ।

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে কবি।


শুভ কামনা রইল ।


কেমন আছেন ??

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে উৎসাহিত হলাম কবিবর। আনন্দিত করার জন্য কৃতজ্ঞতা রাখছি।
দোআ করবেন ভাই।

শুভকামনা আপনার জন্যও সবসময়।

ভালো আছি ভাই, ব্যস্ততার ফাঁকেফাঁকে আপনাদের মাঝে আসি আপনাদের আন্তরিক ভালোবাসাতেই।



৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০০

আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,




ভালোবাসার কথা বলা উচিত ছিলো ভালোবাসার দিনটিতে । আজ তো সে ভালোবাসা বাসী হয়ে যাবার কথা ! B:-)
তবুও দু'বছর আগের ভালোবাসা যে আজও মনে , সেটা আপনার প্রেমিক একখানা মনের কারনেই । এই মনটাকে ধরে রাখুন । মরচে পড়তে দেবেন না ।
ভালোই লিখেছিলেন তবে একটু ছন্দের দিকে খেয়াল রাখলে আরও ভালো হতো । সে সুযোগ ছিলো । এটা আপনাকে নিরুৎসাহ করতে নয় , আপনার শ্রীবৃদ্ধির কামনাতেই বলা ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা অসম্ভব সুন্দর বলেছেন ভাই, বাসী ভালোবাসা কে আর চাইবে!!!
তবে ভালোবাসা বাসী হয় না কখনো ভাই, আপনাদের কাছ থেকেই জানা। ভালোবাসা সবসময় তরতাজা থাকে প্রেমিক হৃদয়ে।
দোআ করবেন ভাই, ভালোবাসা নামের নৌকাতেই যেন পার হতে পারি জীবন নামে মহাসমুদ্র।

হ্যা ভাই, ছন্দের দিকে খেয়াল করিনি, সোজাসুজিভাবে সাজাতে চেয়েছিলাম। পুরনো পোষ্টে পাওয়া কথাগুলো একটু এদিক সেদিক করে এডিট করেছি মাত্র। ছন্দময় করার চেষ্টা ছিল না, এখন বুঝতে পারছি, আরো সময় নিয়ে এডিট করতে পারলে একটু ছন্দময় করা যেতো।

না না ভাই নিরুৎসাহিত নয়, বরঞ্চ আরো উৎসাহবোধ করি কারো কাছে সামান্য পরামর্শ পেলে। আপনার পরামর্শ সবসময় আমি শ্রদ্ধার সাথে গ্রহণ করি, চেষ্টা করি সে মোতাবেক। দোআ করবেন ভাই, আপনাদের এই আন্তরিক স্নেহ ভালোবাসা যেন ধরে রাখতে পারি আমি।

শুভকামনা জানবেন, শ্রদ্ধা ভালোবাসা সবসময়।

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪১

জাহিদ অনিক বলেছেন:


প্রিয় যবে দূরে চলে যায় সে যে আরও প্রিয় হয় জানি-----------


কবিতা সুন্দর হয়েছে

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ সত্য।
ভালোবাসা বুঝি এমনই,

প্রশংসা পেয়ে আনন্দিত হলাম সুপ্রিয় কবিবর।

শুভকামনা জানবেন সবসময়।
দরশনে কৃতজ্ঞতা

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৩২

মলাসইলমুইনা বলেছেন: কবি, কবিতা বড়োই সৌন্দর্য !!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বড়ই আনন্দিত করলেন ভাই, প্রশংসা টুকু প্রেরণা হয়ে থাকবে ভাই।
উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি।

শুভকামনা জানবেন সবসময়

৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: নিজের হৃদয়ের ক্ষত যদি প্রিয় ভালবাসার মানুষ গুলোকে দেখানো যেত তাহলে হয়তো তারা বুঝতো এ ক্ষতের ব্যাথা কত।
কিন্তু আমাদের দুঃখ এটাই যে এ ক্ষত কাউকে দেখানো যায় না।
এই ক্ষতের গভীরতা নিয়ে চলতে হয় একাকী।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক কষ্টের কথা বলেগেছেন ভাই, কষ্ট যারা পুষে হাসিমুখে ঘুরে বেড়ায় তারাই একমাত্র বুঝতে পারে কষ্ট মানুষকে কতটা পিড়া দেয়। আমি কষ্টকে আশীর্বাদ মনে করি। কষ্ট আমাকে মানুষকে মানুষ হিসেবে বুঝতে শেখায় প্রতিনিয়ত।

