নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

আজও মৃত্যুর স্বাদ পাই

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৬



আমি অনেকবার মরেছি,
পেয়েছি মৃত্যুর স্বাদ বহুবার,
জীবনের বাঁকে বাঁকে
ইচ্ছে সাধের মৃত্যুতে যতোবার কেঁদেছি,
ততবার মৃত্যুর দোয়ারে দাঁড়িয়ে শুধু
একটি কথাই ভেবেছি;
কতনা ব্যাকুল ছিলে তুমি-
বলতে তুমি শুধু আমার!
আমি বিশ্বাসের পৃথিবীপতি হয়ে
সঁপেছি নিজেকে সেই ভালোবাসার কাছে,
অন্তরের অন্তঃস্থলে কতইনা মুগ্ধতা আর
ভালোবাসা হয়ে ছিলে তুমি...!
আজ তুমি নেই
আমার সীমারেখায় ভালোবাসা নেই;
নিষ্ঠুর পৃথিবীর কোথাও নেই
তিল পরিমাণ সুখের সন্ধান।
নিবে গেছে এই জীবনের দীপশিখা,
আমি পাই না কোন দিশা,
অন্ধকারের গহীনে তলিয়ে ভাবছি,
কোথায় আমার ঠিকানা-
কিইবা আছে আর প্রাপ্তির বাকি...?
কেনইবা এই বেঁচে থাকা...?
কেন এত আয়োজন বলো তোমাকে ভাববার...?
জানো,
আজও মৃত্যুর স্বাদ পাই ভাবতে গেলে বারবার...!



ছবিটি সম্পর্কে আমি কিছু জানিনা, ফেসবুকে পেয়েছি আজ, লেখাটিও এখনই লিখা। ছবিটি সম্পর্কীয় কোন তথ্য কারো জানা থাকলে জানাকে কৃপণতা করবেন না, কৃতজ্ঞ থাকবো।

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: মনে প্রেমের বাত্তি জ্বলে বাত্তির নিচে অন্ধকার।
এই জীবনে চাইলাম যারে হইলো না সে আমার


কবিতা পড়ে গানটা মনে পড়ে গেল!!

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গানটি সত্যি আমার খুবই প্রিয়, অনেকবার গেয়েছি ভাই গানটি।
সুন্দর গানটি মনে করিয়ে দিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ কবিবর।

শুভকামনা জানবেন সবসময়

২| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:২৫

ওমেরা বলেছেন: ছবিটা তো সুন্দর কিন্ত মুখে তো হচ্ছে ১ কে জি আটা মাখছে।তবে কবিতাটা নির্ভেজাল সুন্দর ।
ধন্যবাদ ভাইয়া।

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আটা ময়দা মাখার ব্যাপারটা আপনারাই ভালো জানেন আপু। আমার কাছে মনে হল ছবিটি লেখাটির সাথে গেঁথে দেই, তাই দিলাম।

প্রশংসা টুকু আমাকে অনুপ্রাণিত করবে আপু।
দোআ করবেন।

শুভকামনা জানবেন সবসময়

৩| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:২৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাটি ভাল লাগল। ছবিটি সম্পর্কে কিছুই জানি না। ওমেরা বলছে মূখে আটা মাখছে। তবে আমি দেখছি আলোকিত হৃদয়ে সুন্দরের আহ্বান।

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতার প্রশংসা পেয়ে ধন্য হল আমার চেষ্টা। প্রেরণা হয়ে থাকবে প্রশংসা টুকু।
কৃতজ্ঞতা রাখছি প্রিয় ভাইয়ের মন্তব্য পেয়ে।

হ্যা ভাই ছবিটি অনেক কিছু বলতে চায় মনে হল আমার কাছে।

ভালো আছেন নিশ্চয় সুজন ভাই।
শুভকামনা জানবেন সবসময়

৪| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব সুন্দর কবিতা। কিন্তু এত হতাশা কেন ভাই? হতাশা কেটে গিয়ে নতুন আলোয় জীবন ভরে উঠুক। শুভকামনা।

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে আনন্দিত হলাম ভাই, অনেক প্রেরণা পেলাম। অনুপ্রাণিত হবো সামনের দিনে।

হতাশা নয় ভাই, মাঝেমধ্যে জীবনটাকে অর্থহীন মনে হয়, মনে হয় বেঁচে থাকাটাই মিছে আমার।


শুভকামনা আপনার জন্যও সবসময়, ভালোবাসা জানবেন

৫| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১:১৮

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো হয়েছে লেখা।

২৮ শে মার্চ, ২০১৮ রাত ৩:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম ভালো হয়েছে জেনে ভাই। প্রেরণা হয়ে থাকবেন।
উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি ভাই।

