নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

বন্দী স্বাধীনতা (অনুকাব্য)

২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭



মন্ত্রী সাহেব মন্ত্রীর ভাই নামীদামী বড় নেতা,
তাদের অপরাধ শিশু ভেবে করে দেন ক্ষমা;
সামান্য ভুলেও ধমকি দেন-শাস্তি পায় ভুখা,
এইতো সমাজের চিত্র-আজ বন্দী স্বাধীনতা!

আইনের প্যাঁচে ফেলে সুবোধ ছেলেটাকে
সহজেই করে দেন নষ্ট-রাখতে চান থামায়ে;
সন্ত্রাসী ছেলের সাথে দেখা হলে পথেঘাটে
এগিয়ে দেন সুমিষ্ট সম্বোধন-লম্বা সালামে!
রস খুঁজেন কথার ছলে গরিবের বউ দেখে,
যাচ্ছেতাই বলেন-করেন বস্তির মেয়ে পেলে;
অধিকার হারা দুর্বল-বাঁচেন বুকে কষ্ট চেপে,
এইতো স্বাধীনতা-ভিন্নতর হয় প্রকারভেদে!

জমি নেই পরিশ্রমী সে পূঁজে না সমাজপতি,
রোজকার আয়ে চলে সংসার নিজ পরিবার;
তাই বুঝি অপরাধ ত্যক্ত স্বাধীনতা জন্মভূমি!
টাকায় বন্দী স্বাধীনতা আজ সবল-ক্ষমতার!!


_______
আজ মহান স্বাধীনতা দিবস। বাঙালি জাতির জীবনে অবিস্মরণীয় দিন, ভয়কে জয় করার দিন, মুক্তি তৃষ্ণায় উম্মাদ হৃদয়ের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের দিন, একটি জাতির একটি দেশ পাওয়ার দিন। দীর্ঘ নয় মাস বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে এদেশীয় রাজাকার আলশামস্ বেঈমানদের সাথে যুদ্ধ করে ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগে রক্তগঙ্গা পেরিয়ে লাখো লাখো মা বোনের ইজ্জতের বিনিময় পাওয়া মুক্তি- স্বাধীনতা। স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনাসহ বিনম্র শ্রদ্ধায় করি স্মরণ, জানাই শ্রদ্ধাঞ্জলি।
সেই মুক্তি স্বাধীনতার সুফল সকল মানুষের প্রাণে প্রাণে ফিরে আসুক, স্বাধীনতা হোক সকলের সেই প্রত্যাশায় সকলকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

চাঁদগাজী বলেছেন:


সাধরণ মানুষকে কিছু দেয় না সরকারগুলো, শুধু গান শুনায়, মুলা দেখায়

২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সেটাই বুঝাতে চেয়েছিলাম, স্বাধীনতা সবার জন্য মুক্ত হোক।

মন্তব্যে আসায় কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয়
শুভকামনা সবসময়

২| ২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হুম! স্বাধীনতার রূপ এখন অনেকটাই ফ্যাকাশে। কবিতা সুন্দর হয়েছে। টাইপো আছে- বন্ধী

২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: স্বাধীনতা এখনও সবার জন্য হতে পারেনি, স্বাধীনতা ফিরে আসুক সমানভাবে।


টাইপো আসলে বুঝতে পারিনি বন্দী দিবো নাকি বন্ধী।
ঠিক করে নিচ্ছি ভাই।
কৃতজ্ঞতা রাখছি মন্তব্যে। প্রেরণা হয়ে থাকবেন।

শুভকামনা জানবেন সবসময়

৩| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪০

শায়মা বলেছেন: তবুও


স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়......!!!!!!

২৬ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কেউ না, কেউ চায় না বাঁচতে বন্দী হয়ে, মুক্ত হয়ে মুক্তির স্বাদ নিতে সকলেই থাকে অধীর। সেটাই ক্ষমতাবানরা বুঝতে চায় না! স্বাধীনতাকে দেয় না মুক্ত করে সবার মাঝে বিলিয়ে!!

আপনাকে মন্তব্যের ঘরে পেয়ে ধন্য, আনন্দিত। প্রেরণা হয়ে থাকবেন।

শুভকামনা আপনার জন্য সবসময়।

৪| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৭

জাহিদ অনিক বলেছেন:


বাস্তবিক প্রেক্ষাপট থেকে নেয়া কবিতা।

স্বাধিনতা দিবসের শুভেচ্ছা কবি

২৭ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, কৃতজ্ঞতা রাখছি মন্তব্য রেখে যাওয়ায়।

মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আপনাকেও

শুভকামনা জানবেন সবসময়

৫| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫২

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতায় মেসেজ আছে ।


ভালো লিখেছেন প্রিয় কবি।

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দের প্রিয় কবির কাছে প্রশংসা পাওয়া। অনেক উৎসাহিত হলাম কবিবর। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
দোআ করবেন ভাই।

স্বাধীনতা মুক্তির মাঝে কোন বৈষম্য না থাকুক, সবারই হোক সমান অধিকার।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়

৬| ০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩৬

খায়রুল আহসান বলেছেন: বন্দী স্বাধীনতা স্বাধীন হোক!
কবিতার শেষ লাইনটা আজ সত্য হয়ে দেখা দিয়েছে, এটা মিথ্যে হোক!

০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা রাখছি, হয়েছি অনেক আনন্দিত ও উৎসাহিত।
প্রেরণা হয়ে থাকবেন শ্রদ্ধেয় কবিবর।

আপনার কামনা সত্য হোক প্রত্যাশা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.