আপনার মন্তব্যের প্রতিমন্তব্য লেখার মতো জ্ঞানী আমি নই।
ভালোবাসা জানবেন সবসময়।

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম ভাই। উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন।
দোআ রাখবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়

১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৫

তারেক ফাহিম বলেছেন: চমৎকার কবিতা ++

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দরশন ও প্রশংসা পেয়ে আনন্দিত হলাম প্রিয় তারেক ভাই, প্রেরণা হয়ে থাকবেন।
উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন ভাই।
দোআ রাখবেন।

শুভকামনা জানবেন সবসময়।

১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ঝড়া - ঝরা
সয়নে - শয়নে

জী এস ভাইয়ের সাথে একমত। প্রতিকবিতার জায়গা না এইটা। ছন্দ পাঠকে আরো সাবলীল করতো।

শুভকামনা।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা রাখছি ভাই শুধরানোর সুযোগ দানে।

হ্যা ভাই, জী এস ভাইয়ে আন্তরিক পরামর্শ আমি আশীর্বাদ মনে করি।
দোআ করবেন ভাই।

আপনার জন্যও শুভকামনা সবসময়

১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভালবাসা মরেনা

জেগে থাকে রাক্ষণ

জীবন শেষ হবে

ভালবাসা রবে আজীবন।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ বলেছেন ভাই ছন্দে ছন্দে।
মন্তব্যে আসায় কৃতজ্ঞতা জানবেন ভাই।
দোআ রাখবেন।

শুভকামনা জানবেন সবসময়

১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৮

মনিরা সুলতানা বলেছেন:
বেশ আকুতি রেখে গেলেন কবিতায়।
ভালোলাগা।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় সুপ্রিয় আপুর মন্তব্য আমাকে আনন্দিত করে গেল, উৎসাহিত হলাম। প্রেরণাদানে কৃতজ্ঞতা জানবেন।
দোআ করবেন আপু।

শুভকামনা আপনার জন্য সবসময়।

১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২১

ওমেরা বলেছেন: মিনতি আপুকে পেলে তাকে অনেকগুলো ধন্যবাদ দিতাম তার কারনে আমার এত এত ভালবাসার প্রেম বিরহের কবিতা পাচ্ছি ।

কবিতা খুব সুন্দর হয়েছে ভাইয়া ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা দারুণ আপু, নাম্বার দিবো নাকি তার ?

প্রশংসা পেয়ে ধন্য লেখা, প্রেরণা হয়ে থাকবেন আপু।
উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনা সবসময়

১৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৬

নীলপরি বলেছেন: আপনার কবিতা যখন পড়ি তখন তা কবিতা হিসাবে পড়ি না । মনকাগজে লেখা চিঠি হিসাবে পড়ি । এটাও সেরকম একটা অপূর্ব চিঠি ।
++++++

শুভকামনা ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনাদের উৎসাহ আমাকে অনুপ্রাণিত করে আপু, মনের কথাগুলো ঘুরিয়ে প্যাঁচিয়ে সাজানোর চেষ্টা করি।
প্রেরণাদানে কৃতজ্ঞতা জানবেন আপু।

শুভকামনা আপনার জন্য সবসময়

১৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভালবাসার এত সুন্দর প্রকাশভঙ্গিতে মুগ্ধ! ভালবাসা ছাড়া জীবনটা আসলেই অর্থহীন। ভালবাসা বেঁচে থাকুক চিরকাল। কবিতায় প্লাস।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণাদায়ক মন্তব্য রেখে গেছেন ভাই, অনেক আনন্দিত হলাম। প্রেরণা হয়ে থাকবেন ভাই।
উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন।


শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়

১৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৬

নূর-ই-হাফসা বলেছেন: অনেক সুন্দর কথাগুলো । প্রিয় মানুষ প্রিয় হয়ে থাক যেখানেই থাকুক ।
অনেক শুভকামনা

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক মুগ্ধতা রইল আপনার অসাধারণ উক্তিতে। প্রিয় যারা প্রিয় থাকুক।

প্রশংসা টুকু প্রেরণা হয়ে থাকবে আপু।
উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন।