শুভকামনা জানবেন সবসময়

৬| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১:২২

নূর-ই-হাফসা বলেছেন: কবিতায় হাহাকার প্রকাশ পাচ্ছে । কবিদের হতাশা কেটে যাক । অনেক শুভকামনা । ভালো লাগলো কবিতা টি ।
ছবিটি অসম্ভব সুন্দর । প্রদীপের উজ্জ্বল আলোয় আর মেয়েটির চাহনি অপূর্ব ।

২৮ শে মার্চ, ২০১৮ রাত ৩:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক উৎসাহিত হলাম আপু ভালো হয়েছে জেনে। প্রেরণা হয়ে থাকবেন।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।
প্রশংসায় অনুপ্রাণিত করার জন্য কৃতজ্ঞতা রইল।

হা হা হা কবিদের হাহাকার আর ফুরাইল কবে আপু।
আমি তো কবি নই তাই হাহাকার নাই আপু, মাঝেমধ্যে মনে হলে মৃত্যুর স্বাদ বুঝি আরকি।

হ্যা আপু ছবিটি খুব ভালো লেগেছিল, তাই গেঁথে রাখলাম।

শুভকামনা জানবেন আপু।

৭| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১:২৩

চাঁদগাজী বলেছেন:


ভালোবাসার মৃত্যু নেই; এতে আছে অনুভবতা ও কষ্ট

২৮ শে মার্চ, ২০১৮ ভোর ৪:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঠিক বলেছেন শ্রদ্ধেয়, ভালোবাসা কখনো মরে না, ভালোবাসা অমর। অনুভূত হয় মাঝেমধ্যে হারানো দিন ক্ষণ, ভালোবাসার সোনালী দিনগুলো। নাড়া দিয়ে যায় অন্তর মন, তাতে না পাওয়ার কষ্টবোধ ভীষণ। দীর্ঘশ্বাস ছেড়ে জ্বলন্ত হৃদয়ের আগুন কিছুটা শীতল করার ব্যর্থ চেষ্টা করা মাত্র।

মন্তব্যে আসায় কৃতজ্ঞতা রাখছি শ্রদ্ধেয় প্রিয়।
শুভকামনা আপনার জন্য সবসময়।

৮| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৭:২১

মলাসইলমুইনা বলেছেন: কবিবর, বিরহ ভালোবাসার কবিতা খুবই সুন্দর হয়েছে |

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি ভাই। প্রেরণা হয়ে থাকবেন।

শুভকামনা জানবেন সবসময়

৯| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:২৫

এফ.কে আশিক বলেছেন: এই ভেবে আর আহত হবনা আমি,
আমার মানবী বুকে একদিন চাঁদ মরেছিল।
বেঁচে থেকে থেকে বুঝেছি, মরে যাওয়া কত ব্যথা দেয়।
- রুদ্র গোস্বামী।

শুভকামনা কবি...।

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর কয়েকটি লাইন রেখে গেছেন ভাই, কৃতজ্ঞতা রাখছি মন্তব্যে।
দোআ করবেন ভাই।

শুভকামনা আপনার জন্যও সবসময়

১০| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে নয়ন ভাই।

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় ভাই প্রিয় কবির প্রশংসা আমার জন্য অনেক প্রেরণার, অনেক অানন্দের।
দোআ রাইখেন ভাই।

খুব ব্যস্ত আছি, গতকাল বাড়ি আসছিলাম, এখন কর্মস্থল যাচ্ছি, রাস্তায় চা খাচ্ছি আর আপনাদের প্রতিউত্তর রেখে গেলাম।

শুভকামনা জানবেন ভাই সবসময়

১১| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:২২

জাহিদ অনিক বলেছেন:


অনেকবার মরার চেয়ে একবার মরা ভালো।
মরে গেলে আর বাঁচতে ইচ্ছে করে না

২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন সুপ্রিয় কবি। হা হা হা মরে গেলে আর বাঁচতে ইচ্ছে করে না। ঠিক তাই ভাই, তখন বাঁচতে ইচ্ছে করেনা বলতে ভীষণ কষ্ট হয়, বিষাদময় হয়ে উঠে প্রতিটি মুহূর্ত।

দোআ রাইখেন কবি ভাই, একটু ব্যস্ত এখন।

শুভকামনা জানবেন সবসময়।

১২| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩১

মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই লেখাটি পড়বেন Happy Birthday

২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাই।
অবশ্যই পড়ে আসবো।

শুভকামনা জানবেন সবসময়

১৩| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫১

খায়রুল আহসান বলেছেন: গভীর আবেগ ও বেদনাবোধের কবিতা।
বেদনা বিষণ্ণতা কবিতার প্রসূতি। আনন্দবোধেও কবিতা জন্ম নেয়, তবে বেদনার কবিতার গভীরতা বেশী থাকে।

০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহ প্রেরণা ভরা মন্তব্য কথায়। কৃতজ্ঞতা রাখছি সুন্দর বাণীতে।
দোআ করবেন শ্রদ্ধেয় কবিবর।

শুভকামনা জানবেন, শ্রদ্ধা ভালোবাসা সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.