শুভ হোক আপনার প্রতিক্ষণ, শুভকামনা জানবেন সবসময়

১৯| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৩

খায়রুল আহসান বলেছেন: দ্বিতীয় স্তবকটি পড়ার সময় সুমন কবির এর "তোমাকে চাই" গানটার কথা মনে হচ্ছিল।
ছবিটাও কবিতার মতই সুন্দর।
কবিতায় ব্যক্ত ভালবাসার আকুতি হৃদয় ছুঁয়ে যায়।

২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধা ও ভালোবাসার সাথে শ্রদ্ধেয় প্রিয় কবিবর এর প্রশংসায় উৎসাহিত ও অানন্দিত, পেয়েছি আগামী দিনের অনুপ্রেরণা।
স্নেহাশিস থেকে বঞ্চিত হতে চাই না কভু হে কবিবর।

সুমন ভাইয়ের 'তোমাকে চাই' কবিতাটি খুঁজে এলাম পাইনি, পড়ে দেখার সাধ ছিল খুব। মনে মনে সিদ্ধান্ত ছিল মিলে গেলে আমারটা মুছে দিবো। তবুও বলে এসেছি দাদাকে, যদি মিলে যায় তো মুছেই দিবো আমার এটি। দেখি দাদা কি বলে।

আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা রাখছি আমাকে সুমন দাদার কবিতাটির কথা বলে যাওয়ার জন্য। তা নাহলে হয়তো ভুল বোঝাবুঝির মধ্যেই থেকে যেতো আমার লেখাটি।

শুভকামনা আপনার জন্য,
শ্রদ্ধা ও ভালোবাসা জানবেন সবসময়।

২০| ২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০৪

অর্ক বলেছেন: ১৯ নং মন্তব্যে খায়রুল ভাই আপনাকে ভারতীয় বাঙালি গায়ক, ‘কবির সুমন’ (উল্টো লিখেছেন) এর গাওয়া ‘তোমাকে চাই’ গানের কথা উল্লেখ করেছেন। তার সাথে আপনার কবিতার মিল খুঁজে পেয়েছেন। এটা ব্লগের কারও কবিতা নয়।

২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ইস্ আমি আরো সুমন দার মনে কষ্ট দিয়ে ফেলেছি ভেবে ডিলিট করতে গিয়ে ভাবলাম আগে মিলটুকু দেখে আসি। না পেয়ে দাদাকে অনুরোধ করে এলাম একবার পড়ে যেতে। তারপর ডিলিট করবো ভেবেছি।
আপনার মন্তব্য আমাকে অনেক ভুল থেকে ফিরিয়ে গেল, অনেকটা অস্বস্তি থেকেও দিয়ে গেলেস মুক্তি।

এখন কি করবো যদি বলতেন প্রিয় কবি? যদি 'কবির সুমন' এর গানের সাথে বেশিই মিলে যায় তবুও বলে যাবেন ভাই, আমি ডিলিট করবো আমারটি।

ভালো আছেন ভাই ? অনেকদিন পর আমি আসলাম ব্লগে। আপনাকে পেয়ে ভালো লাগছে।

শুভকামনা জানবেন সবসময়।

২১| ২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১৫

সুমন কর বলেছেন: না, আমি মাত্রই পড়ে এসেছি। আর খায়রুল আহসান ভাই আমার না, সুমন চট্টোপাধ্যায় (কবির সুমন)-এর কথা বলেছেন। যাক এ সুযোগে আপনার কবিতাটি পড়ে নিলাম। ভালো লিখেছেন।

২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ২:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি দিয়ে গেলেন দাদা। এই কৃতজ্ঞতার শেষ নেই।

সুপ্রিয় কবির প্রশংসা আমাকে অনেক আনন্দিত ও উৎসাহিত করে গেল, অনুপ্রাণিত হবো সামনের দিনে।
দোআ করবেন দাদা।


শুভকামনা জানবেন সবসময়।

২২| ২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩৭

খায়রুল আহসান বলেছেন: ২০ আর ২১ নং মন্তব্য থেকে নিশ্চয়ই ইতোমধ্যে বুঝে ফেলেছেন যে আমি ব্লগার সুমন কর এর কথা বলিনি, কোলকাতার গায়ক সুমন কবির এর কথা বলেছি। তার "তোমাকে চাই" গানটিতে ভালবাসার মানুষটিকে কাছে পাওয়ার যে আকুলতা প্রকাশ পায়, আপনার কবিতার দ্বিতীয় স্তবকেও তেমনি।

২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আবারো এসে আমার মনের ভুলটুকু পুরোপুরিভাবে ভেঙে দিলেন শ্রদ্ধেয় কবিবর, কৃতজ্ঞতা প্রকাশ করছি।

শ্রদ্ধেয়, আমার এমন জানতে চাওয়ায় যদি তিল পরিমাণ বিরক্তবোধ করে থাকেন তো ক্ষমা করে দিবেন আমাকে।
আমি মনে মনে ভেবেছিলাম আপনি হয়তো কষ্ট পেতে পারেন আমার এভাবে জানতে চাওয়ায়। ক্ষমা করবেন শ্রদ্ধেয় প্রিয়।

হ্যা, উপরের মন্তব্য দুটি থেকে বুঝেছি আমি।
প্লীজ আপনি মনে কষ্ট রাখবেন না কবিবর। স্নেহাশিস কামনা করি আপনা থেকে সবসময়, করবো।

শুভকামনা আপনার জন্য, শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন সবসময়।

২৩| ২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৫২

অর্ক বলেছেন: পুরো গানটাই প্রায় মনে আছে আমার। কোনও মিলই মাই।

এলোমেলো তুলে দিলাম খানিকটা,

‘আশাঢ়ের রাতে আমি তোমাকে চাই
বৈশাখী ঝরে আমি তোমাকে চাই
ডাইনে ও বায়ে আমি তোমাকে চাই
এক কাপে চায়ে আমি তোমাকে চাই
ফাগুনের রাতে আমি তোমাকে চাই
তোমাকে চাই...’

উল্লেখযোগ্য কী মিল যে তিনি পেলেন তিনিই ভালো জানেন! এরকম ধারণা নিয়ে পৃথিবী তে নির্ঘাত কোটি কোটি কবিতা গান লেখা হয়েছে!

তুচ্ছ বিষয় নিয়ে হুলস্থুল কম করে আরও লেখা পড়েন, আরও লেখেন, আরও ব্লগিং উপভোগ করেন।

ধন্যবাদ।

২৪ শে মার্চ, ২০১৮ রাত ৯:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: না না সুপ্রিয়, হুলুস্থুল না। আমি বিষয়টি সম্পর্কে একেবারেই কিছু জানতাম না। তাই জানবার আগ্রহটা বেড়েছিল প্রবল।

আপনাদের আন্তরিক উৎসাহ আমাকে অনুপ্রাণিত করে কবিবর। তাই যদি কোন কষ্ট দিয়ে ফেলি তো সেটা আমার জন্য ভীষণ কষ্টের। তাই জানতে আগ্রহটা জেগেছিল ভীষণ।

শ্রদ্ধেয় খায়রুল স্যার ভাবার্থের কথা বলেছিলেন, আমি বুঝতে ভুল করেছিলাম। পরে বুঝেছি আপনাদের মাধ্যমে।
কৃতজ্ঞতা আপনাদের প্রতি, আমাকে খুব ভালোবাসেন সেটা জানলাম আরেকবার।
দোআ করবেন সুপ্রিয় কবি।

শুভকামনা জানবেন সবসময়।

২৪| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪০

খায়রুল আহসান বলেছেন: আমার এমন জানতে চাওয়ায় যদি তিল পরিমাণ বিরক্তবোধ করে থাকেন তো ক্ষমা করে দিবেন আমাকে - বিরক্ত হওয়ার তো প্রশ্নই আসে না!
আপনার কবিতায় প্রিয়তমাকে কাছে পাবার যে আকুলতা প্রকাশ পেয়েছে, সে প্রসঙ্গেই গানটির কথা বলেছিলাম।

২৫ শে মার্চ, ২০১৮ রাত ১২:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সত্যি আপনি অনেক বড় মাপের এক হৃদয়ের অধিকারী।
শ্রদ্ধা ও ভালোবাসা হয়ে আছেন, থাকবেন সুপ্রিয় কবিবর।

দোআ করবেন আমার জন্য।

আপনার সুখসমৃদ্ধি ও সুস্থতা কামনায় সবসময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.